পরিবারের সবাই অনেক অসুস্থ্য।

in hive-129948 •  16 days ago 

সবাই কেমন আছেন?

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবার দিনকাল কেমন যাচ্ছে বন্ধুরা পরিবার-পরিজনকে নিয়ে। তবে আমি একদম ভালো নেই। পরিবারের সবাই অনেক অসুস্থ। খুবই বাজে অবস্থায় আছি তা বলে বোঝাতে পারবো না কত যে অসুস্থতার মধ্যেই আছি। যখন পরিবারের কোন একজন অসুস্থ হয় কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু একেবারে যখন সবাই অসুস্থ হয়ে পড়ে তাহলেই কিরকম একটা খারাপ সময় যাবে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এমনিতেই তো আপনার অনেকেই জানেন উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে আমি বেশ কয়েকদিন এদিক ওদিক ডাক্তার দেখালাম। একটা সমস্যা শেষ না হতে আর একটা নতুন সমস্যা শুরু হচ্ছে। কি হলো জানি না আমার পরিবারের উপরে প্রতিনিয়ত অসুস্থতায় লেগে থাকছে।

vecteezy_focus-on-medicine-that-are-on-the-table-on-the-back-there_18973548.jpg
Image Source

গতকালকে মেয়ে স্কুল থেকে আসার পরে খারাপ লাগছে বলছিল আমাকে। আমি মেয়েকে বললাম কিছুটা রেস্ট নেওয়ার জন্য। স্কুল থেকে এসে সেই গোসল করে খাওয়া দাওয়া করে হুজুরের কাছে পড়তে যাই। সেখান থেকে এসে আমাকে আবার বললো খারাপ লাগছে। তো আমি মেয়েকে একটা নাপা ওষুধ ভেঙ্গে তিন ভাগের দুই অংশ খাওয়ায় দিলাম। মেয়ে সেই ওষুধ খেয়ে তার ক্লাস টিচারের কাছে পড়তে গেল। আমি অবশ্যই তাকে না যেতে বলছিলাম সে আমার কথা না শুনে চলে গেল। আমাকে বললো যদি খারাপ লাগে তাহলে টিচারকে বলে চলে আসবে। ঘন্টা কানেক পরে দেখি মেয়ে চলে আসে। গায়ে হাত দিয়ে দেখলাম অনেক জ্বর চলে আসছে। মেয়েকে গা মুছে দিলাম। তারপর তাকে ঘুমাতে দিলাম।

হঠাৎ করে বলল তাকে গায়ে চাদর দেওয়ার জন্য তার অনেক শীত। আমি একটা চাদর দিলাম গায়ের। আবার বলল তার বেশি খারাপ লাগছে। এখন আমারও খারাপ লাগা শুরু করে দিল। মেয়ের তো খুব জ্বর এসে গেল হঠাৎ মধ্যে। এখন আমার হাত পা ও প্রচুর ব্যাথা করছিল কিছু সহ্য করতে পারছিলাম না। কিন্তু বাচ্চাদের অসুস্থতার মধ্যে কি আমার অসুস্থতা গুলো দেখানো যায়। আমি কাকে দেখাবো বলেন আমি তো একজন মা। আসলে একজন মা হওয়া খুবই কষ্টের খুবই সিরিয়াস একটি বিষয়। শত কষ্টের মাঝেও সব কষ্ট মেনে নিয়ে মিথ্যে অভিনয় করে চলতে হয়। যেহেতু বাচ্চাদের অসুস্থ তাই আমার অসুস্থতার সত্বেও তাদের কাজগুলো করতে হচ্ছিল। এর মধ্যে ছোট মেয়ের খারাপ লাগা শুরু করে দিল।

রাতে তাদেরকে নিয়ে ডক্টরের কাছে চলে যাই। আমরা যেতে যেতে আমরা যে ডাক্তারকে মেয়েদের কে দেখাই সেই চলে গেল। কিন্তু আমি দেখিয়ে নিলাম আমার ডাক্তার। তো বাসায় চলে এসে জ্বর মেপে দেখলাম মেয়ের ১০০-৩ ডিগ্রি। ফার্মেসি থেকে একটি সাপোজিট এনে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রাতে জ্বর কমে যায়। কিন্তু আবার ফজরের সময় দেখি আবারও জ্বর চলে আসে। সেই সাথে ছোট মেয়ের অনেক জ্বর চলে আসে। কিন্তু আমার তো বেশ খারাপ লাগছিল যদিও আমার জ্বর আসেনি মাথা ব্যাথা হাত পা ব্যাথা করছিল প্রচুর পরিমাণ। আমাকে ডাক্তার ডেঙ্গু পরীক্ষা দিল কিন্তু রাতে সময় পাইনি দিনে টেস্ট দেওয়ার জন্য ওয়েট করলাম।

এরমধ্যে সকালে বাচ্চাদেরকে ডাক্তার দেখায় নিয়ে আসে তাদের বাবা। বাচ্চাদের কে ডেঙ্গু টেস্ট দিল। যেহেতু কক্সবাজারে ডেঙ্গুর পরিমাণ অনেক বেশি এখন। তো তাদেরকে ডাক্তার দেখাইয়ে টেস্ট গুলো দিয়ে বাসায় নিয়ে আসলো কিন্তু এখনো রিপোর্ট পাওয়া যায়নি। দোয়া করবেন সবাই আমার পরিবারের সকলের জন্য। এখন কিছুটা জ্বর কমছে কিন্তু রিপোর্ট এখনো হাতে পায়নি। বিকেলে ডাক্তার আসলে রিপোর্ট দেখাবে। সকাল থেকে শুয়ে থাকছিলাম। কিছুক্ষণ শুয়ে থাকলে আবার কিছুক্ষণ বাচ্চাদের কাজকর্ম করছিলাম। তো চিন্তা করলাম কষ্ট করে হলেও পোস্ট করে নিলে ভালো লাগবে।

কারণ আমাদের কাজের ধারাবাহিকতায় কাজগুলো করতে না পারলে কেমন জানি লাগে। তাই কষ্ট হলেও একটু সময় দিয়ে পোস্ট শেয়ার করতে চলে আসি। এই অসুস্থতার মুহূর্ত নিয়ে আমার আজকের লেখা। সবাই দোয়া করবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলে অসুস্থতা একটা পরিবারের জন্য খুবই হতাশা এবং দুশ্চিন্তার বিষয়। দীর্ঘদিন জানেনা আমার আম্মু অসুস্থ। গত সপ্তাহ থেকে অসুস্থ হয়েছে। সেখানে খারাপ অবস্থা হয়ে গেল। কালকে আবার হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়ে ইটের সাথে মাথাবাড়ি লেগে কেটে গেছে। না জানি আল্লাহ কবে সুস্থ করবেন। আপনার পরিবার পরিজন সবার জন্য দোয়া করি আপু।

আপনার আম্মুর এমন ঘটনাটি শুনে খুবই খারাপ লাগলো। আন্টির সুস্থতা কামনা করছি। সৃষ্টিকর্তা যেন খুব দ্রুত ভালো করে দিক।

পরিবারের সবাই একসাথে অসুস্থ হলে খুবই কষ্ট হয় আপু। এই অবস্থায় আমি বেশ কয়েকবার পরেছি।আপনার এবং আপনার পরিবারের সবার সুস্থতা কামনা করছি।নিজের এবং পরিবারের দিকে খেয়াল রাখবেন আপু।

পরিবারের সবাই একসাথে অসুস্থ হলে এতো বাজে অবস্থা হয় আমার আগে এই অভিজ্ঞতা ছিলো না আপু।

আপু প্রথমে আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইল। তাছাড়া পোস্ট পড়ে জানতে পারলাম আপনার মেয়ে স্কুল থেকে এসে আপনাকে বলেছিল আম্মু আমার ভালো লাগছে না। তারপরে আপনি হাত দিয়ে দেখলেন খালামনির গায়ে প্রচন্ড জ্বর এসেছে। এরপর বিছানায় শুয়ে দিলেন। আসলে আপু জ্বর আসলে ভালো লাগেনা। তবে বাচ্চা মানুষ অবশ্যই খুব খেয়াল করে রাখবেন। তবে জ্বর অনেক বেড়ে গিয়েছে ১০৩°। আশা করছি খুব দ্রুতই আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো হয়ে যাবে। তাছাড়া যেহেতু আপনার ওইখানে ডেঙ্গু খুব বেশি তাই অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য। আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি।

হঠাৎ করে অনেক জ্বর বেড়ে গেছিল। এখন কমে গেছে জ্বর দোয়া করবেন ভাইয়া।

হঠাৎ করেই দেখছি প্রচণ্ড জ্বর চলে এসেছে আপনার মেয়ের। এটা দেখে খারাপ লাগল। পরিবারের সদস‍্যরা অসুস্থ হলে সত্যি অনেক খারাপ লাগে। আর যদি সবাই অসুস্থ হয় তখন তো পরিস্থিতি টা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যাইহোক আশাকরি আপু আপনার মেয়ে খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবে। আপনাদের জন্য শুভকামনা।।

এই কয়দিন বেশ খারাপ অবস্থা ছিল আমাদের সবার দোয়া করবেন।

পরিবারের সবাই যখন একসাথে অসুস্থ হয়ে পড়ে তখন যেনো নিজের কথা আর মনেই থাকে না। তাছাড়া বাচ্চারা অসুস্থ হলে মায়ের নিজের দিকে খেয়াল রাখার সময় কোথায়। বর্তমানে সিজন খুব খারাপ পরিবারের সবাইকে নিয়ে সাবধানে থাকার চেষ্টা করবেন। এই সময়ে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপু আপনার এবং পরিবারের সবার জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।

যখন নিজে অসুস্থ হয় কিছুটা মেনে নেওয়া যায়। যখন সবাই অসুস্থ হয় বেশ কষ্ট হয় আপু।