আমার স্বরচিত কবিতা "দিন শেষে আমরা সবাই একা!"।।০৭.০৮.২০২২।।

in hive-129948 •  2 years ago  (edited)

Untitled design.jpg

সোর্স

হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম! সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমার বাংলা ব্লগের সকল ব্লগার ভাই-বোনেরা লোডসেডিং জীবন কেমন যাচ্ছে? আমি আর ভাল নেই। আমার মন ভাল নেই কারণ লোডসেডিং এর ভয়াবহতা অতিমাত্রায় বেড়ে গেছে। শহরের জীবন ও এখন বিষন্ন। আগে মনে করতাম গ্রামে হত লোডসেডিং। এখন দেখি সব জায়গায় একই অবস্থা।

যাক এসব আর না বাড়িয়ে আমার মূল কথায় ফিরে আসি। বন্ধুরা আমি আজ আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা শেয়ার করবো। আশা করি সকলের ভাল লাগবে। আসলেই আমার কবিতা টি আমি সম্পূর্ণ নিজের অনুভূতি থেকে লিখেছি।
আমি কোন বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে বা কাউ কে ছোট বা কার ও মান হানির জন্য লিখিনাই।

চলুন বন্ধুরা আমার স্বরচিত কবিতা টি একটু দেখেই আসি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

"দিন শেষে আমরা সবাই একা!"

logo1.png

যদিও সকাল টা শুরু হয় অনেক পরিকল্পনা নিয়ে,
সারা দিন এদিক-ওদিক ছুটাছুটি করা,
হাজারো ব্যস্তময় সময় আর কাজের ফাঁকে চলে যায় দিন,
কত বন্ধু! সহকর্মী! আড্ডা!ঘোরাঘোরি!
দেখবে! দিন শেষে আমরা সবাই একা!!

ক্লান্তময় শরীর নিয়ে বাসায় ছুটে আসা,
আবার রাতে! সকালের জন্য নানা ধরনের প্ল্যান করে রাখা,
এভাবে যায় প্রতিটি মানুষের জীবন,
আবার শুরু হয় নতুন সকাল, ছুটে চলা, আবার কুটিরে ফেরা,
দেখবে! দিন শেষে আমরা সবাই একা!!

নিজেকে কি মনে করেছিলে, এত দাম্ভিকতা কিসের,
এত টাকার অহংকার তোমার!
তুমি কি জাননা সেই দিন তোমার ও একদিন আসবেই,
যে দিন তুমি আমাকে পদে পদে তিরষ্কার করেছিলে!
হেনস্তা করেছিলে! সময় সবার এক যায় না! বদলায়!
দেখবে! দিন শেষে আমারা সবাই একা !!

এত ভালবাসার মানুষ, সবাই পাশে থাকে সুবিধাভোগ করার জন্য,
যখন তোমার ধনসম্পদ- টাকা-পয়সা ভরপুর থাকে,
দেখবে সবাই তোমার ভক্ত,
আবার যখন তোমার ওয়ালেট শূন্য দেখবে,
দেখবে সবার চোখে তুমি বিরক্ত,
দেখবে! দিন শেষে আমরা সবাই একা!

এই দুনিয়াতে কমবেশী সবাই স্বার্থপর,
কেউ সুবিধা দিতে থাকে,
আবার কেউ সুবিধা নিতেই থাকে,
যখন তোমার সুবিধা দেওয়ার হাতটা একটু সংকোচিত করবে না!
দেখবে তুমি নিজেই একজন অপরাধী মানুষ হয়ে যাবে,
তোমাকে নিয়ে নানা কুৎসিত কথা রটাবে, নানান অপবাদ ছড়াবে,
দেখবে!দিন শেষে আমরা সবাই একা!

ছোট থেকে একটু একটু করে বড় হওয়া,
একটা নির্দিষ্ট বয়সে এসে বিয়ে, সংসার, সন্তাদের মানুষ করা,
সবাইকে একটি সুন্দর জীবন গড়ার সুযোগ, ভাল স্থানে পৌঁছানো,
সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায় সন্তানেরা,
তোমাকে সময় দেওয়ার আর কেউ রইলো না!
দেখবে! দিন শেষে আমরা সবাই একা!

এত কষ্ট করে তিলে তিলে গড়া জীবন,
অনেক বন্ধু,আত্নীয়-স্বজন, পরিবার-পরিজন,
আনন্দে ভরা সংসার, মা-বাবা,ভাই-বোন,
স্বামী-স্ত্রী, সন্তান,মায়া-মমতা, ভালবাসা,
একদিন সবকিছুই স্বার্থের ঠানে নিঃস্ব হয়ে যায়,
দেখবে! দিন শেষে আমরা সবাই একা!

একটা নির্দিষ্ট বয়সে এসে সবাই আস্তে আস্তে সরে যায়,
প্রবীণ হয়ে যায়, বন্ধুত্ত্ব কমে যায়,
সবাই ব্যস্তময় সময় পার করে,
এই প্রবীণকে সময় দেওয়ার আর কেউ থাকে না
দেখবে! দিন শেষে আমরা সবাই একা!

একদিন বিধাতার ডাকে সাড়া দিতে হবে,
সবাইকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে,
সবাই তোমাকে দেখতে আসবে,
সবাই কান্না-কাঠি আর আহাজারি করবে,
তারপর শেষে তোমার মরদেহের শেষ কাজটা সম্পন্ন করবে,

কিছু দিন সবাই তোমার মৃত্যু শোকে পাথর,
আবার স্বাভাবিক জীবনে ফিরবে সবাই,
তুমি পড়ে রইবে একা!
দেখবে গো, দেখবে! দিন শেষে আমারা কেউ কারও নয়!
দেখবে!দিন শেষে আমারা সবাই একা!

ধন্যবাদ সবাইকে



আমি সামশুন নাহার হিরা
আমি একজন বাংলাদেশের
নাগরিক।

287864753_400308362032280_8045934577883994743_n.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্যস্তময় দিন নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। এত বড় কবিতা এই প্রথম পড়লাম ।সত্যিই অনেক ভালো লাগলো অনেক অর্থবহ কথা কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

ভাইয়া আসলেই আমি বুঝতে পারিনাই যে দুইবার পোষ্ট হয়ে গেছিলো।এখন দেখেন ভাইয়া ঠিক হয়েছে। ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার কবিতা টি পড়ার জন্য

আসলে বৈশ্বিক অর্থনীতি চরম পর্যায়ে জার ইফেক্ট এসে পড়ছে আমাদের উপর।তবে সবকিছু আবারও সাভাবিক হবে এই প্রত্যাশা।

আর কবিতাটা কেনো জানি অনেকটা গল্পের মত মনে হলো।অনেকটা সোজা সাপটা,কবিতার মধ্যে কোনো তাল মিল পেলাম না ।তবে লেখা গুলও অনেক সুন্দর ছিল।ধন্যবাদ।

জ্বী ভাইয়া, আমার কবিতা লিখা প্রথম তো তাই ভুল হলে এভাবে ধরিয়ে দিবেন। আসলেই আমি আপনার মন্তব্য পড়ে অনেক উপকৃ্ত হয়েছি।ধন্যবাদ ভাইয়া এভাবে পাশে থাকার জন্য।আপনি সময় পেলে আবার একটু দেখবেন প্লিজ।

অসাধারণ লিখেছেন আপু। আপনি ঠিকই বলেছেন আপু হাজারো আপন মানুষ থাকলেও দিন শেষে আমারা একা। আপনার কবিতার লাইনগুলো খুবই ভালো ছিলো।

ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার কবিতা টি পড়ার জন্য। আপনাদের মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান আমাদের কাজের প্রতি অনেক অনুপ্রেরণা বেড়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইলো।

আপনার কবিতার নামটা ছিল একেবারে সঠিক। আসলেই দিনশেষে আমরা সবাই একা। কবিতার কথা গুলো দারুণ ছিল। একেবারে বাস্তব একটি দিক ফুটিয়ে তুলেছেন কবিতায়। দারুণ হয়েছে।ধন‍্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ভাইয়া অনেক ভাল লেগেছে আপনার মন্তব্য পড়ে। আমার আরও কবিতা লেখার ইচ্ছে বেড়ে গেল। ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার কবিতা পড়ার জন্য

মাশাআল্লাহ আপু খুবই সুন্দর হয়েছে কবিতা টা। পড়ে ভালো লাগলো। কথা গুলো সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া সবে মাত্র কবিতা লেখা ট্রাই করতেছি। জানি অনেক কিছু মিসটেক হতে পারে। তারপর ও চেষ্টা চালিয়া যাচ্ছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া সময় দিয়ে আমার কবিতা পড়ার জন্য।

আপু আমি বেশি কিছু বলবো না ৷ শুধু বলবো সত্যি অসাধারণ লিখেছেন ৷আর এটা সত্যি আমরা দিন শেষে সবাই একা