অনুভূতির কবিতা||"ফিরে এসো তুমি"|| @samhunnahar

in hive-129948 •  2 years ago  (edited)

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের

সবাইকে পড়ন্ত বিকালের শুভেচ্ছা!


vecteezy_low-section-of-depressed-woman-sitting-alone-with-hugging_6991583_747.jpg

Image Source


আমি সামশুন নাহার হিরা @samhunnahar। বাংলা ভাষায় ব্লগিং প্রিয় বন্ধুরা এই গরমের দিনে পড়ন্ত বিকেলে আশা করি সবাই ক্লান্ত? নিশ্চয় ভাল তো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। প্রতিদিনের মত আজ ও নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। @amarbanglablog বন্ধুরা তাই আমি আজ নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ আমি যে ব্লগিং আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কবিতা। প্রতি সপ্তায় একটি করে কবিতা লেখার চেষ্টা করি। আসলে সব কিছু এত সহজ না। যেকোন ধরনের কাজ করতে সাজিয়ে গুছিয়ে একটু সময় এবং ধৈর্যের ব্যাপার। কবিতা লিখতে ও অনেক ভাবতে হয় এবং সময় দিয়ে লিখতে হয়। সকাল থেকে ভাবছি আজ কবিতা লিখতে বসবো। তাই কি কবিতা লিখবো ভাবতে ভাবতে চিন্তা করলাম আজ "ফিরে এসো তুমি" অনুভূতি নিয়ে একটা কবিতা লিখবো। সেই চিন্তা ভাবনা থেকে আমার আজকের এই কবিতা লেখা।

কবিতার মূল বিষয়বস্তু-
আমি আজ যে কবিতাটি লিখেছি সেটা সম্পূর্ণ মনের অনুভূতি দিয়ে লিখেছি। কারণ নীরব মনে মনের অনুভূতি দিয়ে লিখলে খুব সুন্দর কবিতা লেখা যায়। আজকে মূলত যে কবিতাটি লিখেছি সেটা হচ্ছে যে একটি ব্যর্থ হৃদয়ের ভালোবাসার আকুতি নিয়ে লেখা। একজন প্রেমিক তার হারিয়ে যাওয়া প্রিয়তমকে আবার ফিরে পাওয়ার জন্য আবারো নতুন করে স্বপ্ন দেখে। আবারো ফিরে আসার অনুভূতি প্রকাশ করে। ঠিক একজন হারিয়ে যাওয়া মনের মানুষকে ফিরে পেতে একজন পাগল প্রেমিক যা করেন তা আমি কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। আমার কবিতায় আজকে মূলত একজন ছেড়ে যাওয়া আপজনকে আবার ফিরে পাওয়ার জন্য যে মনের মধ্যে আকুতি কাজ করে সেই অনুভূতিগুলো আমি কবিতার মাধ্যমে শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি আমার আজকের কবিতা আপনাদের ভালো লাগবে।

চলুন তাহলে আমার কবিতাটি শুরু করা যাকঃ-


💖"ফিরে এসো তুমি"💖


ফিরে এসো তুমি প্রিয়তম
আমার এই মন বাগিচায়
অশান্ত মনকে শান্ত করতে
যেখানে থাকবেনা কোন বাধা।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ দূর নীল আকাশের তারা হয়ে
যেখানে শত অন্ধকারে মাঝে
তুমি আলো ছড়াবে ঝিকিমিকি জ্বলে জ্বলে।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ রাত্রি বেলার অন্ধকার হয়ে
যেখানে নির্জনে বলবো কথা
দুইজনে মিলে অতি গোপনে।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ দূর পাহাড়রের গাছের ডালে
বসে থাকা পাখির কলতানে মুখরিত হয়ে,
এসো এই মনে
মনের খাঁচায় রাখবো তোমায়
আজীবন বন্দি করে।

ফিরে এসো তুমি প্রিয়তম
ফুল বাগানের সুবাস ছড়ানো
ফুলের সৌরভ নিয়ে,
সেই ফুলের গন্ধে মুছে যাবে
হৃদয়ে থাকা যত গ্লানি আর দুঃখ।

ফিরে এসো তুমি প্রিয়তম
মহাপ্রাচীর সব বাধা পেরিয়ে
আমি তোমার জন্য অপেক্ষায় আছি
সে কবে থেকে।

প্রিয়তম তুমি ফিরে এসো
ক্ষণিকেই তুমি কেমনে ভুলে গেলে আমায়
আমি কিছুতেই ভাবতে পারিনা।

আমি চাই তুমি ফিরে এসো
আবার সেই প্রথম দিনের মতো,
আমি চাই তুমি আমায় আবার
ভালবাস প্রথম দিনের মতো।

আমি চাই তুমি শুধু আমারই হও
আমি চাই তুমি জীবনের শেষ দিন
পর্যন্ত আমার পাশে থেকো।

সমাপ্তি-@samhunnahar

qara-xett.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করি আমার আজকের কবিতা সকলের ভাল লেগেছে।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনুভূতির কবিতা ফিরে এসো তুমি এই কবিতাটি আসলে অসাধারণ ছিল। আপনার কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে আপু। কবিতার প্রতিটি চরণ অসাধারণ ছিল শুভকামনা রইল এত সুন্দর একটি কবিতা পোস্ট উপহার দেওয়ার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে আমার অনুভূতির কবিতাটি আপনার ভালো লাগার জন্য।

বাহ আপু আপনি দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে। কবিতা টাইটেলটি খুবই চমৎকার হয়েছে। সবাই নিজের আপন জনকে ফিরে পেতে চায়। কবিতার মধ্যে প্রিয় জনে ফিরে আসার কথাগুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

ঠিক বলছেন সবাই নিজের হারানো মনের মানুষকে ফিরে পেতে চায় সে অনুভূতি গুলো লিখলাম ধন্যবাদ।

প্রিয় মানুষটির ফিরে আশা নিয়ে বেশ সুন্দর আবেগঘন একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার লেখা প্রতিটি কবিতায় আমার বেশ ভালো লেগেছে।।সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচের কয়টা লাইন।

আমি চাই তুমি ফিরে এসো
আবার সেই প্রথম দিনের মতো,
আমি চাই তুমি আমায় আবার
ভালবাস প্রথম দিনের মতো।

আমার লিখিত কবিতার মেনশন করা লাইন গুলো আপনার ভালো লেগেছে শুনে আমি অনেক বেশি আনন্দিত।

অসাধারণ কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ছন্দ সত্যি খুব দুর্দান্ত হয়েছে। আসলে এই ধরনের কবিতা পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে। প্রিয়জনকে ফিরে পাওয়ার অনুভূতি আমাদের মাঝে সুন্দর করে কবিতা ছন্দ উপস্থাপন করেছেন

প্রিয়তম তুমি ফিরে এসো
ক্ষণিকেই তুমি কেমনে ভুলে গেলে আমায়
আমি কিছুতেই ভাবতে পারিনা।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন আমাকে।

আপনার লেখা "ফিরে এসো তুমি" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। রাতের নির্জনে বসে ভালোবাসার প্রিয় মানুষের সাথে মধুর আলাপন করার মুহূর্তটা নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে বেশি সুখের হয়। খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ফিরে এসো তুমি প্রিয়তম
ঐ রাত্রি বেলার অন্ধকার হয়ে
যেখানে নির্জনে বলবো কথা
দুইজনে মিলে অতি গোপনে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার কবিতাটি পড়ে খুব সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন। আপনাদের এত সুন্দর অনুপ্রেরণার কারণে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখতে অনেক বেশি আগ্রহ জাগে।