শুভ সন্ধ্যা সবাইকে,
আশা করি পড়ন্ত বিকেলে সবাই ক্লান্ত সময় কাটাচ্ছেন? সবাই ব্যস্ততা কাটিয়ে নীড়ে ফেরা নিয়ে ব্যস্ত। আমরা সবাই চেষ্টা করি পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সুস্থ জীবন কাটানোর। প্রতিনিয়ত চেষ্টা করি সুস্থ থাকার। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবারের সবাই সুস্থ আছি। বন্ধুরা আবারো একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। নিশ্চয়ই আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে শেয়ার করব। ভালো মন্দ বিষয়গুলো যখন সবার সাথে শেয়ার করতে পারি খুবই ভালো লাগে। সেই অনুভূতি থেকে সেই ধারাবাহিকতায় বারবার হাজির হয়ে যায় আপনাদের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয়গুলো শেয়ার করতে।
শব্দায়ন আবৃত্তি একাডেমির বর্ষ সমাপনী উৎসবে আমরা সবাই উপস্থিত ছিলাম। বিশেষ করে প্রতি বছর মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। তাই যেদিন চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা নিয়েছিলেন সেই দিন এনাউস করেনি কে কে ভালো করেছিল। কিন্তু অন্য একদিন ক্লাসে সেই রেজাল্ট জানিয়ে দেয়া হয়। তাছাড়া পুরস্কার বিতরণের দিন বলে দেয়া হয়। তার জন্য গার্ডিয়ানের কাছ থেকে স্টুডেন্ট এবং গার্ডিয়ানের জন্য টাকা উত্তোলন করা হয়। যেহেতু এই প্রতিষ্ঠানটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এখানে বিশেষ করে মাসিক ফি হিসেবে বাচ্চাদের জন্য চারশ টাকা করে নেওয়া হয়। আর ভর্তি সময় একবার টাকা নেওয়া হয়। এরপরে সমস্ত অনুষ্ঠানের সময় ৩/৪ শত টাকা করে দেওয়া হয়। যেহেতু এটি একটি নিজস্ব প্রতিষ্ঠান ওনাদের কোন সরকারি সহায়তা নেই।
তাই ওনারা স্টুডেন্টদের কাছ থেকে স্বল্প মাসিক ফি গ্রহণ করে থাকেন। আর বিভিন্ন অনুষ্ঠানের সময় অল্প পরিমাণ অনুষ্ঠান ফি নিয়ে থাকেন বাচ্চার জন্য এবং বাচ্চার গার্ডিয়ানের জন্য। সেই অনুযায়ী তারা প্রতিটি অনুষ্ঠানে নাস্তার ব্যবস্থা করে থাকেন। এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। বিশেষ করে সবাই খুব আনন্দের সাথে সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন এবং উপভোগ করে থাকেন। আমিও চেষ্টা করেছি শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বাচ্চাদেরকে নিয়ে। বেশ ভালোভাবে উপভোগ করা যায় সবার সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি। সেদিনের অনুষ্ঠানটি কক্সবাজার পাবলিক মাঠ সংলগ্ন শহীদ সুভাষ হল এ অনুষ্ঠানটি হয়। সেখানে সুন্দর পরিবেশ আছে গ্যালারি রয়েছে।
আর বেশ পর্যাপ্ত পরিমাণ এর এসির ব্যবস্থা রয়েছে। তাছাড়া ও কারেন্ট চলে গেল জেনারেটরের ব্যবস্থা রয়েছে। সেখানে অবশ্যই অনুষ্ঠানগুলো করার জন্য বেশ ভালো মানের একটি ফি দিতে হয় তাদেরকে। আমরা সবাই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। বিশেষ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অভিভাবক এর জন্য একটি কার্ড এবং ছাত্র-ছাত্রীদের জন্য একটি করে কার্ড বিতরণ করেছিলেন ওনারা। সেই অনুযায়ী আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং বসে পরি ভিতরে যেয়ে। সবার এত সুন্দর আবৃত্তি শুনলাম উপস্থাপনা শুনলাম সত্যি ভীষণ ভালো লাগে। বিশেষ করে শব্দায়ন আবৃত্তি একাডেমীতে যেসব বাচ্চারা বাংলা চর্চা করেন তাদের কবিতা আবৃত্তির ধরন আর কথা বলার ঢং সবকিছুর মধ্যে একটি আলাদা বৈশিষ্ট্য বিরাজ করে।
তারা ভাষা সম্পর্কে বেশ সচেতন। কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে এবং কিভাবে কথা বলতে হবে সেই বিষয়গুলোর দিকে অনেক বেশি নজর রাখেন। সেই জন্য বাচ্চাকে সেখানে ভর্তি করে দেওয়া হয়েছিল। কারণ আমরা বাঙালি হয়ে যদি বাংলা ভাষাকে ভালোভাবে চর্চা করতে না পারি বাংলা ভাষায় যদি সুন্দরভাবে কথা বলতে না পারি শুদ্ধ উচ্চারণ করতে না পারি তাহলে সেটি আমাদের জন্য খুবই ব্যর্থতা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোন জিনিস একদিনে আয়ত্তে হয় না। আস্তে আস্তে ধাপে ধাপে সেই বিষয়কে আয়ত্ত করা যায় এবং খুব সুন্দরভাবে আইডিয়াগুলো অর্জিত হয় সফলতার সাথে। অবশ্যই আমি এখন বুঝি বাচ্চাদেরকে সেখানে ভর্তি করায় দিয়ে কত উপকার হচ্ছে।
অবশেষে আমরা বসে পড়ি। কিন্তু অতিথিরা আসবে তার আগে সেখানে সুন্দর কিছু কবিতা আবৃত্তি শুনেছিলাম আমরা সোজনমূলক। তাছাড়া ও সেখানে বেশ সুন্দর সুন্দর রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত গেয়ে শুনিয়েছিলেন অনেক ছাত্রছাত্রীরা। যখন বিকেল হয়ে যায় তখন অতিথিরা আগমন করতে থাকেন। যখন সবার আগমন হয়ে যায় তখন সবাইকে নাস্তা বিতরণ করা হয়। অতিথিদেরকে আপ্যায়ন করা হয়। অবশেষে সবাই খাওয়া-দাওয়া শেষ করে অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাই। প্রথমে সুন্দর সুন্দর কবিতা আবৃতি শুনেছিলাম। এরপরে দ্বৈত কবিতা আবৃত্তি শুনেছি আমরা। তাছাড়াও যৌথ কন্ঠে বেশ সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনতে পেয়েছি।
আর অনুষ্ঠানের মাঝে মাঝে বেশ সুন্দর সুন্দর গান গেয়ে শুনিয়েছিলেন হারমোনিয়াম বাজিয়ে। বলতে গেলে সুন্দর একটি পরিবেশ ছিল। যখন সব অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে এর শেষ পর্যায়ে যেয়ে যারা রেজালট ভালো করেছেন তাদের পুরস্কার বিতরণ করা হয়। অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে সবাই অনেক বেশি উত্তেজিত ছিলেন। কারণ সবাই সারা বছর কষ্ট করে আর ভালো ফলাফল পেলে পুরস্কার পেলে সবাই অনেক বেশি খুশি হয়। আমার বেশ ভালো লাগছিল যেহেতু আমার মেয়ে একক কবিতা আবৃত্তি এবং দ্বৈত কবিতা আবৃত্তিতে ভালো অবস্থানে ছিলেন সেজন্য।
সেই সুন্দর মুহূর্তটি বন্ধ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি আমার আজকের শেয়ার করা প্রতিটি মুহূর্তটি আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ডিভাইসের নাম | Wiko-T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | কক্সবাজার |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | লাইফ স্টাইল |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/heranahar148614/status/1895136471683571923?t=cj_BuUi8wmz-vKa4ct5Kqw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ডেইলি টাস্ক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবৃত্তি শিখলে ভাষার পরিবর্তন এবং কথা বলার ধরন সব কিছুর মধ্যেই একটা বদল আসে। আসলে আবৃত্তি হলো ভয়েস মডিউলেশনের পদ্ধতি। আমরা স্বাভাবিকভাবে যে ধরনের কথাবার্তা বলে থাকেন আবৃত্তিকাররা কিন্তু তেমন কথা বলেন না।
শব্দায়ন আবৃত্তি একাডেমীর বাৎসরিক অনুষ্ঠান সম্পর্কে যিনি এবং পড়ে বেশ ভালো লাগলো। আপনি যে বাচ্চাদের নিয়ে উপস্থিত থাকতে পেরেছিলেন এবং সময়টা ভালোভাবে উপভোগ করেছেন সেটাও জেনে ভালো লাগলো। বাংলা ভাষার জয় জয়কার হোক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন দিদি আমার মেয়ের জন্য যাতে ভালোভাবে সবকিছু অর্জন করতে পারে। যেন একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit