জুম্মা মোবারক সবাইকে,
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল সম্মানিত ব্লগার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনাদের দিনকাল বেশ ভাল যাচ্ছে আজকে শুক্রবার দিনে। যেহেতু সবার অফিস বন্ধ থাকে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে একটু ফ্রি টাইম পার করা যায় পরিবারের সবার সাথে। যদিও শুক্রবার থাকার কারণে বাড়তি জমে থাকা কাজ গুলো করে নেওয়ার চেষ্টা করি আমরা। তারপরও আমরা বিকেল বেলায় একটু সবার সাথে ঘোরাঘুরি করার সুযোগ পাই। একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাই অনেক ভালো লাগে শুক্রবার ছুটির দিনে। যদিও আমাদের কাজের ধারাবাহিকতা আমরা একই নিয়মে করার চেষ্টা করি।
সকাল থেকেই ব্যস্ত ছিলাম একটু ডাক্তারের কাছে গেছিলাম। ডক্টর দেখিয়ে আসার পরে রান্নাবান্না করলাম খাওয়া-দাওয়া শেষ করে আবারো পোস্ট লিখতে বসে গেলাম। চেষ্টা করি সব সময় একটিভ থাকার শত ব্যস্ততার মাঝেও। কারণ মানসিক প্রশান্তি বলে একটি কথা আছে। যেখানে মানুষ মানসিক প্রশান্তি খুঁজে পাই সেখানে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করেন। আমার কাছেও তার কোন ব্যতিক্রম হবে না। তাই আমি বারবার এমন প্রশান্তির জায়গায় ফিরে আসি ভিন্ন আঙ্গিকে। আমি আপনাদের সাথে অনেকদিন পরে একটি ইসলামী সংগীত কভার নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।
গান যেমন শুনি তেমনি ইসলামী সংগীত গুলো আমার ভীষণ ভালো লাগে। এখন তো গান শুনতে কিংবা ইসলামিক সংগীত শুনতে অনেক সুবিধা। মোবাইলের ইউটিউব থেকে পছন্দের গান এবং ইসলামী সংগীত গুলো শোনার সুযোগ হয়। তাই যখন আমি ল্যাপটপে কাজ করি তখন মোবাইল থেকে ইসলামী সংগীত অথবা গানগুলো শুনে শুনে কাজ করি বেশ ভালো লাগে। যখন আজকে গান রেকর্ডিং করতে চাইছিলাম তখন হঠাৎ আমার মন চাইলো একটি ইসলামী সংগীত কভার করার। সেই ছোটবেলা থেকে ইসলামী সংগীত আমার অনেক প্রিয়। আমি প্রায় সময় স্কুল প্রতিযোগিতায় ইসলামী সংগীত গাইতাম। তাই আমার সেই প্রিয় ইসলামী সংগীত আপনাদের সাথে কভার করে শেয়ার করলাম।
আশা করি বন্ধুরা আমার শেয়ার করা ইসলামী সংগীত আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের মনের ভিতর একটি অনুভূতি কাজ করে। ইসলামী সংগীত গুলো যখন শুনি মনের ভিতর সেই আখিরাতের কথা মনে পড়ে যায়। অনেক বেশি মনে পড়ে যায় মৃত্যুর কথা এবং পরকালের কথা। সত্যি বলতেই এই পৃথিবীতে যা করতেছি সবকিছু শূন্য মনে হয় আমার কাছে। যদিও আমরা ক্ষণিকের মধ্যে আবার সবকিছু ভুলে যাই। আবারো আমরা চেষ্টা করি নিজের মতো করে চলাফেরা করতে। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণিকের মায়া। একদিন আমাদেরকে সবকিছু রেখেই চলে যেতে হবে। আমাদের চোখের সামনে আমাদের আপন মানুষেরা দিন দিন চলে যাচ্ছে না ফেরার দেশে।
আজকে আছি হয়তো কালকে আমরা নাও থাকতে পারি। আমরা চেষ্টা করবো আমাদের বিবেক গুলোকে একটু জাগ্রত করার। আমরা চেষ্টা করবো আমরা যেন একটু আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলাফেরা করি। তাহলে আমাদের ভিতরে খারাপ কাজগুলো কখনো স্থান পাবে না। আমাদের বিবেকের মধ্যে সবময় ভালো কাজের অনুভূতি কাজ করবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আমার আজকের শেয়ার করে ইসলামী সংগীত শুনে আসি—-
গান-- | "তুমি রহমান, তুমি মেহেরবান” |
শিল্পী- | তোফাজ্জল হোসেন খান |
অ্যালবাম | ইসলামী সংগীত |
সুরকার | তোফাজ্জল হোসেন খান |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
তুমি রহমান তুমি মেহেরবান
অন্ধ গাহে না শুধু তোমারি গুনগান
বুঝেও বুঝে না তব শান ॥
জনম জনম যদি গাহি
তোমারই মহিমা গাওয়া
শেষ হবে নাহি
ভরেও ভরে না যেন
সাহারা এ প্রাণ ॥
তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া
সে কথা ভাবে না শুধু বধির হিয়া ॥
অশেষ অসীম অনুপম
হৃদয় সুষমা তুমি
তুমি প্রিয়তম
প্রেমেরও আকাশে তুমি
চির মহীয়ান ॥
কখনো তোমারে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে
নিও কাছে তুলি
ঠাঁই দিও প্রিয়তম
ওগো দয়াবান ॥
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপু আগের মতো কিছুই শোনা হয় না। সত্যি আপু আমাদের পৃথিবীর মায়া ছেড়ে একদিন অবশ্যই চলে যেতে হবে।অনেক দিন পরে ইসলামি সংগীত শোনতে পেরে অনেক ভালো লাগলো। আপনি আগে প্রতিযোগিতায় ইসলামি সংগীত গায়তেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটা সংগীত আমাদের শোনার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসলামিক সঙ্গীত গুলো বরাবরই আমার কাছে শুনতে বেশ ভালো লাগে। আজ আপনার কন্ঠে এমন একটি ইসলামিক সঙ্গীত শুনে কিন্তু আপু সত্যি নিজের মধ্যে বেশ ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে মনের মত একটি সঙ্গীত শুনলাম আজ। সব মিলিয়ে আপনার সঙ্গীত কভারটি দারুন ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি সঙ্গীত কভার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো যেহেতু আপনি সময় দিয়ে শুনলেন অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর একটি ইসলামি সংগীত শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর ইসলামি সংগীতটি। আমার বেশ ভালো লেগেছে। আপনার মিষ্টি কন্ঠে দারুণ হয়েছে। গানের সুরটিও টাচ করার মত। ইসলামি সংগীতটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসলামী সংগীত গাইতে আমার খুব ভালো লাগে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি ইসলামী সংগীত কভার করার জন্য। আপনি আজকে বেশ দারুন গেয়েছেন। আপনার কন্ঠে গজলটি খুবই সুন্দর হয়েছে। এত চমৎকার ভাবে গজলটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার শেয়ার করা গজলটি শুনলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসলামিক সংগীত গুলো আমারও ভীষণ ভালো লাগে আপু। আপনি খুব সুন্দর একটি ইসলামিক সংগীত আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ইসলামিক সংগীত গুলো শুনলে একটা প্রশান্তি কাজ করে মনে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার কন্ঠে এই গজলটা শুনতে পেরে। যদিও আগে কখনো শোনা হয়নি এটা। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক উৎসাহ পেয়েছি আপু ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার কন্ঠে সবকিছুই অনেক পারফেক্ট হয়। আপনি যেমন ভালো গান করেন তেমনি ভালো কবিতা আবৃত্তি করেন। আর আজকে পরিবেশন করা ইসলামিক সংগীত অসাধারণ হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু অনেক ভালো লাগলো শুনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসলামিক সংগীত গুলো শুনতে ভীষণ ভালো লাগে। নিরিবিলি শুনলে তো মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। তুমি রহমান, তুমি মেহেরবান এই ইসলামিক সংগীত বেশ জনপ্রিয়। আপনার কন্ঠে শুনতে পেয়ে খুশি হলাম। সুন্দর করে কভার করে আমাদের মাঝে উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার প্রিয় গজলটি কভার করে শেয়ার করতে পেরেছি তাতে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমারও এখানে কাজ করতে অনেক ভালো লাগে আপু কেমন যেন একটা শান্তি অনুভব করি। আজকে আপনি অনেক সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছেন। এই গজল টি এর আগে আমি শুনেছি। তবে আপনার কন্ঠ শুনে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি গজল আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে গজলটি শুনলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি ইসলামিক সঙ্গীতের কভার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অত্যন্ত সুন্দর কন্ঠে আমার পছন্দের ইসলামিক সংগীতটি শুনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি আপনার কন্ঠে আগামী দিনে আরো অনেক সুন্দর সুন্দর ইসলামিক সংগীত আমরা উপভোগ করতে পারবো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক উৎসাহ পেয়েছি ভাইয়া আপনার সাবলীল ভাষায় লেখাগুলো পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইসলামী সংগীত শুনতে আমার খুবই ভালো লাগে। আর আপনার এই মধুর কন্ঠে ইসলামী সংগীত শুনে মুগ্ধ হয়েছি আপু। খুবই চমৎকার হয়েছে আপনার উপস্থাপন। অনেক ভালো লেগেছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nahar_hera/status/1794092810955592003?t=va47rbNpEgoYErg9CgR2OA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit