গান কভার- “দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে”- Covered by @Samhunnahar.

in hive-129948 •  28 days ago 

শুভ দুপুর সবাইকে,

সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। সবাই কেমন আছেন বন্ধুরা। আশা করি আপনারা সবাই খুব সুন্দর সময় কাটাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে ব্যস্ততম সময় পার করে যাচ্ছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা সব সময় চেষ্টা করি ভালো থাকার এবং সবাইকে ভালো রাখার। প্রতিনিয়তচেষ্টা করি প্রতি সপ্তাহে ভিন্ন ধরনের পোস্টগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। সেই ধারাবাহিকত বন্ধুরা আজকে অনেকদিন পরে নতুন একটি গান কভার নিয়ে হাজির হয়ে গেছি। আসলে ইদানিং ক্রিয়েটিভ কিছু তৈরি করার একদম সুযোগ হচ্ছে না আমার। যেহেতু সামনে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা তাছাড়াও শারীরিকভাবে এত বেশি সুস্থ নয়। যার কারণে ক্রিয়েটিভ বিষয়গুলোতে পর্যাপ্ত সময় দিতে পারছে না।

Add a heading (1).jpg

পোস্টের ভিন্নতা আনতে না পারলে অনেক বেশি খারাপ লাগে। বারবার একই ধরনের পোস্ট শেয়ার করতে খুবই মনটা খারাপ হয়ে যায়। কারন ক্রিয়েটিভ কিছু শেয়ার করতে পারলে পোষ্টের মধ্যে ভিন্নতা আনতে সহজ হয়। আজকে চিন্তা করলাম যে একটি গান কভার শেয়ার করলে ভালো হয়। সেই চিন্তাভাবনা করে আমি আজকে এই গানটি কভার করে আপনাদের সাথে শেয়ার করেছি। এক সময় এই গানটি আমার অনেক বেশি পছন্দের গান ছিল। যদিও অনেক বেশি শোনা হত কিন্তু বেশ অনেকদিন হলো এই গানটি শোনা হয় না। হঠাৎ করে একদিন এই গানটি আমার মনে পড়ে যায় তাই আমি মোবাইলে অনেকক্ষণ শুনে থাকি।

আজকে চিন্তা করলাম যে সেই গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করব। যে চিন্তাভাবনা সেই কাজ আমি রেকর্ডিং করে আপনাদের সাথে গানটি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। কিছু কিছু গান আছে হাজার বছর শুনলেও সেগুলো একদম পুরাতন লাগেনা শুনতে অনেক বেশি ভালো লাগে। যেমন আজকে আমি যে গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করেছি প্রায় মানুষেরই পছন্দের একটি গান এই গানটি। আমি অনেকের কাছে শুনেছি এই গান বাজিয়ে শুনে থাকেন। যাক কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুবই পছন্দের। কিছু কিছু গানের জনপ্রিয়তা সব সময় একই থেকে যায়। বন্ধুরা নিশ্চয় আমার গানটি শুনে আপনাদের কাছে ভালো লাগবে। তবে আমার আজকের গান কভারটি কার কাছে কেমন লাগলো তা মতামত দিয়ে জানালে অনেক বেশি ভালো লাগবে। তাহলেবন্ধুরা আর দেরি না করে আজকের গান কভারটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি–

তাহলে বন্ধুরা আর দেরি না করে আপনাদের সাথে গান কভার শেয়ার করে নিচ্ছি—-

গানের কিছু তথ্য


গান--“দূরে কোথাও আছি বসে”
শিল্পী-তৌসিফ
ছায়াছবি---
সুরকার---



গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে
তুমি এলে রংধনু রং ঢেলে দেয়

তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

অনুরাগে ঝরে চাঁদও আজ
এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা
দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে

বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

নীল আচল নির্মল হাওয়া
এ লগনেও এলেনা
অচেতন থাকে মন
নিষ্প্রান যত ভাবনা

ভাল যদি বাসো তুমি আমাকে
ছুটে চলে আসোনা

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়
এই মনের আহলাদ আসোনা ছুটে

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছু’তে চায় মনের দুয়ার
দু’চোখ নির্বাক আসোনা ছুটে

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই গানটা অনেকদিন পরে শুনলাম। আপনার কন্ঠ বরাবরের মতোই অসাধারণ। মিষ্টি কন্ঠে পুরো গানটা কভার করেছেন আপু। খুবই ভালো লাগলো আজকের এই গানটা শুনে। মুগ্ধ হয়ে শুনছিলাম। এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

এত প্রশংসা করলেন আপু আপনি অনেক অনুপ্রাণিত হয়েছি।

ঠিক বলেছেন আপু একই ধরনের পোস্ট করতে সত্যি ভালো লাগে না। আর ব্যস্ততার জন্য তেমন ভিন্নতা আনা ও সম্ভব নয়। আপনার গান গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজও তার ব্যতিক্রম হয়নি।গানটি অনেক দিন পরে শোনলাম। অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

মাঝে মধ্যে পোস্টের ভিন্ন আনার চেষ্টা করি আপু। গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।

আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে গান টি গাওয়ার চেষ্টা করেছেন।আর আপনার এতো সুন্দর কন্ঠে গান শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনি পুরো গান টি খুবই সুন্দর করে গাওয়ার চেষ্টা করেছেন।

আপনার মূল্যবান সময় দিয়ে গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ।

বেশ দারুণ একটি গান আপনি কভার করেছেন। গানটি আমার কাছে বেশ ভালো লাগে। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। খুব সুন্দরভাবে আপনি গানটি পরিবেশন করেছেন। গানটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এরকম আরো সুন্দর গান আমরা আপনার কন্ঠে শুনতে পাবো।

আমারও বেশ পছন্দের একটি গান আপু। অনেকদিন পরে কভার করে শেয়ার করলাম।

গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আপনার গাওয়া গানটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গানটা বেশি ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম আপনার গাওয়া আরেকটা গান শোনার জন্য।

আপনি আমার শেয়ার করা গানগুলো সব সময় শুনেন অনেক বেশি অনুপ্রাণিত করেন আমাকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

অসাধারণ একটি গান পরিবেশন করেছেন আপু। এই গান খুবই ভালো লাগে। আর এই গানটি অনেক শোনা হয়। অসাধারণ কন্ঠে আপনি চমৎকার গান পরিবেশন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া গানটি শোনার জন্য।

আপু আপনার মিষ্টি কণ্ঠে তৌসিফ এর এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গান একটা সময় অনেক চলেছিল। যদিও এখনও মাঝে মাঝে বাহিরে বের হলে শুনা যায়। এই গান আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি সম্পূর্ণ গান খুব সুন্দর ভাবে কভার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান কভার করার জন্য।

বেশ আনন্দিত হয়েছি আপু আপনার কাছ থেকে এত সুন্দর মতামত জানতে পেরে।

এক কথায় অসাধারণ হয়েছে আপু। শিল্পী তৌসিফ এর গান কখনো শোনা হয়নি তবে আপনার কন্ঠে তার লেখা গানের সুন্দর একটি কভার শুনতে পেলাম বেশ ভালো লাগলো আর আপনার কন্ঠটাও একদম অসাধারণ। অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী গান কভার শোনার জন্য।

হ্যাঁ ভাইয়া তাওসিফের গানগুলো খুবই সুন্দর হয়।

অসাধারণ একটি গান কভার করেছেন আপু।আপনার গলায় এই জনপ্রিয় একটি গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো।আমার এই গানটি ভীষণ পছন্দ।শুনতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এত সুন্দর প্রশংসা শুনে অনেক ভালো লাগলো আপু।

আপু চমৎকার গান উপহার দিলেন আপনি। গান হচ্ছে বিনোদনের অন্যতম মাধ্যম। তৌসিফ এর গান গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনি খালি গলায় বেশ সুন্দর গেয়েছেন। অনেকদিন পর এই গানটি শুনতে পেয়ে খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু ভালো থাকবেন।

অনেক ভালো লেগেছে ভাইয়া গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপনি। এই গানটা আমার কাছে বেশ ভালো লাগে। এই গানের কথাগুলো অনেক সুন্দর। যারা মন ছুয়ে যায়।

আপনাকে অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

এই গানটা একটা সময় অনেক শুনতাম। বেশ পছন্দের একটা গান ছিল এইটা বলতে পারেন। গানের কথাগুলো বেশ হৃদয়স্পর্শী। চমৎকার কভার করেছেন গানটা আপু। সত্যি দারুণ লাগল। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।

আমিও এক সময় অনেক বেশি শুনতাম। তবে হঠাৎ করে শুনেছি এবং কভার করে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি।

ঠিক বলেছেন কিছু গান আছে হাজার বছর শুনলেও পুরনো গান মনে হয় না। আজকে আপনি তৌসিফ এর চমৎকার একটি গান আমাদের মাঝে কভার করেছেন। সত্যি আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো। গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। গানটি সুন্দর করে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত গেয়ে কভার করেছেন।

ধন্যবাদ আপু আমার গান কভারটি শুনে ভালো লাগার জন্য।

অসাধারণ একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গানটি আমার অনেক প্রিয়। আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আপনি পুরো গানটি খুব সুন্দর ভাবে কভার করেছেন ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে গানটি শোনার জন্য।

সুস্বাগতম আপু।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
এই সুন্দর গানটি আমার অনেক প্রিয়। আপনার সুরেলা কন্ঠে শুনতে পেয়ে দারুন লাগলো। অনেকদিন পর শুনলাম এই গানটি। বেশ ভালোভাবে কভার করেছেন আপু। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি।

অনেক ভালো লাগলো আপু আপনার পছন্দের গানটি শেয়ার করতে পারছি বলে।

খুবই সুন্দর একটি গান কভার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি গান কভার শুনে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের অসাধারণ গান কভার এখানে শেয়ার করেছেন তা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ আপনার গান কভারগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি গান কভার শুনে খুবই ভালো লাগলো৷ ধন্যবাদ এত সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

ধন্যবাদ প্রতিনিয়ত আমার শেয়ার করা গানগুলো শোনার জন্য।