"আমার শ্রদ্ধেয় প্রিয় স্যার ডঃ মোঃ নাজিম উদ্দিন ছিদ্দিকী স্যার কে নিয়ে আবেগময় কিছু কথা"

in hive-129948 •  2 years ago 

হ্যালো বন্ধুরা,


আশা রাখি সকলেই অনেক অনেক ভাল আছেন। আমি ও ভাল আছি অবশ্যই। আমি সামশুন নাহার হিরা @samhunnahar। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। একমাত্র মাতৃ ভাষায় ব্লগিং করার জায়গা [আমার বাংলা ব্লগ] কে অনেক ভালবাসি।সেই ভালবাসার টানে, নিজের কাজের প্রতি দায়িত্বের টানে প্রতি দিন উপস্থিত হয়ে যায় নতুন কিছু নিয়ে আপনাদের সামনে। তাই আজ ও আমি চলে এসেছি নতুন কিছু লিখব বলে। নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করবো বলে। তাই আজ ও আমি আজকের লেখা শুরু করে দিলাম। বন্ধুরা আজ আমি লিখবো আমাদের শ্রদ্ধেয় স্যার ডঃ মোঃ নাজিম উদ্দিন ছিদ্দিচকী স্যার কে নিয়ে কিছু কথা।

sir.jpg
প্রিয় স্যারের ছবি ক্যামেরায় বন্দী করে রাখা।
লোকেশন

আমি ২০১৮ সালের জুন-জুলাই এর সেশনে "ডিপ্লমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স" নিয়ে আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি। গতানুগতিক আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়।সেই দিনের কিছু স্মৃতি ও স্যার কে নিয়ে আপনাদের সাথে আমার কিছু আবেগময় মুহূর্ত শেয়ার করবো। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। প্রত্যেক মানুষের জীবনে একজন প্রিয় শিক্ষক থাকে অবশ্যই। এই প্রিয় স্যারের সম্পর্কে কিছু লিখতে সবারই ভাল লাগে আশা করি। সেই ভাল লাগা থেকে আমার আজকের লেখা।

"আমার প্রিয় স্যার ডঃ মোঃনাজিম উদ্দিন সিদ্দিকী"

সেই দিন টি ছিল শুক্রবার। রেডি হয়ে চলে গেলাম সোজা "কলাতলী ডলফিন মোড়"। কারন ইউনিভার্সিটি ছিল কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত। তখন আমার ছোট মেয়ে ছিল না। বড় মেয়ে আদিলা ছিল। তাকে তার পিতার সাথে রেখে দিই।ওরিয়েন্টেশন ক্লাস রুমে প্রবেশ করে দেখি অন্যান্য সব শিক্ষার্থীরা সবাই উপস্থিত। আর দেরি না করে ক্লাস শুরু করে দেয় স্যারেরা।
ক্লাসের শুরুতে সবাই সৌজন্য মূলক ব্যক্তব্য রাখেন। এর পর শুরু হয় ডঃ নাজিম উদ্দিন ছিদ্দিকী স্যারের সূচনা বক্তব্য। স্যারের কথা গুলো শুনতে এত ভাল লাগছিল কি করে বুঝায়!! সত্যি অসাধারণ ছিল। এক অন্যরকম ভাল লাগা কাজ করেছিল। আসলেই জন্ম থেকে মৃত্য পর্যন্ত মানুষের শিক্ষার শেষ নেই।

sir2.jpg
একটা বুক প্রসেসিং ওরিয়েন্টেশন ক্লাসে তোলা ছবি।
লোকেশন

শিক্ষা জীবনের এত গুলো গন্ডি পেরিয়ে এসেছি আমি এর আগে এমন মধু মাখা বক্তব্য এর আগে কখনো শুনি নাই। স্যারের কথা গুলো এক নাগাড়ে, একই গতিতে বলে যাচ্ছিল। কথার মধ্যে নেই কোন ক্লান্তি, নেই কোন ওঠা-নামা। যত শুনছিলাম তত শুনতে ইচ্ছে করেছিল।উনি ছিলের "ডিপ্লমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স" ডিপার্টমেন্ট হেড। এক টানা দুই ঘন্টা চলে গেল টেরই পেলাম না কখন যে দুই ঘন্টা চলে গেল। অবশ্যই প্রত্যেক স্যারের মধ্যে নিজস্ব একটা গুণ থাকে। প্রত্যেক স্যার চাই উনার সব চেয়ে ভাল কিছু শিক্ষার্থীদের দেওয়ার জন্য। কিন্তু তারপর ও বলতে হয় কিছু কিছু স্যার আছেন নিজদের মধ্যে যাদু মাখা একটা গুণ থাকে যা আমি নাজিম উদ্দিন ছিদ্দিকী স্যারের কাছে দেখেছি।

sir3.jpg
২০১৯ সালে আমার ছোট মেয়ে রাঈদা আমার সাথে ইউনিভার্সিটির ক্লাস রুমে।
লোকেশন

পড়ার সময় অনেক কঠিন একজন মানুষ তিনি। ক্লাস রুমে উনাকে চিনা ও যায় না। কিন্তু ক্লাসের বাইরে কি সুন্দর বন্ধু সুলভ ব্যবহার। আমি স্যারকে অনেক অনেক শ্রদ্ধা করি। আজীবন করবো। ভাল থাকবেন প্রিয় স্যার। যদি ও সেই ২০১৮ সালে আমি ডিপ্লমাতে এডমিট হলে ও আমার কিছু সমস্যা থাকার কারনে আমি ২০১৯ সালে ক্লাস শুরু করি। ২০২০ সালে "ডিপ্লমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স" নিয়ে গ্রাজুয়েট কমপ্লিট করি। সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ধাপে ধাপে। আজ এখানে শেষ করছি আমার লেখা

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বর্ণানা দেওয়া হলো


ছবিতে ব্যবহার করা ডিভাইসের নামvivo-1801
মডেলY7
ফটোগ্রাফার@samhunnahar

268712224_305654151337735_1271309276897107472_n.png

আমার প্রিয় স্যার কে নিয়ে আজকের লেখা আপনাদের কেমন লেগেছে জানালে অনেক অনেক ভাল লাগবে। আশা করি আপনাদের ভাল লাগবে। আজ এখানে শেষ করতেছি আমার আজকের ব্লগ লেখা। সবাই সুস্থ থাকবে, ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে।



New_Benner_ABB1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিকই বলেছেন আপু সবার জীবনে একটা প্রিয় স্যার বা শিক্ষক থাকে। তাদের মধ্যে এমন কিছু গুণ থাকে যা সবার থেকে আলাদা ।আমারও জীবনে এরকম একটা প্রিয় শিক্ষক ছিল। আজ সেই শিক্ষকের কথা মনে পড়ে খুব শ্রদ্ধা করতাম সেই শিক্ষককে। আপনার পোস্টটি দেখে তার কথা মনে পড়ে গেল।

আপনি ঠিক বলেছেন ভাইয়া প্রিয় স্যারেরা ত আমাদের জীবন গড়ার কারিগর।ওনাদের স্মরণ করে ত আমাদের পথ চলা।আমার ও মনে পড়ে ভাইয়া মাঝে মাঝে।ধন্যবাদ ভাইয়া সহযোগিতা করার জন্য।

সত্যিই স্যারের প্রতি শ্রদ্ধা আমিও জানাচ্ছি। আমাদের প্রত্যেকেরই উচিত শিক্ষা গুরুকে শ্রদ্ধা করা। আর প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব অভিজ্ঞতা থাকে। আপনার এই সারের প্রাণবন্তী ও এক নাগার বক্তব্যই তার বিশেষ গুণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাইয়া আপনার মূল্যবান সময় গুলো দিয়ে আমার পোস্ট পড়েছেন। এত সুন্দর গঠন মূলক মতামত দিয়ে আমাকে সহযোগিতা করেছেন অনেক ভাল লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।