সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি।

in hive-129948 •  2 years ago 

সবাই কেমন আছেন??

আমি@samhunnahar


আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তায় একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে ফুল ও প্রকৃতি নিয়ে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। ইদানিং অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতেও বেশ আনন্দ পাই। কারণ আপনারা এত সাপোর্ট করেন সত্যিই বলার মতো না।

এত বেশি অনুপ্রেরণা দেন যে কোন বিষয়ে তাই কাজের প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায়। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারদিকে সবুজ গাছ-গাছালি। সবুজে সমারোহ এবং বিভিন্ন ধরনের ফুলের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। এমন ফটোগ্রাফি নিতে অনেক ভালো লাগে। আগে ফটোগ্রাফি তেমন করতে পারতাম না তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগের সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে এবং ফটোগ্রাফি করতে করতে কিছুটা হলে ও সুন্দর হচ্ছে। তাই প্রতিনিয়ত প্রচেষ্টায় আছি যাতে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। চলুন তাহলে শেয়ার করা যাক আমার আজকের কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি।

"আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি"


ফটোগ্রাফি-১


ful2.jpeg

Device-Wiko-T3
location

ফুল সবাই অনেক পছন্দ করেন। মানুষ যখন নীরব মনে সময় কাটাতে চাই তখন ফুল বাগানে কিংবা সুন্দর মনোরম প্রকৃতির কাছে ফিরে যায়। তার মধ্যে ফুল অন্যতম আমি মনে করি। মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করে। তেমনি ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। এই সোনালী রংয়ের চন্দ্রমল্লিকা ফুলটি দেখতে অনেক সুন্দর ছিল। চন্দ্রমল্লিকা ফুলের অনেকগুলো কালার আছে তার মধ্যে সোনালী কালারের চন্দ্রমল্লিকা ফুলটি অন্যরকম সুন্দর দেখতে। এই ফুল আমার কাছে ভীষণ ভাল লাগে।


ফটোগ্রাফি-২


ful3.jpeg

Device-Wiko-T3
location

এই হলুদ কালারের ফুলকে আমরা আমাদের লোকাল ভাষায় মধু ফুল অথবা মাইক ফুল নামে চিনি। এই ফুল আমার এত সুন্দর লাগে সত্যি কলিটা অনেক ভাল লাগছিল। আমার বাড়িতে এই ফুলের একটি গাছ ছিল সারা বছর ফুল ফুটে এই গাছে। ফুলের বাগানে এই ধরনের ফুল আমি দেখতে পাই। এই ফুলের ও বিভিন্ন কালার আছে। বিভিন্ন জায়গায় অনেক সুন্দর করে এমন সুন্দর ফুল গাছ গুলো দেখা যায়। দেখতে ভীষণ সুন্দর লাগে আমার কাছে ফুল। তাই আমি ফুল দেখলেই ফটোগ্রাফি নিয়ে রেখে দিই।


ফটোগ্রাফি-৩


ful4.jpeg

Device-Wiko-T3
location

বাগানের সুন্দর বৃদ্ধির ক্ষেত্রে রঙ্গন ফুল হচ্ছে অন্যতম। রঙ্গন ফুল আমার দেখতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময়ই রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। যখন যেখানে রঙ্গন ফুল দেখি তখন আমি ফটোগ্রাফি নিয়ে নিই। এই ফুলের ফটোগ্রাফি আমি লালবাগ কেল্লা থেকে করেছি। দেখতে অসাধারণ ছিল ফুলগুলো চোখ ফেরানো যায় না এমন সুন্দর।


ফটোগ্রাফি-৪


ful5.jpeg

Device-Wiko-T3
location

এই গাছ গুলোকে আমরা পামওয়েল গাছ বলে থাকি। তবে আপনারা কি নামে জানেন এবং চিনেন সেটা জানিনা। এই গাছটি বাগানের অনেক গুণ সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। ইদানিং যে কোন জায়গায় যে কোন পার্কে কিংবা রেস্টুরেন্টে এমন গাছ রাখা হয় ফুল বাগানের সাথে। এই গাছটি দেখতে ভীষণ ভালো লেগেছিল আমার কাছে। আপনারা যে নামে চিনেন আশা করি কমেন্টের মাধ্যমে সহযোগিতা করবেন।


ফটোগ্রাফি-৫


ful1.jpeg

Device-Wiko-T3
location

আপনারা এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন ফুলের সেই ফুলটি হচ্ছে বন্য ফুল। ফুলগুলো রাস্তায় কিংবা যেকোন বনে জঙ্গলে বেশি দেখা যায়। যদিও এই ফুল গাছ গুলো খুব অযত্নে এবং অবহেলায় বড় হয়ে থাকে কিন্তু ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। বাগানের অন্যান্য ফুল গাছগুলো যেভাবে যত্ন করা হয় সেই ফুল গাছগুলোর মতই যদি যত্ন করে রাখা হতো তাহলে আরো অনেক সুন্দর হতো মনে হচ্ছে। যদিও ফুল গুলোর মধ্যে কোন সুগন্ধিনেই তারপরও দেখতে অনেক সুন্দর।


ফটোগ্রাফি-৬


ful.jpeg

Device-Wiko-T3
location

সৃষ্টিকর্তার প্রত্যকটি সৃষ্টি এমন সুন্দর যেটা দেখি না কেন চোখ ফেরানো যায় না। ঠিক তেমনি প্রতিটি ফুলের মধ্যেও এক একটা সুন্দর বিরাজ করে। যে ধরণের ফুল দেখি না কেন প্রত্যেকটি ফুল দেখতে ভিন্ন ধরনের সুন্দর। এই ফুলের নামটি হচ্ছে কসমস ফুল। কসমস ফুল দেখতে একটু ছোট সাইজের হলেও অনেক সুন্দর একটি ফুল। এই ফুলের মধ্যে দুইটি কালার সাদার মাঝখানে হাল্কা বেগুনি কালার মনে হয়। এই কসমস ফুলটি দেখতে অসাধারণ সুন্দর। এই ধরনের ফুল বাগানের সৌন্দর্য আলাদা বৃদ্ধি করে।


ফটোগ্রাফি-৭



ful6.jpeg
Device-Wiko-T3
location
আপনারা এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন ফুলের সেই ফুলটি হচ্ছে একটি বন্য ফুল। এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি লালবাগ কেল্লা থেকে নিয়েছিলাম। রাস্তায় কিংবা যেকোন বনে জঙ্গলে বেশি দেখা যায়। লালবাগ কেল্লায় একটি ঝোপের মধ্যে ফুল গাছ গুলো দেখতে পাই দূর থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল তাই আমি ফটোগ্রাফি করি।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে। কারন আমার ফটোগ্রাফি কেমন হয়েছে আপনাদের থেকে সুন্দর সুন্দর মতামত এবং সহযোগিতা মূলক মন্তব্য পাব। ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আল্লাহ হাফেজ সবাইকে।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

287864753_400308362032280_8045934577883994743_n.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

হুম ফটোগ্রাফি তো বেশ সুন্দর করে ক্যাপচার করেছেন ৷ প্রতিটি ফুলের ফটোগ্রাফ অনেক সুন্দর ছিল আপু৷ তবে প্রথম ছবিটি আর. হলুদ রঙের মধু ফুল ও ছয় নম্বর ছবিটি অনেক ভাল ছিল ৷ সব মিলে ফটোগ্রাফি সম্পর্কে বেশ সুন্দর করে বর্ণনা দিয়েছেন ৷ অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

অনেক ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে শুনে বেশ ভালো লাগলো আমারও।

ফটোগ্রাফি করতে এবং দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ফটোগ্রাফি গুলো যদি হয় ফুলের তাহলে তো কোন কথা নেই। আপনি খুবই সুন্দর সুন্দর সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি একেবারে মুগ্ধ। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল বিশেষ করে ১ নম্বর এবং ৬ নাম্বার ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে আমার কাছে।

আপনি ঠিক বলছেন আপু ফলের ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে এবং ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে ধন্যবাদ।

ফুল সৃষ্টিকর্তার দেওয়া আমাদের জন্য এক বড় নেয়ামত এক কথায় সাজানো-গোছানো পৃথিবীর সৌন্দর্য রক্ষা করছে।। কত রংবেরঙের ফুল আর সৌন্দর্য আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।।
আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ডালিয়া ফুল এবং বন্য ফুলগুলো।।

সত্যি কথা বলতে সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টি এত সুন্দর এত নিয়ামত চোখ জুড়িয়ে যায় দেখলে।

আপনি একদম সত্য কথা বলেছেন আপু বাংলাদেশের প্রকৃতি পরিবেশটা সত্যিই অনেক বেশি সুন্দর আর এই প্রকৃতি পরিবেশের মধ্যে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে অনেকেই অনুপ্রেরণা পেয়ে এখন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে যেটা সত্যিই প্রশংসনীয়। আপনার এই ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আমি সব চেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে। আসলে ফটোগ্রাফি করতে জানতাম না এখন কিন্তু অনেক ভালো করতে পারি আমি নিজেই অনুভব করি।