ডাই পোস্ট-||কালার পেন্সিল দিয়ে একটি বার্থডে কেক আঁকা।||@samhunnahar

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা!


আশা করি আপনারা সকলেই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো এবং সুস্থ আছি।নিশ্চয়ই আপনারাও কর্মব্যস্ত জীবনে নিজের পরিবারকে নিয়ে অনেক সুন্দরভাবে জীবন যাপন করতেছেন।

diy12.jpeg

প্রিয় বাংলায় ব্লগিং প্রিয় সকল বন্ধুরা সবাই কেমন আছেন।সৃষ্টিকর্তার অসীম কৃপায় সকলেই ভালো আছেন আশা করি।আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভাল আছি।প্রতিদিন কিছু না কিছু ভিন্ন চিন্তাধারায় ব্লগ নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি।পোষ্টের ভিন্নতাও সাবলীলতা রক্ষার্থে আমি আবারও নতুন আরেকটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের পোস্ট সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পোস্ট।বন্ধুরা আশাকরি আমার আজকের ব্লগিং আপনাদের ভালো লাগবে।

আমি আজ নতুন আরো একটি ডাই পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে।আমি তেমন ভাল আঁকতে পারিনা তারপর ও চেষ্টা করে যাচ্ছি।আজ আমি আপনাদের জন্য নতুন একটি চিত্র কালার পেন্সিল দিয়ে এঁকেছি।আমি আজ সুন্দর একটি বার্থডে কেক অংকন করেছি।বার্থডে কেক এর মধ্যে বিভিন্ন কালারের মিশ্রণে অংকন করে দেখতে ভাল লাগে।আমার ভাল লাগা থেকে আজকের এই চিত্রটি আঁকতে ইচ্ছে হলো।চিত্র যদিও আমি তেমন আঁকতে পারিনা আমি চেষ্টা করেছি সুন্দর করে আঁকার জন্য।আশা করি আপনাদের কাছে আমার আজকের কালার পেন্সিল দিয়ে আঁকা বার্থডে কেক ভালো লাগবে।


তাহলে আমার আজকের চিত্রটি আমি কিভাবে কালার পেন্সিল দিয়ে ধাপে ধাপে অংকন করেছি তা আপনাদের সাথে শেয়ার করি।

অংকন করতে যে সব উপকরণ লেগেছে


সাদা কাগজ
অংকন করার জন্য পেন্সিল
প্রয়োজনীয় রং পেন্সিল
ইরেজার
হার্ড বোর্ড
স্কেল

অংকন করার ধাপ সমূহ


অংকন ধাপ-১


diy.jpeg

প্রথম ধাপে আমি বার্থডে কেক অংকন করার জন্য প্রয়োজনীয় উপকরন সমুহ নিয়েছি।এখন আমি ধাপে ধাপে কিভাবে বার্থডে কেক অংকন করেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি।

অংকন ধাপ-২


diy1.jpeg

দ্বিতীয় ধাপে এসে আমি বার্থডে কেকের অল্প অংশ অঙ্কন করেছি।এরপরে আমি ধাপে ধাপে পুরো বার্থডে কেক এঁকে দেখাবো আপনাদেরকে।


অংকন ধাপ-৩


diy2.jpeg

diy3.jpeg

এই ধাপে এসে আমি আমার বার্থডে কেকের উপরের অংশটি এঁকেছি।


অংকন ধাপ-৪


diy4.jpeg

diy5.jpeg

এই ধাপে এসে বার্থডে কেক স্কেচ পেন্সিল দিয়ে আঁকা শেষ হয়েছে।দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।আশ করি কালার পেন্সিল দিয়ে কালার করলে আরো সুন্দর দেখাবে।এখন আমি ধাপে ধাপে বিভিন্ন কালার পেন্সিল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো।


অংকন ধাপ-৫


diy6.jpeg

diy7.jpeg

এখন আমি বার্থডে কেকটা কালার করে নিচ্ছি বিভিন্ন কালার পেন্সিল এর সাহায্যে।কালার করার মুহূর্তে আমি আমার হাতের দৃশ্য সহ কেকের একটি আলোক চিত্র তুলে ধরেছি।


অংকন ধাপ-৬


diy8.jpeg

diy10.jpeg

diy11.jpeg

এই ধাপে এসে আমার আজকের অঙ্কন করা বার্থডে কেক পুরোপুরি কালার করা শেষে হয়ে গেছে। বার্থডে কেক দেখতে অসাধারণ সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার কাছে।সেই সাথে আমি আমার একটি সাইন দিয়ে দিলাম এক পাশে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
বিষয়একটি বার্থডে কেক আঁকা
ক্রেডিট@samhunnahar


প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের কালার পেন্সিল দিয়ে আঁকা বার্থডে কেক অংকন আপনাদের ভালো লাগবে।আমি তেমন ভালো আঁকতে পারিনা আবার ও বলছি তবুও আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য। আপনাদের ভালো মন্তব্য পেয়ে আমি আবারও একটি বার্থডে কেক এঁকে আপনাদের সাথে শেয়ার করেছি।কেমন লেগেছে জানাবেন আর সবাই ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আল্লাহ হাফেজ।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcvZ8rJ27wVEup9rw2cwQqQBqz4ik1rrNUggHZY9FksFVtWNYBbtdPu3Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGi.png

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


Banner_Annivr4.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছবিতে অঙ্কন করা বার্থডে কেকটি দেখে আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে আপু। আপনি খুব সুন্দর করেই কিন্তু এটি অংকন করেছেন। আপনি যে বললেন আপনি চেষ্টা করছেন আঁকার। সত্যিই আপু দারুন হয়েছে। চেষ্টা করার কারণেই এত সুন্দর হয়েছে। আর এটি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। সামনে আরো দেখব আশা করি।

আমার আঁকা কেক আপনার সুন্দর লেগেছে জেনে অনেক ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপু অনুপ্রেরণা পেয়েছি।

কালার পেন্সিল দিয়ে বার্থডে কেক আঁকাটা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। চেষ্টা করলে যে কোন কিছু করা সম্ভব আপু। মোমবাতি টা দেখতে ভালো লাগছে। কালার কম্বিনেশন টা ভালো ছিল। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।

এগুলো ভাইয়া চেষ্টা করতেছি মাত্র কিন্তু আপনাদের তুলনায় এগুলো কোন বিষয় না।তবুও চেষ্টা করে যাব আরো সুন্দর করার জন্য আমার কেক ভালো লেগেছে জানতে পেরে অনেক ভালো লাগছে ধন্যবাদ।

কালার পেন দিয়ে চমৎকার একটি বার্থডে কেক অংকন করেছেন আপু। বার্থডে কেকটি দেখতে অনেক সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চিত্র অংকন কিভাবে তৈরি করেছেন তা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল আপু

অসংখ্য ধন্যবাদ আপু এর আগেও একটি ডাই পোস্ট শেয়ার করেছিলাম আপনাদের ভালো লেগেছে তাই আবারও শেয়ার করেছি।

ওয়াও কালার পেন্সিল দিয়ে জন্মদিনের কেক টি খুব সুন্দর আর্ট করেছেন আপু।দেখতে অনেক ভালো লাগছে।আর্ট এর ধাপগুলো বর্ণনা করেছেন খুব সুন্দর করে।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

আপনারা মতামত দিয়ে এত সহযোগিতা করেছেন তাই আবারও এঁকে শেয়ার করেছি আমি।

বাহ আপনিতো অনেক সুন্দর করে কালার পেন্সিল দিয়ে একটি বার্থডের কেক অংকন করেছেন। আমার তো মন চাইতেছে বার্থডের কেকটি খেতে। তবে এটি রং দিয়ে অঙ্কন করেছেন। তবে আপনার অংকনটি বেশ চমৎকার হয়েছে। আপনি চেষ্টা করেছেন কিন্তু আমার কাছে দেখে অনেক ভালো লাগলো অংকনটি। খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু চলে আসেন যেটা অংকন করেছি সেটা খাইতে দিতে না পারলেও অরিজিনাল আরেকটা খাওয়াবো।