সময়ের পরিবর্তনের সাথে মানুষের জীবনেরও পরিবর্তন ঘটে।

in hive-129948 •  2 years ago 

শুভ বিকেলের শুভেচ্ছা।

সবাইকে রমজান মোবারক।



Add a heading.jpg

কিছুদিন পর সবাই কিন্তু রমজানের শেষে দিকে ঈদের কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়বেন। এখনো ফাঁকে ফাঁকে কিন্তু কেনাকাটা করে নিচ্ছেন অনেকে। আমি কিন্তু এখনো করিনি বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে যেতে বেশ ভয় পাচ্ছি। ভীষণ ঝামেলা করে মার্কেটে গেলে দুইজনে মিলে একদম মাথা খেয়ে ফেলে। যাক সন্তানদের শত কষ্ট যন্ত্রণা তো মা-বাবারা সহ্য করবে তাই না সেটা তো স্বাভাবিক।

আজ আপনাদের সাথে শেয়ার করব পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন একটি পোস্ট। আজ আমি ভিন্ন একটা বিষয় নিয়ে লিখব আপনাদের সাথে। আসলে মানব জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা নিয়ে আসে। মানুষের জীবন মানে হচ্ছে বৈচিত্রময়। প্রকৃতির সাথে মানুষের জীবনের বেশ একটি মিল পাওয়া যায়। প্রকৃতিতে যেমন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। ঠিক তেমনি মানুষের জীবনেও অনেক অনেক পরিবর্তন আসে। তবে যেমনি পরিবর্তন আসুক না কেন কিন্তু কোন কিছু স্থায়ী নয়। প্রকৃতির প্রতিটি জিনিসের যেমন শেষ আছে তেমনি মানুষের জীবনের ও একদিন শেষ আছে।

কিন্তু বেঁচে থাকার তাগিদে ভালোভাবে খাওয়া-দাওয়া করার কিংবা ভাল পোশাক আশাক পরিধান করা এবং একটি সুস্থ জীবনের জন্য অনেক কিছু করে মানুষ। কিন্তু কোন কিছু স্থায়ী নয় আমাদের এই জীবনে। আমি মনে করি সময়ের পরিবর্তনের সাথে মানুষের জীবনের চলার পথে অনেক পরিবর্তন আসে। সেটা মানুষের চলাফেরা ক্ষেত্রে কিংবা মনের পরিবর্তন হউক কিংবা রুচির পরিবর্তন লক্ষ্য করা যায়। ধরুন, একটা মানুষ হয়তো একজন মানুষকে ঠিক আজ থেকে দশ বছর আগে অনেক ভালবাসত। কিন্তু কোন কারনে সে ভালোবাসায় সফলতা আসেনি। একসময় সে অনেক বেশি কষ্ট পায় সেই না পাওয়ার বেদনায়। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই ভালোবাসার কথা হয়তো বা পুরোপুরি ভুলতে না পারলেও কিছুটা ভুলে যায়।

একটা সময় এসে সেই নতুন জীবন শুরু করে। নতুন সংসারে শুরু করে। স্বামী, সন্তান, স্ত্রী ও পরিবার-পরিজন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে মানুষের জীবনের বড়ই পরিবর্তন। সময় যেমন কারো জন্য থেমে থাকে না, তেমনি মানুষের জীবন কারো জন্য থেমে থাকে না। কিছু মানুষ আছেন টাকার অহংকারে মানুষকে অনেক বেশি আঘাত করে। মানুষকে মানুষ মনে করে না। কিন্তু সময়ের ব্যবধানে সেই মানুষ কিন্তু এক সময় টাকাওয়ালা থাকে না। একটা সময় সেই অর্থহীন সম্পদহীন হয়ে পড়েন। তখন সেই মানুষ অন্যের প্রতি খারাপ ব্যবহারের মুহূর্তগুলো শুধু বসে বসে অনুতপ্ত করা ছাড়া আর কিছু করতে পারে না।

ধরুন, একটা নদী ঠিক আজ থেকে ১০ বছর আগে কিংবা ২০/৩০ বছর আগে সুন্দর ভরা যৌবনে ছিল। অথাৎ নদীর কূল-কিনারা সব ঠিক ছিল। কিন্তু দশ বছর কিংবা ২০ বছর কিংবা পাঁচিশ বছর পরে এসে দেখবেন সেই নদীটার ও গতি হারায়। একসময় প্রকৃতির নিয়মে নদী টির ভাঙ্গন শুরু হয়। সেই নদীর বদলে অন্য জায়গায় নতুন চর ওঠে। অথাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আসলে সময়ের ব্যবধানে সব কিছু শেষ হয়ে যায়। আবার সব কিছু নতুন করে শুরু হয়। আজ হয়ত আমার জীবনে সব আশার আলো শেষ হলো কিন্তু তা দেখে আপনি মজা নিচ্ছেন তা কি করে হয়। প্রকৃতি তো আপনারে ছাড়বেনা।

সময়ের সাথে সাথে প্রকৃতির মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। তা হয়তো কিছু মানুষ বুঝতে পারে আবার অনেকেই বুঝতে পারে না। আজ হয়তো কারো জীবন শূন্য কিন্তু আজ থেকে দশ মাস বছর পরে দেখবেন কানায় কানায় ভরপুর হয়ে যাবে তার জীবন। তাই কারো সাথে খারাপ ব্যবহার কিংবা অন্যায় করতে একটু সাবধান হওয়া দরকার। মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কিন্তু কাউকে কখনো ছাড় দেয় না।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ব্যানার এডিটক্যানভা
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিজেনারেল রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি বিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

287864753_400308362032280_8045934577883994743_n.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার এই লেখা টাইটেলের সাথে আমি একমত আপু। মানুষের জীবন যেকোনো সময় পাল্টে যায় পরিবেশ পরিস্থিতিতে এবং সময়ের কারণে মানুষ পাল্টে যায়। মানুষের জীবন নিয়ে আপনি নদীর সম্পর্কে খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। জীবনটা ঠিক এমনই যৌবন থাকা কালে মানুষ এক রকম থাকে ঠিক বিয়ে শাদী করার পরে মানুষ ভিন্নতা তার ভিতরে দেখা যায়। আসলে এটা পরিবেশ পরিস্থিতি মানুষকে পাল্টিয়ে দেয়।

কিছু মানুষ আছে এই কথাগুলো একদম মনে রাখেনা সবকিছু ভুলে গিয়ে মানুষের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করে প্রতিনিয়ত।

আপু আপনি একেবারে বাস্তব সম্মত একটি কথা বলেছেন।সময়ের সাথে সাথে আসলেই জীবন ও পরিবর্তনশীল। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। আপনি বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যা খুবই ভালো লেগেছে আপনার খুব সহজে মানুষ এটি বুঝতে পারবে, যেমন 10 বছর আগেকার ভালোবাসা কথা বলে বুঝিয়ে ছেন। আবার একটি নদীর কথা বলে বুঝিয়েছেন। খুবই ভালো লাগলো আপু। সময় এবং মানুষ সবই পরিবর্তনশীল আপু।

জীবন কারো জন্য থেমে থাকে না অপু সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছু পূরণ হয়ে যায়।

প্রথমে বলি আপনার টাইটেল পড়তেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন এই কথাটি সময়ের পরিবর্তনের সাথে মানুষের জীবনের ও পরিবর্তন ঘটে। আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারে বাস্তবিক এবং সত্যিই আমি একেবারেই একমত কথাগুলোর সাথে। বিভিন্ন বিষয় নিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন প্রত্যেকটা কথা। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে আমার কাছে।

বাস্তব জীবনের সাথে মিল রেখে কিছু শেয়ার করলাম আপু আপনাদের সাথে ধন্যবাদ অনেক সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন।

অনেকগুলো টপিক্স নিয়ে কথা বলেছেন কোনটা নিয়ে কমেন্ট করবো ঠিক বুঝতে পারছি না। তবে এটুকু বুঝতে পারলাম যে আমাদের জীবনে বা পরিবেশে কোন কিছুই স্থায়ী নয়। আসলে এটাই চিরন্তন সত্য কথা, আজকের কোটিপতি হতে পারে ভবিষ্যতে ভিখারি। তবে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু যতই ভুলে থাকার চেষ্টা করা হোক না কেন, একটা না একটা স্মৃতি সারা জীবনই থেকে যায়।

একদম ঠিক বলেছেন ভাইয়া আজকের কোটিপতিকে আগামীকাল ফকির করতে সৃষ্টকর্তার কাছে কোন ব্যাপার না।

আপনার আজকের পোস্টের সাথে আমার মনের ভেতরকার একটা কথা মিলে গেল।আসলে আজকে আমি সারাদিন এটাই ভাবছিলাম।প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না।ঘুরে ফিরে এসে সেই কর্মের ফল পেতেই হয় সবাইকে।আজ আমি কাউকে কষ্ট দিলে সেটা আবার আমার কাছে ফিরে আসবে হয়তবা কিছু সময়ের ব্যবধানে।দারুণ লিখেছেন আপু,ভাবছিলাম এটা নিয়ে একটা পোস্ট করব,তবে আজকে আর নয় অন্যদিন।

কারো প্রতি যদি অপরাধ করা হয় বা কারো প্রতি যদি অন্যায় করা হয় সেই প্রতিদান সৃষ্টিকর্তা নিজেই দিয়ে থাকেন সেটা চিরন্তন সত্য আপু।

একটি সন্তান তার সমস্ত আশা প্রত্যাশা তার বাবা-মায়ের কাছে ৷ তো সে পর্যায়ে বাবা-মা একটু কষ্ট সাধ্য সহ্য করতেই হয়৷ কারণ সন্তানদের একমাত্র ভরসা তো বাবা মা৷

খুব সুন্দর কিছু কথা লিখেছেন মানুষের জীবন পরিবর্তনশীল৷ সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় এটা চরম সত্য আর বাস্তব৷ আর সময়ে কারো জন্য অপেক্ষা করে না ৷ সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষগুলো নিজেকে গুছিয়ে নেয় তার ভবিষ্যৎ জীবনের জন্য ৷
যেমন লিখেছেন

ধরুন, একটা মানুষ হয়তো একজন মানুষকে ঠিক আজ থেকে দশ বছর আগে অনেক ভালবাসত

একটা সময় তাকে খুব ভালোবাসতো৷ কিন্তু এখন চরম সত্যের কাছে সেই ব্যক্তি মানুষটি পরাজিত ৷ তাই সবকিছু ফেলে তাকে নতুন জীবন শুরু করতে হয়৷

কারো সাথে খারাপ ব্যবহার করলে সেটার প্রতিদান যেমন আছে ভালো ব্যবহার করলে সেটার প্রতিদান ও আছে।

হ্যাঁ আপু কিছু সত্য কথা মাঝে এটাও সেরা সত্য যে সময়ের পরিবর্তনের সাথে মানুষের জীবনের ও পরিবর্তন ঘটে ৷ এটা সবাই ক্ষেতেই লক্ষ্য করলে দেখা যাবে , সময়ের সাথে পরিবর্তন এসেছে ৷ যাই হোক সুন্দর একটি বিষয় নিয়ে সুন্দর কিছু কথা লিখেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

আজ থেকে ১০ বছর আগের মানুষ এবং ১০ বছরের পরে সেই আমি অনেক বদলে গেছি এগুলো বসে বসে চিন্তা করি।

ঠিকই বলেছেন প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। আজ আপনি কোটিপতি কিন্তু কাল আপনি ফকির হতে পারেন। আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন আসলে সে কথাগুলো একদম বাস্তব। যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে সময়ের পরিবর্তনের সাথে মানুষের জীবনে পরিবর্তন ঘটে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে সেটার জন্য শুধু হাত তুলে প্রার্থনা করবেন এবং অপেক্ষা করবেন সেটার প্রতিদান পাবেন একদিম এটা হচ্ছে প্রকৃতি।

মানুষ চিরকাল একরকম থাকে না, সময় যখন পরিবর্তন হয়ে যায় মানুষ ও সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নেয়। আপনি একদম সত্য কথা বলেছেন সময় এবং জীবন কারো জন্য কখনোই থেমে থাকে না এটা প্রবাহমান, চলতে চলতে একটা সময় গিয়ে থেমে পড়ে আর যখনই থেমে পড়ে তখন আমাদের মৃত্যু হয়ে যায়। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে।

মানুষের জীবন একটি নদীর মতো নদী যেমন এক দিকে ভাঙ্গে অন্য দিকে গড়ে ঠিক মানুষের জীবন ও ভাঙ্গা গড়ার মত।

সময়ই মানুষকে পরিবর্তন করে দেয়! মাঝে মাঝে বাধ্য করে পরিবর্তন হবে। তবে এ পরিবর্তন কিন্তু ভালো যদি আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন। চমৎকার কিছু কথা বললেন আপু সাথে উদাহরণগুলো।

আজ হয়তো কারো জীবন শূন্য কিন্তু আজ থেকে দশ মাস বছর পরে দেখবেন কানায় কানায় ভরপুর হয়ে যাবে তার জীবন

তাই যেন হয় আপু 🌼🦋

আপনার জীবনে যেন তা হয় ঠিক ১০ বছর পরে যেন আপনার জীবন সুন্দর ও পরিপূর্ণ হয়ে ওঠে😍😍।