হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার
যতই দিন যাচ্ছে ততই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আজকাল যে কোন দিবসে যেমন-শহীদ দিবস, রাষ্ট্রের শোক দিবস এবং বিজয় দিবসকে নিয়ে মানুষ অনেক বেশি সচেতন অনেক বেশি আগ্রহী এই দিবসগুলো স্মরণ করতে এবং পালন করতে।
বেশ কয়েকদিন ধরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেয়ের কবিতা আবৃত্তি, চিত্রাংকন এবং দেশাত্মবোধক গান প্র্যাকটিস করা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। গত কয়েকদিন যাবত একবার শিল্পকলা একাডেমিতে আর একবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বেশ দৌড়া দৌড়িতে ছিলাম। কিন্তু আজ একুশে ফেব্রুয়ারিতে প্রতিটি স্কুলে তো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকর প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সেই উপলক্ষে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এবং মেয়েদেরকে প্রস্তুত করিয়ে স্কুলে নিয়ে যায়। ঠিক সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গনে একুশের চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে সবাই খুব সুন্দর করে অংশগ্রহণ করে। কিন্তু ছোট মেয়েকে নিয়ে ব্যস্ততার ফাঁকে সেই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার দৃশ্যগুলো ফটোগ্রাফি করতে ব্যর্থ হয়।
প্রতিযোগিতার শেষে স্কুল প্রাঙ্গনে বেশ সুন্দর আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সকল ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি। এছাড়া ও উপস্থিত ছিলেন স্কুল কমিটির পরিচালক বৃন্দ এবং শিক্ষক বৃন্দরা। শুরুতেই কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনী শুরু হয়।
সাথে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে মূল অনুষ্টান শুরু হয়। শহীদদের স্মরণে আলোচনা হয়। স্কুলের পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ এবং শিক্ষকরা বেশ সুন্দর সুন্দর বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।যারা ভাল করেছেন তাদের প্রাইস বিতরণ করা হয় এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও প্রত্যেককে ও বিশেষ পুরস্কারের আওতায় আনা হয়। সবাই অনেক আনন্দের সাথে পুরস্কার নেই। পুরস্কার বিতরণ করা শেষ হলে আলোচনা সভার মুলতলী ঘোষণা করেন। সবাই যার যার মত বাসায় চলে যায়।
প্রিয় বন্ধুরা এ হচ্ছে আমার আজকের লেখা যা খুব স্বল্প সময়ে স্বল্প লেখার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের পড়ে ভালো লাগবে বেশি দীর্ঘ করিনাই কারণ দীর্ঘ লেখা পড়তে আমার নিজেরও ভালো লাগে না তাই আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট না হওয়ার জন্য অল্প কথার মাধ্যমে সমাপ্ত করে দিছি।
![qara-xett.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbPHtiA1qvQyju2ZRPXjy2YDsw1hXeiaDdEt97yo3gaZi/qara-xett.png)
🌺আশা করি সবার ভাল লেগেছে আমার আজকের ব্লগিং। ধন্যবাদ সবাইকে আমার আজকের ব্লগিং সময় দিয়ে পড়ার জন্য।🌺।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | w3w |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।ফটোগ্রাফি করা আমার শখের।এছাড়া কবিতা লিখতে আমার অনেক ভাল লাগে।গান গাওয়া আমার স্বপ্ন।আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তাই আমি আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/23z6jh
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে শহীদ দিবস স্মরণে স্কুলের প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার অনেক কিছু শেয়ার করেছেন। আপনার মেয়ে স্কুলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল জেনে আমার কাছে খুবই ভালো লেগেছে। বেশ কয়েকদিন ধরে আপনি আপনার মেয়েকে সবকিছু বাড়িতে প্র্যাকটিস করিয়েছেন এ বিষয়ে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্ট পড়েছেন এবং খুব সুন্দর মতামত দিয়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit