||রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি||১০% লাজুক-খ্যাক--

in hive-129948 •  2 years ago  (edited)

আজ ১৬ ই ফেব্রুয়ারী -২০২৩ খ্রিস্টাব্দ।
০৩ ই-ফাল্গুন - ১৪২৯ বঙ্গাব্দ।
রোজ-বৃহস্পতিবার

রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি।

fish16.jpeg

fish17.jpeg

আমি সামশুন নাহার হিরা@samhunnahar।বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা এই পড়ন্ত বিকেলে আশা করি সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।প্রতিদিনের মত আজ ও নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।@amarbanglablog বন্ধুরা তাই আমি আজ নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি।আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি। সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম হচ্ছে রূপচাঁদা মাছ।কালো রুপচাঁদা মাছ আমার অনেক ভালো লাগে খেতে।আমার মেয়েদের অনেক প্রিয় একটি মাছ হচ্ছে সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম রুপচাদা মাছ।যেহেতু এই মাছের মধ্যে অনেক কাটা কম তাই বাচ্চারা খুব আগ্রহ প্রকাশ করে এই মাছ খাওয়ার জন্য। আমার বাসায় তো সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, রিটা মাছ বেশি আনা হয়।

রূপচাঁদা মাছ বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায় বিভিন্ন সবজির সাথে। আমি প্রায় সময় বিভিন্ন সবজির সাথে কিংবা ভুনা করে রান্না করি।তবে আজ আমি রূপচাঁদা মাছ ফ্রাই করেছি পেঁয়াজ এবং কাঁচা মরিচের বেরেস্তা দিয়ে।একদম পোড়া পোড়া করে ভাজা করেছি খেতে অনেক ভালো লেগেছিল।বাচচারা তো ডালের সাথে বেশ মজা করে খেয়েছে।সেই রেসিপি টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। এভাবে রূপচাঁদা মাছ ফ্রাই করে গরম ভাতের সাথে কিংবা ডালের সাথে খাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে।চলুন তাহলে আমার আজকে রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করে নিব।


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


উপকরণপরিমাণ
রূপচাঁদা মাছ৮ পিস
সরিষা বাটা২ টা
পেঁয়াজ কুচি২ টি
রসুন পেস্টঅল্প
আদা পেস্টঅল্প
লবণস্বাদমত
কাঁচা মরিচ ফালি৫/৭ টা
লাল মরিচ,জিরা, ধনিয়া ও গলুদ গুঁড়াঅল্প পরিমাণ
সয়া সস২ চামচ
তেলভাজার জন্য


রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি


রন্ধন প্রক্রিয়া-১

প্রথমে মাছ সাইজ করে কেটে নিয়ে ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।সব উপকরণ সমূহ পরিমাণ মত নিয়েছি।

fish.jpeg

fish2.jpeg

fish7.jpeg


রন্ধন প্রক্রিয়া-২
এখন ধুয়ে রাখা মাছের মধ্যে সব উপকরণ সমূহ দিয়ে দিব।সাথে দিয়ে দিবো সয়া সস।সব উপকরণ দেওয়া শেষ হলে পরে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।

fish5.jpeg

fish6.jpeg


রন্ধন প্রক্রিয়া-৩
মাছ মেখে নেওয়া শেষ হলে চুলায় একটি পাত্র বসিয়ে দেবো।মাছ ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিবো।তেল গরম হয়ে আসলে একে একে সব মাছ দিয়ে দিব।এখানে আমি প্রথমে চার পিস মাছ দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো দিয়ে ভেজে নিব।

fish3.jpeg

fish8.jpeg

fish9.jpeg


রন্ধন প্রক্রিয়া-৫
এভাবে মাছগুলোকে ভালো করে এপিঠ ওপিট উল্টায় দিয়ে ভেজে নিতে হবে যাতে ভালো করে ভাজা হয় মাছ।ভালো করে উল্টিয়ে দেওয়ার পরে মাছ যখন ভাজা হয়ে আসে তখন মাছ গুলো নামায় নেব।

fish10.jpeg

fish11.jpeg


রন্ধন প্রক্রিয়া-৬
মাছ ভাজা শেষ হয়ে গেলে সেই পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি গুলো দিয়ে দেবো।সাথে হালকা করে লবন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে আসে।পেঁয়াজ এবং কাঁচা মরিচ ফালি ভাজা হয়ে আসলে সেগুলো কড়াই থেকে নামায় নিব।

fish4.jpeg

fish13.jpeg

fish14.jpeg


পরিবেশনা
ভাজা তো হয়ে গেল এবার গরম গরম পরিবেশনের পালা।একটা প্লেটে মাছগুলো নিয়েছি এর সাথে ভাজা পেঁয়াজ এবং মরিচ উপরে ছিটিয়ে দিয়েছি দেখতে যেমন লোভনীয় হয়েছে ঠিক খেতে দারুণ ছিল।

fish15.jpeg

fish16.jpeg

fish17.jpeg

গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু হয়েছিল।এছাড়া বাচ্চারা তো শুকনা খেতে পারে না ডাল করেছিলাম ডালের সাথে বেশ মজা করে খেয়ে নিয়েছে।এভাবে প্রায় সময় রূপচাঁদা মাছ ফ্রাই করা হয় খেতে আমার কাছে দারুন লাগে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি।আশা করি আমার আজকের রেসিপি সকলের ভাল লেগেছে।সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

আমার পরিচয়


আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।ফটোগ্রাফি করা আমার শখের।এছাড়া কবিতা লিখতে আমার অনেক ভাল লাগে।গান গাওয়া আমার স্বপ্ন।আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তাই আমি আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

💘ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য একদিন নতুন কোন টপিক্স নিয়ে।💘

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রূপচাঁদা মাছ আমার খুব পছন্দের । আসলে এত সুন্দর রেসিপি শেয়ার করলে খাওয়ার লোভ কন্ট্রোল করা খুবই কষ্টের ব্যাপার হয়ে পড়ে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রূপচাঁদ মাছ ফ্রাই রেসিপি তৈরি করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশি দুর্দান্ত হয়েছে। বিশেষ করে সরিষা বাটা দেওয়াতে খুবই সুস্বাদু হবে খেতে। রান্নার প্রক্রিয়া এত সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অনন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ভাইয়া যদি খেতে মন চায় তাহলে বাসায় দাওয়াত দিলাম চলে আসেন গরম গরম ভেজে খাওয়াবো আপনাকে।

সামুদ্রিক মাছগুলো খেতে অনেক ভালো লাগে। তবে আপনি যে কালো রূপচাঁদা মাছের কথা বললেন সেটা কখনো খাওয়া হয়নি। মনে হচ্ছে গরম ভাতের সাথে এই মাছ ভাজা খেতে দারুন লাগবে আপু। আজকে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে। মন চাচ্ছে এই মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে। অনেক অনেক ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

চলে আসেন আপু গরম গরম ভেজে খাওয়াবো।অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমি রূপচাঁদা মাছ খেতে ভীষণ পছন্দ করি, আমাদের এদিকে মাঝে মাঝে পাওয়া যায়। তবে এ মাছগুলো বেশ চড়া দামে বিক্রি হয়। যাক আপনার রেসিপি ভীষণ লোভনীয় দেখাচ্ছে।
শেষের উপস্থাপনা দারুন ছিল 👌

আপনাকে পোস্টের বিষয়ে কয়েকটি পরামর্শ দেবো।

  • পোস্টের টাইটেলে লাজুক খ্যাককে বেনিফিসিয়ারি দিয়েছেন তা লেখার দরকার নেই। পোস্টে বেনিফিসিয়ারি যোগ করলেই হলো।
  • প্রতিটি লাইনে শেষে দাড়ির পর অবশ্যই স্পেস দেবেন।
  • অযথা (মার্ক ডাউন) লাল নীল রঙের লিখা ব্যাবহার করলে পোস্টের গুনগত মান কমে যায়।

ধন্যবাদ আপু। তাছাড়া আপনার পোস্ট কোয়ালিটি বেশ দারুন 🤗

আমাদের এদিকে এই মাছগুলো অনেক বেশি পাওয়া যায় একদম তরতাজা।আপনি অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ।

রুপচাদা মাছ খেতে আমার খুব ভাল লাগে। যদিও রুপচাদা মাছের দাম অনেক বেশি ঢাকায় তারপরও অনেক ভাল লাগে খেতে তাই মাঝে মাঝেই বাসায় খাওয়া হয়। এই মাছ দুপেয়াজা করে খেতে ভাল লাগে বেশি। আপনার রান্নার প্রণালী আমার ভাল লেগেছে। পরিবেশন সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

এই মাছ আমাদের এখানে প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং খাওয়া হয় অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য পড়ে।

রূপচাঁদা মাছ ফ্রাই করার দারুণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এভাবে ফ্রাই করে মাছ খেতে আমার বেশ ভালো লাগে। আপনার রেসিপি টা দেখে বেশ লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খেতেও বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর রূপচাঁদা মাছ ফ্রাই করার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

রূপচাঁদা মাছ ফ্রাই করার খুব চমৎকার একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। সামুদ্রিক এই মাছটি আমার কাছে খুবই ভালো লাগে। আপনার বাচ্চারা এটা অনেক মজা করে খেয়েছে শুনে খুবই ভালো লাগলো।

হ্যাঁ এই মাছে যেহেতু কাটা অনেক কম তাই ওরা খেতে খুব বেশি পছন্দ করে। এভাবে ভেজে দিয়ে ডালের সাথে খেতে বেশ পছন্দ করে।

image.png

রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি দেখতে খুব লোভনীয় লাগছে আপু। সামুদ্রিক মাছ আমাদের হার্টের জন্য খুবই উপকারী, আর খেতেও বেশ সুস্বাদু লাগে। রুপচাঁদা মাছ অনেক খেয়েছি, তবে কালো রুপচাঁদা মাছ কখনও খাওয়া হয়নি। আপনার বাচ্চারা রুপচাঁদা মাছ ফ্রাই এবং ডাল দিয়ে বেশ মজা করে খেয়েছে, জেনে খুব ভালো লাগলো। রেসিপির পরিবেশনা তো এককথায় দুর্দান্ত হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

এটা ঠিক বলছেন ভাইয়া সামুদ্রিক মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে।

আমার মনে হয় সামুদ্রিক মাছ খেতে পছন্দ করাটা এরকম মানুষকে কমই আছে ব্যক্তিগতভাবে আমার কাছে সামুদ্রিক মাছ খুবই ভালো লাগে আর এই সামুদ্রিক মাছ আপনি অনেক বেশি পছন্দ করেন জেনে খুবই খুশি হলাম। আসলে ছোট ছোট বাচ্চারা সেই মাছটাই অনেক বেশি পছন্দ করে যেই মাছের মধ্যে কাটা কম থাকে আপনার মেয়েও দেখছি তাদের মধ্যে একজন। আপনার আজকের এই রেসিপিটি দেখে এই জিভে জল এসে যাচ্ছে আপু, শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ ভাইয়া মেয়েরা তো দেখি কাটা যেগুলো তে কম দেখে সে মাছগুলো বেশি খেতে পছন্দ করে।

অনেক আগে আমাদের পুকুরে রূপচাঁদা মাছ হয়েছিল। শুনেছি এই মাস সরকার বিরোধী বা সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে চাষ করা তাই পুকুরে দিতে পারে না। আমার খুবই প্রিয় একটি মাছ ছিল রূপচাঁদা। তেমন একটা বাজারে দেখতে পায় না আমাদের এদিকে। তাই অনেকদিনের খাওয়ার ইচ্ছে রয়েছে রূপচাঁদা মাছ। আপনি চমৎকারভাবে এই মাছ রান্না করেছেন দেখে আমার কাছে খুবই লোভনীয় লাগলো রেসিপিটা।

পুকুরে দিলে যে সরকারি বিরোধী তা জানতাম না তবে এখানে সমুদ্রে প্রচুর পাওয়া যায় অনেক বেশি খাওয়া ও হয়।

রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি অসাধারণ হয়েছে আপু। সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা মাছ আমারও অনেক প্রিয়। পিঁয়াজ মরিচের বেরেস্তার সাথে রূপচাঁদা মাছের ফ্রাই এক কথায় অসাধারণ হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

ঠিক বলছেন ভাইয়া পেঁয়াজ মরিচের বেরেস্তা দেওয়াতে খেতে অনেক স্বাদ হয়েছিল।

মাছের ফ্রাই খেতে আমার অনেক ভালো। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

মাছ ফ্রাই দিয়ে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপু আমার কাছেও ধন্যবাদ আপনাকে।

রূপচাঁদা মাছ ভুনা করে অথবা সবজির সাথে আমরা সাধারণত রান্না করে খাই । এই মাছ ভাজা করে খেলেও অত্যন্ত সুন্দর লাগে । আপু আপনার রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি টি দেখে খুবই ভালো লাগলো। এইভাবে এই মাছ ফ্রাই করলে তা অনেক বেশি টেস্টি হয় । আমরা সাধারণত হলুদ, লবণ মাখিয়ে মাছ ভাজা করে খাই কিন্তু মাছ ভাজা করার সময় একটু বিভিন্ন ধরণের মসলা মাখিয়ে করলে সেটিতে অনেক বেশি টেস্টি হয়।