রেসিপি-||পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ ভাজা রেসিপি||

in hive-129948 •  2 years ago 

সবাই কেমন আছেন??

আমি@samhunnahar

আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।



elish15.jpg

আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলেই ভাল আছেন।আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নতুন একটি পোস্ট শেয়ার করব।আমার আজকে শেয়ার করা পোস্ট হচ্ছে একটি রেসিপি।আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের রেসিপি।আজকে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ ফ্রাই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে।রেসিপিটি আমি অবশ্যই নিয়েছিলাম কিছুদিন আগে।আমি আজ চিন্তা করছিলাম কি পোস্ট দিলে ভালো হয়।তাই মোবাইলে ছবি দেখতেছিলাম কি করা যায়।এই রেসিপি অনেক নিচে পড়ে গেছিলাম মোবাইলের গেলারিতে।ছবি খুঁজতে খুঁজতে রেসিপিটি আমার চোখে পড়ে।তাই ভাবলাম আপনাদের সাথে ইলিশ রেসিপি শেয়ার করি।

আমি এই রেসিপিটা করেছিলাম ইলিশের সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে।ইলিশের সাথে পেঁয়াজ বেরেস্তা খেতে অসাধারণ ছিল।আমরা তো সাধারণত ইলিশ ফ্রাই করি মসলা মেখে তেলে ভেজে গরম ভাতের সাথে খেয়ে থাকি।কিন্তু আমি ইলিশ ফ্রাই করার সময় পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি করে দিয়েছিলাম।ইলিশ ভাজার সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ ভাজা করে একদম মচমচে হয়ে গেলে খেতে অনেক ভাল লাগে।তাই গরম ভাতের সাথে খেতে খুব দারুণ ছিল।আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে।তাহলে দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম।


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


উপকরণপরিমাণ
ইলিশ মাছ৮ পিস
পেঁয়াজ২টি
কনফ্লাওয়ার২ চামচ
লাল মরিচের গুঁড়া১/২ চামচ
ধনিয়ার গুঁড়া১/২ চামচ
জিরার গুঁড়া১/২ চামচ
হলুদ গুঁড়া১/২ চামচ
লবণস্বাদমত
কাঁচা মরিচ ফালি৫/৬
সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটাঅল্প করে
তেল ভাজার জন্যপরিমাণ মত
ধনিয়া পাতা কুচিস্বাদমত


রেসিপি তৈরীর ধাপ সমূহঃ

রন্ধন পর্ব-১

প্রথমে মাছ গুলো ভাল করে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।কিছুক্ষণের জন্য পানি ঝরিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি।মসলা গুলো পরিমাণমতো নিয়ে নিছি।

elish.jpg

elish1.jpg

রন্ধন পর্ব-২

এই ধাপে এসে সব মসলাগুলো মাছের মধ্যে নিয়ে নিছি।ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি।এবার মাছগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বাসায় দিয়েছি।ফ্রাই প্যানে পরিমাণমতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে।

elish2.jpg

elish3.jpg

elish4.jpg

রন্ধন পর্ব-৩

তেল গরম হলে পর্যায়ক্রমে মাছগুলোকে বিছিয়ে দিতে হবে।সব মাছ দিয়ে দিছি।এবার ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে।

elish5.jpg

elish6.jpg

রন্ধন পর্ব-৪

ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিয়ে দেখতে হবে মাছ ভাজা হয়েছে কিনা।ঢাকনা তুলে দেখছি প্রথম পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিতে হবে।প্রথম দিক উল্টিয়ে দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিছি।এবার পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

elish7.jpg

elish8.jpg

রন্ধন পর্ব-৫

এখন আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু কাঁচা মরিচ ফালি করে নিয়েছি সাথে ধনেপাতা ও কুচি করে নিয়েছি।মাছগুলো প্রায় ভাজা হয়ে আসলে মাছের উপরে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি দিয়ে দিছি। পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।

elish9.jpg

elish10.jpg

elish11.jpg

elish12.jpg

রন্ধন পর্ব-৬

মাছগুলো প্রায় ভাজা হয়ে আসলে আমি একটা প্লেটের মধ্যে ভাজা মাছ গুলো ওটিয়ে নিয়েছি।কিন্তু সাথে থাকা কাঁচা মরিচ ও পেঁয়াজ গুলো রেখে দিয়েছি।পেঁয়াজ ও কাঁচা মরিচ গুলো ব্রাউন কালার করে ভেজে নিবো।

elish13.jpg

elish14.jpg

রন্ধন পর্ব-৭

এখন পেঁয়াজ ও কাঁচা মরিচ গুলো ভাজা হয়ে গেলে প্লেটে নিয়ে রাখা মাছের মধ্যে ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ ভাজা এবং কুচি করে রাখা ধনেপাতা গুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি।

elish15.jpg

বন্ধুরা এভাবে হয়ে গেল আমার আজকের তৈরি করা পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ ভাজা রেসিপি।আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।এভাবে ইলিশ ভাজা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqvbrjgRdc5s6T9umzbL9VGyFMV1GTAjUNHXz6UDut1kDFHrDWW6fW7z6g8Vqyyq6TNVrgRrZQEfksKN58VZbGvwqqs6hGWSR4gmyvNbEskZuS2e2WwbmQj5usbJmnoL7N28b9Shb96kS7qVP9casm9gvHMxzWMV8WKCGGzpAhbnebihnoFC2X1Htavqss.png

ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই মতামত দিয়ে জানালে খুশি হব।এছাড়াও কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে মন্তব্য করে সহযোগিতা করবেন।আজ আমি এখানে আমার লেখা শেষ করতেছি।আবার উপস্থিত হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@samhunnahar


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইলিশ মাছ যেভাবেই রান্না হোক না কেন আমি খেতে ভীষণ পছন্দ করি। আপনি পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ মাছ ভাজি করেছেন। সত্যিই ভীষণ ভালো দেখাচ্ছে আর খেতেও নিশ্চয়ই স্বাদের লেগেছে। ধন্যবাদ আপু রেসিপিটি উপস্থাপন করার জন্য।

ঠিক বলছেন ইলিশ মাছ যে কোন ভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। হ্যাঁ আমার রেসিপিটি অনেক স্বাদ হয়েছিল খেতে।

ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন টেস্ট সবসময় এক রকমই থাকে। আমিও ইলিশ মাছ সব ভাবেই খেতে পছন্দ করি।

পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ ভাজা রেসিপি দেখে তো জিহ্বা দিয়ে পানি চলে আসলো আপু। ইলিশ মাছ আসলে যে কোন ভাবেই রান্না করলে অনেক মজা লাগে। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এইটা গরম গরম ভাতের সাথে খেতে ভিশন মজা লাগে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

হ্যাঁ এভাবে ইলিশ মাছ ভাজা করে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে।

ওয়াও আপনি যেভাবে ইলিশ মাছ রান্না করেছেন দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে।পেঁয়াজ বেরেস্তার সাথে খুব সুন্দর করে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ তো সবাই খুব পছন্দ করে খেতে। তবে পেয়াজ ভাজি করে এভাবে খাওয়া হয়নি। মনে হয় গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছে। সুন্দর করে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে এভাবে বেরেস্তা করে খেয়ে দেখবে আপু।গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে।

ইলিশ মাছ ফ্রাই সবার ই খুব পছন্দ। আমিও এভাবে ভেজে খেতে পছন্দ করি। তবে আমি জিরা, ধনিয়া ইলিশ মাছে দেই না।তাতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আমি শুধু হলুদ আর মরিচের গুড়া আর লবন দিয়ে ভেজে পেঁয়াজের বেরেস্তা দেই। খেতে ভীষণ মজা হয়। ধন্যবাদ আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য।

আপু আপনার শেয়ার করা রেসিপি পোস্টটি হল পেঁয়াজ বেরেস্তার সাথে ইলিশ ভাজা রেসিপি। সত্যি কথা বলতে ইলিশ ভাজা আমার খুবই প্রিয় খাবারের মধ্যে একটি। কিছুদিন পূর্বেও আমি চাঁদপুর গিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ইলিশ ভাজা খেয়েছি । খুবই ভালো লাগলো আপু যে আপনি এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

আমরা এবার বাংলার মানুষেরা বেশীর ভাগই ইলিশে মোটেই পেঁয়াজ খাই না।কারণ আমাদের মধ্যে একটা ধারণা আছে ইলিশে পেঁয়াজ দিলে ইলিশের নিজস্ব গন্ধটা হারিয়ে যায়। এই ধারণাই বদ্ধমূল করে চলছিলাম।তবে ধারণা খানিকটা ভেঙেছে যখন সুন্দরবনে ঘুরতে যাই। সেখানে পেঁয়াজ দিয়ে ইলিশের একটা ঝোল করা হয়েছিল। সেটা খেতে খারাপ লাগেনি। যদিও সব সময় পেঁয়াজ ছাড়াই ইলিশ খেতে অভ্যস্ত।তাই প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল খেতে। কিন্তু খাওয়ার পরে দেখলাম ভালোই লাগে। তবে ইলিশের গন্ধটা পাওয়া যায়নি। আপনার রেসিপিটা খুব সুন্দর হয়েছে পেঁয়াজ দিয়ে ইলিশ খাওয়ার প্রচলন ওপার বাংলায় বেশ আছে দেখছি।