৭ ভাদ্র , ১৪২৮ বঙ্গাব্দ
২২ আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
২৩ মহররম , ১৪৪৩ হিজরী
সোমবার।
প্রিয় আমার বাংলা ব্লগ এর ভারতীয়-বাংলাদেশের সকল ব্লগার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন আর সুস্থ্য আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভাল আছি। এই কর্মব্যস্তময় শহরে একটু ভাল থাকার জন্যই তো এত প্রচেষ্টা। আমি সারাদিন ব্যস্ত থাকার চেষ্টা করি। এদিক-ওদিক ছুটাছুটি আর কাজের ফাঁকে একটু কমিউনিকেশন এইতো জীবন।
আমার প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের একটি ব্লগিং শেয়ার করবো। আমার আজকের ব্লগিং হচ্ছে কিছু ফটোগ্রাফি। আমি বাচচাদের নিয়ে প্রায় সময় বের হয়। তাই আমার ভাল লাগার বিষয় গুলো আমি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি, আর সময় পেলেই আপনাদের সাথে শেয়ার করার জন্য ছুটে চলে আসি।
আমার আজকের ফটোগ্রাফি গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভাল লাগবে।
একদিন বিকেল বেলা বাচ্চাদের সাথে ঘুরতে বের হয়। বাইরে সময় কাটানোর শেষে মেয়েরা বলের বার্গার খাবে। তাই বীচের লাবণী পয়েন্ট রোডে স্টারিনাস কিচেনে যায়।
স্টারিনাস কিচেনের ডেকোরেশন গুলো বেশ ভালই ছিল। বিশেষ করে এসব রেস্টুরেন্ট পর্যটক দের উদ্দেশ্য করা হয় তাই সুন্দর করে ডেকোরেশন করে থাকেন। পাশাপাশি স্থানিয়রা ও কম যায় না।
স্টারিনাস কিচেনের বিতর কৃত্রিম ঘাসের ছবি। দেখতে খুব সুন্দর ছিল।
আমার একটা সেলফি নিয়ে নিলাম। অবশ্যই আমি নিজের সেলফি নিতে অনেক আনন্দ বোধ করি।
আমার দুই মেয়ে স্টারিনাস কিচেনের বিতর অপেক্ষা করতেছে নাস্তার জন্য। নাস্তার অর্ডার করেছি।
কিছুক্ষণ অপেক্ষা করার পর নাস্তা এসেছে। বাচ্চার অনেক খুশি খাবে তাই। গরম গরম চিকেন খাবে সসের সাথে।
সাথে বার্গার আর ফ্রেন্স ফ্রাই ও ছিল।
চকলেট জুস মেয়েরা খেতে বেশী পছন্দ করে তাই একটা চকলেট জুস অর্ডার করি।
হ্যালো বন্ধুরা, আমার ফটোগ্রাফি কেমন লেগেছে জানাবেন। আশা করি সকলের কাছে ভাল লাগবে।
সব ছবি আমার নিজের মোবাইল দিয়ে করেছি।
নিম্নে ছবির বিস্তারিত দেওয়া হলোঃ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Wiko,T3 |
ফটোগ্রাফার | @samhunnahar |
মডেল | W-V770 |
বিষয় | স্টারিনাস কিচেনের ফটোগ্রাফি |
লোকেশন | বাসায়, কক্সবাজার, বাংলাদেশ |
আমার বাংলা ব্লগ এর বন্ধুরা আজ আমার লেখাএখানে শেষ করতেছি। কিন্তু আবার দেখা হবে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।সবাই সাথে থাকবেন। সবার প্রতি রইলো শুভকামনা
আমি সামশুন নাহার হিরা।
কক্সবাজার বাংলাদেশ।
আল্লাহ হাফেজ।
মনমুগ্ধকর ডেকরেশন। সাথে আপনি খুবই সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন , সত্যি এটা তারিফ করার মত ।bভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন দিদি। খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর মন্তব্য করে আমাকে সহযোগিতা করেছেন আর আমার পোস্ট পড়েছেন।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার, দুই মেয়ের সাথে স্টারিনাস কিচেনের খেয়েছেন এবং সেই সাথে খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনার সুন্দর মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে বেশ ভালো লাগলো। আশা করি এরকম মুহূর্তগুলো বা এরকম সময় যেন, খুব ঘনঘন আপনার জীবনে আসে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মতামত সবসময় সাবলীল ভাষায় হয় যা আমার কাছে মনে হয় আরো পোস্ট করি আপনার সুন্দর মতামত পাওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা সব সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পোস্টে লেখার পরিমাণ খুবই কম, সে সাথে পোস্টটি ফটোগ্রাফী পোস্টের আওতায় পরেনি।কারণ আপনি তো ফটোগ্রাফী পোস্টের মতো বর্ণনা দেননি।ডেইলি ব্লগের মতো করে লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু, সত্যি বলতে এইরকম মতামত পেলে খুবই ভাল লাগে কারণ আমার ভুলটা কোথায় হয়েছে আমি জানতে পারেছি আর নিজেকে শোধরাতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit