সবাইকে শুভ বিকেল,
প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি শীতের দিনে আপনারা বেশ ভালই আছেন। মনে হচ্ছে শীতের তীব্রতা একটু একটু কমতেছে। আমার এখানেও তাই মনে হচ্ছে কারণ দুই একদিন যাবত বেশ রোদ দেখা দিচ্ছে। তবে বাতাস টা একটু বেশি তাই একটু ঠান্ডা ও আছে। তো বন্ধুরা পড়ন্ত বিকেলে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আশা করি সকলেই পরিবার-পরিজনকে নিয়ে খুব সুন্দর সময় অতিবাহিত করতেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। পরিবার পরিজনকে নিয়ে সুস্থ থাকা এবং ভাল থাকাই হচ্ছে সৃষ্টিকর্তার নেয়ামত। অবশ্যই সৃষ্টিকর্তার প্রতিটি নিয়ামত আমাদেরকে স্বীকার করতে হবে। এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর ভাবে আমরা জীবন যাপন করতেছি। যখন যেভাবে সময় যাচ্ছে না কেন সবকিছুই সৃষ্টিকর্তার ইশারাই হচ্ছে। যাক বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম। এখন মূল কথায় ফিরে আসি—---------
সত্যি কথা বলতে, আমাদের বাস্তব জীবনে তেলবাজ এবং চাপাবাজ মানুষের অভাব হয় না। বর্তমান সময়ে এত চাপাবাজি বেশি হয়ে গেছে এত তেলবাজ বেড়ে গেছে যেখানে যাবেন তেলবাজদের ছড়াছড়ি এবং তেলের মাখামাখি। সেটা যে কোন কর্ম ক্ষেত্রে হোক কিংবা যে কোন অফিস আদালত হোক। অথবা হতে পারে আপনার বন্ধুদের তালিকার মধ্যেই। দেখবেন অনেক বন্ধুরাই এক সাথে আড্ডা করতেছেন। সেখানে যেই যত চাপাবাজি করতে পারবে এবং যে যতই তেলবাজি করতে পারবে। দেখবেন তার জনপ্রিয়তা অনেক বেশি। আজকাল মানুষ সত্য কথা বলতে বড্ড ভয় পাই। আর সত্য কথা বলবেন তো আপনার কোন রেহাই নেই।
হয়তো আপনি একটি সত্যি কথা বলে দিলেন। আপনি অপরাধটুকু দেখায় দিলেন। অথবা ভুল গুলো ধরায় দিলেন তাহলে বুঝতে হবে আপনার চোখের ঘুম হারাম। আপনার জন্য চারপাশ থেকে এভাবেই লেগে থাকবে যেন আপনি উঠতে বসতে আপনাকে অস্থির করে দিচ্ছে। বিশ্বাস করুন সেটা শুধু বাইরের জগতে নয়। সেটা আপনার পরিবারের একান্ত মানুষ হতে পারে। সেটা আপনার রক্তের সম্পর্কের মানুষ হতে পারে। অথবা আপনার আত্মার সম্পর্কের মানুষ হতে পারে। দেখবেন অযথা চাপাবাজি করতেছে। অথবা মিথ্যে কথার আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত। তাহলে আপনি যদি সরাসরি আঙ্গুল দিয়ে দেখায় দেন তাহলে সবচেয়ে পৃথিবীর জঘন্যতম শত্রু হয়ে যাবেন আপনি।
কারণ এখনের কেউ সত্য কথা বলতে পছন্দ করেনা। আবার অনেকে আছেন সত্য কথা বলত অভ্যস্ত নয়। এবং অনেকে আছেন সত্য কথা শুনতেই অভ্যস্ত নয়। সত্যি বলতে সত্য কথা বলতে সবাই কিন্তু সাহস পায় না। সবার মুখে সত্য কথা বলা শোভা পায় না। কারণ আপনি যখন সত্য কথা বলতে যাবেন আপনার ওপর বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন শুরু হবে। কিংবা আপনার জীবনটাকে অস্থির করে তুলবে। যেটা আপনাকে ধৈর্য ধরার কিংবা সহ্য করার মন মানসিকতা তৈরি করে কাজটা করতে হবে। কারণ আমাদের চারপাশের পরিবেশটা খুবই খারাপ। আমাদের চারপাশের মানুষ গুলো খুবই খারাপ। তারা চাইবে না তাদের সত্যটুকু আপনি আঙ্গুল দিয়ে দেখায় দেন।
যখন আপনি তার মিথ্যে গুলো কিংবা খারাপ কাজ গুলোকে সাপোর্ট করবেন তখন তার কাছে আপনি প্রিয় মানুষ হবেন। দেখুন আমাদের সমাজে অনেক প্রভাবশালী মানুষ আছেন। অথবা অনেক ধর্ম প্রিয় মানুষ আছেন। অবশ্যই আমরা সবাই যার যার ধর্মকে অনেক ভালবাসি। আবার দেখবেন অনেক মানুষ আছেন সমাজের নেতৃত্ব দিচ্ছে। আপনি কি বলতে পারবেন তাদের মধ্যে কোন অপরাধ নেই? তাদের সেই প্রভাবশালীতার আড়ালে অনেক অপকর্ম জড়িত থাকে। অনেক মানুষ আছেন ধর্মের নামে অনেক অপকর্ম করে থাকেন। আবার অনেকে আছেন সমাজের নেতৃত্বের আড়ালে অনেক অপরাধ করে থাকেন। যেগুলো সাধারণ মানুষের চোখে পড়লে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে দ্বিধাবোধ করে না এমন অনেকে আছেন।
তো তাকে এক সময় দেখবেন সমাজ থেকে বিতাড়িত করা হয়। অথবা বিভিন্ন কৌশলে তার জীবনটাকে একদম ছিনিমিনি করে পেলে। তার পরিবারটাকে একদম ধ্বংস করে ফেলে। তাকে অতিষ্ঠ করে ফেলে জীবন চলার পথে। এই সত্য বলার শাস্তি তাকে পদে পদে ভোগ করতে হয়। আমি মনে করি সত্য বলার জন্য মনে সাহস থাকতে হয়। আমি মনে করি সত্য কথা বলার জন্য আপনার মধ্যে বিবেক থাকতে হয়। যদি আপনি বিবেকহীন মানুষ হোন তাহলে আপনি সত্য কথা বলতে ভয় পাবেন। যদি আপনার মধ্যে কোন মানবিকতা না থাকে তাহলে আপনি সত্য কথা বলতে ভয় পাবেন।
কারণ আমি মনে করি সত্য কথা বলে মরে যাব তাতে কোন আপসোস নেই। তারপরও মিথ্যাকে প্রশ্রয় দেবো না। অন্যায় ও খারাপ কাজ করা ব্যক্তিকে ছেড়ে দিয়ে কথা বলবোনা। সত্য কথা বলে ফাঁসির দঁড়িতে ঝোলাবো নিজেকে। তাতে কোন সমস্যা নেই। পৃথিবীতে যেসব মানুষকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন যারা ভাল মানুষ ছিলেন। তাদের একটা কারণ ছিল তারা প্রতিবাদ করেছিলেন। তারা অন্যের খারাপের বিরুদ্ধে কথা বলেছিলেন। তারা ভুল ধরিয়ে দিয়েছিলেন। সেজন্য তাদেরকে দিনের পর দিন নির্যাতন করে ঘুম খুন করেছেন। তাদেরকে অকালে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে।
তো বন্ধুরা জেগে উঠুন এবং জাগ্রত হয়ে উঠ। সবাই সত্য কথা বলে মাথা উঁচু করে দাঁড়াতে শিখুন। বিবেককে প্রশ্রয় দিন। আবেগের তাড়নায় অন্যায়কে সহ্য করবেন না। রুখে দাঁড়ান সবাই সত্যের মুখোমুখি হয়ে। তাহলে এই দেশ থেকে চাপাবাজ, তেলবাজ আর মিথ্যাচার দূর হবে। দূর হবে এই দেশ থেকে চাপাবাজ এবং তেলবাজদের আস্তানা।
লেখার উৎস | জীবনের বাস্তবতা থেকে |
---|---|
ইমেজ সোর্স | কেনভা দিয়ে তৈরি |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
সমাজের আশেপাশে তাকালেই তেলবাজ আর চাপাবাজদের চোখে পরে! আজ তেল মারতে পারি না বলে কেউ দামও দেয় না আপু 🙆♂️। এটা ঠিক বলেছেন আপু, আমরা সত্য বলতে ভয় পায়! চোখের সামনে অন্যায় কাজ করলেও আমরা চুপ করে বসে থাকি আসলে। আমাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কিন্তু একদম ভয় পাবেন না। প্রতিবাদ করবেন সত্য কথা বলবেন সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হোক না হাজার ও শত্রুর আগমন তবুও বাস্তব ও সত্যি কথা বলা দরকার। সত্যি কথা সব সময় সত্যি। তেলবাজি করে হয়তো সাময়িক সময়ের জন্য মানুষের মনে জায়গা করে নেয়া যায় কিন্তুু সব সময় নয়।একদম সুন্দর কথা বলেছেন সত্যি কথা বলে মরলেও শান্তি। মিথ্যা বল্লে হাজারও মিথ্যা বলতে হয়।ধন্যবাদ আপু সুন্দর বাস্তব কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু মাঝে মাঝে চুপ থাকা যায় না দেখবেন সত্যি কথা বলে ফেললেন। তখন কিন্তু আপনি আর মানসিকভাবে শান্তি পাবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমাদের এখানেও দু'দিন ধরে খুব সুন্দর রোদ উঠে আর একটু শীতের পরিমাণ কমেছে। তবে বাতাস থাকায় ঠান্ডা লাগে। যাই হোক আপনি খুব সুন্দর কথা বলেছেন। সত্যি কথা বললে কেউ পছন্দ করে না আর তখন আশেপাশে শক্রর অভাবও থাকে না। সত্যবাদি মানুষের ভাত নেই। এছাড়া যারা সত্য কথা বলে আর সৎ পথে চলে তাদের পিছনে যেমন শক্র থাকে তেমনি তারা শান্তিতেও থাকতে পারে না। তবে আমার মনে হয় মিথ্যা বলে বেশি দিন বাঁচার চেয়ে সত্য বলে অল্প দিনে মরে যাওয়া বেশি ভালো। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সকলের বর্তমান পরিস্থিতি এখন ভিন্ন। একজন আরেকজনকে জাস্ট তেল মাখামাখি করে চুপ চাপাবাজি করে উপরে উঠিয়ে দিলেই খুশি হয় ও সমাজে ভালো থাকা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে যথার্থ বলেছেন আপু, বর্তমান যুগে তেলবাজ এবং চাপাবাজদের অভাব নেই। যে যত চাপাবাজি করতে পারবে, সে তত জনপ্রিয়। আবার যে যত তেল মারতে পারবে, সে ততটা লাভবান হয়। আসলে এই সমস্ত মানুষেরা নিজেদের স্বার্থের জন্য একেবারে নিচে নামতে পারে। তাদের মধ্যে ব্যক্তিত্ববোধ একেবারেই নেই। আর সত্য কথার তো ভাত নেই বললেই চলে। চোখের সামনে মিথ্যা ঘটনাকে কেউ সত্য বলে চালিয়ে দিচ্ছে এবং লোকজন বাহবা দিচ্ছে, সেটা দেখার পর যদি কেউ সত্য কথা ফাঁস করে দেয়, তাহলে এক মুহূর্তেই সে সবার কাছে শত্রু হয়ে যাবে। সেজন্য অনেক মানুষ এখন নিজেকে গুটিয়ে নিয়েছে। আর সেজন্যই তো সব জায়গায় এখন মিথ্যার ছড়াছড়ি। তবে সবার মনে রাখা উচিত, প্রতিটি জিনিসের একদিন হিসাব দিতে হবে পরকালে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের আসে পাশে তো অনেক হাজার হাজার নজির আছে ভাইয়া। যারা সত্যি কথা বলেছেন প্রতিবাদ করেছেন তাদেরকে কিভাবে যে পৃথিবী থেকে লুকিয়ে ফেলেছে তাও খোঁজ খবর পাওয়া যায়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম বাস্তব কথা বলেছেন আপু। বর্তমান সমাজে এরকম অসংখ্য লোক রয়েছে, যারা ক্ষমতা বলে উপকর্ম করে বেড়াচ্ছে। আর সাধারণ জনগণ তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দিলেই শত্রুতা বেধে যায়। আসলে আপনি যে বিষয় নিয়ে লিখেছেন এই বিষয়ে আমি অনেক বেশি পরিচিত। কারণ হক কথা বলতে কখনো ছেড়ে দেই না। আর এজন্যই আমারও শত্রুর অভাব নেই। ধন্যবাদ আপু ভালো লাগলো এই ব্লগটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শত্রু তৈরি হলে হোক ভাইয়া কিন্তু সত্য কথা বলেই মরে যাব পৃথিবী থেকে হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই এখন সব মানুষ চাপা বাজ হয়ে থাকে। আর তারা সবসময় চাপাবাজি করে। তবে এই ধরনের পরিস্থিতিতে একটা মানুষ যদি সত্য কথা বলে তাহলে তার শত্রু অনেক বেশি বেড়ে যাবে এটা ঠিক। ভুল ধরিয়ে দিলেই শত্রুর অভাব আর হবে না। সত্যি বলতে হবে মনে সাহস নিয়ে। মনে সাহস রাখলেই সব কিছু ভালোভাবে করা যাবে। আপনার আজকের এই লেখাটা পড়ে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলছেন ভাইয়া কারো বিরুদ্ধে যখন সঠিক কথা বলবেন চিরদিনের জন্য শত্রু হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন আপু। যদি আমরা হ্যাঁ তে হ্যাঁ মিলাতে থাকি তাহলে এই আমরা ভাল হিসেবে থাকতে পারবো৷ তবে যদি এই তার কথা মিথ্যাও হয় তখন আমরা যদি হ্যাঁ মিলাই তখনো সে ভালোভাবে আমাদেরকে নিবে৷ আর যখন আমরা তার এই কথার বিপরীতমুখী হয়ে একটি সত্য কথা বলে দিব অথবা আমরা নিজের থেকেও কোন সত্যি কথা বলা শুরু করব তখন হাজার হাজার শত্রু বের হয়ে যাবে৷ এমন মানুষেরাও শত্রু হিসেবে বের হয়ে যাবে যাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে বিশ্বাস করতাম। কারণ তারা অবশ্যই মিথ্যার কবলে পড়ে আবদ্ধ হয়ে রয়েছে৷ যার ফলে তারা সত্য কথা একদমই সহ্য করতে পারে না৷
অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই সুন্দর পোস্ট পড়তে পেরে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন কারো পক্ষে কথা না বলে সোজাসুজি আপনি নিরপেক্ষভাবে কথা বলবেন তখন আপনার বিপদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। বর্তমান সময়ে সত্য কথা বললে আপনার হাজারটা শত্রু তৈরি হয়ে যাবে। তবে এখন বেশিরভাগ মানুষ আছে চাপাবাজ এবং তেলবাজ। যদি আপনি কোন একটা সত্য কথা বলেন দেখবেন সাথে সাথে আপনার উপর বিপদ এসে যাবে। আসলে এরকম পরিস্থিতিতে কিছুদিন আগে আমি একটি ঘটনা দেখেছিলাম। যাইহোক খুব মূল্যবান একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কেমন জানি মিথ্যায় ঘিরে রেখেছে পুরো পৃথিবীকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপনি আপু এখনকার দিনে সত্য কথা থেকে আমার মনে হয় মিথ্যা টাই সবাই বেশ পছন্দ করেন। এবং তাতেই সবাই বেশ উৎসাহিত হয়। কারন আমরা যদি একটা সত্য কথা বলি আসলেই অনেক শত্রু একসাথে জোর হয়ে যায়। আর একটা মিথ্যা কথা বললে তাতে সবাই হ্যাঁ মিলাতে থাকে। আমরা এখন বাস্তব জীবনের মধ্যেই ফেঁসে গিয়েছি। ঠিক বলেছেন আমি যদি একটা সত্যিই মানুষের ধরে দেই তাহলে সেই মানুষটার সাথে সাথে দ্বিগুণ শত্রুতা বেড়ে যাবে। সেটা হোক বা নিজের ঘরের মানুষ অথবা নিজের রক্তের কোন মানুষ। মানুষরা এখন নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেনা। আমি নিজেও এটা অনেক বেশি বিশ্বাস করি। আসলে আপু আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন দেখবেন সবাই সত্য কথা না বলে সবার সাথে তেলবাজি করে টিকে থাকতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/nahar_hera/status/1749639130957722095?t=cqUwuXPMbyWhOYv0nK_vpg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit