জুমা মোবারক সবাইকে,
আশা করছি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন পবিত্র রমজানের দিনে। এই রমজান মাস হচ্ছে পবিত্র একটি মাস। রমজান মাস সংযমের মাস এবং ইবাদতের মাস। সবাই সমস্ত কাজকর্ম আগের থেকে একটু কম করে ইবাদতের দিকে অনেক বেশি মনোযোগী হয়ে থাকেন। যার কারনে সকল বান্দারা তাদের সমস্ত গুনাহ মোচনের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে থাকেন। যেটা আল্লাহ খুবই সন্তুষ্ট হয়ে সবার গুনাহ মোচন করে দেয়। আমরা সবাই চাই আমাদের রমজানের দিনগুলো ভালো কাটুক পরিবারের সবাইকে নিয়ে। আশা করি সবাই ব্যস্ততার মধ্যে রয়েছেন। রমজানের দিনে যেমন ইবাদতে ব্যস্ত থাকতে হয় তেমনি খাবার দাবার প্রতি একটু খেয়াল রাখতে হয়। যেহেতু দীর্ঘ একমাস আমরা রোজা রাখি তাই শরীরের দিকে খেয়াল রাখতে হয় যাতে শরীরের দুর্বলতা কাটিয়ে আমরা স্বাভাবিকভাবে রোজা গুলো রাখতে পারি। আজকে বন্ধুরা আবারো হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Image Source Location
আপনারা তো অনেকেই জানেন শুক্রবারে আমি কবিতা লেখার চেষ্টা করি। বিশেষ করে আমি একক কবিতা এবং অনু কবিতা লেখার চেষ্টা করি। মাঝেমধ্যে সময় সুযোগ পেলে একক কবিতা গুলো লিখে থাকি। তাছাড়া অন্যান্য সময় অনু কবিতা গুলো বেশি লেখা হয়। খুবই ভালো লাগে সবার লেখা অনু কবিতা গুলো পড়তে। সত্যি কথা বলতে আগে কবিতা লিখতে পারতাম না। কিন্তু অনেক ভয়ে ভয়ে কবিতাগুলো লিখতাম আমার বাংলা কমিউনিটিতে কাজ করার পর থেকে। যখন প্রথম কবিতা লিখি তখন খুবই আনইজি ফিল করেছিলাম। প্রথম কবিতা যখন সবাই পড়ে খুব সুন্দর মতামত দিয়েছিলেন তখন দ্বিতীয় কবিতা লেখা শুরু। এরপরে পর্যায়ক্রমে এখন প্রতি সপ্তাহে কবিতা লেখার চেষ্টা করি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে সবাই অনেক অনুপ্রাণিত করেন। কারণ সুন্দর অনুপ্রেরণা থেকে সবাই ভালোভাবে সফলতার সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।
একটা কাজের প্রতি যখন সবাই সুন্দর প্রশংসা করে তখন সেই কাজে সফলতা নিশ্চিত বয়ে আনে। আর আপনারা এত বেশি সহযোগিতা করেন বলে বারবার কবিতা লিখি। সেই কবিতা গুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে পাঁচটি অনু কবিতা লিখে শেয়ার করে নিব। আশা করি বন্ধুরা এই অনুভূতি দিয়ে লেখা কবিতা গুলো পড়ে আপনাদের কেমন লাগলো সুন্দর মতামত দিয়ে জানাবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আমার লেখা কবিতা গুলো আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি—
(১)
হৃদয়ের ক্যানভাসে আঁকি তোমার ছবি
মনের জানালা খুললে উঁকি দেয় রবি
উজ্জ্বল রোদ আর ঝলমলে আলো আছে সবই
শুধু তুমি নেই সব আছে
এই ভেবে ভেজায় আমার দুই আঁখি।
(২)
হাজারো ঘুমন্ত তারার মাঝে তুমি উজ্জ্বল তারা
কখনো ঝলমলে আবার কখনো আত্নহারা
নীল আকাশের শূন্যতায় তোমাকে খুঁজি
তুমি আমার সাথে করো ছলনা আর চাতুরি।
(৩)
হৃদয়ের সঞ্চালতায় তোমারি বসবাস
তুমি আছো বলেই মনে যত সুখ বিলাস,
তোমার উপস্থিতিতে আমার যত আয়োজন
আমার ভালো থাকাতে তোমার খুব প্রয়োজন।
(৪)
তোমাকে ভালোবাসি বলে আজ আমি সুখি
তোমার স্পর্শ পাই বলে আমার মন চঞ্চল,
তুমি পাশে থাকলে আমার আর কিছু লাগে না
তুমি আড়াল হলে আমি হয়ে যায় দিশেহারা।
(৫)
ভালোবেসে বুকে আগলে রেখো প্রিয়
অবহেলার চাদরে কখনো করো না অপ্রিয়,
তুমি আমার ভালো থাকার একমাত্র অক্সিজেন
তোমাকে আমার জীবনে খুব প্রয়োজন।

আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি আনন্দিত হবো। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। |
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম। |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।



💖ধন্যবাদ সবাইকে💖
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা বলুন আর অণু কবিতা বলুন সবটাই আমার ভালো লাগে। আর যদি প্রেমের কবিতা হয় তাহলে তো একদম জমে উঠে আপু। বেশ চমৎকার লিখেছেন আপু। আপনার কবিতা লেখার অভিজ্ঞতা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে এতগুলো অণু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি সংক্রান্ত চমৎকার কয়েকটি প্রেমের কবিতা লিখেছেন আপু। প্রতিটা পংক্তিতে প্রেমের নিবেদন স্পষ্ট হয়েছে। আপনার এমন লেখা পড়ে বোঝা যায় ভালোবাসা আসলেই ভেতরের নির্ভরতার অনুভূতি৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/heranahar148614/status/1898073541943476346?t=8C51U3RDMuCxUOKIX6gmfg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন দারুন কতগুলো ছোট কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভালোবাসা নিয়ে এত সুন্দর সুন্দর ছোট কবিতা, আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছেন। প্রত্যেকটি কবিতায় যেন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এত সুন্দর সুন্দর ছোট কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমজান মাস আসলেই আপু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। এ মাসটা ইবাদত বেশি করা দরকার আমাদের। যাইহোক, আজকের অনুকবিতায় বিরহ খুঁজে পেলাম না 😁। দারুণ লিখেছেন কিন্তু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু আপনি তো সুন্দর অনুভূতি দিয়ে পাঁচটি অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো সত্যিই চমৎকার হয়েছে। আসলে অনু কবিতার মধ্যে নিজের মনের ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit