হ্যালো! প্রিয় "আমার বাংলা ব্লগ" বাসিরা!
আশা করি আপনারা সকলেই ভাল আছেন।আমিও মোটামুটি ভালো আছি।আজ আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে।আপনারা সবাই ইতোমধ্যে জেনে গেছেন যে আমি কক্সবাজারের একজন।আমার প্রায় সময় যেহেতু সমুদ্রের পাড়ে যাওয়া হয়।ঠিক তেমন একদিন বাচ্চাদেরকে নিয়ে লাবণী পয়েন্টের ঝিনুক মার্কেট দিয়ে হেঁটে হেঁটে সমুদ্র পাড় থেকে চলে আসছিলাম।
আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করতে আসেন তারা তো সবাই জানেন কক্সবাজার ঝিনুক মার্কেটের দিকে প্রচুর পরিমাণের শুটকির বিতান রয়েছে।আমি তো এইসব দোকান সচরাচর প্রতিদিন দেখি।একদিন হঠাৎ আমার চোখে একটি নতুন দোকান চোখে পড়ে।আমার কাছে দোকান টি দেখতে সম্পূর্ণ নতুন মনে হলো।তাই আমি দোকানের ভিতরে ঢুকে পড়ি।যখন দোকানদারকে জিজ্ঞেস করি এই দোকান কি ইদানিং খোলা হয়েছে? তখন উনি আমাকে আমার প্রশ্নের উত্তরে বললেন, আমরা এই দোকানটি সবে মাত্র দুদিন আগে নতুন উদ্বোধন করেছি।দোকানটি সাইজে অনেক বড় ছিল এবং নতুন নতুন শুটকি তুলেছিল দোকানে।মাছ গুলো ধরে দেখলাম একদম ফ্রেশ এই শীতকালের শুকানো নতুন শুটকি মাছ।
মাছ গুলো আমি হাতে নিয়ে নাকে ঘ্রাণ নিয়ে দেখলাম।দেখেছি অনেক ফ্রেশ মাছ এবং ঘ্রাণ টা ও অনেক মিষ্টি ছিল।এই শুটকি মাছ গুলো খেতে অনেক স্বাদের হবে।মাছ দেখলেই বুঝা যায় খেতে কেমন হবে।যেহেতু নতুন শুকানো তাই স্বাদের দিক দিয়ে কোন সন্দেহ নেই।এটা ছিল শুটকি মাছের অনেক বড় একটি আড়তের মত বলা যায়।এখানে ছোট-বড় অনেক ধরনের মাছ ছিল।আমার কাছে দোকানটা দেখতে অনেক ভালো লেগেছিলো তাই আমি কয়েকটি ফটোগ্রাফি নিয়ে নিই আমার মোবাইলে।সেই ফটোগ্রাফি এবং শুটকি মাছের তথ্য গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।
কারণ দোকানটি নতুন খোলা হয়েছে মাত্র তাই।আমি দোকানদার কে কথা দিয়েছি ওই দোকান থেকে মাছ কিনবো।সেই দিন মাছ কিনা হয়নি মূলত দোকান চিনে রেখেছি।আমার বাসায় শুটকি স্টক আছে তাই শেষ হলে কিববো।কক্সবাজার শহরে অনেক বড় বড় শুটকির আড়ত আছে।এই দোকানের মাছ গুলো একদম ফ্রেশ ছিল।এছাড়াও আমাদের কক্সবাজার শহরের বড়বাজারে শুটকি মাছের অনেক বড় আড়ত আছে।যে সব দোকানে অনেক কম দামে এবং ভাল মানের মাছ পাওয়া যায়।
মূলত এই ছিল আমার আজকের আলোচনা।আশা করি আমার আজকের শুটকি মাছ নিয়ে করা ব্লগ আপনাদের ভাল লাগবে।এই বলে আমি আমার লেখা এখানে শেষ করছি।আপনাদের কাছে আমার ব্লগ কেমন লেগেছে জানালে ভাল লাগবে।
🌺ধন্যবাদ সবাইকে 🌺।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | w3w |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
কথা হচ্ছে,আমি তো একদমই খেতে পারিনা শুটকি মাছ।আর বলতে গেলে আমার মেসেও রান্না করতে দেইনা।
শুনেছি,কক্সবাজারে অনেক শুটকি পাওয়া যায় তবে ওদিকে কখনো না যাওয়ায় দেখা হয়নি কোনোদিন।
ছবিগুলো সুন্দর ছিল।শুভ কামনা রইলো 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি শুটকি মাছ খান না তাই আমার আফসো।ভাইয়া খেয়ে দেখলে ভালো হতো বুঝতেন কত স্বাদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এ রকমের শুটকি মাছ আমি কখনো দেখিনি। সত্যি আপু আমার মনে হয় আপনি শুটকির রাজ্যে প্রবেশ করেছেন।কক্সবাজার এ ধরনের শুটকি অনেক দেখতে পাওয়া যায়।একদিন অবশ্যই যাব কক্সবাজারে শুধু শুটকি আনতে - হা হা। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু কি করে বোঝাই কত যে স্বাদের হয় রান্না করলে।কক্সবাজার শহরে সাগর কাছে তাই মাছ শুকানোর অনেক সুন্দর ব্যবস্থা আছে সে জন্য প্রচুর শুটকি মাছ পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুটকি আমার খুবই প্রিয়। বিশেষ করে একটু মরিচ বাড়িয়ে দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনি খুব চমৎকার কিছু শুটকি ফটোগ্রাফি করেছে। দেখে খুবই ভালো লাগলো। আপনাদের ঐদিকে মনে হয় শুটকির দাম অনেক কম আমাদের এদিকে শুটকির প্রচুর দাম। শুটকি দেখে ফ্রেশ মনে হচ্ছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও তাই কিছুদিন পরপর শুটকি রান্না করে খেতে হয়।আর এখানে শুটকির দাম আসলে তুলনামূলক একটু কম যদি গোডাউন থেকে নেওয়া যায় তাহলে আরো কম দামে পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামুদ্রিক শুঁটকি মাছ আমার ভীষণ প্রিয়। আর চোখের সামনে এতো চমৎকার সব শুঁটকি মাছ দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। কক্সবাজার এখনো যাওয়া হয়নি যদি যাই তবে ওখান থেকে শুঁটকি অবশ্যই কিনবো। অনেক ধন্যবাদ আপু শুঁটকি মাছ নিয়ে চমৎকার এই পোস্টটি উপহার দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুটকি মাছ দেখতে যেমন লোভ লাগে ভাইয়া খেতেও তেমনি ভালো লাগে আমার কাছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে কক্সবাজার আসলে অবশ্যই বেশি করে শুটকি মাছ নিয়ে যাইয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমুদ্রবর্তী এলাকায় শুটকি একটি কমন বিষয় হলেও আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। শুটকি তো খুব কমই চোখে পড়ে। শুটকির এইরকম বড় দোকান আগে আমি নিজেও দেখিনি। বেশ ভালো করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখানে ভাইয়া অনেক বড় বড় শুটকির দোকান আছে এর চেয়ে আরও অনেক বড়।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কক্সবাজার চট্টগ্রামের মানুষের প্রিয় খাবার এই শুটকি।আপনাদের বাসায় ও শুটকি স্টক করা থাকে।তারমানে আপনাদেরও প্রিয় খাবার এটি।আপনার বাসায় শুটকি থাকায় কিনলেন না এই দোকান থেকে।কিন্তু পরে কিনবেন কারণ ফ্রেশ শুটকি পাওয়া যায় এই দোকানে।সত্যি অনেক বড় আড়ৎ দেখতে পেলাম আপনার পোস্টার মাধ্যমে।অনেক রকমের মাছ এর শুটকি দেখতে পাচ্ছি।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু শুটকি এনে কেটে বেছে ডিপ ফ্রিজে রেখে দিয়ে একদম ঠিক থাকে।যখন প্রয়োজন হয় তখন নিয়ে রান্না করি।আর ওই দোকানদারকে কথা দিয়েছি।ওদের থেকে আমি শুটকি মাছ নিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বছরখানেক আগে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে গিয়ে শুটকি মাছের বাজারে ঢুকেছিলাম। যদিও প্রথমে যখন বাজারে প্রবেশ করেছিলাম তখন বমি বমি ভাব চলে এসেছিল কিছুক্ষণ থাকার পরে সেটা কেটে গেল। সেখানে গিয়ে শুটকি মাছের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছিলাম যেগুলো এখনো আমার ফোনে আছে, অনেকদিন বাদে আবার এরকম শুঁটকি মাছ দেখে খুবই ভালো লাগলো। আসলে কক্সবাজার মনে হয় শুটকি মাছের মিলন মেলা, নির্দিষ্ট একটি জায়গায় শুধু শুটকি মাছ আর শুটকি মাছ দেখতে বেশ ভালই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে শুটকি মাছের এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রাখছে সত্যি দেখতে আসুক অসাধারণ লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit