জুমা মোবারক,
[Image Source](ডিসকর্ড থেকে নেওয়া।)
স্বাধীনতা তুমি!
স্বাধীনতা তুমি এসেছো বলে শান্তির নিঃশ্বাস
স্বাধীনতা তুমি এসেছো বলে শান্তিতে ঘুমাই
স্বাধীনতা তুমি এসেছো বলে হাজার উল্লাস
স্বাধীনতা তুমি এসেছো বলে কত প্রশান্তি উদ্ভাস।
স্বাধীনতা তুমি লাল কৃষ্ণচূড়ার ফুল
স্বাধীনতা তুমি মনের ভিতর জাগ্রত
কত প্রেম ভালবাসায় ব্যাকুল,
স্বাধীনতা তুমি নারীর নাকের ফুল
স্বাধীনতা তুমি বোনের কানের দোল।
স্বাধীনতার সুখ পাই বাংলা ভাষায় কথা বলে
স্বাধীনতা তুমি এসেছো বলে ফুটেছে মায়ের সুখের বুলি
স্বাধীনতা তুমি আছো বলে বাতাসে উড়ে মায়ের আঁচলখানি
স্বাধীনতা তুমি এসেছো করেছো শত মায়ের বুক খালি।
স্বাধীনতা তোমায় আঁকে নারীর হাতে আল্পনায়
সেই আল্পনায় গেঁথে থাকে নারীর প্রেমের জল্পনায়
স্বাধীনতা তুমি মায়ের মুখের হাসি
স্বাধীনতা তুমি আছো বলে রাখাল বাঁজায় বাঁশি।
স্বাধীনতা তুমি শীতের সকালের শিশির ভেজা ঘাস
সেই ঘাসেতে পা ভিজিয়ে শান্তি পাই একরাশ
স্বাধীনতা তুমি গোধূলির লগ্নে গৃহিণী রান্নার ধোঁয়া
সেই ধোঁয়াতে স্বপ্ন ভাসাই নিশিত জাগিয়া।
স্বাধীনতা তুমি নবান্ন উৎসবে কৃষকের হাসি
সেই হাসিতে ঝরে পড়ে শত সুখ রাশি রাশি
স্বাধীনতা তুমি গ্রামের আঁকাবাঁকা পথ
সেই মেঠোপথে হারাই জীবনের কত শৈশব।
স্বাধীনতা তুমি গ্রীষ্মের গরমের উষ্ণতা
স্বাধীনতা তুমি উষ্ণ গরমের হালকা শীতলতা
স্বাধীনতা তুমি বর্ষাকালের ঝিরিঝিরি বৃষ্টি
সেই বৃষ্টিতে সৃষ্টি হয় শত প্রেমের কৃষ্টি।
স্বাধীনতা তুমি আমার অহংকার
স্বাধীনতা তোমায় পেয়েছি হাজারো
মায়ের অপেক্ষার ব্যর্থতাই,
তাইতো আমরা সুখে বুক ভাসায় তোমার আগমনে
প্রতিবছর বরণ করি তোমায় নানা আয়োজনে।
সমাপ্তি-@samhunnahar
আশা করি আপনাদের সকলের কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার আমার লেখা একক কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। |
---|
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | ডিসকর্ড থেকে নেওয়া। |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একটি একক কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আজকের টাস্কঃ-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো আবৃত্তি করতে। আপনার কবিতাটা আবৃত্তি করতে পেরে অনেক ভালো লেগেছে আমার কাছে এখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কে বলেছে আপু আপনি সুন্দর কবিতা লিখতে পারেন না। আপনি তো খুব চমৎকার কবিতা লিখেছেন মনের অনুভূতি দিয়ে।স্বাধীনতা তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে মনের অনুভূতি দিয়ে যে কোন কবিতা লিখলে কবিতার ভাষা অসাধারণ হয়। এবং কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অসাধারণ আপু। সত্যি দারুণ লাগল আপনার কবিতা টা। স্বাধীনতা কে যে এতভাবে বর্ণনা করা যায় আপনার কবিতা টা না পড়লে বুঝতেই পারতাম না। দারুণ লিখেছেন আপু কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit