রেসিপি-||তালের রসের মজাদার প্যান কেক রেসিপি||@shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

সবাই কেমন আছেন??

আমি@samhunnahar


বাংলা ভাষায় ব্লগিং প্রিয় ভারত-বাংলাদেশের সকল ব্লগার বন্ধুরা আশাকরি সকলে ভালো আছেন।লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ব্লগিং শুরু করতেছি।আমি আজ নতুন একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করব।আমার আজকে রেসিপি হচ্ছে তালের রসের প্যান কেক তৈরি।তালের সিজনে সবাই অনেক অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন আমার বাংলা ব্লগ।আমিও একবার তালের রস দিয়ে বড়া বানিয়ে শেয়ার করেছিলাম আপনাদেরকে।আমি তালের রস দিয়ে কিভাবে প্যান কেক তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করব।

pita16.jpg

তালের রস যেমন সুন্দর দেখতে,তেমনি সুস্বাদু একটি খাবার।এছাড়াও তালের রসের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণে ভরা।আমি তালের রস দিয়ে যে প্যান কেক তৈরি করেছি তাতে অনেক উপকরণ দিয়ে তৈরি করেছি।আমি তালের রস দিয়ে প্যান কেক তৈরি করার সময় তাতে ডিম দুধ বিভিন্ন পুষ্টি জাতীয় উপকরণ যেহেতু অ্যাড করেছি।তাহলে আপনারা বুঝতে পারছেন খাবার টা কতটুকু পুষ্টিগুণ সম্পন্ন হবে।এমন পুষ্টিগুণ সম্পন্ন খাবার শরীরের জন্য অনেক উপকারী।বিশেষ করে আমি বাচ্চাদেরকে এভাবে তালের রস দিয়ে প্যান কেক বানায় দিয়।আশা করি আমার আজকের তৈরি করা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।তাহলে শুরু করি তালের রসের মজাদার প্যান কেক রেসিপি-


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


উপকরণপরিমাণ
ময়দা১৫০ গ্রাম
চালের গুঁড়া১৫০ গ্রাম
তালের রস১/২ বাটি
গুঁড়া দুধ১/৩ বাটি
চিনিস্বাদমত
বেকিং সোডাঅল্প
তেল মাখার জন্য১০০ গ্রাম
তেল ভাজার জন্যপরিমাণ মত
ডিম১ টা
লবণস্বাদমত
কোরা নারকেলপছন্দমত

image.png

রন্ধন পর্ব-১



pita.jpg

pita2.jpg

pita3.jpg

pita1.jpg

pita4.jpg

প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি।তাতে আমি সব উপকরণ এক সাথে নিবো মাখার জন্য।একটি বড় বোল এ সব উপকরণ নিয়েছি।

রন্ধন পর্ব-২



pita5.jpg

এখন আমি বিটার বা হাতের সাহায্যে মিক্স করে নিবো।এমন ভাবে মিক্স করে নিতে হবে যাতে ভিতরে কোন ধরনের শক্ত থেকে না যায়।তাই প্রথমে হাত দিয়ে এরপর বিটারের সাহায্যে ভাল করে মিক্স করে নিয়েছি।প্যান কেকের ডো মিক্স যত বেশি ভাল হবে পিঠা তত বেশি নরম হবে।সব উপকরণ ভাল মত মিক্স করার পর ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি।


রন্ধন পর্ব-৩



pita6.jpg

pita7.jpg

pita8.jpg

pita10.jpg

এক ঘন্টা পর ফিরে এসেছি প্যান কেক তৈরি করার জন্য।প্যান কেক বানানোর জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসায় দিয়েছি।ফ্রাই প্যান গরম হলে পরিমাণ মত তেল মেখে দিয়েছি কারণ প্যান কেক তো কম তেলে ভাজা হয়।আমি অল্প অল্প তেল দিয়ে প্যান কেক ভেজে নিবো।কারণ ডো তৈরি করার সময় ১০০ গ্রাম তেল দিয়েছি।এখন তেল গরম হয়ে আসলে ডো দিয়ে দিবো।


রন্ধন পর্ব-৪



pita11.jpg

এখন আমি এক সাথে চারটা প্যান কেকের ডো দিয়েছি ফ্রাই প্যানে।ডো দেওয়ার পরে ফ্রাই প্যানের ঢাকনা ভালো করে আটকায় দিয়েছি।চুলার তাপ একদম লো তে রেখেছি যাতে পুড়ে না যায়।এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি।


রন্ধন পর্ব-৫



pita12.jpg

pita13.jpg

কিছুক্ষণ পরেই ঢাকনা নিয়ে ফেলে দেখেছি যখন প্যান কেক প্রায় হয়ে এসেছে।তখন প্যান কেক অন্য সাইটে উল্টায় দিতে হবে।এভাবে উল্টায় দিয়ে প্যান কেক ভেজে নিয়েছি।সব মেখে রাখা ডো এভাবে পর্যায়ক্রমে আমি সব প্যান কেক ভেজে নিয়েছি।


রন্ধন পর্ব-৬



pita15.jpg

pita16.jpg

এই পর্যায়ে আমার আজকের তৈরি করা তালের রস দিয়ে প্যান কেক তৈরি হয়ে গেল।তালের রস দিয়ে তৈরি করা প্যান কেক দেখতে যেমন কালারফুল তেমনি খেতেও অনেক মজাদার হয়েছে।আপনারাও চাইলে আমার রেসিপিটি দেখে এভাবে তালের রস দিয়ে প্যান কেক তৈরি করে নিতে পারেন যদি আপনাদের ইউনিক মনে হয়।আর যারা আগে থেকে জানেন ভাল কথা।নিশ্চয় আমার রেসিপি আপনাদের ভাল লেগেছে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqvbrjgRdc5s6T9umzbL9VGyFMV1GTAjUNHXz6UDut1kDFHrDWW6fW7z6g8Vqyyq6TNVrgRrZQEfksKN58VZbGvwqqs6hGWSR4gmyvNbEskZuS2e2WwbmQj5usbJmnoL7N28b9Shb96kS7qVP9casm9gvHMxzWMV8WKCGGzpAhbnebihnoFC2X1Htavqss.png

ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই মতামত দিয়ে জানালে খুশি হব।এছাড়াও কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে মন্তব্য করে সহযোগিতা করবেন।আজ আমি এখানে আমার লেখা শেষ করতেছি।আবার উপস্থিত হব নতুন কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@samhunnahar


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErUogEiSdZAWauW2HBq1zWnaXTkFLcSDf1FNjZSG74aKLZVGvRiXgXAoHNcwd2pCdbdU4UBDUSCpWCCEVSxQb1dLcZJjZwnHQ7cKET7dP2WdCG8XqX6kAVShvxwj4ADcqXM5SRVok8jcf6QUdnKuHYGEBSfAT19oFbhrhr1248EYdHUHm3UH5XWQxGVuZ7.png


WhatsApp Image 2022-11-20 at 9.12.56 PM.jpeg

আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি।আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

অসময়ে তালের প্যান কেকে মজার খাবার। আসলে বাচ্চারা কেক এমনিতে অনেক পছন্দ করে আর যদি হয় তালের তা হলে তো কথায় নেই।আমি মাঝে না
প্যান কেক বানাই তবে তাল দিয়ে কখনো বানিয়ে খায়নি, একদিন অবশ্যই বানাবো।প্রতিটি ধাপ সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপু রেসিপিটা আগে তৈরি করেছিলাম শেয়ার করা হয়নি।আর একটা কথা হচ্ছে যে আমার সব সময় তালরে রস সংগ্রহ করা থাকে ফ্রিজের মধ্যে।

আহা!! কি রেসিপি দেখালেন আপু, রেসিপি দেখেই তো খাওয়ার ইচ্ছে হচ্ছে😋। মনে হচ্ছে পরিবেশনের প্লেট থেকে টপাটপ নিয়ে গিলে ফেলি। তালের রসের মজাদার প্যানকেক তাও আবার গুড়া দুধ ও নারিকেলের সমন্বয়ে তৈরি। এ রেসিপির কি যে স্বাদ হবে তা উপকরণ গুলো দেখেই বেশ বুঝতে পারছি। খুবই সুস্বাদু ও মজাদার রেসিপির প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সত্যি ভাইয়া খেতে অসাধারণ ছিল।আপনি চলে আসেন আপনাকে দাওয়াত দিলাম তালের রসের প্যান কেক খাওয়ার জন্য।

তালের রসের প্যান কেক তৈরির খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে তালের রস দিয়েছে এই ধরনের জিনিসগুলো তৈরি করা যায় সেটা আমার জানা ছিল না। সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আজকে আপনার মাধ্যমে আমরা দেখতে পেলাম।

এই তালের রসের প্যান কেক আমার ভীষণ ভালো লাগে আমি প্রায় সময় করে থাকি।

আসলে তাল আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমিও এরকম কাঁঠালের রসের প্যানকেক তৈরি করেছিলাম। তালের রস দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। আপনার তালের রসের প্যানকেক দেখে খেতে ইচ্ছে করছে। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে রেসিপিটি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শুধু স্বাদের নয় আপু অনেক টেস্টি হয়।আপনিও ট্রাই করে দেখিয়েন একদিন।

আহা😋 দেখেই তো পানি চলে এসেছে।তালের রসের প্যান কেক বলেন বা ছোট অবস্থায় তালের শাসের কথা বলেন,সবই ভাল্লাগে।
খুবই লোভনীয় একটা খাবার।তালের সময় বাসায় মাঝে মাঝেই বানায়।
খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

তালের রসের এই কেক খেতে খুবই ভালো লাগে। আমি অনেক বার খেয়েছি খুবই সুস্বাদু হয়। এভাবে তালের রস দিয়ে মালাই কেক খেতে আরও বেশি সুস্বাদু লাগে।আপনি খুব সুন্দর ভাবে কেক তৈরির ধাপগুলো বর্ণনা করেছেন। ধন্যবাদ।

হ্যাঁ আপু ঠিক বলেছেন খেতে অনেক ভালো লাগে।তবে তালের রসের মালাই কেক খাওয়া হয়নি আমার।

আসলে ঠিক বলেছেন, ডিম দুধেও অনেক পুষ্টিগুণ থাকে। আমি এর আগে তালের বড় কেক তৈরি করেছি কিন্তু তালের প্যানকেক তৈরি করা হয়নি। আবার এমনি প্যানকেক গুলা তৈরি করি। ভালোই হয়েছে আপনি বাচ্চাদের জন্য খুব সুন্দর ভাবে তালের প্যানকেক তৈরি করেছেন। দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আমি আবার খেতে খুবই পছন্দ করি। তাছাড়া প্যানকেক যেকোনো বাচ্চারাই খেতে পছন্দ করে।

অনেক পুষ্টিগুণে ভরা একটি রেসিপি।আপু আপনিও তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা।

আপু তালের রসের পিঠা আমার খুব প্রিয়। আপনার পিঠাটা দেখেই আমার লোভ লেগেছিলো। তাই আগে দেখলাম আপনি কি কি উপরকরন ব্যবহার করেছেন। পরে দেখলাম এগারোটি উপরকন দিয়ে তালের রসের সুস্বাদু প্যান কেকটি তৈরী করেছেন। ধন্যবাদ আপু।

আপনার বেশ এক্সপেরিয়েন্স দেখছি।কয়টি উপকরণ দিছি সেটাও গুণে নিয়েছেন ধন্যবাদ।