সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তায় একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে ফুল ও প্রকৃতি নিয়ে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। ইদানিং অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতেও বেশ আনন্দ পাই। কারণ আপনারা এত সাপোর্ট করেন সত্যিই বলার মতো না।
এত বেশি অনুপ্রেরণা দেন যে কোন বিষয়ে তাই কাজের প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায়। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারদিকে সবুজ গাছ-গাছালি। সবুজে সমারোহ এবং বিভিন্ন ধরনের ফুলের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। এমন ফটোগ্রাফি নিতে অনেক ভালো লাগে। আগে ফটোগ্রাফি তেমন করতে পারতাম না তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগের সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে এবং ফটোগ্রাফি করতে করতে কিছুটা হলে ও সুন্দর হচ্ছে। তাই প্রতিনিয়ত প্রচেষ্টায় আছি যাতে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। চলুন তাহলে শেয়ার করা যাক আমার আজকের কিছু ফুলের এবং প্রকৃতির রেনডম ফটোগ্রাফি।
ঘোড়া
ঘোড়া তো কমবেশি সকলেই পছন্দ করেন তাই না? বিশেষ করে ছোট বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন কারণ ঘোড়ার পিঠে উঠে চড়তে পারে তাই। আদিম যুগে কিন্তু ঘোড়া এবং উটের ব্যবহার অনেক বেশি ছিল। বর্তমান সময়ে ঘোড়ার ব্যবহার তেমন না হলেও সমুদ্রের পাড়ে কিংবা অন্য কোন দর্শন স্থানে ঘোড়ার এমন দৃশ্য বেশ দেখা যায়।
Deviec-Wiko-T3
লোকেশন
গাঁদা ফুল
গাঁদা ফুল দেখতে আমার অনেক ভাল লাগে। বিশেষ করে ফুল ফুটার আগে এমন কলি আকার ধারণ করে তখন বেশ ভাল লাগে। অনেক কালারের অনেক প্রজাতির গাঁদা ফুল আছে আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে হলুদ গাঁদা ফুল বেশি ভাল লাগে কেন জানিনা। এই ফুলের কলি টা একটা বড় প্রজাতির গাঁদা ফুল গাছের একটি ফুলের কলি। এই ফুলের কলির ফটোগ্রাফি আমি মেলার এরিয়া থেকে নিয়েছিলাম
Deviec-Wiko-T3
লোকেশন
রঙ্গন ফুল
রঙ্গন ফুল আমার দেখতে অনেক ভালো লাগে। যখন যেখানে রঙ্গন ফুল দেখি তখনই আমি ফটোগ্রাফি নিয়ে নিই। প্রথমত আমি আগে একটি মাত্র কালার দেখেছিলাম এই রঙ্গন ফুলের। কিন্তু ইদানিং বেশ সুন্দর সুন্দর ফুলের কালার দেখা যায়। দেখতে অসাধারণ লাগে চোখ ফেরানো যায় না এমন সুন্দর। অনেক বড় ছিল এই গাছ টি ছেঁটে দিয়ে খুব সুন্দর করে দিছে। অনেক ফুল এই গাছটির মধ্যে।
Deviec-Wiko-T3
লোকেশন
মধু ফুল বা মাইক ফুল
এই মিক্স কালারের ফুলকে আমরা আমাদের লোকাল ভাষায় মধু ফুল অথবা মাইক ফুল নামে চিনি। এই ফুল আমার এত সুন্দর লাগে সত্যি ফুলটা অনেক ভাল লাগছিল। আমার বাড়িতে এই ফুলের একটি গাছ ছিল সারা বছর ফুল ফুটে এই গাছে। এই ফুলের ও বিভিন্ন কালার আছে। বিভিন্ন জায়গায় অনেক সুন্দর করে এমন সুন্দর ফুল গাছ গুলো দেখা যায়। দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে মধু ফুল বা মাইক ফুল। তাই আমি ফুল দেখলেই ফটোগ্রাফি নিয়ে রেখে দিই।
Deviec-Wiko-T3
লোকেশন
সমুদ্রের দৃশ্য
কক্সবাজার সমুদ্র সৈকত পছন্দ করেনা এমন মানুষের সংখ্যা খুবই কম। সবাই কিন্তু পুরো বছর জুড়ে একবার আসার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে থাকেন। আমি তো একদম পাশাপাশি থেকেও আমার প্রতিনিয়ত ভালো লাগে একঘেয়েমি লাগে না আমার কাছে। এমন পরিবেশে বসে থাকতে অনেক ভালো লাগে একাকীত্ব মনে। যখন যায় তখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে যখন যেভাবে কাজে লাগে শেয়ার করি। মোবাইলের গ্যালারি যখন দেখছিলাম তখন কক্সবাজার সমুদ্র সৈকতের এই ফটোগ্রাফি আমার চোখে পড়ে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেনি।
Deviec-Wiko-T3
লোকেশন
মহেশখালী জেটি নদী
এখন যে ফটোগ্রাফিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কক্সবাজার থেকে মহেশখালী পৌঁছে যাওয়ার পরে ঘাটের অপোজিটে ছোট একটি নদী। অর্থাৎ মহেশখালী জেটির দৃশ্য এই ফটোগ্রাফি টা। কিছুদিন আগে যখন মহেশখালী গিয়েছিলাম তখন এ ফটোগ্রাফিটা আমি করেছিলাম। তখন বেশ ভাটা ছিল নদীতে পানি একদম নিচে নেমে গিয়েছিল। দেখতে অনেক ভালো লাগছিল দৃশ্যটি। পাশে গাছের খুব সুন্দর জঙ্গল এবং এর পাশ দিয়ে নদীটি বয়ে গেছে।
Deviec-Wiko-T3
লোকেশন
আমের ফুল
আম গাছে যখন আম ধরবে কিন্তু এর আগে এভাবে আমের ফুল এসে গাছ ভরে যায় দেখতে অনেক ভালো লাগে। তবে ফটোগ্রাফি টা কিছুদিন আগের কিন্তু এখন তো আম গাছে আম অনেক বড় হয়ে গেছে। আমাদের দেশে জাতীয় ফল কাঁঠাল না দিয়ে আম দিলে অনেক ভালো লাগতো। কারণ আম আমার এত প্রিয় যতদিন আম শেষ হবেনা ততদিন খেতে থাকি আমি। কাঁঠাল তেমন একটা প্রিয় না তবে খাওয়ার চেষ্টা করি কমবেশি। কিন্তু আম বেশ পছন্দের আমার কাছে।
Deviec-Wiko-T3
লোকেশন
আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমারও অনেক ভাল লাগছে। |
---|
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ফটোগ্রাফি আমার খুব ভাল লাগে দেখতে। আপনি আজ ফুল, পশু এবং প্রকৃতির খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ঘোড়া দুটি দেখতে বিশাল বড় মনে হচ্ছে। মহেশখালী জেটি নদীর ছবি দারুন হয়েছে। সমুদ্রের দৃশ্য আপনার ফটোগ্রাফিতে বেশি ফুটে উঠবে এটাই স্বাভাবিক হা হাহা। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে সমুদ্রের ফটোগ্রাফি তো সব সময় ফুটে উঠবে সেটা স্বাভাবিক যেহেতু সবার প্রিয় একটি জায়গা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://steemit.com/hive-129948/@samhunnahar/2x38x6
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে । বিশেষ করে সমুদ্রসৈকতের দৃশ্যটা, মহেশখালী জেটি নদীর দৃশ্যটা আর ফুলের ফটোগ্রাফি গুলো আমার মন কেড়ে নিয়েছে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি পোস্ট আপনার অনেক ভালো লেগেছে জেনে শেয়ার করা সফল হয়ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতি চমৎকার ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে ব্লগ তৈরি করেছেন দেখি আমি মুগ্ধ। এত সুন্দর একটি পোস্ট যেখানে অনেক কিছু সমারোহ গাছের ফুল থেকে শুরু করে ঘোড়ার দৃশ্য অনেক সুন্দর হয়েছে। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিন্ন কিছু শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের সামান্য হলেও বিনোদন দিতে পারে ফটোগ্রাফির মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বলতে গেলে ঘোড়া আমার খুবই পছন্দের, এই প্রাণীটা আমার অসম্ভব রকম ভালো লাগে। আপনার উল্লেখিত মধু ফুলটি আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে কারণ এই ফুল আমি আগে কখনো দেখিনি। ফুলটি দেখতেও বেশ চমৎকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া ফুলটির কালার অনেক সুন্দর দেখতে ভিন্ন কালারের সুন্দর মধুর ফুল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমুদ্রের পাশে থাকেন তো এই জন্য এত সুন্দর সুন্দর প্রকৃতি আর সমুদ্রের ফটোগ্রাফি করতে পারলেন। আর তা আবার আমাদের সাথে শেয়ার ও করলেন। বেশ ভাল ছিল আজকের ফটোগ্রাফি গুলো। বিশেষ করে সমুদ্র তো আমার হৃদয়ের গর্জন। হি হি হি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আপু অনুপ্রেরণা দিয়েছেন। ঠিক বলছেন সমুদ্রের পাশে থাকি তো তাই আপনাদের কাছে একটু শেয়ার করি😍😍।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার করা সাতটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আপু।আপনি বেশ ভালো ফটোগ্রাফি করেন।প্রতিটি ছবি ভালো লাগছে দেখতে।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রতিটি ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit