শুভ সন্ধ্যা,
সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি শুক্রবার দিন অনেক বেশি ব্যস্ত আছেন এবং ভালো আছেন। আমিও ভালো আছি ব্যস্ততম দিনে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে আবারো আপনাদের সাথে হাজির হয়ে গেছি প্রতিদিনের ধারাবাহিক কাজগুলো করে নেওয়ার জন্য। তাই বন্ধুরা চিন্তা করলাম যে আজকে প্রতি সপ্তাহের মত একটি কবিতা পোস্ট শেয়ার করব। কবিতা লিখতে যেমন ভালো লাগে সেই কবিতাগুলো সবার সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। কবিতা গুলো লিখতে একটু সময় দিয়ে নিরিবিলি পরিবেশে বসে লিখতে হয় তাহলে খুব সুন্দর কবিতা লেখা যায়। যদি মনের মধ্যে চিন্তা থাকে এবং কাজের মধ্যে ডুবে থাকি তখন কবিতা লেখা সম্ভব হয় না। একদম নিজেকে ফ্রি করে তারপর কবিতাগুলো লিখতে বসার চেষ্টা করি।
Image Source
প্রতি সপ্তাহে অনু কবিতাগুলো লেখার চেষ্টা করি। মাঝে মাঝে একক কবিতা লিখি। তবে আজকে একটি একক কবিতা লেখার চেষ্টা করছি। কারণ প্রতিদিন একই ধরনের কবিতা গুলো নিজেরও লিখতে যেমন ভালো লাগে না সবার পড়তে ভালো লাগে না। তাই সব কিছুর মধ্যে একটু ভিন্নতা আনলে ভালো লাগে। সেই চিন্তাভাবনায় আজকের এই কবিতাটি লেখা। প্রতিটি মানুষের মন একটু স্বাধীন প্রিয় হতে চাই। স্বাধীনতা প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করে। প্রতিটি মানুষ চাই নিজের মনের মত করে ঘুরতে উড়তে। প্রত্যেকটা মানুষ চাই এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলতে। কিন্তু কারো কারো জীবনে অনেক বেশি সীমাবদ্ধতা চলে আসে। আবার কারো জীবনের সেই সীমাবদ্ধতা গুলো গ্রাস করতে পারেনা। তারা তাদের মতই জীবন গুলোকে উপভোগ করতে পারেন। কিন্তু যাদের মন গুলো সীমাবদ্ধতায় আটকে যায় তাদের মধ্যে একটি আফসোস কাজ করে।
কারণ যখন মনের ইচ্ছে গুলো পূরণ না হয় তখন মনের মধ্যে একটি আক্ষেপ থেকে যায়। সেই আক্ষেপটুকু সারা জীবন মনের মধ্যে লালন করতে থাকি আমরা। মানুষের মনে অনেক স্বপ্ন থাকে অনেক কিছু পাওয়ার আশা থাকে। সব কিছু পূরণ হয় না মাঝে মাঝে কিছু পূরণ হয় আবার কিছু কিছু ব্যর্থ থেকে যায়। এমন উড়ন্ত মনের স্বপ্ন নিয়ে লিখেছি আমি আজকের কবিতাটি। আসলে মনের কোন বয়স হয় না। যে কোন বয়সে মানুষের মাঝে উড়ন্ত ভাব থাকতে পারে। তাই এই কবিতাটি আমার আজকের লেখা। আশা করি বন্ধুরা সবার কাছে কবিতাটি পড়ে ভালো লাগবে। তাহলে আর সময় না নিয়ে কবিতাটি পড়ে আসি—
উড়ছে মন জয়ের আশায়--
উড়ছে মন আকাশ পানে
ছুটছে মন আনমনে
যাবো আমি তেপান্তরে
আকাশ ছুঁয়া স্বপ্ন আমার
শত আশা অন্তরে।
উড়ছে মন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছুঁইব সেই আশায়
পাহাড় চূড়ায় নীল আকাশ
নীল আকাশে বাঁধবো ঘর
সাজাবো সেখানে স্বপ্নের বাসর।
উড়ছে মন সাগর তলে
ঝিনুক আমি ধরবো বলে।
উড়ছে মন অজানাতে
হারিয়ে যাবো নতুন দিগন্তে
খুঁজে নিবো তোমার ঠিকানা
একদিন তোমার খুঁজ পাবো
আমার মনে সেই বাসনা।
উছড়ে মন সন্ধ্যার খুঁজে
যদি পাই তোমায় সন্ধ্যার সাজে
মন জুড়াবে রাতের অন্ধকারে
যদি তোমার ছুঁয়া লাগে অন্তরে।
উড়ছে মন প্রখর রোদে
বৈশাখ মাসের কাক ডাকাতে
ক্লান্ত মনে ফিরে আসবে
হৃদয়ের ভালোবাসার ক্যানভাসে।
উড়ছে মন, ছুটছে মন
এই প্রান্ত থেকে ঐ প্রান্তে
আশা নেই, স্বপ্ন নেই
চলছি শুধু নিরুদ্দেশে
পাবো বলে একটু সুখ
কখন দেখবো সেই মুখ।
চলছি আমি আমার মত
বাধা আসুক যত শত
মানবো না কোন বারন
আসলে আসুক আমার মরণ।
চলছি আমি জয়ের আশায়
ছিনিয়ে নিবো সব ভালোবাসায়
তুমি পারলে আমিও পারি
জয়ের আশায় মরতে পারি।
হারবো না! হারবো না!
এই আমার প্রত্যাশা
এই আমার ওয়াদা
আমি করবো বিশ্ব জয়!
আমি হবো সফল নারী!
আশা করি আপনাদের সকলের কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার আমার লেখা একক কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। |
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একটি একক কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
💖ধন্যবাদ সবাইকে💖
অন্যদিনের মতো এবারও আপনি অনেক সুন্দরভাবে কবিতা লিখেছেন ।আপনার কবিতাটি আসলেই পড়ে আমার অনেক ভালো লাগলো। কবিতার লাইন গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। একটা মানুষ অনেক বড় স্বপ্ন নিয়ে যেন সামনের দিকে উড়াল দিছে ।এমন একটা অনুভূতি আপনি কবিতার মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপু শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনের আশা আকাঙ্ক্ষা এবং ইচ্ছা নিয়ে কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে চলে। সবারই নিজের একটা নিজস্ব চাহিদা রয়েছে। সে অনুযায়ী জীবন চলতে পারলে খুবই ভালো লাগে তাদের। কিন্তু কোন এক সীমাবদ্ধতায় আটকে গেলে একটু গোলমেলে লাগে। এই আক্ষেপ থেকে উড়ছে মন জয়ের আশায় নামের একটি কবিতা রচনা করে ফেলেছেন। যে কবিতার মাঝে মুক্তমনা নামক বিষয়টি উল্লেখযোগ্য। যাই হোক চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভালো লাগলো আপনার লেখা এই কবিতা আবৃতি করতে পেরে। বেশি দারুণ লিখেছেন। আসলে আমরা সবাই চাই নিজের জীবনের সাফল্যতা। কোন কিছুতে যাই করতে পারলে নিজের মধ্যে ভালো লাগায়। এ কেমনই এখন অনুভূতি খুঁজে পেলাম এখানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit