ডাই পোস্ট-||একটি ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্যের চিত্র আঁকা||

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা!



WhatsApp Image 2022-12-03 at 5.46.35 PM.jpeg

WhatsApp Image 2022-12-03 at 5.46.34 PM.jpeg

প্রিয় বাংলায় ব্লগিং প্রিয় সকল বন্ধুরা সবাই কেমন আছেন।সৃষ্টিকর্তার অসীম কৃপায় সকলেই ভালো আছেন আশা করি।আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভাল আছি।প্রতিদিন কিছু না কিছু ভিন্ন চিন্তাধারায় ব্লগ নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি।পোষ্টের ভিন্নতাও সাবলীলতা রক্ষার্থে আমি আবারও নতুন আরেকটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের পোস্ট সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পোস্ট।বন্ধুরা আশাকরি আমার আজকের ব্লগিং আপনাদের ভালো লাগবে।

আমি আজ নতুন আরো একটি ডাই পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে।এই পোস্ট হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমার দ্বিতীয় অঙ্কন করা ডাই পোস্ট।আজ আমি আপনাদের জন্য নতুন একটি চিত্র পেন্সিল দিয়ে এঁকেছি।আমি আজ সুন্দর একটি ফ্রুটস বাস্কেট অংকন করেছি।ফ্রুটস বাস্কেট এর মধ্যে বিভিন্ন কালারের ফ্রুটস দেখতে যেমন ভাল লাগে তেমনি রাখতে ও আমার খুব ভালো লাগে। আমার ভাল লাগা থেকে আজকের এই চিত্রটি আঁকতে ইচ্ছে হলো।চিত্র যদিও আমি তেমন আঁকতে পারিনা আমি চেষ্টা করেছি সুন্দর করে আঁকার জন্য।আশা করি আপনাদের আমার আজকের ফ্রুটস বাস্কেট অংকন ভালো লাগবে।


তাহলে আমার আজকের চিত্রটি আমি কিভাবে কালার পেন্সিল দিয়ে ধাপে ধাপে অংকন করেছি তা আপনাদের সাথে শেয়ার করি।

একটি ফ্রুটস বাস্কেট তৈরি করতে যে সব উপকরণ লেগেছে


সাদা কাগজ
অংকন করার জন্য পেন্সিল
প্রয়োজনীয় রং পেন্সিল
ইরেজার
হার্ড বোর্ড
স্কেল

ফ্রুটস বাস্কেট অংকন করার ধাপ সমূহ


ধাপ-১


art.jpeg

প্রথম ধাপে আমি ফ্রুটস বাস্কেট অংকন করার জন্য প্রয়োজনীয় উপকরন সমুহ নিয়েছি।এখন আমি ধাপে ধাপে বাস্কেট কিভাবে অংকন করেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।


ধাপ-২


art2.jpeg

art3.jpeg

দ্বিতীয় ধাপে আমি স্কেচ পেন্সিল দিয়ে ফ্রুটস বাস্কেটের কিছু দৃশ্য অংকন করে দেখিয়েছি।


ধাপ-৩


art4.jpeg

art5.jpeg

এ পর্যায়ে এসে আমার আজকের তৈরি করা একটি ফ্রুটস বাস্কেট সাথে বিভিন্ন রকমের ফ্রুটস রাখার দৃশ্য অংকন প্রায় শেষ।এখন আমি কালার পেন্সিল দিয়ে বিভিন্ন রং এর সাথে মিক্স করে দৃশ্যটি কালার করে দেখাবো।


ধাপ-৪


art6.jpeg

art7.jpeg

এখন কালার পেন্সিল দিয়ে প্রথম চিত্রের কিছুটা অংশ কালার করেছি।দ্বিতীয় চিত্রে সব ফ্রুটস এ কালার দিয়েছি।এখন পরের ধাপে পুরো চিত্র সম্পন্ন করবো।

ধাপ-৫


art8.jpeg

art10.jpeg

এই ধাপে এসে আমার আজকের অংকন করা একটি ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্যেটি সম্পূর্ণ কালার করা শেষ।


ধাপ-৬


art11.jpeg

art14.jpeg

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা আমার আজকের অংকন করা একটি ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্য তৈরি হয়ে গেল।সেই সাথে আমি আমার সাইন দিয়েছি।


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
বিষয়একটি ফ্রুটস বাস্কেটের চিত্র আঁকা
ক্রেডিট@samhunnahar


হ্যালো বন্ধুরা আশা করি আমার আজকের একটি ফ্রুটস বাস্কেটে দৃশ্যের চিত্র আঁকা আপনাদের খুব ভালো লেগবে। আমার আজকের চিত্র আঁকাটি আমার দ্বিতীয় চিত্র আঁকা।আমার চিত্র টি কেমন হয়েছে আপনারা মতামত দিয়ে জানালে আমার অনেক উপকারে আসবে।আপনাদের মতামত পেলে আমি পরবর্তীতে আরো সুন্দর করে চিত্র আঁকতে উৎসাহি হব।সেই সাথে আমি আজ আমার পোস্টের লেখা সমাপ্তি করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG4hfFkZJoEajKUACRN9zamEopL6A4Nb6Hr31zcjjXQMgDZt2mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP.png

@samhunnahar

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png


WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpg

banner-abb_New.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্যের চিত্র চমৎকারভাবে অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আমি তো প্রথমেই ভেবেছিলাম এটা কোন একটা ফটোগ্রাফি ,পরে দেখতে পেলাম এটা অঙ্কন করা একটা চিত্র।

বেশ ভালো লেগেছে ভাইয়া আপনার ভালো লাগছে শুনে।

ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। অনেক সুন্দর লাগছে এই চিত্রটি। রঙের ব্যবহার করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। দারুন এই চিত্রটি অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার ফ্রুটস বাস্কেট আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।

আপু আপনার ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্যের চিত্র অঙ্কন দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। কালার করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনি খুব সুন্দর করে সাবলীল ভাষায় মন্তব্য করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনার দ্বিতীয় অঙ্কন কিন্তু খারাপ হয়নি ৷ চমৎকার এঁকেছেন ৷ ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্যের চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে ৷ সুন্দর ভাবে অঙ্কনের ধাপ গুলোও প্রকাশ করেছেন ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করারর জন্য ৷

এত সুন্দর সুন্দর মন্তব্য এবং সহযোগিতা পেলে তো অঙ্কন করতে আরও বেশি ভাল লাগবে।

আপু,আপনার ভালোলাগা, আর আমার ভালোলাগা এক হয়ে গেল দেখছি। তবে আমার ভালো লাগাটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। যখনই ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রেখে দেই, ঠিক তার কিছুক্ষণ পরেই দেখি আমার দুষ্টু ছেলেটা লন্ডভন্ড করে দিয়ে রেখেছে। আমি যতবারই গুছিয়ে রাখতে চাই, ততবারই আমার ছেলে একই কাজ করে। যাইহোক আপু, আপনার দ্বিতীয় অংকনটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

ভাইয়া বাচ্চারা একটু ছোট থাকলে তো দুষ্টামি করবে। বড় হয়ে গেলে মনের মত করে সাজিয়ে রাখতে পারবেন ধন্যবাদ।

আপনি ঠিক বলেছেন আপু।ফ্রুটস বাস্কেট এর মধ্যে বিভিন্ন কালারের ফ্রুটস দেখতে যেমন ভাল লাগে তেমনি ফ্রুটস রাখতেও ভালো লাগে।আপনার ফ্রুট বাস্কেট আর্টটি খুবই অসাধারণ লাগছে। আমারও এমন আর্ট করতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

জ্বী ভাইয়া ফ্রুট বাস্কেট এ ফ্রুটস দেখতে বেশি ভালো লাগে।তাই সাজিয়ে রাখতে পারলে মনটা অনেক ফুরফুরে থাকে।

ফলের ঝুড়ি বা‌ বক্সের চিত্রটি খুব সুন্দর ভাবে আপনি সম্পূর্ণ করেছেন। বেশ ভালো লাগছে এই চিত্র অংকন টি দেখে বিভিন্ন রঙের অর্থাৎ বিভিন্ন কালারের ফল দেখে মনে হচ্ছে এটা সত্যিই কোন ফলের ঝুড়ি৷ ধন্যবাদ আপু এটি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু এভাবে ফলের ঝুড়ি সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে তাই সেটা অংকন করে আপনাদেরকে শেয়ার করেছি।

অনেক সুন্দর ডাই পোস্ট করলেন আপু। আজ আপনাকে নতুনভাবে দেখলাম। আশা করি আগামীতে আরও সৃজনশীলতা দিয়ে আপনি আমার বাংলা ব্লগে এগিয়ে যাবেন। ভালোই ছিল আজকের আপনার পোষ্টটি।

ভালোই লেগেছে আপু এভাবে উৎসাহ দিলে তো অনেক ভালো লাগে ধন্যবাদ।

ওয়াও আপু তাহলে এখন আর্ট পোষ্টও শুরু করেছে বাহ!!!
শুনে অনেক ভালো লাগলো ৷ তবে বেশ ভালোই একেছেন মন্দ নয় ৷ আস্তে আস্তে সব ঠিক হবে ৷ এভাবেই চেষ্টা করুন সফলতা নিশ্চিত ৷ অনেক সুন্দর ছিল ফ্রুটস বাস্কেটে ফ্রুটস রাখার দৃশ্যটি ৷ অনেক ফলমূল বাস্কেটে ৷

হ্যাঁ ভাইয়া পোস্টের ভিন্নতা আনতে,সাবলীলতা রক্ষার্থে ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করতেছি।

আপনার তৈরি ফ্রুটস বাস্কেটের ফ্রুটস রাখার চিত্র অংকন আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এ ধরনের আর্ট আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। এ ধরনের আর্ট তৈরি করতেও আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি। অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এবং সেগুলো ধাপে ধাপে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

প্রথম প্রথম অংকন করতে একটু কষ্ট হলেও ভাইয়া আশা করি পরে ঠিক হয়ে যাবে আমার।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

সুন্দর একটা ফলের ঝুড়ির ছবি এঁকেছেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ডাইনিং টেবিলে এমন একটা ফলের ঝুড়ি থাকে। যেটা বড়রা খেলেও বাচ্চারা মোটেই মুখে তোলে না। আবার অনেক বাচ্চাই আছে ফল পাগল।আমার বড় মামার ছেলে ফল দিয়ে ভাত মাখিয়ে খায়। এতটাই ফল পাগল। আর যদি একটা ফল হয় বিশেষ করে আম হলে আর কিছুই লাগে না ভাত খেতে । এ আর এক।আর আমি হয়েছি পুরো উল্টো।কোন ফলই আমার খেতে ভালো লাগে না। খুব মিষ্টি ফল না হলে আমি মোটেই মুখে তুলি না। আপনার ফলের ঝুড়ি দেখে আমার মায়ের বকাঝকা গুলো আমার মনে পড়ে গেল।আমার বাড়ির ফলের ঝুড়িটাও ঠিক এরকমই আপনার আঁকা ফলের ঝুড়ির মতোই সাজানো থাকে।

ঠিক বলছেন আপু আসলে কিছু বাচ্চারা ফ্রুটস একটু কম খেতে চাই আবার অনেক বাচ্চারা আছে বেশি খাই।কিন্তু আমার বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তাই আমি ভিন্নভাবে খাওয়ানোর জন্য ট্রাই করি।