অনুভূতির কবিতা-"তোমারি আশায়"-Writing by @samhunnahar.

in hive-129948 •  11 days ago 

জুমা মোবারক,


আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। সবার দিনকাল কেমন যাচ্ছে বন্ধুরা শুক্রবার ছুটির দিনে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে। প্রতিদিনের মতো সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। সবকিছু গুছিয়ে নিয়ে পোস্ট শেয়ার করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। যখন ফ্রি হয়েছি তখন লেখা শুরু করে দিলাম। আপনারা তো জানেন প্রতি সপ্তায় আমি অনু কবিতাকে বা একক কবিতা লিখে শেয়ার করি। আজকেও একই ধারাবাহিকভাবে আমি উপস্থিত হয়েছি আপনাদের সাথে কবিতা পোস্ট লিখে শেয়ার করার জন্য। ভালো লাগে কবিতা গুলো লিখতে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনারা খুব সুন্দর অনুভূতি শেয়ার করেন। আমার বাংলা কমিউনিটিতে অনেক ভালো মানের ইউজারেরা রয়েছেন। যাদের কবিতা লেখা খুবই সুন্দর হয়। তাছাড়া কবিতা আবৃত্তিগুলো অনেক সুন্দর হয় তাদের।

vecteezy_the-word-love-is-laid-out-with-corals-on-a-sandy-beach_40536976.jpg
Image Source Location

তাদের কাছ থেকে প্রতিনিয়ত উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়ে থাকি। তাই বারবার চেষ্টা করে সেই কাজগুলো করার। ইদানিং কবিতা লিখতে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন অনেক বেশি উৎসাহিত করেন সবাই। কোন কাজের পিছনে যখন এত উৎসাহ পাওয়ায় যায় সেই কাজটি বারবার করতে ভালো লাগে। আজকে আমি এমন একটি কবিতা লিখব যা মনের মানুষকে কেন্দ্র করে। প্রতিটি মানুষের কাছে একজন মনের মানুষ থাকে। কেউ মনের মানুষকে পায় আবার কেউ কল্পনা করে বসে থাকে। আবার কেউ পেয়েও হারায়। পৃথিবীতে এক একজনের ভালোবাসার ধরন এক এক রকম। প্রতিটি মানুষের জীবনের চলার স্টাইল সব কিছু ভিন্ন রকমের। যখন কোন মানুষ অন্য একজন মানুষকে পছন্দ করে তার আশায় বসে থাকেন। হয়তো এমন কিছু বিষয় থাকে মুখের ভাষায় প্রকাশ করার সাহস পায় না।

কিন্তু মনে মনে ভেবে থাকেন তাকে ভালবাসবে। মনের মানুষকে কাছে পাবে। সে মনের মানুষকে নিয়ে সুখের ঘর সাজাবে। আসলে এমন ভাবনার কোন শেষ নাই। চলতি পথে আমাদের অনেক জনের সাথে দেখা হয়ে যায় কথা হয়ে যায়। আবার অনেক জনকে ভালো লেগে যায়। কিন্তু সবার সাথে তো সেই স্বপ্নের ঘর সাজানো যায় না কল্পনা করা যায় না। এমন কিছু মানুষ থাকেন তাদের মনের অজান্তে ভালো লেগে থাকে। এমন কিছু সুন্দর অনুভূতি নিয়ে আমি কবিতাটি সাজিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছে পড়ে ভাল লাগবে–

তোমারি আশায়-

সামশুন নাহার হিরা

কে জানে কতদূর তোমার পথচলা!
জানিনা তো তুমি আমায় বুঝেছ কিনা
তোমারি আশায় এখনো বসে আছি
এক পলক দেখাই তোমাকে এখনো ভালবাসি।

জানি আকাশ অনেক দূর! তবুও মানুষ চেয়ে থাকে
জানি সাগর অনেক গভীর
তারপরেও মানুষ আন্দাজ করে
জানি পাহাড়ের নির্জনতা অনেক বেশি
তারপরেও মানুষ সাহস রাখে!
আমি জানিনা তোমার ভালোবাসা কেমন
তারপরেও তোমায় আমি ভালবেসে যাচ্ছি।

সাগরের জোয়ারে যেমন ঢেউয়ের তোলপাড়
তোমার অপেক্ষায় আমার এই মনে উতাল পাতাল
বাতাসের গতিবেগ যেমন দ্রুত
তোমারই আগমন ভেবে আমিও আপ্লুত।

পাহাড়ের নির্জনতায় পাখির ডাকাডাকি
তোমার আশায় বসে আছি
আসবে তুমি আমার পাশে বসবে ছাড়বো মনের হাঁক
আদৌ জানিনা আমি তুমি আমায় বুঝেছো কিনা।

শুনেছি আমি মনের মানুষ নাকি এমনই হয়!
চোখে চোখ রাখলে নাকি সব লেনাদেনা হয়
আমিও তাই ভাবছি বসে মনে মনে
হয়তো তুমি বুঝবে আমায় আমার চোখের ইশারাতে
এই ভেবে আমার মন হয়ে যায় আনমনে।

জানিনা কখনো পাবো কি না তোমায়
জানিনা তুমি ভালোবাসো কিনা আমায়
জানিনা আমার স্বপ্ন কতটুকু সার্থক হয়
জানিনা কখনো সম্ভব হয় কিনা
তোমার আমার ভালবাসার মিলন লগ্ন।

মনের অজান্তে তোমাকে ভালোবেসেছি
কত স্বপ্নে তোমাকে কাছে পেয়েছি
প্রতিনিয়ত তোমাকে নিয়ে স্বপ্নের বাসর সাজিয়েছি
তোমাকে জীবন চলার সাথী ভেবেছি।

তোমারি অপেক্ষায় বসে আছি
তোমারি অপেক্ষায় বসে থাকবো
তুমি আসবে আমায় ভালোবাসবে
আমায় যতনে রাখবে তোমার মনি কোঠায়।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার কবিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার আমার লেখা একক কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম।
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিএকটি একক কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

New_Benner_ABB1.png

Banner_PUSS1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার কবিতায় এক অপূর্ব অনুভূতির প্রকাশ, যেখানে ভালোবাসা, অপেক্ষা এবং স্বপ্নের মাধুর্য ফুটে উঠেছে। একদিকে যেমন মনের অস্থিরতা এবং ভালোবাসার তীব্রতা রয়েছে, অন্যদিকে আশা ও অপেক্ষার সৌন্দর্যও অনবদ্য। অত্যন্ত সুন্দরভাবে প্রেমের নিখুঁত আবেগ তুলে ধরেছেন। সত্যিই মুগ্ধকর।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার অফুরন্ত ভালোবাসা ও অনুভূতি দিয়ে দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন ও ভাষাগুলো পড়ে ভালো লেগেছে। আজ আপনার আবেগ ও অনুভূতি দিয়ে কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আপনি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে লিখেছেন।

অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে আমার লেখা কবিতাটি আপনি পড়লেন।

কবিতাটি ভীষণ সুন্দর লিখলেন তো আপু। এই কবিতাটির মধ্যে বেশ কিছু পংক্তির ব্যবহার আমার ভালো লেগেছে। আপনার শব্দ চয়ন বেশ উল্লেখ করার মতো এবং কবিতার অন্তর্নিহিত অর্থ বেশ সুন্দর। দারুন সুন্দর একটি কবিতা লিখে আমাদের সকলের সঙ্গে শেয়ার করলেন বলে ভালো লাগলো।

আপনার কাছ থেকে এটা সুন্দর প্রশংসা শুনে তো অনেক ভালো লাগলো দাদা ধন্যবাদ।

বাহ! দারুণ লিখলেন তো আপু। আর কতো মনের মানুষের জন্য অপেক্ষা করে বসে থাকবেন। এবার একটু একলা হাটেঁন 😬। যাক, কবিতার কথাগুলো দারুণ ছিল আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ভালোবাসার মানুষের জন্য অপেক্ষায় অসাধারণ অনুভূতি আছে। অপেক্ষাতো সবার জন্য করা হয় না কেবলমাত্র ভালোবাসার প্রানের মানুষের জন্যই করা হয়। এবং এই অপেক্ষা আস্তে আস্তে মনের মধ্যে অনেক আসা জায়গায় স্বপ্ন দেয়। এই সব মিলিয়ে আপনার কবিতাটা পড়ে খুবই ভালো লাগলো। কবিতায় খুব মিষ্টি কাব্য রসও হয়েছে।

ভীষণ ভালো লেগেছে আপনি খুব সুন্দর মতামত শেয়ার করলেন।

আসলে ভালোবাসার মানুষের আশায় বসে থাকার প্রহর কখনো কাটতে চায় না। দারুন একটা কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার আজকের টাস্ক:-

1000004707.jpg

আপনার লেখা আজকের কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর ভাষায় ছন্দে মিলিয়ে লিখেছেন যার কারণে কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।

আপনিও কিন্তু ভালো ইউজারদের মধ্যে একজন। যার কারনে আজও একটি দারুন কবিতা আমাদের মাঝে আপনি শেয়ার করতে পেরেছেন। কবিতার লাইনগুলো যেন হৃদয়ের কথা বলে। ধন্যবাদ আপু এমন দারুন একটি কবিতা শেয়ার করার জন্য।

অনেক ভালো লাগলো আপু আপনি এত অনুপ্রেরণা দিলেন আমাকে।

আপনার স্বরচিত অনুভূতির কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে কবিতায় অনুভূতি প্রকাশ করেছেন যেখানে ভালোবাসায় ভরপুর ছিল।দারুন লিখেছেন আপু। ধন্যবাদ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ আপু।

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু । অসাধারণ কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রতিটি ছন্দ হৃদয় জুড়ে গেলো । এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

পাহাড়ের নির্জনতায় পাখির ডাকাডাকি
তোমার আশায় বসে আছি
আসবে তুমি আমার পাশে বসবে ছাড়বো মনের হাঁক
আদৌ জানিনা আমি তুমি আমায় বুঝেছো কিনা।

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর তোমারি আশায় কবিতাটি শেয়ার করার জন্য।

আপনারা সময় দিয়ে পড়েন সুন্দর মতামত শেয়ার করেন বলেই কবিতা লিখতে সব সময় ভালো লাগে।

চমৎকার কবিতা লিখে উপহার দিয়েছেন দিদি কবিতার লাইন গুলো বেশ ভালো লেগেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে ভালোবাসার তুলনা করেছেন। বিশেষ করে ভালবাসা কেন্দ্রিক কবিতার লাইনগুলো বেশি ভালো লেগেছে আমার কাছে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া কবিতা পড়ে ভালো লাগার জন্য।

পৃথিবীর সবচাইতে সুন্দর ছিল ব‍্যাপার হয়তো প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা। কিন্তু এই ব‍্যাপার টা একেবারে বাজে লাগে যখন আপনি জানবেন আপনার ভালোবাসার মানুষ টা আর কখনোই আপনার কাছে ফিরে আসবে না কিন্তু তারপরও আপনি তার অপেক্ষায় রয়েছেন। দারুণ লাগল আপনার কবিতা টা আপু। সুন্দর লিখেছেন।।

এটা আসলেই বাজে একদম খারাপ সময় যায়। একজন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করাটা সবচেয়ে খারাপ মুহূর্তে।

ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখার কোনো শেষ নেই এবং সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা তাও জানা নেই।তারপরও ভালোবেসে যাই। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। কবিতার ভাষাগুলো খুবই সাবলীল ছিল। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।

আমার শেয়ার করা কবিতাটি পড়ে সাবলীল ভাষায় সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।