শুভ বিকেল সবাইকে,
প্রিয় পরিবারের সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনের আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। বন্ধুরা সবার দিনকাল কেমন যাচ্ছে ব্যস্তময় সময়ে। আশা করি ব্যস্ততার মাঝেও বেশ ভালো সময় কাটাচ্ছেন সে কামনা করি। আজকে আমি উপস্থিত হয়েছি একটি পোস্ট নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি বন্ধুরা ভিন্ন কিছু শেয়ার করতে আপনাদের সাথে। মাঝে মধ্যে রঙিন কাগজ দিয়ে কিছু জিনিস তৈরি করতে বসে পড়ি। যদিও তেমন সুযোগ সুবিধা হয় না কিন্তু যখন সময় পাই এবং সুযোগ পাই তখনই বসে পড়ি নতুন কিছু তৈরি করতে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সবার এত সুন্দর ক্রিয়েটিভিটি গুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমাকে সব সময় এগুলো করার জন্য উৎসাহিত করে সবার জিনিসগুলো দেখলে। তাই আমিও আর বসে থাকতে পারি না আগ্রহ নিয়ে বসে পড়ি।
যদিও ভালো কিছু তৈরি করতে পারি না কিন্তু চেষ্টা করতে আছি প্রতিনিয়ত। আশা করি এভাবে প্রতিনিয়ত চেষ্টা করতে করতে একদিন আমারও সফলতা আসবে রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করা। অথবা যে কোন ডাই প্রজেক্ট তৈরি করতে আমারও একদিন ইজি হয়ে যাবে ইনশাল্লাহ সে প্রত্যাশা করি। বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে যে ডাই পোস্ট শেয়ার করবো তা হচ্ছে রঙ্গিন কাগজ দিয়ে একটি কলম বক্স তৈরি করেছি। আমরা যখন ছোটবেলায় পড়ালেখা করেছি তখন আমাদের ব্যাগ একটি কলম বক্স থাকতো। হয় তো কারো থাকতো, না হয় কারো থাকতো না এমন অবস্থা। তবে এখনের বাচ্চাদের অবশ্যই থাকে ব্যাগের ভিতর বিভিন্ন কলম নিয়ে কলম বক্স। আমরা বিভিন্ন আইটেমের বিভিন্ন কালারের কলম বক্স গুলো বাচ্চাদেরকে বাজার থেকে কিনে এনে দিতে চেষ্টা করি।
সেই চিন্তা ভাবনা থেকে আমি আজকে একটি কলম বক্স তৈরি করে নিয়েছি রঙিন কাগজ ব্যবহার করে। সেই কলম বক্স তৈরি করার পর অনেক ভালো লেগেছে আমার। আমি আজকে সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কলম বক্স তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কলম রাখার পরে বেশ ভালো লাগলো কলম বক্সের মধ্যে। এটা এত টেকসই হয়েছে যে ব্যাগের মধ্যে ইউজ করা যাবে। শুধু কলম কেন কোন প্রসাধনীয় রাখা যাবে ছোটখাটো। এছাড়াও শোপিস আকারে রাখা যাবে ভিতরে কোন জিনিস রেখে। তাহলে শুরু করা যাক বন্ধুর আর দেরি না করে—-
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
রঙ্গিন কাগজ।
কাঁচি।
গাম।
কেক এর বক্স ।
সাদা পুঁতি।
প্রথম ধাপঃ
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপকরণ সমূহ সব নিয়ে দেখালাম। এখন কলম বক্স তৈরি করার জন্য একটি কেকের কার্টুন নিয়ে সেটাকে কেটে ভাঁজ দিয়ে তৈরি করে নিলাম। উপরের অংশ কাঁচি দিয়ে কেটে নিয়ে গাম দিয়ে লাগিয়ে দিলাম।
দ্বিতীয় ধাপঃ
আপনারা দেখতে পাচ্ছেন আমি কলম বক্সের দুটি পার্ট তৈরি করে নিলাম। সেই পার্ট দুটিতে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে এখন। কলম বক্সের একটি অংশ রঙ্গিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের অংশ রঙিন কাগজ দিয়ে আবার মুড়িয়ে নিচ্ছি। ধাপে ধাপে গাম দিয়ে লাগিয়ে দিয়ে রঙিন কাগজ মুড়িয়ে দেওয়ার কাজ কমপ্লিট করে নিলাম।
চতুর্থ ধাপঃ
বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি দুটি অংশ রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন কলম বক্স তৈরি হয়ে গেছে। কলম বক্সের উপরে আমি পুঁতি দিয়ে সাজিয়ে নেব গাম দিয়ে লাগিয়ে দিয়ে।
পঞ্চম ধাপঃ
কলম বক্সের উপরে যখন গাম দিয়ে পুঁতি লাগিয়ে দিলাম দেখতে ভিন্ন ধরনের একটি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এভাবেই ধাপে ধাপে কলম বক্স তৈরি করার কাজ শেষ হয়ে যায়।
উপস্থাপনা
বন্ধুরা আপনাদের নিশ্চয়ই বেশ ভালো লেগেছে। আমার কিন্তু দারুন লেগেছে তৈরি করার পরে। ভিতরে যখন কলম দিলাম বেশ ভালো লাগলো দেখতে। বাস্তবে এই কলম বক্স ব্যবহার করা যাবে অনেক টেকসই হয়েছে। তাছাড়া অবশ্যই শোপিস হিসেবে সুন্দর করে রেখে দেওয়া যাবে। তাছাড়া ছোটখাটো জিনিস রাখার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | রঙ্গিন কাগজ দিয়ে কলম বক্স তৈরি। |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
![Polish_20230713_210902326.png] ()
https://x.com/nahar_hera/status/1813228332668100681?t=AO1igR35StcF93avvrcuZQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, আপু আপনি তো দারুণভাবে কলম বক্স তৈরি করেছেন। বক্সের ওপরে পুঁতি দিয়ে অনেক সুন্দর ভাবে ডিজাইন করেছেন। এ বক্সগুলো বাচ্চারা পেলে ভীষণ খুশি হবে। আর এভাবে বক্স তৈরি করে আমরা অনেকগুলো কলম বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস একত্রে রাখতে পারব। খুবই ভালো লাগলো আপু আপনার পোস্ট ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি আপু রঙিন কাগজ দিয়ে কলম বক্স তৈরি করার। তবে করার পরে বেশ ভালো লাগলো দেখতে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে তৈরি কলম বক্সটি অনেক সুন্দর লাগছে আপু। ওপরে পুঁথিগুলো দেওয়ার ফলে আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনাকেও সময় দিয়ে দেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার তৈরি করা কলম বক্স অসাধারণ হয়েছে। বিশেষ করে উপরের ঢাকনায় সুন্দরভাবে পুঁথি ব্যবহার করে সাজিয়ে তুলেছেন দেখে অনেক ভালো লাগলো। আর কলম বক্স তৈরির ধাপগুলো উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত প্রশংসা করলেন অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও মাশাল্লাহ কি ক্রিয়েটিভিটি রে ভাই। আমি তো পুরো অবাক। এমন একটা কলম বক্সে মনে মনে খুজছিলাম আপু। আপনি যে এত সুন্দর করে কলম বক্স বানাতে পারেন কে জানে। কে বললাে আপু কোন কিছু বানাতে পারেন না। জাস্ট অসাধারণ হয়েছে আপু। আমাকে গিফট করে দেন খুবি পছন্দ হয়েছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছ থেকে এত সুন্দর একটি মতামত পেয়ে অনেক উৎসাহ পেয়েছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ভালো লাগলো আপু আপনার প্রতিভা সম্পন্ন সুন্দর একটি পোস্ট দেখে। বেশি দারুণভাবে আপনি আপনার ডাই পোষ্ট তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট তৈরি করাটা। দেখে অনেক অনেক ভালো লাগলো আমার আপনার সুন্দর এই পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দোয়া করবেন ভাইয়া চেষ্টা করতেছি ভিন্ন কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে প্রতিনিয়ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি রঙিন কাগজ এবং কেক এর বক্স দিয়ে খুব সুন্দর কলম বক্স বানিয়েছেন। আপনার কলম বক্স তৈরি অসাধারণ হয়েছে। তবে আমরাও ছোট কালে ব্যাগের মধ্যে কলম বক্স রাখতাম। তবে আপনার কলম্ব বক্স এর মধ্যে সাদা পুঁতি ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কলম বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মত আমিও ব্যাগের মধ্যে কলম রাখতাম। তখন কলম বক্স আমরা ব্যবহার করতাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি বক্স তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি বক্স দেখে খুবই ভালো লাগলো৷ এখানে এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন৷ একইসাথে এর আউটলুক অনেক সুন্দর হয়েছে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া অনেক সময় লেগেছে আমার এই প্রজেক্ট তৈরি করতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি দারুণ ভাবে কলম বক্স টি তৈরি করছেন। সত্যি বলতে বক্স টি দেখে মুগ্ধ হলাম।এই ধরনের কাজ গুলো করতে একটু বেশি সময় লাগে।কিন্তু কাজ শেষে যখন সেটা দেখতে ভালো লাগে তখন আর কিছু মনে হয় না।আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছিল তৈরি করার পরে যখন দেখতে বেশ ভালো লাগছিল তখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এভাবে চেষ্টা করতে থাকেন একদিন আপনিও সবার মতো চমৎকার সব ডাই উপহার দিতে পারবেন। তবে আপনার আজকের এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কলম বক্স তৈরি করেছেন। আপনার বানানো এই কলম বক্স খুব সুন্দর হয়েছে। পুঁতি দিয়ে এর উপরে ফুল লাগানোর জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু দোয়া করবেন চেষ্টা করতে থাকলে অবশ্যই ভালো পর্যায়ে চলে যেতে পারবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit