আমার বাংলা ব্লগ পরিবারের
কবিতা | “মায়ের ভালবাসা” |
---|---|
আবৃত্তিতে | সামশুন নাহার হিরা@samhunnahar |
লেখা | @samhunnahar |
এডিট | @samhunnahar |
আমার কবিতা আবৃত্তি ভিডিও লিংক
[কবিতার লিরিক্স]
“মায়ের ভালবাসা”
আর কিছু না শুধু তোমাকে
হারানোর ভয় মা!
আমি জানি তুমি আজ আর ভাল নেই।
এই পৃথিবীতে একমাত্র স্বার্থহীন
ভালবাসা হলো মায়ের ভালবাসা।
থাকেনা কোন স্বার্থ,
থাকে শুধু সন্তানের উজ্জল ভবিষৎ এর আশা।
মাগো! কত রাত জেগেছ তুমি
আমায় বড় করতে
তোমার ছিলনা শীতের ভয়,
ছিলনা গরমের অস্বস্তি
ছিল শুধু আমাকে হারানো ভয়।
মা তুমি হীনা
থেমে যেতো জীবন আমার
থেমে যেতো আমার প্রাণের বীণা।
এখন আমি বেশ বড় হয়েছি,
এসেছি অনেক দূরে চলে।
তোমার কথা মনে করলে
ভাসে আমার আঁখি জলে।
তোমার শাড়ির আঁচলের মত ছায়া
তোমার ভালবাসার এত মায়া,
কারো সাথে হয় না কোন তুলনা।
যখন আমি আমার সন্তানকে খাওয়ায়
তখন তোমার কথা মনে পড়লে গো মা!
মন আমার ছুঁয়ে যায় বিষন্নতায়,
বুকের বিতর বিরাজ করে শূন্যতায়।
আমি যখন আমার সন্তানদের ঘুম পাড়ায়
আমার মনে পড়ে সেই তোমার
আদর মাখা চুমুর কথা।
কত মধুর ছিল,
ছিল কত আনন্দ ঘন মুহূর্ত।
আজ আমরা সবাই বড় হয়ে গেছি
সবাই সংসার নিয়ে বেশ ব্যস্ত আছি।
তুমি আছ দূরে মা, মন চাইলে ও
সব সময় ছুটে চলে যেতে পারি না।
তুমি ভাল থেকো মা!
তুমি সুখে থেকো সব সময়।
পৃথিবীর সকল মা ভাল থাকুক,
সুখে থাকুক,
সকল মাকে অনেক অনেক ভালবাসি।
জীবনের প্রতিটি দিন হউক মাতৃত্ব দিবস!!
সমাপ্তি।
সোর্স
প্রিয় বন্ধুরা আমার আজকের কবিতা আবৃত্তি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।মতামত দিয়ে জানালে ভাল লাগবে।আশা করি সকলের কাছে ভাল লাগবে।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
💝ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে।💝
https://steemit.com/hive-129948/@samhunnahar/fuozd-or-or-or-or-samhunnahar
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু মা কে নিয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন । আপনার এই কবিতা শুনে খুব ভালো লেগেছে । এমন কবিতা শুনতে অনেক ভালো লাগে।আপনার কণ্ঠে এই কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু এর আগের বার একটি কবিতা আবৃত্তি করেছিলাম অনেক অনুপ্রেরণা পেয়েছিলাম আপনাদের।এইবার ও ভালো লেগেছে শুনে অনেক উৎসাহ পেয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু অস্থির ছিল আবৃত্তি টা ৷ আসলে আপনি কবিতা বেশ ভালোই লিখতে পারেন ৷ তা প্রতি সপ্তাহে দেখি ৷ আসলেই মাকে হারানোর ভয়ে প্রতি মূহুর্ত ৷ আর মা তো হলো পুরো পৃথিবী ৷ যাকে ছাড়া পৃথিবী যে ফাকাঁ ৷অনেক ভালো লাগলো আপু ৷ অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু ৷ এভাবেই নতুন নতুন ইউনিক কবিতা উপস্থাপনা করবেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করেছি ভাইয়া সুন্দর করে আবৃত্তি করার তবে ভালো লেগেছে শুনে অনেক খুশি হয়েছি।চেষ্টা করব আরো সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অতি সুন্দর একটি কবিতা লিখেছেন,কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দিয়ে পাশে থেকে সহযোগিতা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit