"ঝিঙের সাথে চিংড়ি দিয়ে মজাদার রেসিপি"

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম/আদাব



বন্ধুরা সবাই কেমন আছেন? সবাই নিশ্চয় ভাল আছেন? আমি ও আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি। আমি সামশুন নাহার হিরা@samhunnahar।আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের মজার মজার মন্তব্য পড়তে খুবই ভাল লাগে। তাই আবার ও চলে এসেছি নতুন ব্লগিং নিয়ে। আজকের ব্লগ হচ্ছে রেসিপি নিয়ে। আমি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়।

আজ আমি শেয়ার করবো ঝিঙে দিয়ে চিংড়ির মজাদার ঝোল।চিংড়ির সাথে যেকোন সবজি ভাল লাগে। আমরা সচরাসর চিংড়ি দিয়ে বিভিন্ন ধরনের সবজি রান্না করে থাকি। আমার কাছে চিংড়ি দিয়ে ঝিঙে সবজির রান্না অনেক ভাল লাগে। আমি প্রায় সময় ঝিঙে, চিচিঙ্গে ভাজি ও চিংড়ি দিয়ে রান্না করে থাকি। আমরা জানি ঝিঙে ও চিচিঙ্গে বর্ষাকালীন সবজি। কিন্তু আমি এখন দেখি এই দুই টা সবজি সারা বছর জুড়ে পাওয়া যায়। এই দুই টা কেন সব সবজি ই বারো মাস পাওয়া যাচ্ছে।

এই ঝিঙে সবজি দেখতে যেমন সুন্দর তেমনি খেতে ও সুস্বাদু হয়। এখন সব সবজি বারো মাস খাওয়া যায় বললে তেমন ভুল হবে না। বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি। আর কথা নয়, এখন চলে যাব আমার রেসিপি তে। এখন আমি দেখাবো আমার পদ্ধতি তে আমি কিভাবে চিংড়ি এবং ঝিঙে রান্না করি। চলুন দেখা যাক-

1.jpg


উপকরণ সমূহ


  • ঝিঙে-৫০০ গ্রাম

  • চিংড়ি মাছ- ২০০ গ্রাম

  • পেঁয়াজ কুচি- ২ টি

  • রসুন কুচি- ৪/৫ কোয়া

  • শুকনা মরিচের গুঁড়া

  • হলুদ গুঁড়া

  • ধনিয়ার গুঁড়া

  • জিরা গুঁড়া

  • লবণ স্বাদমত

  • তেল পরিমাণ মত

2.jpg

রন্ধন প্রক্রিয়া


ধাপ-১


প্রথমে আমি ঝিঙে গুলোর খোসা ভাল করে ফেলে দিবো। খোসা ছাড়ানোর পর টুকরো টুকরো করে নিবো। আপনারা আপনাদের পছন্দ মত সাইজ করে নিতে পারেন। টুকরো করে নেওয়ার পর ভাল করে ধুয়ে নিবো। ধুয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিয়ে অন্য ধাপে যাবো।

sobji.jpeg

sobji1.jpeg

sobji2.jpeg

sobji3.jpeg

sobji4.jpeg

ধাপ-২



চিংড়ি মাছ নিয়ে ধুয়ে নিয়েছি।
এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিবো। পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া ও লবণ। সব উপকরণ এক সাথে নিয়ে পানি দিয়ে মিক্স করে নিয়েছি।

sobji7.jpeg

sobji8.jpeg

sobji5.jpeg

sobji6.jpeg

ধাপ-৩



এখন রান্নার জন্য একটা কড়াই চুলায় বসায় দিয়ে চুলার জ্বাল মাঝারি আঁচে রেখেছি। পাত্রটি গরম হলে তাতে পরিমাণ মত তেল দিয়ে দিয়েছি।

sobji9.jpeg

sobji10.jpeg

ধাপ-৪



তেল গরম হলে পেঁয়াজ, রসুন ও চিংড়ি মাছ দিয়ে ভেজে নিবো। ভাল করে ভেজে ব্রাউন কালার করে নিবো।

sobji11.jpeg

sobji12.jpeg

sobji13.jpeg

sobji14.jpeg

ধাপ-৫


পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ ভাজা হলে মিক্স করা মসলা ঢেলে দিবো। ঢেলে দিয়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিবো।

sobji15.jpeg

sobji16.jpeg

sobji18.jpeg

ধাপ-৬



সব মসলা কষা হয়ে এলে এবার দিয়ে দিব ঝিঙে। ঝিঙে দিয়ে ভাল করে মসলা মিশানোর পর সিন্ধ করে নিবো। চুলার জ্বাল মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে থাকবো। যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা নিয়ে ফেলবো।

sobji19.jpeg

sobji20.jpeg

sobji21.jpeg

sobji22.jpeg

sobji23.jpeg

শেষ ধাপ



এই ধাপ হচ্ছে রান্নার শেষ ধাপ। আমার রান্না প্রায় হয়ে এসেছে এই ধাপে এসে।এখন আমি চুলা থেকে নামায় নিয়ে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো। এরপর আমি একটা বাটিতে নিয়েছি পরিবেশনের জন্য।আমার আজকের রেসিপি ঝিঙে আর চিংড়ি দিয়ে মজাদার রান্না দেখতে যেমন ভাল হয়েছে তেমনি খেতে ও হয়েছে অনেক স্বাদের।

sobji24.jpeg

sobji25.jpeg

আমার রান্না কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপানাদের মতামত আমার রান্নার/ব্লগিং এর স্বার্থকতা। আপনাদের ভাল লাগা মানে কাজের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। আশা করি সকলের কাছে ভাল লাগবে।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বর্ণানা দেওয়া হলো


ছবিতে ব্যবহার করা ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

ধন্যবাদ সবাইকে

294693058_579947456903579_8904683423567108283_n.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু এখন সব ধরনের সবজি প্রায় বারো মাসেই পাওয়া যায় এখন আর কোন সিজন লাগেনা। ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের রেসিপি টি বেশ ভালো লাগলো আপু আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন। তরকারির কালার টা খুবই লোভনীয় হয়েছে তবে এত গুঁড়া মরিচ খাওয়া ঠিক না শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।চিংড়ি মাছ দিয়ে রান্না করা যেকোন তরকারি খুবই সুস্বাদু হয় আশাকরি আপনার রেসিপি টি খেতে খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

আপু আপনি ঠিক বলেছেন এখন সিজন লাগে না। সব সময় পাওয়া যায় সব সিজনের সবজি।ধন্যবাদ আপু

আপু রান্না অনেক ভাল হয়েছে।তরকারির রং টা অনেক সুন্দর হয়েছে।আমার কাচা মরিচের তরকারির চেয়ে শুকনা মরিচ/মরিচের গুড়ার তরকারিই ভাল লাগে।ধন্যবাদ আপু রেসিপি টি শেয়ার করার জন্য।

ভাইয়া ঠিক বলেছেন, কাঁচা মরিচ কখন খাবো একটা সিজন আছে।এই গরমে কাঁচা মরিচ ঘন ঘন খেলে টয়লেটে আসা-যাওয়ার লাগে😅।আর বড় মাছ হলে রান্না করি।তবে শীতে কিন্তু কাঁচা মরিচ ছাড়া চলে না।আমি গরমের দিনে শুকনা মরিচ দিয়ে রান্না করে।কিছু মাছ আছে কাঁচা মরিচে ভাল লাগে।আবার কিছু আছে শুকনা মরিচে ভাল লাগে।

আপনি ঠিকই বলেছেন চিংড়ির সাথে সব ধরনের সবজি খুব ভালো লাগে। চিংড়ি মাছ আসলে আমার খুব পছন্দ। আর বড় চিংড়ি হলে তো কোন কথাই নেই। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপু আমার ও খুব পছন্দের চিংড়ি মাছ।বড় হলে ত আমার বাচ্চারা অনেক খুশি হয়।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

জিঙ্গার তরকারি বরাবরই আমার অনেক ফেভারিট আপনি চিংড়ি মাছের সাথে লোভনীয়ভাবে রেসিপি প্রস্তুত করেছেন রেসিপি দেখেই খুব লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে রন্ধন প্রণালী খুব সুন্দরভাবে তুলে ধরেছেন অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹

হুম ভাইয়া অনেক মজা হয়েছিল।আমার ও খুব ফেভারিট রেসিপি চিংড়ি আর ঝিঙে রান্না।

সব থেকে বড় কথা হলো আপু চিংড়ি মাছের রেসিপি যেকোনোভাবে প্রস্তুত করলেই আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছ আমার খুবই ফেভারিট একটি মাছ

তাহলে তু ভাল আপনাকে দাওয়াত দিলে চিংড়ি দিয়ে খাওয়াই নিতে পারবো😅😅

আসলে ঠিক বলেছেন ঝিঙ্গে এখন সারা বছরই পাওয়া যায় বেশিরভাগ সবজি এখন সারা বছর উৎপাদন করা হয়। আর চিংড়ি দিয়ে যেকোনো সবজি রান্না করলে অনেক বেশি মজা লাগে। আপনি অনেক চমৎকার ভাবে চিংড়ি দিয়ে ঝিঙে রান্না করেছেন। কালার দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে।

আপু খেতে অনেক মজাদার হয়েছিল।ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

ঝিঙের সাথে চিংড়ি দিয়ে মজাদার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে কারণ চিংড়ি দিয়ে যে কোন রেসিপি তৈরি করে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এবং আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে অনেক লোভনীয় এবং সুস্বাদু ছিল।ধন্যবাদ এত অভিনয় একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর করে সাবলীল ভাষায় আমার রেসিপি নিয়ে মনের ভাব প্রকাশ করেছেন

একদম ঠিকই বলেছেন আপু ঝিঙ্গে দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি ভালো। চিংড়ি মাছ দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। প্রায় সপ্তাহখানেক আগে আমাদের বাসায় ও আপনার চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করেছি। খেতে বেশ ভালোই লেগেছে‌। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপু আপনাদের বাসায় ও রান্না করেছিল জেনে বেশ ভাল লাগলো । ধন্যবাদ আপু।

ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখে জিভে জল চলে আসলো। রেসিপিটির কালার টা খুবই লোভনীয় লাগছে। চিংড়ি মাছের যেকোনো রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছ রান্না খেতে আমার খুবই ভালো লাগে। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সুন্দর মতামত দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য

এই কথাটা ঠিক বলেছেন আপু এখন সব সবজি বারো মাস পাওয়া যাচ্ছে। তার জন্যই আমাদেরও মনে হয় একটু সুবিধা হয়েছে। সব সবজি সব সময় খেতে পারছি। আমার কাছেও চিংড়ি দিয়ে এভাবে ঝিঙে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ঝিঙের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির কালার দেখতে খুবই সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে কথাটা সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আপু আপনি ঠিক বলেছেন আমাদের বারো মাস সবজি পেয়ে খেতে সুবিধে হচ্ছে।আমরা মজার মজার সবজি সারা বছর জুড়ে খেতে পারছি। ধন্যবাদ আপু

ঝিঙ্গার সাথে চিংড়ি মাছের বেশ মজাদার রেসিপি শেয়ার করেছেন। আমার মত চিংড়ি মাছ এবং ঝিঙ্গার কম্বিনেশন টা অনেক বেশি অসাধারণ। আপনার রেসিপি কালার টা এত বেশি সুন্দর এসেছে যে আমার এখনই ক্ষুধা লেগে গেছে। বোঝাই যাচ্ছে অনেক বেশি মজাদার হয়েছে। আমিও ঝিঙ্গা রান্না করলে বেশিরভাগ চেষ্টা করি চিংড়ি মাছ দিয়ে রান্না করার।

আপু সত্যি অনেক মজাদার ছিল। আপনি ঠিক বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপু আপনাকে অনেক