আমার স্বরচিত অনুভূতির কবিতা-"প্রতিদান"

in hive-129948 •  2 years ago 

প্রিয়

আমার বাংলা ব্লগ এর ভারতীয় ও বাংলাদেশের সম্মানিত সকল ব্লগার ভাই-বোনেরা শুরুতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আজ আমার ব্লগিং শুরু করবো। আশ করি সকলেই ভাল আছেন। আমি ও আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ ভাল আছি।বন্ধুরা আমি আজ একটি নতুন ব্লগিং নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগিং হচ্ছে আমার স্বরচিত কবিতা "প্রতিদান"

আমাদের চারপাশে ভাল করে দেখলে বুঝাতে পারবেন স্বার্থপর মানুষের অভাব নেই। তারা নিজেদের সুবিধাভোগ করার জন্য মানুষের সাথে ভাল ব্যবহার করেন। অন্যের পিছু নেই। কিন্তু স্বার্থ হাসিল হলে আর মানুষ বলে গণ্য করেনা।অনেক ভালবাসা আছে একতরফা। নিজেই পাগলের মত ভালবাসবে কিন্তু বিনিময়ে পাবে অবহেলা আর যন্ত্রণা। যাদের সাথে খোলামেলা ভাবে কোন কিছু শেয়ার করেছেন তারা সেটাকে দুর্বলতা ভেবে অন্যের সাথে আড্ডায় বসে মজা নেবে। কারো সাথে সহজ-সরল ভাবে আচরণ করলে মনে করে বোকা। এই হচ্ছে আমাদের চারপাশের আপনজনের দেওয়া প্রতিদান।



এই অনুভূতি থেকে আমার আজকের কবিতা টি লেখা হয়েছে। আশা করি আপনাদের ভাল লাগবে। ভুল হলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

প্রতিদান.jpg

Free image source

বন্ধুরা চলুন পড়ে আসি আমার স্বরচিত কবিতা

"প্রতিদান"


এই দুনিয়াতে ভাল মানুষের নেই কোন মূল্য
কারো ভাল করতে গেলে করবে তাচ্ছিল্য,
এই সমাজ ব্যবস্থা বড়ই নিষ্টুর,
আছে অবহেলা আর দৃষ্টি কঠোর।


আঘাত বেশি করে কাছের প্রিয়জনেরা
কত ভালবেসেছিলাম আমি তোদেরকে,
এই প্রতিদান দিলি পরিশেষে আমাকে,
ভেঙ্গে টুকরো টুকরো করেছো আমার এই হৃদয়কে,


কাউকে বেশি ভালবাসলে প্রতিদানে
পাবে অবহেলা,
কাউকে মনের কথা বলতে গেলে প্রতিদানে,
আপনারে লয়ে করবে সমালোচনা।


কাউকে যদি একটু স্নেহ বেশি দেখান!
পাবেন এক বুক ব্যথা আর অসম্মান।
কারো কাছে বেশি সহজ-সরল হলে,
পাবে ধোঁকা আর বিশ্বাসঘাতকতা।


বিশ্বাস, ভালবাসা, স্নেহ, সহজ-সরলতার
প্রতিদানে আজ আমার হৃদয় ক্ষতবিক্ষত,
নিষ্টুর এই আচরণে দুই নয়ন আজ অশ্রু সিক্ত,
এই প্রতিদান আমি কখনো ভুলবোনা।।


সবাই স্বার্থের জন্য কাছে আসে!
প্রয়োজন পুরালে আর পাবে না পাশে,
আজ আমি আর কারো কথা ভাবিনা,
এখন আমি আর কাউকে ভালবাসি না।


আগের মতই কাউকে বিশ্বাস করিনা,
করি না আর কারো সাথে তেমন আলোচনা।
কাউকে করি না আর স্নেহ,
কারও সঙ্গতায় হয় না আর মোহ।


আমি কাউকে অভিশাপ দিবো না,
মানুষ-মানুষকে ছাড় দিলে ও
প্রকৃতি ছাড় দেয় না,
এই কথা চিরন্তন সত্য।।


ভাল থেকো, ভাল আছি এক বুক ব্যথা নিয়ে,
ভুল করে ও ভুলবোনা এই প্রতিদান,
একদিন পাবো নিশ্চয়
আমার এই প্রতিদানের প্রতিদান।।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ধন্যবাদ সবাইকে।


আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar
আমি গান করতে আর গান শুনতে ভালবাসি। আমি লেখালিখি করতে পছন্দ করি।
আমার সবচেয়ে প্রিয় ভ্রমণে যাইতে। আর ছবি তুলতে ভালবাসি। বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং করতে আমার বেশী ভাল লাগে। আমি রান্না করতে পছন্দ করি।
বাংলা আমার মাতৃভাষা,
আমি বাংলাকে ভালবাসি!
বাংলাতে গান গায়!
বাংলাতে মরণ যেন হয়!
সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্টিমিট এর যাত্রা যেন সফল হয়।



287864753_400308362032280_8045934577883994743_n.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি ঠিক বলেছেন এই পৃথিবীতে যাকে
যত বেশি ভালোবাসবেন তার থেকে আরো বেশি অবহেলা পাবেন।এটাই নিয়ম,প্রতিদান এটাই। আপু আপনি প্রতিদিন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ভালো লেগেছে আপনার কবিতাটি। সমাজের বাস্তব কিছু কথা এখানে তুলে ধরেছেন।

ধন্যবাদ আপু, আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।

আপু আপনার লেখা "প্রতিদান" এই কবিতাটি সত্যি আশেপাশের স্বার্থপর মানুষগুলোকে নিয়ে খুবই চমৎকারভাবে কবিতাটি ফুটিয়ে তুলেছেন। পুরোটা বাস্তবতা নিয়ে কবিতাটি লিখেছেন আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে হ্যাঁ এই ক্ষেত্রে যে রকম খারাপ মানুষ রয়েছে সেরকম ভালো মানুষও এই সমাজে রয়েছে। আমাদেরকে এখানে একতরফা চিন্তা করলেও হবে না তাই কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে ভালবাসতে হবে তা না হলে জীবনের চলার পথে আরো বেশি কষ্ট হবে।

ভাইয়া তা ও ঠিক আছে। ভাল-খারাপ মিলেই তো সমাজ। তবে আমি খারাপের বা কিছু মানুষ আছে নিজের ভাল টাই বেশি দেখে তা বুঝাতে চেয়েছি। এই যুগের মানুষ চেনা অনেক জটিল ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

আপনার তৈরি করা প্রতিদান কবিতা গুলো অনেক ভালো লাগলো। আপনি এই কবিতাটির মাধ্যমে আমাদের সমাজের কিছু কথা তুলে ধরেছেন। অনেক সুন্দরভাবে কবিতাটি তৈরি করা পাশাপাশি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আশা করি পরবর্তীতে আরো নতুন কবিতা আমাদের সাথে শেয়ার করবেন
আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেয়ার জন্য।