অসুস্থতা যেন আমার পিছু ছাড়ছে না।

in hive-129948 •  26 days ago 

জুমা মোবারক,

প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। সবার দিনকাল কেমন যাচ্ছে পরিবারের সবাইকে নিয়ে। আমার পরিবারের সবাই ভালো থাকলে ও আসলে আমি অসুস্থ বেশ কয়েকদিন যাবত। তবে এই সমস্যাটা আমার প্রায় সময় হয়ে থাকে। কিন্তু এবার একটু বেশি হয়ে গেল। কেন জানিনা অসুস্থতা যেন আমাকে ছাড়ছে না। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আমাকে ঘিরে ধরেছে। বেশ কয়েকদিন ধরেই উচ্চ রক্তচাপের কারণে এত কষ্ট পাচ্ছি কোন কিছু ঠিকমতো করতে পারছি না। যখন শরীর সুস্থ থাকে তখন সবকিছু ঠিকমতো করা যায়। যখন শরীর অসুস্থ থাকে কোন কিছুই ভালো লাগেনা।

vecteezy_asian-women-are-stressed-while-working-on-laptop-tired_46673279.jpg
Image Source

গত দুই সপ্তাহ আগে ডাক্তার দেখিয়েছিলাম। কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। আবার দুই দিন আগে ফার্মেসিতে যেয়ে একটু প্রেসার মেপে দেখলাম ঠিক আগের মতই বাড়া ছিল। হঠাৎ করে মন চাইলো ডায়াবেটিস টেস্ট করাই। সেটাও করে নিলাম একটু করে বাড়তি পেল। কেমন জানি ভয় কাজ করছিল সারা রাত আমার আর ঘুম হয়নি। আর দেরি না করে পরের দিন সকালে অর্থাৎ গতকাল ডায়াবেটিস হাসপাতালে চলে গেলাম সোজা খালি পেটে টেস্ট করার জন্য। তো সেখান থেকে টেস্ট দিয়ে এসে বাসায় এসে আবার নাস্তা খেয়ে দুই ঘন্টা পরে আবারো দিতে গেলাম ভরা পেটের টেস্ট। আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আসলো তখন একটু শান্তি পেলাম। কিন্তু সেখানেও প্রেসার মেপে দেখে একটু বাড়তি ছিলো। তাই সেখানকার ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দেয়।

এখন সমস্যা হচ্ছে আগের রিপোর্টে আমার রক্তস্বল্পতা ছিল তাছাড়া ও হাড়ের একটু সমস্যা পেয়েছিল। তো সেই জন্য ডায়াবেটিস হাসপাতালের ডাক্তারের ওষুধগুলো খেতে আমার একটু সন্দেহ লাগছিল খাবো কিনা। আপনাদের ভাইয়া বললো খেয়ে দেখো আশা করি ভালো হবে। তাই সেই রাতে ওষুধ গুলো এনে দেয়। আমি রাতে একবেলা খেলাম ভালো ঘুম হলো। কিন্তু বেশ খারাপ লাগছিল সকালে ঘুম থেকে উঠে। তাই আমি আজকে সকালে আবারো আমার একই ডাক্তারের কাছে চলে গেলাম। যেহেতু এই ডাক্তারের কাছে আমি প্রায় সময় যেতাম যখন সমস্যা হয়। এমনকি আমার মাকেও এই ডাক্তারের কাছে এনে দেখাইতাম বেশ ভালো লাগে।

কিন্তু এবারে ব্যতিক্রম হল খুব সহজেই প্রেসার কমতেছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাতে ঘুমাতে গেলে গুম হয় না তার কারণে প্রেসার কমাতে পারছিলাম না। যেহেতু এই ডাক্তার এখান থেকে বদলি হয়ে গেছে সেজন্য বৃহস্পতিবার আর শুক্রবার দুই দিন থাকে। তাই আমি সকালে ঘুম থেকে উঠে যখন বেশি খারাপ লাগতেছে তাই আর দেরি না করে চলে গেছে। ডাক্তারের চেম্বারে যেয়ে ডাক্তার রুমে প্রবেশ করলাম। যেহেতু আমি পুরাতন রোগী গেলে বসে থাকতে হয় না। তাছাড়া এই হাসপাতালে তিন বছর জব করেছিলাম রিপোর্টার হিসেবে সবার কাছে একটু পরিচিত তাই আর দেরি হয় না। ডাক্তারের চেম্বারে প্রবেশ করে ডাক্তার প্রেসার মেপে দেখে বললো ঠিক আছে। এরপরে ডায়াবেটিস হাসপাতালের সেই রিপোর্টটা দেখালাম। উনি আগের রিপোর্ট গতকালকের রিপোর্ট সবগুলো দেখে আবার ওষুধ লিখে দেয়।

আবারও সবগুলো ওষুধ বদলায় দিল আমাকে। এভাবে যাচ্ছি আসতেছি এবং ওষুধ চেঞ্জ হচ্ছে এই হচ্ছে আমার অবস্থা। দোয়া করবেন সবাই আমার জন্য যাতে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। তাই সকাল থেকে শুয়ে থাকছিলাম আসলে কোন কাজ করতে পারছিলাম না। ঘুমও হচ্ছে না তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো লাগবে। যেহেতু শুয়ে শুয়ে কতক্ষণ থাকা যায় মাথা ভারি হয়ে গেছে মাথা ব্যথা করতেছে। প্রেসারের সমস্যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে শরীরের। প্রথমত হচ্ছে স্বাভাবিক ঘুম যাওয়া।

এরপর হচ্ছে ঘন ঘন প্রেসার চেক করা। তাছাড়া ঘন ঘন বিভিন্ন ধরনের টেস্ট করে দেখানো। যেহেতু প্রেসার একবার ধরা খেলে আর যায় না কন্ট্রোলে রাখতে হয় তাই শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে আঘাত করতে পারে। যার কারণে আমি দুই সপ্তাহ আগে অনেক গুলো টেস্ট করিয়েছিলাম। সেখানে ছোট ছোট কিছু সমস্যা পেয়েছিল সেগুলোর জন্য ওষুধ দিয়েছিলেন। যদিও ওষুধ খেয়েছি কিন্তু কোন ধরনের পরিবর্তন হয়নি প্রেসারের। আসলে এ সমস্যাটা আমার কন্টিনিউ হয়েছে আমার মায়ের মারা যাওয়ার পর থেকে। আগে কিন্তু প্রেসার থাকলেও বেরে যেত না কিন্তু কন্ট্রোলে ছিল। মা মারা যাওয়ার পর থেকেই প্রেসার বেড়ে যাচ্ছে আর কমাতে পারছি না। আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন।

268712224_305654151337735_1271309276897107472_n.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিক্টিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
ক্যাটাগরিক্রিয়েটিভ রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রেসার বেড়ে গেলে সত্যিই অনেক টেনশনের বিষয়। অনেক বড় ধরনের কোন বিপদ হয়ে যেতে পারে। সত্যিই আপু অসুস্থতা যখন পিছু ছাড়ে না তখন অনেক খারাপ লাগে। আপনার মত আমারও একই অবস্থা আপু। একটার পর একটা সমস্যা লেগেই আছে।

দোয়া করবেন আপু সব যেন ঠিকঠাক হয়ে যায়।

Upvoted! Thank you for supporting witness @jswit.

বেশ কয়েক মাস আগে আমারও এমন হচ্ছিল যে প্রেসার কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছিল না। তবে আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের কোন নমুনা নেই। একটু নিয়ম মেনে চলুন।আর প্রেসারের ওষুধ টা কন্টিনিউ করুন দুশ্চিন্তা মুক্ত থাকুন। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। দোয়া করি।

এতই খারাপ অবস্থায় আপু ভালো থাকতে চাইলেও প্রেসার গুলো আমাকে ভালো থাকতে দিচ্ছে না।

আপু প্রথমে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। এখন ডাক্তারের কাছে গেলে সিরিয়ালের জন্য বসে থাকতে হয় অনেক সময়। তবে আপনার আগে থেকে পরিচিত এমন কি সেখানে আপনি আপনার মাকে চিকিৎসা করাতেন আবার তিন বছর জবও করেছেন। তাই আপনার খুব একটা অসুবিধা হয়নি ডাক্তার দেখাতে। আশা করছি ঔষধ বদলিয়ে দিয়েছে এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন

হ্যাঁ আপু যেহেতু সেখানে জব করেছিলাম গেলে এত বেশি দেরি হয় না আগে দিয়ে ফেলে।

যেহেতু প্রেসারের সমস্যার ওষুধ খেয়েছেন কিন্তু কোন পরিবর্তন হয়নি সেহেতু অন্য ডাক্তার দেখিয়ে ভালো পরামর্শ নিতে পারেন সে ক্ষেত্রে হয়তো বা পরিবর্তন হতে পারে যাই হোক সবশেষ আপনার সুস্থতা কামনা করছি আপু।

ভাবছি এবারে তাই করতে হবে ডাক্তার চেঞ্জ করতে হবে।

আপু শরীর ভালো না থাকলে সত্যি কিছুই ভালো লাগে না। যেহেতু আপনার ডায়াবেটিস নেই দোয়া করি তাড়াতাড়ি সব নিয়ন্ত্রণে আসবে।আসলে টেনশন কম করবেন। দোয়াকরি আপু তারাতাড়ি সব কিছু নিয়ন্ত্রণে আসবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ চালিয়ে যান ধন্যবাদ আপু ।

হ্যাঁ আপু দুইটি মেয়ে আছে তাদের জন্য খুব চিন্তা হয় দোয়া করবেন।

মনে হচ্ছে কোন বিষয় নিয়ে বেশি চিন্তা করছেন। চিন্তা করলে ঘু্ম ঠিকভাবে হয় না। তাই প্রেশার বেড়ে যায়। যেহেতু অনেক টেস্ট করিয়েছেন তেমন বড় কিছু ধরা পরেনি, তাহলে চিন্তার কিছু নাই। সুস্থা হয়ে যাবেন ইনশাআল্লাহ। চিন্তা মুক্ত থাকুন।নেক অনেক শুভ কামনা আপনার জন্য।

আলহামদুলিল্লাহ আপু রিপোর্ট নরমালে এসেছে তাতে অনেক ভালো লাগলো দোয়া করবেন।

যত দিন যাচ্ছে তত যেন অসুস্থতা জীবন সঙ্গী হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে গ্যাস প্রচন্ড সমস্যা করছে আমার। মাঝে মধ্যে পেশার লো হয়ে যায়। কিন্তু কি করার তারপরেও মেনে চলতে হবে ওষুধ খেতে হবে।

দোয়া করবেন আপু আমার জন্য অনেক অনেক।

ঘুমের সাথে প্রেসারের ওতোপ্রোতো সম্পর্ক আপু। আপনি যেহেতু এই লাইনে ছিলেন, আপনি তো আরোও ভালো ভাবেই জানেন। প্রেশার বেড়ে গিয়েছে, কমছে না- এ নিয়ে চিন্তা করে করে তো আরো বেশি খারাপ হচ্ছে আপু আপনার জন্য। ঘুমটা ঠিক হলেই আশা করছি প্রেশারও কমে যাবে। আমার নিজেরো রাতে ঘুম হচ্ছে না বেশ অনেকদিন থেকেই। ঘুমের অনিয়ম শরীরে বেশ ভালোভাবেই প্রভাব ফেলে। আপনার জন্য দোয়া রইলো আপু। যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন।

মেইন সমস্যা হচ্ছে ঘুম ঠিকমতো হয় না যার কারণে এতগুলো প্রবলেম আপু আমার।

অসুস্থতার কথা বলে লাভ নেই আপু। ফার্মেসিতে গেলে দেখা যায়, কত মানুষ কত ধরনের ঔষুধ নিতে আসে। আমি মাঝে মাঝে অনেক মানুসের বিপি পায় ১৮০/৮০ চিন্তা করেন কেমন হাই প্রেসার। ঔষুধ খেয়েও প্রেসার নামে না। যায়হোক দোয়া করি তারাতারি সুস্থ হয়ে উঠেন। ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ এতো বেশি বাড়তি নেই আমার একটু হালকা বাড়তি দোয়া করবেন আমার জন্য।

কমিউনিটির নেটিভ কয়েন $PUSS হোল্ড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবা্দ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

প্রেসারের সমস্যা হলে আপু আসলেই অনেক ঝামেলার ব্যাপার। তবে প্রেশার কন্ট্রোল রাখতে নিয়মিত ডাক্তার দেখালে আশা করা যায় কোন সমস্যা হবে না। আর আপনার জন্য অবশ্যই আশীর্বাদ রইলো আপু। তাছাড়া ডাক্তার যেহেতু আপনার পূর্ব পরিচিত, সে ক্ষেত্রে আপনার চিকিৎসাও আশা করি অনেক ভালো হবে।

আমার মনে হয় মূলত প্রেশার বেশি থাকার কারণে আপনার অন্যান্য সমস্যাগুলো হচ্ছিল। ঠিকমতো ঘুমালে এবং রেস্ট করলে আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আর ডাক্তার যেভাবে চলতে বলেন ওই ভাবেই চলবেন আপু দেখবেন আস্তে আস্তে সব ঠিক হবে। আপনার সুস্থতা কামনা করছি।