চলুন যাতায়াতের কিছু পথ দেখে নি || আমার বাংলা ব্লগ||By @salmanabir (প্রিয় shy-fox এর জন্য ১০%)

in hive-129948 •  3 years ago 

সূর্যের আলো শেষ হলেই নেমে আসে পৃথিবীর বুকে সন্ধ্যা।শীতকালীন সন্ধ্যা মানে শীতের আগমন। সারাদিন মোটামুটি রোদ থাকে শরীর গরম থাকে রোদের আলোতে।

আচ্ছালামুয়ালাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। জীবনের প্রতিটাদিন অনেক গুরুত্বপূর্ণ তাই অলসতা করে নয় কিছু শিখি এবং শিখাই এটাই হলো সফলতা।সময় তার মতো করেই চলে যায় কাউকে বলে যায় না অলস সময় যারা কাটায় তাদের সময় কাটে না। যারা পরিশ্রমি তাদের সময় অল্পতেই ফুরিয়ে যায়।তাই আমরা প্রতিটা সময় কিছু করে কাটাই এটাই একদিন বড় হবে তখন কাজের অভাব হবে না।

IMG_20211226_172307.jpg

আজকে আমি লিখতে যাচ্ছি আমার এলাকার কিছু রাস্তা নিয়ে যে পথে মানুষ সব-সময় যাতায়েত করে বিভিন্ন অঞ্চলে পৌছায়।

IMG_20211223_093853.jpg

প্রথম ছবিটা একদম গ্রাম থেকেই শুরু করলাম কাচা রাস্তা অথবা মাটির রাস্তা।এটা আমার পার্শ্ববর্তী এলাকার একটি রাস্তা। ছোট বেলা আমার এলাকার রাস্তাটিও কাচা ছিল।বৃষ্টির দিনে অনেক ভয়াবহ হয়ে যেত যদিও কাদা হইত না তবে হাটার সময় পা পিচলিয়ে যেত।এখনকার সময় নদীর পারের রাস্তা গুলো কাচা থাকে।কেননা পাকা করে কোন লাভ হবে না আমাদের দেশে প্রতি বছরই বন্যা হয় নদীর পারের রাস্তা পানির চাপে ভেংগে যায়।তাই আর পাকা করা হয় না।

IMG_20211223_094238.jpg

IMG_20211223_100405.jpg

কাচা রাস্তা থেকে আপডেট হয়ে হয় ইটের রাস্তা। গ্রামের রাস্তা গুলো এভাবেই ধাপে ধাপে আপডেট হয়।

IMG_20211226_172539.jpg

ইটের খোয়া,ইট ভেংগে ছোট ছোট অংশ করে এই রাস্তা করে তৈরী করা হয় এই রাস্তা বাইকারদের জন্য খুবই বিপদজনক। তবে অনেক মাস পর রাস্তা ঠিক সমান্তরাল হয়ে যায়

IMG_20211223_100356.jpg

IMG_20211223_092432.jpg

৩য় ধাপে হয় পিজঢালাই, একটি পিজ ঢালাই রাস্তা আমাদের গ্রামের মানুষের সপ্নের।কতো ভোগান্তির পরে এই রাস্তা হয় তা হয়ত তারাই বুঝে যারা গ্রামে বসবাস করে। তবে ভোগান্তি রয়েই যায় কিছু বছর গেলে রাস্তা ভেংগে যায় মেরামত করার জন্য আর কাউকে পাওয়া যায় না।তখন একটি গাড়ি নিয়েও ডোকার অপশন থাকে না।

IMG_20211225_093332.jpg

দক্ষিনাঞ্চল মানুষের সব থেকে আস্থার পথ নৌপথ এই নৌপথে হাজার হাজার মানুষ যাতায়াত করে। আমার কাছেও নৌ পথ খুব পছন্দের কেননা কোন জ্যাম থাকে না রিলাক্স করা যায়।এই ছবিটি একটি ফেরীর ছবি।

IMG_20211225_093349.jpg
নৌ পথের ২য় ওয়ে নৌকা /ট্রলার, যাদের ব্যস্ততা বেশী থাকে তারা সাধারণত এই পথেই আসা যাওয়া করে।ফেরী একটি নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করে কিন্তু নৌকা মানুষ ভড়লেই ছেড়ে দেয়।

জায়গাঃপাথরঘাটা
ক্যামেরাঃশাওমি রেডমি নোট ৫

আজকে আমি এই টুকু লিখলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদন্তে
@salmanabir

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...