||আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা || "আলু ডাল মিক্স চিংড়ির ইউনিক চপ"

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম/নমস্কার

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar


আলু ডাল মিক্স চিংড়ির ইউনিক চপ

re15.jpeg

সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন একটি রেসিপি ব্লগিং। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের কমিউনিটিতে ৩৭ তম প্রতিযোগিতার আয়োজন চলতেছে। সবাই তো ইতো মধ্যে অনেক ইউনিক এবং মজাদার কিছু চপের রেসিপি শেয়ার করে ফেলেছেন। প্রতিযোগিতার আয়োজন করলে অনেক ভালো লাগে বিশেষ করে রেসিপি কনটেস্ট হলে আমার অনেক ভালো লাগে। কারণ বেশ মজার মজার খাবারের রেসিপি দেখি লোভ সামলানো যায় না। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম মেয়ের পরীক্ষা তার মধ্যে আবার জ্বরে অসুস্থ। তো ভাবলাম এবারে মনে হয় অংশ নিতে পারবনা। রেসিপি কনটেস্ট আমার অনেক ভালো লাগে। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে কেমন জানি আমার খারাপ লাগছিল।

তো যে ভাবনা সে কাজ তাই আমিও ঝটপট একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিলাম। প্রথমে প্রিয় দাদা এবং আমাদের শ্রদ্ধেয় এডমিন মডারেটর ভাই ও বোনদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। কারণ প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর প্রতিযোগিতার এমন আয়োজন করার জন্য। তো আমি আজকে যে চপের রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে যে চিংড়ি মাছের চপ। আপনারা সবাই জানেন চিংড়ি মাছের সব একটি কমন জিনিস। কিন্তু তারপরেও কেমন জানি চিংড়ি মাছের চপ সেই আদিকাল থেকেই এখনো পর্যন্ত অনেক বেশি প্রচলিত এবং খেতে ও বেশ পছন্দের সবার। তো ইউনিক কিছু মাছ পাচ্ছিলাম না সাথে ইউনিক রেসিপি পেতে ও কষ্টের। তাই নিজের মত করে চিংড়ি দিয়ে সাথে ডাল আর আলু মিক্স করে একটি চপ তৈরি করে নিলাম। খেতেও অনেক ভালো হয়েছিল তৈরি করার পরে খেয়ে দেখলাম। চলুন তাহলে আমার সেই আলু ও ডাল মিক্স চিংড়ির চপ রেসিপিটি শেয়ার করে নিই আপনাদের সাথে।

re12.jpeg

রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re.jpeg

উপকরণপরিমাণ
চিংড় মাছ২০০ গ্রাম
আলু বড় সাইজের১টি
খেসারির ডাল১০০ গ্রাম
ডিম১টি
পেঁয়াজ কুচি৪ টি
ধনিয়ার গুঁড়াহাফ চামচ
জিরার গুঁড়াসামান্য
হলুদ গুঁড়াসামান্য
লবণস্বাদমত
কাঁচা মরিচ কুচি৮/১০ টি
গরম মসলা২ চামচ
আদাএক টুকরা
রসুন৫/৬ কোয়া
তেলপরিমাণ মত ভাজার জন্য
ব্রেডক্রাম২ পিস
ধনে পাতা কুচিঅল্প
সসপ্লেট সাজানোর জন্য
সরষার তেলঅল্প


আলু ডাল মিক্স চিংড়ির ইউনিক চপ রেসিপির ধাপ সমূহ


চপ তৈরির ধাপ-১
রেসিপির প্রথম পর্যায়ে যেটা করেছি সেটা হচ্ছে যে প্রথমে চিংড়ি মাছ গুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে চিংড়ি মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সাথে কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি করে নিয়েছি। আদা এবং রসুন গুলোকে বেটে নিয়েছি। তাছাড়া সামান্য পরিমাণ হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মসলা নিয়েছি।

re1.jpeg


চপ তৈরির ধাপ-২
এখন চুলায় একটি ফ্রাই প্যান বসায় দিয়েছি। ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে গরম হয়ে আসলে তাতে কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে দিলাম। সাথে দিয়েছি আদাও রসুন বাটা। পেঁয়াজ, রসুন এবং আদা ও কাঁচা মরিচ গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য সামান্য লবন দিয়েছি। নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে ব্লেন্ড করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম।

re2.jpeg


চপ তৈরির ধাপ-৩
ব্লেন্ডার করা চিংড়ি মাছ গুলো মসলার সাথে দিয়ে দিলাম। সাথে নেড়েচেড়ে ভাজতে থাকবো। কিছুক্ষণ সিদ্ধ করার পরেই শুকনো মশলা গুলো দিয়ে দিয়েছি। শুকনো মসলা দেয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে।

re3.jpeg


চপ তৈরির ধাপ-৪
এখন দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছের মধ্যে ডাল বাটা দিয়েছি। ডাল বাটা গুলো আগে থেকে ফ্রিজে ছিল। তো ডাল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি চিংড়ি মাছের সাথে। নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিংড়ি এবং ডাল মুচমুচে হয়ে না আসে। ভাজা হয়ে বেশ সুন্দর একটি কালার চলে আসলে নামায় ফেলবো।

re4.jpeg


চপ তৈরির ধাপ-৫
এরপরে বড় একটা আলু নিয়েছি। আলুর খোসা গুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর চুলায় সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ভালো করে ভর্তা তৈরি করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনের পাতা কুচি করে নিয়েছি।

re5.jpeg


চপ তৈরির ধাপ-৬
এখন সিদ্ধ করা আলুকে ভর্তা করে নেওয়ার পরে সেখানে কুচি করে রাখা সব উপকরণ দিয়েছি। সাথে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়েছি এক চামচ গরম মসলা, দিয়েছি সামান্য ডাল বাটা। এছাড়াও হালকা সরিষার তেল দিয়েছি। সব উপকরণ দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি।

re6.jpeg


চপ তৈরির ধাপ-৭
এখন প্রস্তুত করে নিচ্ছি তৈরি করা সব উপকরণ সমূহ যেমন-আলু ভর্তা মাখা, চিংড়ির ভর্তা, ব্রেডক্রাম, একটি ডিম ফেটে নিয়েছি।

re7.jpeg


চপ তৈরির ধাপ-৮
এখন আলু ভর্তা মাখা নিয়ে আলু ভর্তা মাখাকে ভালো করে হাত দিয়ে বেলে নিয়েছি এবং সেখানে তৈরি করা চিংড়ি ভর্তা দিয়ে ভালো করে দুই পাশ দিয়ে আলু ভর্তা দিয়ে আটকে দিয়ে গোলাকার করে নিতে হবে। এভাবে আমি আলু ভর্তার ভিতরে সব গুলো ভর্তায় চিংড়ি দিয়ে গোলাকারের করে অনেক গুলো চপ তৈরি করে নিয়েছি।

re8.jpeg


চপ তৈরির ধাপ-৯
তৈরি করা সব গুলো চপ কে একটি একটি করে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি। এরপরে তৈরি করা ব্রেডক্রাম এর মধ্যে নিয়ে এদিক ওদিক সুন্দর করে দুইপাশ ব্রেডক্রাম দিয়ে নিয়েছি।

re9.jpeg


চপ তৈরির ধাপ-১০
এখন ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে ব্রেডক্রাম দেওয়া চপকে সবগুলো কে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে আগুনের তাপ যেন খুবই লো আঁচে রাখা হয় যাতে পুড়ে না যায়। খুব কম তাপে ভেজে নিতে হবে চপ গুলোকে। এভাবে উল্টিয়ে দিয়ে নেড়েচেড়ে সবগুলো চপকে ভেজে নিয়েছি।

re10.jpeg


চপ রেসিপির পরিবেশনা


সত্যি কথা বলতে প্রতিযোগিতার জন্য তৈরি করা রেসিপি গুলো খেতে অনেক মজার হয়। কারণ স্পেশালি সময় দিয়ে করা হয় তাই খেতে ও দুর্দান্ত স্বাদের হয়। এমনিতেই তো স্বাভাবিকভাবে চিংড়ির চপ আমার অনেক ভাল লাগে। কিন্তু আজকের চপে ডালের মিক্স করাই এবং আলু দিয়ে করার কারণে অনেক মজার হয়েছে। সেই সাথে অনেক গুলো ইউনিক পদ্ধতির মাধ্যমে তৈরি করেছি তাই খেতেও অনেক ভালো লেগেছে।

re11.jpeg

re13.jpeg

re16.jpeg

re15.jpeg

re14.jpeg

আশা করি আমার আজকের তৈরি করা চপ আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার আজকের রেসিপিটি দেখেই তৈরি করে নিতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দিয়ে আমার আজকের রেসিপিটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিংড়ি মাছ দিয়ে যে রেসিপি তৈরি করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার চিংড়ি মাছের চপ গুলো দেখে বেশ লোভনীয় লাগছে । আসলে নতুনভাবে কিছু বানাতে এবং খেতে খুবই ভালো লাগে। পরিবেশনটাও বেশ সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপু একই জিনিস যখন ভিন্ন ভাবে প্রস্তুতি করা হয় তখন খেতেও ভিন্ন একটি স্বাদ লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

চিংড়ি মাছের চপ আমার খুবই প্রিয়। আলু ও ডাল দিয়ে এভাবে কখনো খাইনি। একদিন এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখতে হবে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। প্রতিযোগিতার জন্য দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপু সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ ভালো লেগেছে আমার কাছে। আপনিও ট্রাই করে দেখতে পারেন বেশ মজার একটি চপ ছিল।

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আলু ডাল মিক্স চিংড়ির ইউনিক চপ রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। চপগুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। চপগুলো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগবে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

একদম ঠিক বলছেন ভাইয়া বিকেলের নাস্তা হিসেবেও খাওয়া যাবে। এছাড়া ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু আজকে দুপুরে ভাতের সাথে ডাল দিয়ে খেয়েছি বেশ ভালো লেগেছে।

ঠিক বলেছেন আপু প্রতিযোগিতার জন্য অংশ গ্রহণ করা রেসিপি গুলো অনেক মজা হয়। আপনার ডাল আলু ও চিংড়ি মিক্সড রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আসলে ইউনিক কিছু করলে দেখতে ও খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে যদি একটু খেতে পারতাম হা হা হা। ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

অনেক ভালো লেগেছে আপু অনেক ধন্যবাদ আপনাকে বাসায় চলে আসেন এখনো আছে এই চপ গুলো।

আলু ডাল এবং চিংড়ি মাছ একত্রিত করে চপ তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করার চপ দেখেই যেন খেতে ইচ্ছা করছে।

খুব তাড়াতাড়ি আসেন ভাইয়া খাওয়ার জন্য কারণ অনেক গুলো চপ তৈরি করেছিলাম কিছু থেকে গেছে এখনো।

আপনি খুব চমৎকার রেসিপি তৈরি করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইলো। আলু ডাল মিক্স চিংড়ির ইউনিক চপ রেসিপি দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা পোস্ট আপনি পড়েছেন এবং অনেক সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন বেশ ভালই লাগলো।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু আপনাকেও আসলেই প্রতিযোগিতার জন্য তৈরি করা রেসিপি গুলো খুব লোভনীয় হয় বেশ ভালো লেগেছে আপনার সুন্দর মতামত পেয়ে।

ইদানিং দেখছি সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। আমার ছোট ভাইয়েরও গত দুইদিন ধরে জ্বর।

যাই হোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে জানাই অনেক অনেক অভিনন্দন আপু। আসলে চিংড়ি মাছ দিয়ে চপ তৈরি করলে সেটার টেস্টই অন্যরকম হয়। তবে তার থেকে বড় কথা আপনার ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে যে দেখতেই ভালো লাগছে।

অতিরিক্ত গরমের কারণে সবাই অসুস্থ হয়ে পড়তেছে ইদানিং। আপনি ঠিক বলছেন আমার কাছেও চিংড়ির চপ অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

আলু চিংড়ি মাছ আর ডালের সমন্বয়ে একটি সুন্দর চপ তৈরি করে আপনি আজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। আমার কাছে আপনার আজকের রেসিপিটি একটি ইউনিক রেসিপি মনে হয়েছে। আজকের রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। সেই সাথে রেসিপিটির একটি সুন্দর বর্ণনা আপনি তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার প্রতি আপু।

অনেক ধন্যবাদ আপনাকে আমার রেসিপিটি আপনার ইউনিক মনে হয়েছে জেনে আমি অনেক বেশি খুশি হয়েছি।

আলু ডাল মিক্স চিংড়ির ইউনিক চপ রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে আপনার আজকের রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।

অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে খুব সুন্দর অনুপ্রেরণা মূলক মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।

চিংড়ি মাছের এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের মাঝে উপহার দিয়েছেন দেখে আমি অনেক খুশি হয়েছি। বিশেষ করে এই কনটেস্টে আপনি যে অংশগ্রহণ করেছেন এত সুন্দর একটা চপ নিয়ে তা কখনোই ভাবিনি। খুবই খুশি হলাম আপনার এত সুন্দর একটি কার্যক্রম দেখে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পড়ে খুব সুন্দর উৎসাহ দেওয়ার জন্য।