শুভ সন্ধ্যা,
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা চেষ্টা করি সব সময় আপনাদের সাথে ধারাবাহিকতা বজায় রেখে কাজগুলো করার। তাই যখন যে সময় পাই সেই সময় আপনাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে যাই। আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সাথে দৈনন্দিন জীবনের একটি ধারাবাহিক পোস্ট নিয়ে। চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সাথে ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করে নিতে। চেষ্টা করি সব সময় ভালো লাগার বিষয়গুলো শেয়ার করে নিতে। তাই আমি আজকে আপনাদের সাথে যে পোস্ট শেয়ার করব অবশ্যই আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন।
আমরা সবাই ছোটবেলা থেকেই পড়ালেখা করে আসছি। পড়ালেখার সময় ডিসেম্বর মাস মানে আমাদের জন্য খুবই আনন্দের দিন। এই ডিসেম্বর মাস শেষ হয়ে যখন জানুয়ারি মাস আসে তখন আমাদের আরো আনন্দের সময় থাকে। ডিসেম্বরে পরীক্ষা দিয়ে আমাদের রেজাল্ট বের হয় খুব উত্তেজনার একটি পরিবেশ সৃষ্টি হয়। রেজাল্ট পাওয়ার সাথে সাথেই জানুয়ারির মাস চলে আসে। জানুয়ারি মাস চলে আসলে আমরা নতুন একটি ক্লাসে উত্তীর্ণ হব সেই আনন্দে আমরা অনেক বেশি উত্তেজিত থাকি। আমরা আরো বেশি উত্তেজনাই থাকি কখন যে নতুন বই হাতে পাব। আমরা সবাই অপেক্ষা করতাম সেই জানুয়ারিতেই আমাদের হাতে নতুন বই তুলে দেবে। অপেক্ষা করতে করতে একদিন সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে।
আমরা সবাই সাজুগুজু করে স্কুল ড্রেস পরে অথবা নতুন ড্রেস পরে স্কুলে চলে যেতাম। যখন সেই বইগুলো হাতে পেতাম কতই না ভালো লাগতো আমাদের। বিশেষ করে নতুন বইয়ের পাতাগুলো উল্টিয়ে দেখতাম। সেই নতুন বইয়ের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগতো। এতই ভালো লাগত পুরো রাস্তা জুড়ে অনেক বেশি লাফালাফি করে করে আসতাম। যেদিন বই হাতে পেতাম সেদিন হয়তো আর ঘুম তেমন একটা হতো না। এমন অবস্থা হয়ে যেত যে প্রতিটি বইয়ের পেজ খুলে খুলে দেখতাম বইয়ের ভিতর কি আছে কি নাই। শুধু একটা নয় প্রতিটি বইয়ের পাতা বিচরণ করতাম বইয়ের ভিতর কি ছিল। যখন বইয়ের পাতা উল্টিয়ে দেখতাম তখন নতুন বউয়ের পাতার ঘ্রাণ মলাটের ঘ্রাণ মনটা অনেক বেশি খুশি থাকতো। তবে এখনের বাচ্চাদের কাছে সেই উত্তেজনা কেমন জানি না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা জানুয়ারি মাসে বই পেতাম তখন বিশেষ ধরনের একটি আনন্দ কাজ করত।
যদিও এখন শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি উন্নত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের আধুনিকতার ছোঁয়া লেগে গেছে। শিক্ষা ক্ষেত্রে যান্ত্রিকতা এসেছে শিক্ষার্থীদের তত বেশি পড়ালেখার ছাপ বেড়ে গেছে। বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম বের হওয়ার কারণে এখন শিক্ষার্থীরা অনেক বেশি পড়ালেখা করে থাকেন। আমি মনে করি বাচ্চাদের পড়ালেখা শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রাখা উচিত। কারণ বিভিন্ন বিষয়ে জেনারেল নলেজ অর্জন করা খুবই জরুরী। যেসব শিক্ষার্থীরা শুধুমাত্র পার্থক্য পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে তারা কিন্তু ভবিষ্যৎ অনেক কষ্টে পড়ে যায়। যখন আমরা একটা বাচ্চাকে বিভিন্ন বিষয়ে নলেজ দেব। বিভিন্ন জেনারেল নলেজ গুলো অর্জন করাবো বিভিন্ন দিক থেকে দক্ষতা বৃদ্ধি করে তৈরি করব সে বাচ্চা বড় হয়ে নিজেদের একটি পথ বেছে নেবে।
যেহেতু তার কাছে অনেকগুলো অপশন থাকে তখন তার জন্য একটু ভবিষ্যতে এগিয়ে চলাটা খুবই সহজ হয়ে যায়। যখন পাঠ্য পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকা যায় তখন তাদের মধ্যে একটি কঠিন পরিবেশ তৈরি হয়ে যায় ভবিষ্যৎ জগতে। এই কথাগুলো কেন বললাম সেটা হচ্ছে এমন অনেক গার্ডিয়ান যারা বাচ্চাদেরকে খেলাধুলা পর্যন্ত করতে দেয় না। এত বেশি চাপাচাপি করে রাখে তারা ক্লাসে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল করার জন্য সেই শ্রেণীর বইগুলোকে মুখস্ত করতে বাধ্য হয়। পরে সেই সীমাদ্ধ পড়ালেখা যদি কোন জেনারেল নলেজ না পারে তাহলে তো তাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। এই বছরে দেখলাম বইয়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে।
দুইদিন আগে আমার বড় মেয়ে নতুন বই হাতে পেল। যদিও এই বছর অনেক বেশি দেরি করে ফেলল। দেরি করার কারণ হচ্ছে বইয়ের মধ্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। ঐতিহাসিক দিক থেকে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করলাম। বেশ কিছু পরিবর্তন এসেছে বই গুলো খুলে দেখলাম।বড় মেয়ে বইগুলো আনল তখন সে নিজে দেখল বইগুলো। আমাকে দেখতে দিল। যখন বই হাতে নিয়ে দেখলাম তখন সেই অতীতের স্মৃতিগুলো আমার অনেক বেশি মনে পড়ে গেছে। যখন অতীতের ছোটবেলায় বইগুলো হাতে পেতাম তখন কয়েকদিন ব্যস্ত থাকতাম। বিশেষ করে বইয়ের ভিতরের বিষয়গুলো দেখতাম।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বই একদম দাগ লাগাইতাম না। বইয়ের মধ্যে উপরের দিকে একদম সুন্দর কভার দিয়ে বাঁধাই করে নিতাম যাতে বইয়ের মধ্যে কোন দাগ না লাগে। আর বইয়ের ভিতরে অপ্রয়োজনীয় কোন দাগ লাগাইতাম না। অনেক শিক্ষার্থীদের বই দেখা যায় যে একদম ছিঁড়ে বিশ্রী করে ফেলে। কিন্তু আমার বইয়ের মধ্যে তেমন একটা দাগ থাকত না। যখন সেই নতুন বই পড়ছিলাম তখন আগের সেই স্মৃতিগুলো মনে পড়েছিল। খুব সুন্দর কিছু মুহূর্ত ছিল। সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায়। সেই নতুন বইয়ের পাতার গন্ধ আর মলাটের ঘ্রাণ একদম মুগ্ধ করে দিত। বার বার শুঁকতে থাকতাম সেই বইয়ের নতুন বইয়ের সুগন্ধ।
আশা করি বন্ধুরা আমার আজকের লেখা পোস্ট পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করে নিতে। তবে কতটুকু আনন্দ দিতে পারি জানিনা। কিন্তু চেষ্টা করি সব সময় আপনাদেরকে সুন্দর পোস্টের মাধ্যমে বিনোদন দেওয়ার। তাই আজকেও এই ব্লগ লিখে নিলাম। মতামত দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।
ডিভাইসের নাম | MI- Redmi |
---|---|
মডেল | Redmi-14pro |
Location | কক্সবাজার |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | লাইফ স্টাইল |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
![268712224_305654151337735_1271309276897107472_n.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmUD3WR1TT66vwU4urXWaDDDT53AxDyK2LK8qqZmeDdiKb/268712224_305654151337735_1271309276897107472_n.png)
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
এক জায়গায় নতুন বই লিখতে গিয়ে নতুন বউ লিখে ফেলেছেন। আর সেটা পড়ে আমার ভীষণ হাসি পেল। জানেন তো একটা প্রবাদ আছে, বই আর বউ হাতছাড়া হয়ে গেলে আর আসে না। অর্থাৎ ওই প্রবাদগত দিক দিয়ে বই ও বউ হল সমগোত্রীয়। যাই হোক আপনাদের যেমন ডিসেম্বর মাসে নতুন স্কুল নতুন বই এসবের স্মৃতি আমাদের এই স্মৃতিটা মে মাসের। তবে এ কথা আপনার সাথে সহমত যে নতুন ক্লাসে উঠলে নতুন বইয়ের আলাদাই অনুভূতি তৈরি হতো। আমাদের তো নতুন বই পেয়ে পড়ার ধুম বেড়ে যেত। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ল আপনার লেখাটা পড়তে পড়তে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাগুলো পড়ে আমিও ফিরে গেলাম অতিতে। শৈশবে ডিসেম্বর মানেই আনন্দের সময়। ডিসেম্বর মানেই ঘুরতে যাওয়া। আমাদের কাছে ডিসেম্বর ছিলো,মামার বাড়ি বেড়াতে যাওয়ার সময়। জানুয়ারি মাসে তাড়াহুড়া করে বাড়ি এসে বই আনতে যেতাম। নতুন বইয়ের ঘ্রান নিতে নিতে বাড়ি ফিরতাম। মধুর দিনগুলো বড্ড মিস করি। লেখাগুলো খুব ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ডেইলি টাস্ক:-
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/heranahar148614/status/1890118314950820085?t=vq7VKXJXaFIxzdoigFNwZA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit