ভিডিওগ্রাফিঃ- একটি নদীর দৃশ্যের ভিডিওগ্রাফি।

in hive-129948 •  last year 

সবাইকে জুমা মোবারক,

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগিংয়ে। আশা করি শুক্রবার দিন আপনাদের দিনকাল সকলেরই ভালো যাচ্ছে। তাছাড়া ব্যস্ততার মধ্যে যাচ্ছে সেটা স্বাভাবিক। তো বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটু ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমার আজকের মূল ব্লগিংয়ে চলে যাচ্ছি। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।

Add a heading (2).jpg

প্রতিনিয়ত ভিন্ন কিছু যেমন শেয়ার করার চেষ্টা করি। তেমনি সবার মাধ্যমে অনেক কিছু দেখে অনুপ্রাণিত হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাপ্তাহিক নিয়মে করা একটি ভিডিওগ্রাফি পোস্ট। প্রতি সপ্তাহে আপনারা অবশ্যই জানেন একটি করে আমি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করি। সে ভিডিওগ্রাফি গুলো তে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করার চেষ্টা করি। যখন সময় সুযোগ হয় তখন ভিন্ন ধরনের ভিডিও গুলো আমি মোবাইলে ধারণ করি। যখন সময় সুযোগ হয় তখন আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। আজকে আমি যে ভিডিওগ্রাফি টা শেয়ার করব সেটা হচ্ছে একটি নদীর দৃশ্য। যেখানে চলমান বোট থেকে আমি সাগরের/নদীর খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য নিয়েছি। সেই সাথে আকাশের দৃশ্য এবং পানির দৃশ্যের ভিডিও করেছিলাম। তো ভাবলাম সেই ভিডিওটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিব। আসলেই যখন গ্রামের বাড়িতে যায় মহেশখালীতে তখন নদী পথে যেতে হয় আমাদেরকে। যদিও গাড়িতে করে যাওয়া যাই। বেশ দূর থেকে ঘুরে যেতে হয়।

pic.jpg

তো দুইটা নদী পথ আছে মহেশখালীতে যাওয়ার। একটা হচ্ছে কক্সবাজারের মেইন জেটি থেকে যাওয়া হয়। বিকল্প নদী পথ হচ্ছে চৌফলদন্ডী ইউনিয়নের ব্রিজের পাশ দিয়ে আরেকটি ঘাট রয়েছে সেখান থেকে যাওয়া হয়। তবে কক্সবাজারের মেইন জেটি থেকে প্রায় সময় যাওয়া হয়। কিন্তু বিকল্প হিসেবে আমরা চৌফলদন্ডী ইউনিয়নের ব্রিজের পাশের ঘাট থেকেই কাঠের বোট দিয়ে যাওয়া আসা করি। দুই দিক থেকে বেশ ভালোই লাগে আমার যেতে। এই ভিডিওগ্রাফি টি আমি চৌফলদন্ডী ব্রিজের ঘাট থেকে নিয়েছিলাম। এখান থেকে যেতে বেশ ভালোই লাগে। কারণ নদী পথের দূরত্ব খুবই কম। তাছাড়া কাঠের বোট দিয়ে যেতে হয় অনেক সুন্দর ভাবে উপভোগ করা যায় সব কিছু। তাছাড়া যখন মেইন জেটি থেকে যাওয়া হয় তখন স্পিডবোট দিয়ে যাওয়া আসা করি। তখন আসলেই এত স্পিডে যাওয়া আসা করা হয় এই সময় ভিডিও গুলো নেওয়া সম্ভব হয় না। তো বন্ধুরা এই ভিডিওটি আমি কাঠের বোট যখন চলমান অবস্থায় ছিল তখন নিয়েছিলাম।

pic1.jpg

আশা করি আমার আজকের শেয়ার করা এমন সুন্দর একটি মুহূর্ত আপনাদের সকলের ভালো লাগবে। কারণ নদী পথে যাতায়াত করতে আমার আগে ভয় কাজ করলেও কিন্তু এখন তেমন ভয় কাজ করে না। যেহেতু সাথে বাচ্চারাও থাকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাথে নদীর খুব সুন্দর পানি। নীল আকাশ সব গুলো মিলিয়ে অসাধারণ একটি সময় যাই। তো বন্ধুরা আর দেরি না করে আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করি কেমন লেগেছে জানাতেই ভুলবেন না। তাহলেই শুরু করা যাক………

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নদীর দৃশ্যের দারুন একটা ভিডিওগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের পরিবেশ দেখলেই যেন মন ভালো হয়ে যায়। খুবই ভালো লাগলো আপনার ধারণা করা এই ভিডিওগ্রাফি দেখে।

আমার শেয়ার করা ভিডিওটি দেখেছেন খুব ভালো লাগলো।

যদিও এভাবে লঞ্চে কখনো ওঠা হয়নি। তবে টিভিতে এই দৃশ্য গুলো দেখেছি। নদীর দৃশ্যগুলো এত সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপু আপনি আপনার নিজের পোষ্টের মাঝে ভিন্নতা আনার চেষ্টা করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

তাহলে তো বেশ ভালোই হলো আপু। ভিডিওটির মাধ্যমে আপনি খুব আনন্দ উপভোগ করতে পারলেন।

বহমান নদী দেখতে খুবই ভালো লাগে আমার। কারণ নদীর মাঝে কেমন যেন আপন সুর আমি খুঁজে পাই। যাহোক ,আপনার এই ভিডিওগ্রাফিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। দারুন একটি ভিডিওগ্রাফির পোস্ট শেয়ার করেছেন আপনি।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনি প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন। শুভকামনা রইল আপনার জন্য।

দারুন একটি ভিডিও দেখতে পারলাম আপনার সুন্দর এই পোস্টের মধ্য দিয়ে। খুবই ভালো লাগলো আপনার ভিডিওটা দেখে। যেখানে নদীর বুকের দাঁড়িয়ে থাকা অনেকগুলো নৌকার দৃশ্য পাশাপাশি নদীর বুকে পানির ঢেউ খেলা। অনেক সুন্দর হয়েছে আশা করি মুহূর্তটা আপনার বেশ দারুন ছিল।

অনেক ভালো লাগলো ভাইয়া অনেক বেশি খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ।

এভাবে নৌকায় চড়তে আমার খুব ভয় লাগে। আপনারা বাড়িতে যাওয়ার সময় নদী পথে যাওয়া আসা করেন শুনেই ভয় লাগছে। সাঁতার জানেনতো আপু? না জানলে শিখে নেন। আর না হলে লাইফ জ্যাকেট সাথে নিয়ে যাতায়ত করবেন। তা যাই হোক বেশ সুন্দরভাবে নদীর দৃশ্য ভিডিও করেছেন । বেশ সুন্দর লাগছে। আকাশ নদীর পানি সব মিলিয়ে বেশ সুন্দর হয়েছে ভিডিওটি।

তেমন সাঁতার জানি না আপু। তবে নদীর পথে যাওয়ার দূরত্ব বেশি না। মাত্র ১৫ মিনিটের দূরত্ব।

হুম গ্রামে যাওয়ার সময় এমন দৃশ্য দেখলে তো ভালোই লাগে। আপনার ভিডিওগ্রাফি দেখে নদীর একটা ফিল পেলাম আপু। নদীতে অনেক ঢেউ! আপনি দেখছি অনেক সাহসী 😁

আগে অনেক ভয় পেতাম ভাইয়া। তবে এখন যেতে যেতে অনেক সাহস বেড়ে গেছে।