হ্যালো!
আসসালামুয়ালাইকুম/নমস্কার!
সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি।আমি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি।আমি পোস্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টাই ভিন্ন ভিন্ন পোস্ট করতে চেষ্টা করে যাচ্ছি। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পোস্ট ।আমি আজ আপনাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়েছি।ইলিশ মাছ আমাদের সবার প্রিয় একটি মাছ তা আমরা সবাই জানি।ইলিশ মাছ বিভিন্ন ভাবে আমরা রেসিপি করে থাকি।
ইলিশ মাছে যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে।আজ আমি ইলিশ মাছে বেগুন-টমেটো দিয়ে ভিন্ন স্বাদে রান্না করেছি।আমার আজকের ইলিশ মাছের তরকারি খেতে অনেক ভালো লাগছিল।কারণ ইলিশ মাছ টা সাইজে অনেক বড় ছিল।গত কয়েক দিন সাগরে মাছ ধরতে যাওয়া বন্ধ ছিল তাই ইলিশ মাছ খাওয়া হয়নি তেমন।তাই মাঝ খানে অনেক দিন গ্যাপ থাকায় হঠাৎ করে ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগছিল।কোন বরফের মাছ ছিল না একদম সাগর থেকে আনা টাটকা মাছ ছিল।তাই হয়তো একটু বেশি ভালো লাগছিল।ভাবলাম বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়।চলুন তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে ভাগ করে নিই।
এই ছবি Canva দিয়ে তৈরি করা।
উপকরণ | পরিমাণ |
---|---|
ইলিশ মাছ | দুই কেজি সাইজের ১টির অর্ধেক |
বেগুন | ১ টি |
টমেটো | ১ টি |
পেঁয়াজ | ২টি |
রসুন | ৫/৬ কোয়া |
আদা পেস্ট | ১ চামচ |
সরিষা পেস্ট | ২ চামচ |
টমেটো পেস্ট | ১ চামচ |
হলুদ গুঁড়া | ১ চামচ |
ধনিয়া গুঁড়া | ২ চামচ |
জিরা গুঁড়া | ১ চামচ |
কাঁচা মরিচ পেস্ট | ৩ চামচ |
তেল | পরিমাণমত |
লবণ | স্বাদমত |
ধনে পাতা কুচি | পছন্দ মত |
ধাপ-১
✔✔প্রথমে আমি একটা ২ কেজি সাইজের মাছ থেকে অর্ধেক নিয়ে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।ধুয়ে পানি ঝরান দিয়েছি।মাছ থেকে পানি সরে গেলে সেখানে আমি খুব সামান্য পরিমান করে লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে সব মাছের মধ্যে উপকরণ গুলোকে মেখে নিয়েছি।
ধাপ-২
✔✔দ্বিতীয় ধাপে মাছ গুলো রেডি হয়ে গেলে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান তুলে দিয়েছি।ফ্রাই প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিবো।তেল গরম হয়ে আসলে একে একে সব মাছ দিয়ে দিলাম।মাছ গুলোকে দুই সাইডে উল্টায় দিয়ে আমি ভেজে নিয়েছি।ভাজা হয়ে গেলে মাছ গুলোকে একটি প্লেটে মধ্যে তুলে নিয়ে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি।
ধাপ-৩
✔✔মাছ গুলো রান্না করার জন্য চুলার মধ্যে আমি আরেক টি কড়াই তুলে দিয়েছি।কড়াই গরম হয়ে আসলে পরিমান মত তেল ঢেলে দিয়েছি।তেল গরম হলে বাটা মসলা যেমনঃ পেঁয়াজ, রসুন, আদা,সরিষা বাটা, টমেটো পেস্ট এবং কাঁচা মরিচ বাটা দিয়ে সব ভালো করে মিক্স করে নিয়েছি।
ধাপ-৪
✔✔এখন দিয়ে দিব অন্যান্য উপকরণ গুলো- ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়ো,হলুদের গুঁড়া।এই উপকরণ গুলো দেওয়ার পরে আমি অন্যান্য মসলার সাথে আবার ভাল করে মিশিয়ে নিছি। সব উপকরণ মিশিয়ে নেওয়ার পরে অল্প করে পানি দিয়ে মসলা গুলোকে আবার সিদ্ধ করে নিচ্ছি।
ধাপ-৫
✔✔এখন দিয়ে দিবো কেটে রাখা বেগুনের টুকরো এবং টমেটোর টুকরো গুলো। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।সবজি গুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে।সবজি কষা হয়ে গেলে আগে থেকেই ভেজে রাখা মাছ গুলো এক এক করে সব দিয়ে দেব।মাছ দেওয়া শেষ।
ধাপ-৬
✔✔এখন মাছ গুলোর মধ্যে পরিমাণ মতো ঝোল দিতে হবে।আমি আমার পছন্দ মত ঝোল দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মত ঝোল বাড়াতে বা কমাতে পারেন।পরিমান মত ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ভাল করে সিদ্ধ করে নিতে হবে।আমার আজকের তৈরি করা বেগুন টমেটোর ইলিশ রেসিপি প্রায় হয়ে এসেছে।এখন ঢাকনা তুলে নিয়ে দেখলাম তরকারি রান্না প্রায় শেষের দিকে।তাই আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা গুলো উপরে ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।
শেষ ধাপ
✔✔চুলা বন্ধ করে দিয়ে কড়াই টি চুলা থেকে নামিয়ে ফেলে ঠান্ডা করতে রেখে দিলাম কিছুক্ষণ।ঠান্ডা হলে একটি বাটিতে নিয়ে নিলাম পরিবেশনের জন্য।আপনারা দেখতে পাচ্ছেন একটি বাটিতে নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য।নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের তৈরি করা বেগুন টমেটো দিয়ে ইলিশ রেসিপি টা খেতে কেমন মজা হবে।
হ্যাঁ বন্ধুরা! ঠিক বুঝতে পারছেন অবশ্যই অনেক মজা হয়েছিল।যেহেতু মাছ টা অনেক বড় ছিল সাইজে। আর ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করে খেলে অনেক মজার হয়।আমার আজকের ব্লগ টি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলে কাজ করতে অনেক বেশি আগ্রহ বেড়েছে যায়।আপনাদের সুন্দর মন্তব্য পড়তে খুব ভাল লাগে,কাজের প্রতি অনেক বেশি অনুপ্রেরণা জাগে।
ব্যবহার করা ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | রেসিপি |
আজ এ পর্যন্ত, আমার আজকের লেখা এখানে শেষ করতেছি।আবার উপস্থিত হব আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন কোন ব্লগ নিয়ে।সবাই ভালো থাকবেন।ধন্যবাদ সবাইকে।
@samhunnahar
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
ইলিশ মাছ আমার খুব প্রিয়। আপনার বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে রন্ধন প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু টমেটো বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে অনেক মজা হয়।ইলিশ মাছটি অনেক মজার ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু ইলিশ মাছের সাথে যে কোন সবজি খেতেই অনেক ভালো লাগে। আসলে সবই ভালো লাগে একমাত্র ইলিশ মাছের ছোঁয়ায়।। ইলিশ মাছ আমার খুবই ফেভারিট যেকোনোভাবে রেসিপি প্রস্তুত করলে খেতে অনেক ভালো লাগে।। আপনি লোভনীয়ভাবে রেসিপিটি প্রস্তুত করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখেই জিভে জল চলে আসলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া অনেক মজার একটি মাছ।আমি সারা বছর খেতে পারব আমার কোন একঘেয়েমি লাগবেনা।হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেগুন দিয়ে ইলিশটা প্রায়ই হয়, যদিও বাড়িতে পছন্দ করে ভাঁপা। সরষে, পোস্ত, নারকেল বেটে ভাঁপা, যেনো জিভে লেগে থাকার মতই।তবে ইলিশ এমন একটা মাছ যে কোন ভাবে রান্না করলেই ভালো লাগে। আমাদের বাড়িতে সরস্বতী পুজো ,বিজয়া দশমী এবং লক্ষ্মী পুজো তে এই ভাবে বেগুন দিয়ে কালো জিরে ফওড়ন দিয়ে ইলিশের পাতলা ঝোল করে। সে এক অভাবনীয় স্বাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু ইলিশ যেভাবে রান্না করেন না কেন জিভে জল আসে যাই দেখলে।তবে আপনার রান্না করার পদ্ধতি টা ঠিক আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু টাটকা ইলিশ মাছ খেতে সত্যি অনেক মজার হয়ে থাকে । আর আপনার ইলিশ মাছ যেহেতু টাটকা এবং অনেক বড় সাইজের সেহেতু এটি যে খুবই সুস্বাদু হবে তা বলার অপেক্ষা রাখে না । আর আপনি খুবই দারুণ একটি পদ্ধতিতে রান্নাটি করেছেন । এভাবে কখনো টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়া হয়নি । আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম । বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ঠিক বলেছেন আসলে মাছ টা অনেক মজার ছিল।যেহেতু অনেক তরতাজা ছিল তাই।আপু আমাদের এখানে ইলিশ মাছ যথেষ্ট পাওয়া যায়।তাই আমি এক এক সময় এক এক পদ্ধতিতে রান্না করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় বলে যে মাছের মধ্যে ইলিশ ৷ আর সবচেয়ে বড় ইলিশ মাছ টি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ৷ আর আপনার করা ইলিশ রেসেপিতে দেখলাম বেশ বড় বড় চাকা করেছেন ৷ মনে হয় মাছটি বড়ই ৷ আপনি বেগুন টমেটো দিয়ে বেশ চমৎকার করে রান্না করেছেন ৷ দেখে অনেক লোভ পাচ্ছে আপু ৷
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আসলে মাছের রাজা যখন আমাদের ইলিশ।তখন সেটার স্বাদের কথা তো আর বলে বোঝাতে হচ্ছে না।হ্যাঁ ভাইয়া মাছটা অনেক বড় ছিল দুই কেজির একটি মাছ খেতে দারুণ হয়েছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া আসলেই ইলিশ মাছ ছাড়া আমাদের পহেলা বৈশাখ পালন করা হয়ে উঠে না।ইলিশ মাছ দিয়ে পহেলা বৈশাখে পান্তা ভাত খাওয়ার স্বাদ অন্যতম।আমি খুব কম মানুষ দেখেছি ইলিশ মাছ পছন্দ করে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কথাটা একদম ঠিক বলেছেন আপু ইলিশ মাছের সাথে যে কোন সবজি ব্যবহার করলে সেটা খেতে অনেক সুস্বাদু হয়। আরে বেগুনের সাথে যেন ইলিশ মাছের অন্যরকমের একটা সম্পর্ক রয়েছে। টমেটো ব্যবহার করার ফলে আপনার রেসিপিটা আরো বেশি সুস্বাদু হয়েছে বলে আমি মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশের সাথে বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে।দু-একটা টমেটো হলে মন্দ হয় না খেতে ভালো লাগে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু যেকোনো সবজির সঙ্গে ইলিশ মাছের সুন্দর একটা কম্বিনেশন আছে। আমিও সবসময় ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করার চেষ্টা করি। আর কচুশাক দিয়ে রান্না করার চেষ্টা করি ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারিই খেতে পছন্দ করি। এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশের সাথে যে কোন সবজি দিলে মনে হয় ইলিশের গুণে অন্যান্য সবজির স্বাদ আরও বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়ালাইকুম আসসালাম,
আপনার বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি টা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিল। আসলে ইলিশ মাছ মানেই সেরা। আমাদের জাতীয় মাছ বলে কথা। শুনতাম আগে নাকি এক বাড়িতে ইলিশ মাছ রান্না করলে পুরা মহল্লাটাই জেনে যেত যে আজ কেউ ইলিশ মাছ রান্না করছে। যাহোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই সুন্দর রেসিপিটা উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তা একদম ঠিক বলেছেন।আগের ইলিশ মাছ গুলো এমন সুগন্ধি ছিল ইলিশ মাছ রান্না করলে খবর হয়ে যেত।ছোটকালের সে কথা আমার এখনো মনে আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু যে কোন সবজির সাথে ইলিশ মাছ রান্না করলে খেতে ভালো লাগে। বেশ কিছুদিন যেহেতু সাগরে মাছ ধরা নিষেধ ছিল তাই তো বড় সাইজের ইলিশ মাছ পেয়ে গেছেন। আর বেশ কিছুদিন পর যদি প্রিয় খাবারগুলো খাওয়া হয় তাহলে বেশ ভালো লাগে খেতে। বেগুন ও টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপি দারুন হয়েছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাগরে যদি কিছু দিন মাছ ধরা বন্ধ করে দেই তাহলে বড় বড় মাছ পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছ পছন্দ করেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে । ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। ইলিশ মাছ দিয়ে যা রান্না করা হোক না কেন খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু ইলিশ মাছ ছোট-বড় সকলের প্রিয়।যে কোন সবজি দিয়ে রান্না করা হোক না কেন আমারও খেতে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছের মজাদার রেসিপি তৈরি করেছে। রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আর ইলিশের রেসিপির পরিবেশন অনেক ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মতামত দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম আপু।রেসিপি পরিবেশন টা খুব দারুন হয়েছে। খুব সুন্দর ভাবে রান্নার ধাপগুলো উপস্থাপন করেছেন। রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু পরিবেশনটা যেমন সুন্দর হয়েছে খেতে ও তেমন মজার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার তৈরি করার রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। সাধারণত আমরা ইলিশ মাছ রান্নার সময় ভেঁজে নেই না। আপনি ইলিশ মাছ ভেজে নিয়েছেন ব্যাপারটা আমার কাছে খুবই নতুন। আমি কখনো টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না খাইনি। আপনার রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। আমি বাসায় চেষ্টা করবো এভাবে রান্না করা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমরাও ইলিশ মাছ ভেজে রান্না করি না তবে আমি এবার ভেজে রান্না করেছি কিন্তু ভাজা ছাড়া রান্না করলে খেতে বেশি মজা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছ আমার খুব পছন্দের একটি মাছ। ইলিশ মাছের মাথা খেতে আমার খুব ভালো লাগে। আমি অনেক রকম ভাবেই ইলিশ মাছ খেয়েছি। তবে বেগুন টমেটো দিয়ে কখনো খেয়ে দেখি নাই। আপনার রেসিপিটি দেখে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করে দেখব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া ইলিশ মাছের মাথা খেতে অনেক মজার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইলিশ মাছ আমাদের সকলের খুব প্রিয়। ইলিশ মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনি বেগুন টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি করেছেন। আমার তো আপনার রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। একদম মুখে আমার জল এসে গেল রেসিপি দেখে। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু জিবে যখন জল এসে গেছে তাহলে তো খাওয়াতে হবে বাসায় চলে আসেন দাওয়াত রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না বেশ মজার হয়।আমিও এভাবে রান্না করি।অনেক সময় মাছ না ভেজেও রান্না করি খেতে ভালোই লাগে।অনেক সুন্দর হয়েছে রেসিপিটি। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু আমি প্রায় সময়ই না ভেজে রান্না করি। তবে এবারে প্রথম ভেজে রান্না করেছি খেতে কিন্তু খারাপ হয়নি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit