এলোমেলো কিছু ফুল ও প্রাকৃতিক রেনডম ফটোগ্রাফি-@samhunnahar

in hive-129948 •  2 years ago 

foll10.jpeg

সবাই কেমন আছেন?

আশা করি সকলেই ভাল আছেন?

আজ সাপ্তাহিক ফটোগ্রাফি শেয়ার করার দিন আমার।প্রতি সপ্তাহে যেহেতু একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি।সেই ধারাবাহিকতায় আমি আজ আপনাদের সাথে একটি ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করব।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে তোলা কিছু ফটোগ্রাফি।কক্সবাজারের একদম সমুদ্রের পাশ ঘেঁষে সুপ্রতিষ্ঠিত একটি স্থান বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।সেখানে একটি প্রোগ্রাম ছিল তাই বাচ্চাদেরকে নিয়ে অংশগ্রহণ করতে গিয়েছিলাম বিয়াম ল্যাবরেটরি স্কুলে।আমিত বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এ প্রবেশ করে রীতিমত অবাক।এর আগে বাইর থেকে দেখেছি কিন্তু ভিতরে যাওয়া হয়নি।ভিতরে যেয়ে দেখে তো অবাক কান্ড এত সুন্দর ছিল বলে বুঝানোর মতো না যদি কেউ নিজের চোখে না দেখে।

প্রাকৃতিক পরিবেশ আর বিভিন্ন ফুলের বাগানে ভরা অনেক বড় একটি এরিয়া।এখানকার পরিবেশ আমার এত ভালো লাগেছে ইচ্ছে করতেছে আমার বাচ্চাটাকে এই বিয়াম ল্যাবরেটরি স্কুলে ভর্তি করায়।এটা অসম্ভব বাচ্চাদের লেখাপড়া ক্ষতি হয় বার বার স্কুল বদলানো।চারপাশের পরিবেশ এত সুন্দর ছিল কিন্তু আমি তেমন ফটোগ্রাফি করতে পারি নাই।কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম সে ফটোগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি।অনেক গুলো ফুলের বাগান ছিল সেখান থেকে আমি বেশ কয়েকটা ফটোগ্রাফি নিয়েছি।ইচ্ছা থাকার সত্বেও নিতে পারিনাই কারণ বাচ্চাদের যন্ত্রণায় ফটোগ্রাফি করা খুব বেশি জটিল।কারণ সেখানে অনেক বেশি খেলনার ব্যবস্থা ছিল তাই তারা খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে তাই তাদেরকে সময় দেওয়ার কারণে বেশি ছবি তোলা হয়নি।আশা করি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

foll2.jpeg
Device-Wiko-T3
স্থানঃবিয়াম ল্যাবরেটরি স্কুল।
কক্সবাজার।

foll3.jpeg

foll1.jpeg
Device-Wiko-T3
স্থানঃবিয়াম ল্যাবরেটরি স্কুল।
কক্সবাজার।

foll.jpeg

foll4.jpeg

foll5.jpeg
Device-Wiko-T3
স্থানঃবিয়াম ল্যাবরেটরি স্কুল।
কক্সবাজার।

foll6.jpeg

foll7.jpeg
Device-Wiko-T3
স্থানঃবিয়াম ল্যাবরেটরি স্কুল।
কক্সবাজার।

foll8.jpeg

foll9.jpeg
Device-Wiko-T3
স্থানঃবিয়াম ল্যাবরেটরি স্কুল।
কক্সবাজার।


🌺 আজকের মত আমার ব্লগ লেখা এখানে শেষ করছি।সময় দিয়ে আমার আজকের ব্লগ দেখার জন্য এবং পড়ার জন্য ধন্যবাদ সবাইকে 🌺


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
স্থানঃবিয়াম ল্যাবরেটরি স্কুললোকেশন


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png


APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiN3hK5unENyHMhQzKqrVMegcPNVB19GB3ww1fqD6hmAXJ84TP8g8komtaH6PwGY4qLr9xmZ7c86Ji8SC8DHe4BCf25XqGMPXA2nLhARG1mMDqxEiyT2jrzVshRUi2cq3cHPD66Eymo7i2NwAjuLx9CE9MSpWCU4Y74qfmhAjFFHixiQ4.png

WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

standard_Discord_Zip.gif

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে স্কুলের পরিবেশ সুন্দর থাকলে আসলেই মনে হয় বাচ্চাদের ভর্তি করে দেই।বাচ্চাদের জন্য আসলে বাহিরে বের হলে ছবি তোলা হয়না।যাই হোক গাঁদাফুলের কালার গুলো দেখতে বেশ ভালোই লাগছে।ধন্যবাদ

আপু ঠিক বলেছেন বাচ্চারা বের হলে বেশি ডিস্টার্ব করে তাই ছবি তোলা খুব বেশি কষ্টের হয়।

আপনার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। আসলে ফুল হলো সৌন্দর্যের প্রতীক যেভাবে ফটোগ্রাফি করবেন দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া প্রকৃতির কিছু দৃশ্য ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল।

ঠিক বলেছেন আপনি ফুল যেভাবে তোলা হয় না কেন দেখতে অনেক সুন্দর লাগে বেশ ভালোই বলেছেন ধন্যবাদ।

স্কুলের ভিতরটা আসলেই সুন্দর আপু! আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে! বাচ্চারা না থাকলে প্রানভরে ফটোগ্রাফি করতে পারতেন 😁। যায়হোক, ফটোগ্রাফি কিন্তু ভালো ছিল 🌼

ঠিক বলছেন ভাইয়া বাচ্চাদের জন্য সুন্দর করে, প্রাণভরে ফটোগ্রাফি তুলতে পারি নাই।

প্রথমে বলে রাখি ফুল সৌন্দর্যের প্রতীক। আপনার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে।বিশেষ করে লাল গাঁদা ফুল তুই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের এদিকে গাঁদা ফুলের চাষ করা হয় আপু। আর এই ফুলটি সবারই পছন্দের একটি ফুল ধন্যবাদ আপনাকে।

ঠিক বলছেন ভাইয়া গাঁদা ফুল সুন্দর হয় শীতকালে বেশি দেখা যায়।

দারুন ফটোগ্রাফি ছিল সবগুলো আপু। আমার তো বেশ ভালো লেগেছে। প্রথম দিকে হলুদ রঙের যে গাঁদা ফুল গুলোর ছবি শেয়ার করেছেন সেগুলো অনেক বেশি আকর্ষণীয় আর বড় জাতের মনে হচ্ছে ফুলগুলো। নারকেল গাছের পাতা সহ পুরো রাস্তাটা বেশ সুন্দর। আর কক্সবাজারের পাশেই যেহেতু স্কুলটি তাহলে তো বেশ সুন্দরই হবে। সত্যি আমার অনেক বেশি সুন্দর লেগেছে এই ফটোগ্রাফি গুলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে গঠনমূলক ভাবে মন্তব্য গুলো দিয়েছেন বেশ ভাল লেগেছে।

আপনার ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আসলে আমার ফুলের ফটোগ্রাফি খুব ভালো লাগে। আমি কোথাও বেড়াতে বের হলে কিছু সুন্দর জিনিস দেখলেই ক্যাপচার করে ফেলি।আমার ভীষণ ভালো লাগে। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

ঠিক ভাইয়া আসলে ফুল কম বেশি সবারই পছন্দের। আপনারও পছন্দের জেনে খুব ভালো লেগেছে।

কক্সবাজারের একটি স্কুল এন্ড কলেজে প্রোগ্রাম ছিল বিধায় আপনি আপনার বাচ্চাদের কে নিয়ে সেখানে গিয়েছিলেন এবং খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম যে আপনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আর যারা প্রকৃতিকে অনেক বেশি ভালবাসে তাদের মনটা অনেক বেশি নরম হয়ে থাকে। সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি চমৎকার এই ফটোগ্রাফি দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।

হ্যাঁ ভাইয়া একটি প্রোগ্রাম ছিল তাই ওই স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে।আমি সে জন্য ফটোগ্রাফি তুলতে পেরেছি ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন ।ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে সুন্দর ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। গাঁদা ফুল গুলো খুব দারুণ লাগছে আমিও গাঁদা ফুলের চাষ করি।

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে আমার ও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে স্কুলের পরিবেশটা সত্যি অনেক সুন্দর। তবে একটা কথা ঠিক যে বারবার স্কুল চেঞ্জ করলে বাচ্চাদের অনেক অসুবিধা হয়। ফুল ও প্রাকৃতিক রেনডম ফটোগ্রাফি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু

আপু আমি ফটোগ্রাফি তেমন ভালো করে তুলতে পারিনি বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশে স্কুলের।

আপনার সম্পূর্ণ ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ একটি প্রোগ্রামে গিয়ে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এক একটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ। সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভকামনা রইলো।

আপনার ভালো লেগেছে তাতে আমার সার্থকতা।কারণ আপনাদের যদি ভালো লাগাতে না পারি তাহলে তো ব্যর্থ অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

খুবই দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি । গাঁদা ফুলের সৌন্দর্য সত্যি অসাধারণ। দেখে অনেকে ভালো লাগলো । স্কুলে চারপাশের পরিবেশ সত্যি খুব সুন্দর। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য বেশ ভালই লেগেছে।

বারবার স্কুল বদলে পড়াশোনা ক্ষতি তো হয়, তার থেকে বেশি যে ব্যাপারটা হয় সেটা হল নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে অনেক বেশি সময় লাগে। এজন্য বারবার স্কুল পরিবর্তন করাটা আমি নিজেও সাপোর্ট করিনা।

আর ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে দেখতে। বিশেষ করে রংবেরঙের গাঁদা ফুল গুলো আমার কাছে বেশি ভালো লাগলো।

স্কুল বদলানো আমারও ভাল লাগে না আমার মতের সাথে আপনিও একমত তাই অনক ভালই লেগেছে।

আপনার ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর ও ঝকঝকে হয়েছে। বিভিন্ন রং এর গাদা ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

হ্যাঁ আপু ফুল গুলো আসলে অনেক সুন্দর ছিল। ফটোগ্রাফির তুলনায় বেশ সুন্দর ছিল ফুল গুলো।

শীতকালে কমবেশি সব জায়গায় স্কুল-কলেজে বিশেষ করে গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। গাঁদা ফুল দেখতে ভীষণ ভালো লাগে। এর ঘ্রাণ টা অনেক সুন্দর। আর স্কুলের ভিতরের পরিবেশটা বেশ সুন্দর গোছানো। ধন্যবাদ আপনাকে এইরকম একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে তাই।