"রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড" কক্সবাজার ফটোগ্রাফি-পর্ব-২।।০৭.০৭.২০২২।।

in hive-129948 •  3 years ago  (edited)
আসসালামুআলাইকুম/ আদাব

সবাই অনেক অনেক ভাল আছেন আশা রাখি। আমি সামশুন নাহার হিরা, বাংলাদেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার থেকে। আমি অনেক অনেক ভাল আছি। বাংলাদেশের এমন একটি প্রাকৃতিক সবুজের ঘেরা স্থানে বসবাস করলে কার মন খারাপ থাকবে বলেন তো?

তাই তো প্রতিনিয়ত আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে চলে আসি। প্রতিদিনের ন্যায় আজ ও আমি একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আজ আমি শেয়ার করবো কিছু ফটোগ্রাফি যা কিছু দিন আগে “কক্সবাজার রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড” নিয়ে শেয়ার করেছি লাম এর কিছু বাকি অংশ। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর বিতর আসলেই শেয়ার করার মত অনেক কিছু আছে যা আপনারা আমার ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারবেন।

চলুন আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি যা মোবাইলে তুলেছি।

Radiant1.jpeg

রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর নাম

radiant2.jpeg

বিতরের সুরঙ্গ পথ, বিতরে যাওয়ার।

radiant3.jpeg

উপরে-নিচে সব কাঁচের তৈরী এবং সব খানে ফিস রাখা হয়েছে।

radiant5.jpeg

উপরে মাছ খেলা করতেছে।

radiant6.jpeg

সাইডে মাছ।

radiant7.jpeg

অনেক বড় একটি কচ্ছপ।

radiant8.jpeg

অনেক দূর হাটার পর একটি কপি হাউস দেখতে পেয়ে অনেক খুশি।

radiant9.jpeg

কিছু চকলেট আর কপির অর্ডার করি।

radiant10.jpeg

ছোট মেয়ে কপি খাবে।

radiant11.jpeg

কপি খাওয়ার মাঝে একটা সেলফি।

radiant12.jpeg

আবার যাত্রা শুরু করি।

radiant13.jpeg

কিছু হাতের চিত্রাংকন যা ফিস ওয়ার্ড এর।

radiant14.jpeg

radiant15.jpeg

প্রতিটা অংকন বেশ সুন্দর ছিল।

radiant16.jpeg

radiant17.jpeg

radiant18.jpeg

একটা বড় ঝর্ণা যা দেখতে খুব সুন্দর ছিল।

radiant19.jpeg

মেয়ের সেলফি।

ছবির সোর্সঃ

ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসWiko,T3
ফটোগ্রাফার@samhunnahar
মডেলW-V770
লোকেশনরেডিয়েন্ট ফিস ওয়ার্ড, কক্সবাজার, বাংলাদেশ

বন্ধুরা আজ এই পর্যন্ত! এখানে শেষ নয় আর ও নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আশা করি সকলের ভাল লাগবে। সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কক্সবাজার এই রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডটি স্থানান্তর করার আগে অনেকবার গিয়েছি। যখন থেকে স্থানান্তর হয়েছে তখন থেকে যাওয়া হয়নি। ধন্যবাদ আপনাকে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড আমাদের সাথে তুলে ধরার জন্য।

ধন্যবাদ ভাইয়া। আপনি আবার আসলেই দেখে যেতেই পারেন অনেক সুন্দর ভাইয়া বিতরে।অপনার জন্য শুভ কামনা রইল।

জি অবশ্যই পরবর্তীতে গেলে অবশ্যই ঘুরে আসবো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

এর আগে একজনের পোস্টে রেডিয়েন্ট ফিস ওয়াল্ড নিয়ে পোস্ট দেখেছিলাম। আজ আপনার পোস্ট টা দেখলাম। জায়গা বেশ দারুণ এবং বাংলাদেশে নতুন বলা যায়। ভেতরটা বেশ সুন্দর। দারুণ কাটিয়েছেন সময় টা। বেশ ভালো পোস্ট ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।