"রাইদার জন্মদিনের কিছু কথা"।। ১৬।০৮।২০২২।।

in hive-129948 •  3 years ago 
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন ভারত-বাংলাদেশ এর সকল ব্লগার ভাই-বোনেরা। আমি সামশুন নাহার হিরা@samhunnahar। আমি কাজ করতেছি কক্সবাজার থেকে। প্রিয় বন্ধুরা, আমি ও আপনাদের দোয়ায় এবং শুভকামনায় অনেক ভাল আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এক্টিভ থাকার। আমি আজ আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোট মেয়ে "সাবিহা সরওয়ার রাইদার" জন্মদিনের কিছু কথা সেই সাথে আমার তুলা কয়েকটি ফটোগ্রাফি।

বন্ধুরা, গত ০৯/০৮/২০২২ তারিখ আমার মেয়ে রাইদার চার বছর পূর্ণ হয়। আপনাদের আগে বলি আমার দুই মেয়ে। ছোট মেয়ে একটু চঞ্চল বেশি। মেয়ে আমাকে তার জন্মদিন আসার অনেক দিন আগে থেকে বলতেছিল, মা আমার বার্থ ডে করবেনা? আমি বলতে থাকছি হ্যা করবো মা। আমিও চিন্তা করে থাকছি ছোট করে হলেও মেয়েকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু ০৯/০৮/২০২২ তারিখে আমার লেভেল-০৪ এর ক্লস এবং ভাইভার জন্য এনাউস করা হয়। দিনের বেলায় মেয়ের জন্য হালকা কিছু কেনাকাটা করি আর সন্ধ্যা ৭.০০ দিকে আমাদের ক্লাস-ভাইভা শুরু হয়ে যায়। শেষ হতে অনেক সময় চলে যাওয়ায় আর কিছু করা হলো না।

কিন্তু মেয়ে তো বসে থাকছে মা কখন ফ্রি হবেন! দ্রুত ক্লাস-এক্সাম শেষ করে মেয়ের জন্মদিনের জন্য কিছু বেলুন আর জরি ফিতা, আতস বাতি, আর কেক টা সাজাই নিয়ে নিলাম। কেক টা নিয়ে কেটে আমার ছোট মেয়েকে খুশি করার চেষ্টা করলাম। সাথে কয়েক টা সেলফি নিয়েছি সে গুলো আপনাদের সাথে শেয়ার করবো এখন।

এখন আমি আমার মোবাইলে ধারণ করা ছবি/ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবোঃ-

◆ফটোগ্রাফিঃ-১

birthday1.jpeg

image location

আমার মেয়ের জন্মদিনের কেক। সামান্য প্রচেষ্টা মেয়েকে খুশি করার। না হয় মেয়ে তো মন খারাপ করে বসে থাকছে। অনেক দিন আগে থেকে বলে রাখছে মা আমার জন্মদিনে কেক কাটতে হবে।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-২

birthday2.jpeg

image location

ছোট ছোট কিছু উপহার আর সাথে এই ছোট কেক টা পেয়ে আমার দুই মেয়ে খুশিতে আত্নহারা।বিশেষ করে তারা দুইজনই চকলেট কেক খেতে বেশী পছন্দ করে তাই। কোন কিছু কিনতে গেলে আবার ডাবল কিনতে হয়। দুইজন একই জিনিস নিবে। ভিন্ন হলে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-৩

birthday3.jpeg

image location

কেক টা সাজিয়ে নিয়েছি। যখন কেক এর মধ্যে মুম দিয়ে আগুণ জ্বালায় দিছি তখন মেয়ে খুশিতে লাফালাফি অবস্থা। যাক মেয়েকে অল্প হলে ও আনন্দ দিতে পেরে আমি ও আনন্দিত।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-৪

birthday4.jpeg

image location

ওরা দুই বোন অনেক খুশি করে কেক এর মধ্যে যখন হ্যাপি বার্থে বলে বলে ঘুরতে ছিল। দুই বোনে অনেক হাসাহাসি করতেছিল।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-৫

birthday5.jpeg

image location

রাইদা এবং আদিলা দুই বোনে কেক কাটতেছে।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-৬

birthday6.jpeg

birthday7.jpeg

image location

কেক কেটে বড় বোন ছোট বোনকে খাওয়ায় দিচ্ছে। রাইদা অনেক খুশি ছিল কারণ তার জন্মদিনের কেক কেটে তাকে উইস করে খাওয়ানো হচ্ছে তাই।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-৭

birthday8.jpeg

image location

দুই বোনের আড্ডা ছিল বেশ মজার আর অনন্দের।
268712224_305654151337735_1271309276897107472_n.png

◆ফটোগ্রাফিঃ-৮

birthd
ay9.jpeg

image location

সেই ফাঁকে আমার একটা সেলফি তুলা। আসলেই কোন প্রস্তুতি ছাড়ায় এই আয়োজন।তারপর ও আমার মেয়েদের সামান্য টুকু আনন্দ দিতে পেরে আমি কিছুটা হলে স্বস্তি পেয়েছিলাম।
268712224_305654151337735_1271309276897107472_n.png

সব ছবি আমার নিজের মোবাইল দিয়ে করেছি।

নিম্নে ছবির বিস্তারিত দেওয়া হলোঃ

ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসWiko,T3
ফটোগ্রাফার@samhunnahar
মডেলW-V770
বিষয়জন্মদিনের ফটোগ্রাফি
লোকেশনবাসায়, কক্সবাজার, বাংলাদেশ

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার বাংলা ব্লগ এর বন্ধুরা আজ এখানে শেষ করছি। কিন্তু আবার দেখা হবে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।সবার প্রতি রইলো শুভকামনা

আমি সামশুন নাহার হিরা।
কক্সবাজার বাংলাদেশ।
আল্লাহ হাফেজ।

ধন্যবাদ সবাইকে।

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা অনেক অনেক দোয়া রইলো। আসলেই বাচ্চারা এমন বায়না ধরে জন্মদিন উদযাপন করার জন্য।আমার ছেলেও।যদিও ক্লাসের জন্য একটু দেরি হয়ে গেলো,তাতে কি অনুষ্ঠান তো হলো💛❤️।ধন্যবাদ

ধন্যবাদ আপু, আমার পোস্ট সময় দিয়ে পড়েছেন এবং মূল্যবান কিছু কথা বলেছে যা আমার কাছে খুবই ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো আপু