আমার আবেগের কবিতা-।।“বাবার শূন্যতায়”।।@samhunnahar...

in hive-129948 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম/প্রিয় বন্ধুগণ!


সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন?শুরুতে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

Add a heading (1).jpg
Edit by Canva
image source

আমি সামশুন নাহার হিরা।আমার আইডি@samhunnahar।আমি আজ ও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।প্রতিদিন ব্লগ নিয়ে উপস্থিত হওয়ার জন্য একটা রুটিন হয়ে গেছে।সেই ধারাবাহিকতায় আমি আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।সবার মতোই আমিও আমার পোষ্টের সৌন্দর্য এবং সৃজনশীলতা বজায় রাখার জন্য আজও একটি কবিতা শেয়ার করার জন্য চলে এসেছি।আমি অবশ্যই সবার মতো টুকটাক কবিতা লিখতে পারি।কিন্তু কবিতা লিখতে গেলে একটু তো ভাবতে হয়, সময় দিয়ে লিখতে হয়।তাই সময় স্বল্পতার কারণে কবিতা লেখা হয় না।প্রতিদিন কি সময় স্বল্পতার কারণে কবিতা লেখা বাদ দিয়ে দেবো? তা কি করে হয়! সেই চিন্তাধারায় আমি আজ একটি নতুন কবিতা লিখে নিলাম।সেই কবিতাটি আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি।

আমার কবিতাটি মূলত একটা আবেগি কবিতা।এই কবিতায় বাবার শূণ্যতা নিয়ে লেখা।একজন ব্যক্তির জীবনে বাবা নামের বট গাছ কত বড় জিনিস যার নাই সেই বুঝে।বাবা হারানোর হাহাকার একজন সন্তানের আবেগি কিছু কথা।যদিও সেই বাবা নামের ভালোবাসার মানুষ অনেক দিন আগে চলে যাই।কিন্তু স্মৃতি হয়ে সবকিছু ক্ষণে ক্ষণে মনে পড়ে।তাই একজন সন্তান তার পিতা হারানোর ব্যাথা এবং পিতার প্রতি ভালোবাসা ও মমতাময়ী কথা এই কবিতার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি।এই পৃথিবীতে পিতার মতো বট গাছের ছাঁয়া কেউ দেয়না কেউ হয়না।পিতার মতো নিঃস্বার্থ কেউ খরচ করে না।সন্তান কোন কিছু মুখ দিয়ে বলার আগেই,চাওয়ার আগেই বাবা সবকিছু হাজির করে দেয়।এই হচ্ছে পিতা ও সন্তানের ভালবাসা।বাবা সন্তানের জন্য যে খরচ করেন তার মধ্যে কোন খুঁত থাকে না।এই আবেগি কথা গুলো মূলত আমি কবিতায় তুলে ধরার চেষ্টা মাত্র।আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।।

চলুন তাহলে আমার কবিতাটি শুরু করা যাকঃ-


“বাবার শূন্যতায়”


vecteezy_happy-young-family-have-fun-on-beach_12646848_68.jpg


বাবা খুব মনে পড়ে তোমাকে
যখন দেখি কোন বাবা তার সন্তানকে
বুকে জড়িয়ে আদর করে
তখন তোমার জন্য আমার মন কেমন করে!

বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
সুখ-দুঃখ আর অসহায়ত্বের সময়ে
যখন তোমাকে পাশে পাইনা
তখন কাঁদি একা নিরবে।

তুমি চলে গেলে তাই
তোমার শূন্য আসনে দিন কাটে একলায়,
তোমার মতন কেউ করেনা আমাকে স্নেহ
তোমার মত কেউ দেইনা ছাঁয়া
এ জীবনে বট গাছের মতো।

তোমার মত কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না
কেহ নিখুঁত ভাবে করে না খরচ।
তোমার মন আকাশের মতো বিশাল,
সাগরের মতো গভীর তোমার মন।

চক্ষু দুটি বারে বারে শুধু ভিজে যায়
ভাবি শুধু এই বুঝি ডেকে বলবে আমায়
কিরে মা কেমন আছিস বলবে আমায়।

তুমি নেই ফাঁকা সব তোমারি বিহনে
সারাদিন সারাবেলা খুঁজে ফেরে মন।
কেন তুমি চলে গেলে আমাদের ফেলে
আমাদের কথা কি আর পড়ে না মনে ?

আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কূলে
অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দুলে।
আমি খুজি তোমায় ওই আকাশের তারায়
দিন হলে ভাঙ্গি আবার রাত্রি হলে গড়াই।

যে কথাটি হয়নি বলা আজ শুনে নাও বাবা
ভালোবাসি তোমায় আমার প্রিয় বাবা।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

সমাপ্তি-@samhunnahar



আমার কবিতাটি পড়ে আপনাদের কেমন লেগেছে মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে।যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মন্তব্য করে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল।তাহলে আজ এখানেই শেষ করছি আমার আজকের ব্লগ লেখা।আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আল্লাহ হাফেজ।

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcvZ8rJ27wVEup9rw2cwQqQBqz4ik1rrNUggHZY9FksFVtWNYBbtdPu3Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGi.png

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


Banner_Annivr4.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাবা সন্তানের মাথার উপর বট বৃক্ষের মতো। আসলে বাবা সন্তানকে তার ছায়াতে আগলে রাখে। আর বাবার অপূর্ণতা শুধু তারাই উপলব্ধি করতে পারে যাদের বাবা নেই। সত্যি আপু বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসার তুলনা হয় না। আপু আপনার লেখা কবিতাটি দারুন হয়েছে। অনেক আবেগ নিয়ে এই কবিতার লাইন গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

হ্যাঁ আপু ঠিক বলছেন পৃথিবীতে বাবার মত কেউ কখনো হতে পারে না।বাবা হচ্ছে বট বৃক্ষের মত একদম সঠিক কথা।

আপনি ঠিকই বলেছেন এই পৃথিবীতে পিতার মতো বট গাছের ছাঁয়া কেউ দেয়না কেউ হয়না। সত্যি যাদের বাবা নেই তারাই বোঝে বাবা হারানোর কষ্ট। যখন মাথার উপরের ছায়া চলে যায় তখন আর আগলে রাখার মানুষ থাকে না। আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন তা পড়ে খুবই ভালো লেগেছে। এরকম আবেগের কবিতাগুলো ভীষণ ভালো লাগে পড়তে। প্রতিটি লাইন মন মাতানো ছিল। আপনার কবিতাটি বারবার পড়তে ইচ্ছে করতেছে।

ভাইয়া শুধু বুঝি না তিলে তিলে অনুভব করি বাবা কি জিনিস এই দুনিয়াতে।

আসলে আপু বাবা প্রতিটা সন্তানের জন্যই অনেক বড় নেয়ামত। যার বাবা নেই সে সে দুঃখ বোঝে। যাই হোক আপু অনেক চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

হ্যাঁ আপু সন্তানের জন্য বাবা হচ্ছে অনেক মূল্যবান সম্পদ।যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস।

আসলে যার বাবা নাই সে বুঝে বাবার গুরুত্ব কতটুকু। বাবা হচ্ছে উত্তপ্ত মরু বুকে ছাতার মতো। বাবার মতোন আপন আর কেউ নেই ‌ আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

বাবা এমন এক জিনিস সন্তানের জন্য খরচ করতে কখনো কার্পন্যতা বোধ করে না।

আসলেই আপু বাবা একটি বট গাছ ৷ বাবা না থাকলে বোঝা যায় বাবা কি জিনিস ৷ বাবা সব সময় সন্তানের উপর বট বৃক্ষের মতো থাকে ৷ যাই হোক বাবাকে নিয়ে আপনার এই আবেগী কবিতাটি সত্যিই চমৎকার হয়েছে ৷ অনেক সুন্দর লিখেছেন ৷ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

হ্যাঁ ভাইয়া আমি বুঝি বাবার গুরুত্ব কতটুকু এই জীবনে আমার বাবা নাই সেজন্য বুঝতে পারি।

আপু, আপনার এই কবিতাটি যখন আমি পড়ছিলাম, তখন আমার অর্ধাঙ্গিনীও আমার পাশে ছিল। তার বাবা মারা গিয়েছে প্রায় আট বছর হয়ে গেল। আমি যখন এই কবিতাটি পড়ছিলাম, তখন সে যেন তার চোখের অশ্রু ধরে রাখতে পারল না। ভীষণ আবেগপ্রবণ হয়ে গেল। আপনার কবিতাটি পড়ছি আর ভাবছি, কথাগুলো কতটা গভীর হলে, একজন মানুষের চোখে জল চলে আসে। চিরন্তন সত্য কথা গুলো আকপটেই বলে গেলেন।কবিতা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, শুধু বলতে চাই এভাবেই এগিয়ে চলুন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

যার বাবা নেই সে বুঝতে পারে বাবার অনুপস্থিতি। সন্তানের জন্য বাবা অনেক বড় একটা সম্পদ।

আপু আপনার কবিতা পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি যখন কবিতা পড়ছিলাম তখন কোন ফাঁকে যেন চোখের কোণায় পানি এসে জমা হয়েছে বোঝতেও পারিনি। যার বাবা নেই সেই বোঝে বাবা নামের বট বৃক্ষের ছায়া মাথার উপর থেকে চলে গেলে কেমন লাগে। আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু এই বুকটা অনেক ফাঁকা বাবা নেই তাই।অনেক বেশি অনুভব করি বাবার শূন্যতা।

সন্তানের জন্য বাবা একটি বটগাছ। বাবা শূন্যতা নিয়ে অনেক সুন্দর কবিতা লিখেছেন। প্রত্যেক বাবা তার সন্তানের জন্য কিছু বলার সাথে সাথে তা হাজির করে। বাবা না থাকলে সন্তানের জন্য পৃথিবীটা অন্ধকারের মত। সত্যি বাবা শূন্যতা নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন খুব মনোমুগ্ধকর ছিল। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপু কোন পিতা যখন তার সন্তানকে অনেক বেশি ভালবাসে।কোন পিতা যখন তার সন্তানের জন্য অনেক বেশি খরচ করতে দেখি খুব বেশি খারাপ লাগে দেখতে।বাবাকে তখন খুব মিস করি।

আপনি ঠিক বলেছেন আপু, কবিতা লিখতে হলে ভাবতে হয়।আর আপনি আপনার ভাবনা দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার কবিতা এই প্রথমবারের মতো পড়ে ভালো লাগলো।বাবা বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকে সর্বদা আমাদের পাশে।তার অভাবে জীবনই শুন্য মনে হয়,ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপু আমার কবিতাটি প্রথমবার পড়েও আপনার ভালো লাগছে শুনে অনেক খুশি হয়েছি।