||সুন্দর অলিয়েন্ডার ফুলের ফটোগ্রাফি||

in hive-129948 •  last year 

সবাইকে শুভ দুপুর!

আশা করি সকলে ভালো আছেন?

সবার সাথে চলে এসেছি আবারো নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। প্রতিনিয়ত যুক্ত হওয়ার জন্য চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঠিক তেমনি আজকেও নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করি আজকেও তার ব্যাতিক্রম নয়। আজকেও ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।

nice4.jpeg

চেষ্টা করি ভিন্ন কিছু ফটোগ্রাফি শেয়ার করার। কিছুদিন আগে বাচ্চাদেরকে নিয়ে বিকেলে বের হয়েছিলাম হাঁটার জন্য। একটি পার্কে গিয়েছিলাম পাবলিক পার্কে সেখানে বাচ্চাদের অনেক খেলাধুলার জায়গা আছে অনেক আইটেম ও আছে বাচ্চারা খুব সুন্দর করে খেলতে পারে। এছাড়া পাবলিক পার্কের এরিয়াটা এত সুন্দর জায়গা আছে ওয়ার্কিং এর জন্য অনেক সুবিধা হয়। সেখানে প্রায় সময় যাওয়া হয় তো সেদিন দেখতে পেয়েছি অলিয়েন্ডার ফুলের গাছ। অলিয়েন্ডার ফুলের নামটা অবশ্যই আমার জানা ছিল না যখন গুগল সার্চ করি তখন এই নামটি পাই।

nice.jpeg

এছাড়া ও অলিয়েন্ডার ফুলের বেশ কিছু তথ্য পাওয়া গেছে যা আমাদের সকলের জানা উচিত বলে আমার মনে হলো। এই ফুল মূলত গ্রীষ্মকালীন একটি ফুল। এই ফুল বিশেষত গরমকালে দেখা যায়। তবে ফুলটি অনেক সৌরভ ছড়ায়। বেশ ভালো লেগেছিল টকটকে লাল ফুলটি। অনেক ধরনের ফুল ছিল পাবলিক পার্কে। বাচ্চাদেরকে বললাম তোমরা খেলাধুলা করো আমি কিছু ফটোগ্রাফি নিয়ে আসি। তো ফটোগ্রাফি নিতে নিতে হঠাৎ অলিয়েন্ডার ফুলের সন্ধান পায়। গাছটি তে তেমন ঝোপঝাড় ছিল না। গাছ গুলোকে অনেক বেশি যত্ন করা হয় সেখানে সিকিউরিটিরা আছেন যত্নের কমতি থাকে না।

nice1.jpeg

nice3.jpeg

তো লাল টকটকে ফুলটি আমার অসাধারণ ভালো লাগে। দেখার সাথে সাথে বেশ কয়েকটি ফটোগ্রাফি নিয়েছি যেগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি। অলিয়েন্ডার ফুল পরিবেশের জন্য অনেক বেশি ভালো। যেহেতু গরমকালে বাতাসের মধ্যে অনেক বেশি টক্সিন মিক্স করা থাকে অলিয়েন্ডার ফুল সেই টক্সিনকে শোষণ করে বাতাসকে দূষণমুক্ত রাখে। বেশ ভালো তথ্য জানতে পেরেছি অলিয়েন্ডার ফুল সম্পর্কে। তাহলে তো আমাদের অনেক বেশি প্রয়োজন এরকম একটি অলিয়েন্ডার ফুল আমাদের ঘরের আশেপাশে রাখার। অলিয়েন্ডার ফুলের বিভিন্ন ধরনের কালার রয়েছে। তবে তার মধ্যে এই লাল টকটকে ফুলটি অসাধারণ ছিল।

nice2.jpeg

পাতা গুলো একদম সরু ছিল মনে হচ্ছিল মধু ফুল গাছ। তাছাড়া এই ফুলের খুব সুন্দর চার থেকে পাঁচটি পাপড়ি থাকে। একদম সরু হয়ে ওপরের দিকে ঢেঁড়স গাছের মতো সোজা উপরের দিকে উঠে গেছে। যেগুলো সাদা অলিয়েন্ডার ফুল আছে সেগুলোকে দেখলেই মনে হবে যে ঢেঁড়শ গাছ। তো আপনারা সবাই চেষ্টা করবেন তাহলে বাড়ির আশে পাশে একটি করে অলিয়েন্ডার ফুলের গাছ রাখার। তাহলে একদিকে পরিবেশকে দূষণমুক্ত রাখবে। অন্যদিকে খুব সুন্দর সৌরভ ছড়াবে এবং পরিবেশটাকে খুব সুন্দর করে তুলবে। যেহেতু অলিয়েন্ডার ফুল পরিবেশের জন্য অনেক উপকারি। বিশেষ করে গ্রীস্মের সিজনের জন্য অনেক ভালো।


268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমারো ভাল লাগতেছে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশন-কক্সবাজার, বাংলাদেশlocation
ক্যাটাগরিফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু সত্যি আজ নতুন একটি ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। এই ফুল আগে কখনো দেখা হয়নি। অলিয়েন্ডা ফুল দেখতে খুবই সুন্দর আর এর কালার আরও বেশি সুন্দর। এই ফুলের গাছ দেখতে খুবই সুন্দর। এর পাতাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বাড়ির সামনে এই ফুলের গাছ লাগালে দেখতে অনেক ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

এই ফুল গাছ টা তো দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আপু। অনেক ভাল লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুন্দর অলিয়েন্ডার ফুলের ফটোগ্রাফি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। ফুলগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাই আমার শেয়ার করা ফুল গুলো আপনার অনেক ভালো লেগেছে জেনেই তাতেই আমি খুশি।

আপু আমার বাংলা ব্লগ মানে নতুন কিছু সব সময়। আসলে আপু অলিয়েন্ডার ফুল আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় নি।তবে আপনার পোস্টটের মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগল। সত্যি অলিয়েন্ডার ফুল গুলো চমৎকার হয়েছে। ফুলের সৌরভ সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ওলিয়েন্ডার ফুল আমার কাছেও নতুন আপু আমার দেখে অনেক ভালো লেগেছে একদম টকটকে লাল ছিল ফুলটি।

অলিয়েন্ডার ফুল এর আগে কখনো দেখিনি। আজকেই প্রথম দেখলাম আপু। ফুলগুলো কিন্তু ভারী সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন আপু। দেখতে বেশ সুন্দর লাগছে।

আপনি ঠিক বলছেন আপু এই ফুলটি বাস্তবে দেখতে আরো অনেক সুন্দর ছিল।