ক্রিয়েটিভ রাইটিংঃ-যদিও হয় নিকট আত্নীয় কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থেকে দূরে সরে থাকা ভালো।

in hive-129948 •  2 months ago 

শুভ বিকেল,

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য সদস্যগণ আসসালামুআলাইকুম। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আবারো হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ শেয়ার করে নিতে। প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিতে বেশ ভালো লাগে। তাই আজকেও তার কোন ব্যতিক্রম হবে না। আজকে আমি আবার উপস্থিত হয়েছি ভিন্ন একটি টপিকস নিয়ে। প্রতিদিন চেষ্টা করি নিজের মতো করে কোন পছন্দের বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে। দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছু ভালো মন্দ বিষয় ঘটে যায়। সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে পারলে মনটা অনেক বেশি ভালো লাগে মনটা হালকা হয়ে যায়।

vecteezy_ai-generated-businessman-in-suit-pointing-at-object_42235785.jpeg
Image Source Location

আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তা অবশ্যই আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আসলে কি আর বলবো আমাদের সমাজটা এমনই আমাদের চারপাশের পরিবেশ এমন। এমন কিছু কিছু মানুষ আছেন তারা আগুণে পেট্রোল ঢেলে দিতে আসে। তারা সব সময় নিজের দোষ ঢেকে রাখে এবং অন্যের দোষ নিয়ে মাতামাতি করে। আমি মনে করি যে মানুষ সবচেয়ে বেশি নিজের সমালোচনা করতে পারে সে মানুষ সচেতন। যে মানুষ নিজের দোষের সমালোচনা করতে পারে সে কখনো অন্যের ক্ষতি করতে পারে না। কারণ তাদের মধ্যে বিবেক থাকে তাদের মধ্যে অন্যের ক্ষতি করার ভয় থাকে।

কিন্তু আমাদের চারপাশের এমন অবস্থায় এমন কিছু মানুষ আছেন যারা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায়। তারা যদিও আপনার চোখের সামনে ভালো কিন্তু আপনার পিছনে দেখবেন আপনার জন্যই লেগে থাকবে। তারা সহ্য করতে পারেনা অন্যজনের সফলতা। তারা সহ্য করতে পারেনা অন্যজনের সুখে থাকা। কিভাবে অন্যজনের সুখে শান্তিতে থাকা পরিবেশে ঢুকে পড়বে অশান্তি লাগিয়ে দেবে তারা সব সময় এমন একটি পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য বসে থাকেন। তবে আমাদের সবচেয়ে বড় ধরনের ভুল হচ্ছে কি জানেন? এই ধরনের মানুষগুলোকে আমাদের চারপাশে ঘেষতে না দেওয়াই ভালো। যদিও হোক নিকট আত্মীয় এমন কিছু ভয়ংকর চরিত্রের মানুষকে জীবন থেকে মুছে ফেলা খুবই ভালো।

তবে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন তাদেরকে যত বেশি এড়িয়ে চলবেন তারা তত বেশি আপনার সাথে মিশতে চাইবে। কারণ আপনার কাছ থেকে সুবিধা গুলো নিতে চাইবে এবং পিছনে আপনার ক্ষতি করতে চাই। এরকম ভালো মানুষ সেজে থাকা সুবিধা ভোগি মানুষগুলো আমাদের চারপাশ থেকে সরে দেওয়াই ভালো। যত চেষ্টা করি না কেন আমরা তাদেরকে সরাতে পারি না। তারা আমাদের সাথে এমন ভাবে জড়িত। হোক না তারা নিকট আত্মীয় অথবা তারা হতে পারে আপনার রক্তের সম্পর্ক। এমন মানুষ বেশ ভয়ংকর হয়। যদি আপনি একবার বুঝতে পারেন তাদের সেই রূপগুলো কিন্তু তাদের থেকে সরে যাওয়াই ভালো।

সত্যি কথা বলতে এটা শুধু আপনি বা আমি নয় সবার জীবনে এমন কিছু কিছু মানুষ আছেন তাদেরকে আসলে ভুলে যাওয়া সম্ভব না। তাদের কাছ থেকে সরে যাওয়া ও সম্ভব না তারা জীবনে জড়িত থাকবে ঝামিলা গুলো করে থাকবে অশান্তির সৃষ্টি করে ছাড়বে। এমন কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছি আমি যা আমার মনকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমরা মানুষ জাতি আমাদের ভুল থাকতে পারে আমাদের সমস্যা থাকতে পারে। কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারব না আমাদের সমস্যা নেই আমাদের ভুল ত্রুটি নেই। যখন আপনি কোন সমস্যার সাথে জড়িত হবেন তখন ভালোমন্দ বুঝতে শিখবেন। যখন ভালোমন্দ বুঝতে শিখবেন তখন ওই ধরনের মানুষ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।

হয়তো আপনি ক্ষণিকের জন্য এড়িয়ে চলার চেষ্টা করলেন হয়তো কিছুদিন আপনি মানসিকভাবে শান্তি পেলেন। কিন্তু দেখবেন যে ওই অশুভ শক্তিগুলো আবারও নিজে নিজেই এসে ধরা দিয়েছে। আবারও সুযোগ বুঝে আপনার ক্ষতি করে ছাড়বে। আবারো আপনার জীবনের সাথে প্রবেশ করবে। এই অশুভ শক্তি গুলো জীবন থেকে কখনো শেষ হয় না। বারবার ঘুরে ফিরে আসবে বারবার বিনাশ হবে আবার নতুন করে আপনার জীবনে জড়িয়ে যাবে। বেশ কিছুদিন আগের একটি ঘটনা। আমি একটা সমস্যায় পড়েছিলাম। একজন আত্মীয় সেই সমস্যা থেকে আমাকে সমাধান দেবে তা নয় সে আরো উল্টো আমার সেই সমস্যাটাকে আরো তিনগুণ করে ছাড়লো। মেজাজটা আপনার কেমন খারাপ হবে বলেন?

মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই আত্মীয়কে জীবন থেকে একেবারে মুছে ফেলব। আসলেই মুছে নেওয়া সম্ভব নয়। কারণ জীবনের সাথে এত জড়িত ঘুরে ফিরে আপনাকে হয়তো যেতে হবে আপনাকে হয়তো আসতে হবে। দুঃখের বিষয় হচ্ছে এই ধরনের মানুষগুলো জীবনের সাথে জড়িত থাকে। মন চাই যে তাদের থেকে সরে থাকি কিন্তু সরে থাকা সম্ভব না। এই ধরনের নিকট আত্মীয়র কাছ থেকে যদি এ ধরনের ব্যবহার পাওয়া যায় তাহলে মনটা একদম বিষন্ন হয়ে যায়। তবে যতটুকু সম্ভব এদের কাছ থেকে একটু সরে থাকা ভালো। কারণ তারা চায় না যে আপনি সুখে থাকেন কিংবা আপনি ভালো থাকেন। তারা চায় না যে কখনো আপনার সফলতা আসুক জীবনে।

তারা সব সময় নিজের ভালোটুকু হোক, নিজের সন্তানেরা ভালো মানুষ হোক, নিজের সন্তানেরা ভালো থাকুক। তারা চাই সব সময় তারা নিজেরা ভালো থাকুক। তারা চায় তাদের মত আর কেউ যেন সফলতা অর্জন না করুক ভালো না থাকুক। এই ধরনের মানুষগুলোকে দেখলে হিংসে লাগে অনেক বেশি। এমনও হয়েছিল যে অনেক বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আবারো জীবনের সাথে জড়িত হয়ে গেল আবারো ঝামেলা শুরু করে দেয়। তারা সব সময় চাই আপনার দোষ গুলো কিভাবে ধরে দেওয়া যাক। তারা কখনো আপনার ভালো চাইবে না সব সময় দোষ গুলো খুজে খুজে সেগুলো নিয়ে সমালোচনা করুক।

বন্ধুরা সব সময় একটু সাবধান থাকবেন এধরনের ভয়ংকর মানুষগুলো থেকে। কারণ আপনার জীবনে আছে এমন ধরনের মানুষ। এমন ধরনের মানুষ আমার জীবনও আছে সবার ক্ষেত্রে থাকে ভালোমন্দ মিলিয়ে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে এদের সাথে দূরত্ব বজায় রেখে চলা এবং সবকিছুকে তাল মিলিয়ে অভিনয় করে চলা। তাহলে দেখবেন আমাদের জীবনটা খুবই সুন্দর। ধন্যবাদ সবাইকে বন্ধুরা সময় দিয়ে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সWiko-T3
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এদের বলি পরশ্রীকাতর। সারাক্ষণ অন্যের পেছনে চুলকানি না করলে এদের ভাতই হজম হবে না। এরকম মানুষ প্রতিটা পরিবারে একটা একটা করে থেকেই যায়।
বেশ লিখেছেন আপনি।

আমাদের চারপাশে যদি এমন মানুষ থাকে জীবনটা সত্যি বিষন্ন হয়ে ওঠে।

প্রতিদিন ধারাবাহিকভাবে এই কাজগুলো করতে হবে কিউরেশন অন রাখতে চাইলে এবং তারপর সেগুলোর স্ক্রিনশট শেয়ার করতে হবে।

https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important

ঠিক আছে ভাইয়া সব সময় এই কাজটা করার চেষ্টা করবো। আমরা সবাই চাই $puss কয়েন ভালো পর্যায়ে যাক।

স্ক্রিনশট কোথায় শেয়ার করবো ভাইয়া?

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। আসলে তাদের আর কোন কাজ নেই। এই মানুষগুলোর থেকে যত দূরে থাকা যায় ততই উত্তম।

এই ধরনের দুষ্ট প্রকৃতির মানুষের কাছ থেকে অনেক দূরে থাকা খুবই ভালো আপু।