"কক্সবাজার ঝিনুক মার্কেট নিয়ে কিছু কথা"।।২৯.০৮.২০২২।।

in hive-129948 •  3 years ago  (edited)

১৪ ভাদ্র , ১৪২৮ বঙ্গাব্দ
২৯ আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
০১ লা সফর , ১৪৪৩ হিজরী
সুমবার।

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন আর সুস্থ্য আছেন? আমি সামশুন নাহার হিরা @samhunnahar। আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ব দক্ষিণে কক্সবাজার সদর থেকে। আমি আপনাদের সাথে আমার জীবনের নিত্য দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় ব্লগিং এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কক্সবাজার সদরের অন্যতম স্থান কক্সবাজার বীচের পাশে অবস্থানরত ঝিনুক মার্কেট নিয়ে কিছু কথা। এই ঝিনুক মার্কেট নিয়ে অনেক কথা জড়িত আছে।


কক্সবাজার এর অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত এর পাশ ঘেয়ে অবস্থিত এই ঝিনুক মার্কেট দেখতে অনেক সুন্দর। এই ঝিনুক মার্কেট কক্সবাজারে আগত পর্যটকদের সবচেয়ে বেশি আকৃ্ষ্ট করে। এইখানে হরেক রকমের আইটেম রয়েছে। এই ঝিনুক মার্কেটে বার্মিজের সব আইটেম পাওয়া যায়। বার্মিজ জিনিস পত্র সব মায়ানমার থেকে আগত। এখানে যে সব আইটেম পাওয়া যায় সব আমি ছবি আকারে শেয়ার করবো বন্ধুরা।

Add a heading (2).jpg


এখন আমি যা বলব তা হচ্ছে এই ঝিনুক মার্কেটকে ঘিরে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। যখন করুনা মহামারিতে সব বন্ধ ছিল তখন তো সমুদ্রে নামা ও বন্ধ ছিল। আমারা যারা লোকাল ছিলাম আমাদের ও নামতে দিত না। তখন এই ঝিনুক মার্কেট নিয়ে যাদের জীবন চলত তাদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। তাদের আহাজারি, লেখালেখির শেষ ছিল না। কারণ পর্যটক না আসলেই তো ওদের পেট চলেনা, তাই লক ডাউন খোলে দেওয়ার জন্য ওদের আকুতি-মিনতি শেষ ছিল না। আবার যখন লক ডাউন তুলে নেই তাদের প্রাণ ফিরে আসে। তারা আবার নতুন করে বাঁচতে শুরু করে।


আমার মোবাইলে আমি কিছু ছবি ধারণ করেছি যা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।



jinuk.jpeg

ছবির লোকেশন

এই শামুকের সাইজ গুলো অনেক বড় দেখতে।যখন কেউ নিতে চাই তাহলে শামুকের গায়ে নাম লিখে দিতে বললে নাম সুন্দর করে আপনার পছন্দ মত আর্ট করে দিবে।

jinuk1.jpeg

ছবির লোকেশন

এই ঝিনুক মার্কেটে প্রতিদিন হাজার হাজার লোকজন আসে আর ঝিনুকের বিভিন্ন আইটেম তারা কিনে নিয়ে যায়। আমি নিজে নিজে চিন্তা করি লোকেরা এই জিনিস গুলোর উপর এত ক্রাশ কেন? আমি তো কিছু বুঝিনা। সমুদ্র সৈকতে আসলে দেখবেন সবাই ঝিনুক নিয়ে বার্মিজ জিনিসগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকেন।এই শামুক গুলোর দাম অনেক বশি।
![jinuk2.jpeg]()

ছবির লোকেশন

পুতির বিভিন্ন ধরনের জিনিস পত্র।

jinuk3.jpeg

ছবির লোকেশন

সব গুলো হাতের বেসলেট। দেখতে অনেক সুন্দর।এখানে মেয়েদের আইটেম বেশি দেখা যাচ্ছে। উপরের ছবিতে আইটেম গুলোতে মেয়েদের ব্যবাহারের সব পুতির কাজ করা জিনিসপত্র বেশি। এখানে রয়েছে হাতের, গলার, কানের, মাথার পুতির সেট যা দেখতে খুবই লোভনীয় এবং আকর্ষণীয়।

jinuk4.jpeg
jinuk6.jpeg

ছবির লোকেশন

এছাড়া ও র‍য়েছে বিভিন্ন ধরনের মুখে ব্যবহারের জিনিসপত্র যা আমার কাছে খুবই পছন্দের।যারা এখানে ঘোরতে আসে উনারা এত এত বেশি লাইক করে জিনিস গুলো আমি বুঝিনা এত আহামরি কিছুই তো না। তার পর ও পর্যটক ভাই-বোনদের অবস্থা দেখে রিতিমত আমি হা করে দাঁড়িয়ে চেয়ে থাকি।

jinuk8.jpeg

ছবির লোকেশন

jinuk9.jpeg

ছবির লোকেশন

jinuk10.jpeg

ছবির লোকেশন

এছাড়া ও রয়েছে বিভিন্ন ধরনের বার্মিজ আইটেমের মধ্যে বাদাম, বিভিন্ন ধরনের আচার, চকলেট ইত্যাদি। আমি ঠিক বলতে পারছিনা। এইখানে নাই এমন জিনিস খুব কম। তবে এই বার্মিজ জিনিস গুলো বেশ মজার বলা যায়। আমার কাছে বাদাম আর আচার টা বেশি ভাল লাগে।

jinuk11.jpeg

ছবির লোকেশন

jinuk12.jpeg

ছবির লোকেশন

বাইরের থেকে যারা আসে তারা কিন্তু এই বার্মিজ জিনিস বেশি কেনা-কাটা করে। তবে বেশি নিতে দেখা যায় শুটকি মাছ। কক্সবাজার এর বড় বাজারের শুঁটকির আড়তে শীতকাল আসলে যাওয়া মুশকিল হয়ে যায় পর্যটকের ভিড়ে। এছাড়া ও কক্সবাজার বার্মিজ মার্কটের অবস্থা আরও ভয়ানক হয় শীত কাল আসলে।

jinuk14.jpeg

ছবির লোকেশন

jinuk16.jpeg

ছবির লোকেশন

এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পত্র। এই ঝিনুকের আইটেম গুলো কক্সবাজারের সাহিত্যিকা পল্লীতে তৈরী হয়। এখানে নিয়োজিত আছে হাজার হাজার লোকজন।

jinuk17.jpeg

ছবির লোকেশন

এই ঝিনুকের মালা গুলো দিয়ে ঘর সাজালে দারুণ দেখতে লাগে। একটা ফুলের দাম অনেক টাকা দামের বিক্রি করে থাকে।

jinuk7.jpeg

ছবির লোকেশন

এই ঝিনুক আইটেম তৈরীতে রয়েছেন বেশি ভাগ মহিলারা। এছাড়া ও ঝিনুক কুড়াতে ছোট ছোট ছেলে-মেয়েরা কাজ করেন। যারা হত দরিদ্র তারা বেশি এই কাজ করে থাকেন। আমাদের কক্সবাজার এর আয়ের এক বড় উৎস হচ্ছে এই ঝিনুকের জিনিস পত্র। সাগর থেকে সংগ্রহ করে কারখানায় নিয়ে বিভিন্ন ভাবে প্রসেস করার পর দোকানে সাপ্লাই দেয়। অন্যান্য দোকানের তুলনায় এখানে একটু দাম বাড়তে। পুরাতন ঝিনুক মার্কেটে দাম তুলনামুলক দাম একটু কম।

আমি যে ক্যামেরা দিয়ে ছবি তুলছি তার বিবরণঃ


ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসWiko,T3
ফটোগ্রাফার@samhunnahar
মডেলW-V770
স্থানকক্সবাজার ঝিনুক মার্কেট

268712224_305654151337735_1271309276897107472_n.png

বন্ধুরা, আমার আজকের ঝিনুক মার্কেট নিয়ে যে কিছু কথা লিখেছি এবং ছবি ও শেয়ার করেছি কিছু। কেমন হয়েছি জানিনা। আপনাদের ভাল লাগতে পারে। যদি ভাল লেগে থাকে তাহলে মতামত দিয়ে জানাবেন। বন্ধুরা আজ এখানে আমার লেখা শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ্য থাকবেন, ভাল থাকবেন।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ধন্যবাদ সবাইকে।

আমি সামশুন নাহার হিরা

@samhunnahar
আমি বাংলায় লিখতে, পড়তে ভালবাসি।
আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে ভালবাসি।
আমি আমার প্রাণের ভাষা বাংলাকে
অনেক অনেক ভালবাসি।

Banner2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি ব্যক্তিগতভাবে অনেক দেখেছি যারা কক্সবাজার ঘুরতে যায় তারা আর কিছু আনুক বা না আনুক চকলেট আচার এবং ঝিনুকের তৈরি ছোট কিছু হলেও আনবে। আসলে ঝিনুক এর তৈরি জিনিসগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তবে এত কিছু এর আগে কখনো দেখিনি। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম আপু। ঝিনুক মার্কেট সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু

আপু আপনি ঠিক বলেছেন ঝিনুকের জিনিস গুলো আসলেই অনেক সুন্দর দেখার মত।আর বার্মিজ জিনিস গুলো আরও মন কাড়ানো সুন্দর। ধন্যবাদ আপু আপনার ভাল লাগার জন্য

আপনার পুরো পোস্ট দেখে খুব ভালো লাগলো আসলে ঝিনুকের তৈরি জিনিস গুলো দেখতে বেশ সুন্দর। আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন ঝিনুকের অনেক জিনিস নিয়ে এসেছি। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া আপনি নিয়েছেন জেনে ভাল লাগলো।তবে আবার আমত্রণ আপনাদের সবাইকে কক্সবাজার এ।

টাইটেল এ

।।২৯.০৮.২০২২।।

এভাবে করে তারিখ লিখলে সুন্দর দেখায় না।

আপু কিভাবে দিবো প্লিজ বললে খুশি হবো

কক্সবাজার আমরাও ঘুরতে গিয়েছিলাম গতবছরে খুব চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম বিশেষ করে ঝিনুক মার্কেটে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম ,সেখানে অনেক সুন্দর সুন্দর ঝিনুক দেখেছিলাম ।আপনার পোষ্টের মাধ্যমে আবার নতুন করে দেখলাম খুবই ভালো লাগলো।

ধন্যবাদ ভাইয়া আপনি ঠিক বলেছেন ঝিনুক মার্কেট সম্পর্কে। ঝিনুক মার্কেটে অনেক সুনদর সুন্দর জিনিস আছে।

কক্সবাজারের ঝিনুক মার্কেট আসলেই অনেক জনপ্রিয়। যদিও আমি কখনো এখানে যায়নি তবে শুনেছি আর জায়গাটা দেখতে সুন্দর। আপনি অনেক দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন স্যার খুব সুন্দর করে তার বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ভাইয়া আমার ফটোগ্রাফির চেয়ে আরও দ্বিগুন সুন্দর কক্সবাজার ঝিনুক মার্কেট।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য