কবিতা ||💖"ভালবাসি তোমায়"💖|| আমার বাংলা ব্লগ।

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম/ আদাব/ নমস্কার।


1.jpg

সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। আজকে নতুন একটি কবিতা নিয়ে উপস্থিত হয়েছি কবিতাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সবাই অবগত আছেন যে আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখি। নিজের লেখা কবিতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগে। তো আজ আমি যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আমি একটি কবিতা লিখেছি। আমার বাংলা ব্লগ মানে হচ্ছে অনুভূতির একটা জায়গা। যেখানে মনের আবেগ গুলোকে সৃজনশীলতার সাথে খুব সুন্দর করে সবার সাথে শেয়ার করা যায়। এমন প্রাণের ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সবাই খুব সুন্দর সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন। সেই সাথে সবার সুন্দর সুন্দর লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লেগেছে।

সেই ভাবনা থেকে আমি আজ নতুন একটি কবিতা লিখে নিলাম আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে। আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের অনেক ভালো লাগবে। না লিখে পারলাম না এমন অনুভূতি কাজ করছিল এমন ভালো লাগা কাজ করছিল সত্যি বলার মত না। এত সুন্দর একটি কমিউনিটি যেখানে সবার সুন্দর আচরণ আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। এমনকি এডমিন মডারেটর থেকে শুরু করে সকল ইউজার পর্যন্ত এত সুন্দর মমতা দিয়ে সবার সাথে আচরণ করেন। সবার সাথে একে অপরের প্রতি সুন্দর সম্পর্ক বজায় রাখেন বেশ ভাল লাগে।

চলুন তাহলে আমার কবিতাটি শুরু করা যাকঃ-


💖"ভালবাসি তোমায়"💖


আমার বাংলা ব্লগ মানে ভালোবাসার ব্লগ
আমার বাংলা ব্লগ মানে আনন্দেরই ঝলক।

এইতো সেদিন এসেছিলাম আমার বাংলা ব্লগে
হঠাৎ বছর পেরিয়ে দুই বছরে পা দিলাম
এরই মধ্যে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ পূর্তি।
আহা কত আনন্দ!
কত আড্ডা! কবিতা আবৃত্তি, গান,
সুন্দর সুন্দর অনুভূতির প্রকাশ
আরো কতই না কিছু!

সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগে
না আসলে বুঝতাম না জীবনের মানে,
এতকিছু পেয়েছি এত কিছু শিখেছি
প্রতি ক্ষণে ক্ষণে।

হয়তো আমার বাংলা ব্লগে না আসলে
জীবনের অনেক গুলো স্বপ্ন
অপূর্ণই থেকে যেত।
আমার বাংলা ব্লগে না আসলে
হয়তো মনের ভিতর লুকিয়ে থাকা কথা গুলো
সারা জীবন ঘুমন্ত হয়ে থাকত।

আমার বাংলা ব্লগ মানে সৃজনশীলতার প্রতীক,
আমার বাংলা ব্লগ মানে হাজার অশ্রু ঝরানো
সেই স্মৃতি প্রকাশের সুন্দর
একটি আস্থার দিক।

আমার বাংলা ব্লগ মানে সম্মানের একটি জায়গা
যেখানে সকল ইউজার একে অপরের প্রতি
সহানুভূতিশীল করে আচরণ।
আরো আছে শ্রদ্ধেয় এডমিন মডারেটর
ভাই ও বোনেরা।

রয়েছে আমাদের প্রতিষ্ঠাতা প্রিয় দাদা,
দাদার সেই শত কষ্টেই প্রতিষ্ঠিত করা
আমার বাংলা ব্লগ।

আমি জানাই হাজারো বিনম্র শ্রদ্ধা
আমার বাংলা ব্লগ কমিউনিটির
প্রিয় সৃষ্টিকারী শ্রদ্ধেয় দাদা কে।

আমি জানাই বিনম্র শ্রদ্ধা
আমার বাংলা ব্লগের সকল ইউজারদের
যাদের সুন্দর আচরণে আমি হয় মুগ্ধ।

আমি জানাই বিনম্র শ্রদ্ধা
আমার বাংলা ব্লগের সকল
এডমিন মডারেটর ভাইবোনদের
যাদের সহযোগিতায় আমরা
প্রতিনিয়ত কিছু না কিছু শিখতেছি।

হাজার বছর বেঁচে থাকুক আমার বাংলা ব্লগ
বিশ্বের এক নাম্বার ব্লগ হয়ে তৈরি করুক
সেরা মাইলফলক।

ভালোবাসি আমি আমার মাতৃভূমিকে
ভালোবাসি আমি আমার বাংলা ভাষাকে।
ভালবাসি আমি আমার বাংলা ব্লগ কে
যে ভাষায় আমার মনের অনুভূতিগুলো
শেয়ার করতে পারি সবার সাথে।

সমাপ্তি-@samhunnahar

qara-xett.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করি আমার আজকের কবিতা সকলের ভাল লেগেছে।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমাদের কমিউনিটিতে দিন দিন সবাই অনেক ভালো কবিতা লিখছে।আপনার লেখা আমার বাংলা ব্লগকে ঘিরে কবিতাটি সুন্দর হয়েছে।আসলেই আলাদা আবেগ ও অনুভূতির জায়গা আমাদের কমিউনিটি।সুন্দর মনের ভাব ফুটিয়ে তুলেছেন, ধন্যবাদ আপু।

একদম ঠিক বলছেন আপু সকল ইউজার সুন্দর সুন্দর কবিতা লিখেন পড়ে অনেক ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষ উপলক্ষে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু অনেক ভালো লাগলো আপনার অনুপ্রেরণা পেয়ে।

খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বাংলা ব্লগকে ঘিরে লেখা কবিতাটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু আমার লেখা কবিতাটি আপনার ভালো লাগার জন্য।

আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আপনি দারুন একটি কবিতা লিখেছেন আপু। অনেকদিন হলো কবিতা লিখিনা। তবে মাঝে মাঝে কবিতা লিখতে ভালো লাগে। আজকে আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। আপনি সবসময় দারুণ কবিতা লিখেন। অনেক অনেক শুভকামনা রইল আপু।

অনেক ধন্যবাদ আপু আসলে আপনার কবিতা গুলোও সুন্দর হয় আমার কবিতা ভালো লাগার জন্য ধন্যবাদ।

এই প্ল্যাটফর্মকে নিয়ে অনুভূতি প্রকাশ করলে শেষ হবে না। সত্যি সবার কাছেই সেরা সেরা অনুভূতি রয়েছে। যেগুলো জানতে পেরে খুবই ভালো লাগলো এই প্লাটফর্মের পথ চলার সত্যিই সবার ক্ষেত্রে ভিন্ন আপনার লেখা কবিতাটি দারুন ছিল।

গত কয়েকদিন যাবত বুঝতে পেরেছি আমার বাংলা ব্লগ সম্পর্কে সবার খুব সুন্দর সুন্দর অনুভূতি অনেক ধন্যবাদ আপনাকে।

আমার বাংলা ব্লক নিয়ে খুব সুন্দর কবিতা আপনি লিখেছেন। আসলে আপু ভালো লাগা আর ভালোবাসার আরেক নাম আমার বাংলা ব্লগ। নিজের অনুভূতি গুলো মাতৃভাষার প্রকাশের আরেক নাম হলো আমার বাংলা ব্লগ। আসলে আমরা এমন চমৎকার সুন্দর কমিউনিটিতে কাজ করতে পেরে খুবই আনন্দিত।

হয়তো আমার বাংলা ব্লগে না আসলে
জীবনের অনেক গুলো স্বপ্ন
অপূর্ণই থেকে যেত।
আমার বাংলা ব্লগে না আসলে
হয়তো মনের ভিতর লুকিয়ে থাকা কথা গুলো
সারা জীবন ঘুমন্ত হয়ে থাকত।

এত চমৎকার কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাইয়া অনেক গঠনমূলক মন্তব্য করে আমাকে সহযোগিতা করার জন্য।

আপু ভালবাসি আমার বাংলা ব্লগ নিয়ে আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে ভীষণ ভালো লেগেছে। আসলে আমরা সবাই আমার বাংলা ব্লগেকে অনেক বেশি ভালবেসে থাকি। এই বাংলা ব্লগ আমাদের ধেন এই বাংলা ব্লগে আমাদের জ্ঞান। এখান থেকে আমার অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ আপু এত সুন্দর লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি সব সময় আমার কবিতা গুলো পড়েন এবং খুব সুন্দর সহযোগিতা করেন অনুপ্রেরণা দিয়ে বেশ ভালো লাগে।