ঈদের কেনাকাটা শেষ করে গ্রামের উদ্দেশ্যে রওনা।

in hive-129948 •  2 years ago 

সবাইকে অগ্রিম ঈদ মোবারক!


সবাই কেমন আছেন? অনেক ব্যস্ত সময় পার করতেছেন সবাই। তো আরেকদিন পরে আমাদের ঈদ উৎসব শুরু হবে। আরব কান্ট্রিতে আজকে ঈদ পালন করা হচ্ছে। বেশ উৎসব মুখর একটি পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করতেছে সবার জন্য। আশা করি সবাই নিজ নিজ গন্তব্য স্থলে পৌঁছে গেছেন? ভেবেছিলাম ঈদ পালন করতে এবারে গ্রামে যাব না। কিন্তু বড় মেয়ের জন্য আর পারলাম না সে অনেক কান্নাকাটি করতেছে বাধ্য হয়ে ছোট মেয়ে অসুস্থ থাকার সত্ত্বেও চলে যেতে হচ্ছে। কারণ একটি বছর পরে আবার এই ঈদ পাবো জীবনে। মেয়ে অনেক বেশি মিস করতেছে তাই চলে যাচ্ছি। সবাইকে ঈদের দাওয়াত রইলো।

dress1.jpeg

dress3.jpeg

তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের কেনাকাটা নিয়ে কিছু কথা। আমি বেশ কয়েকদিন আগে কেনাকাটা করে ফেলেছি। তবে একসাথে করি নাই অল্প অল্প করে করেছি। কারণ বাচ্চারা যেহেতু ছোট একসাথে কিনতে গেলে অনেক বেশি লোড হয়ে যায় সেজন্য। প্রথমে মেয়ে দুজনের জন্য ড্রেস এবং জুতো কিনেছি এক দিনে। এরপরে ছোট মেয়ে অসুস্থ হয়ে যায়। ওর গায়ে প্রচুর পক্স ভাইরাসের আক্রমণ। তাই ওদেরকে বাসায় রেখে গিয়েছিলাম। তাই কেনাকাটার সময় তেমন কিছু ফটোগ্রাফি নিতে পারি নাই। কারণ আমার ছোট একটি হ্যান্ডসেট আছে সেটা আমি সাথে নিয়ে গেছিলাম আর এন্ড্রয়েড সেট বাসায় রেখে গিয়েছিলাম যেহেতু বাচ্চাদেরকে বাসায় রেখে গেছিলাম।

dress4.jpeg

ওদের বাবা তো অফিসে ছিল। এইবারে ঈদের জামা কাপড়ের অনেক দাম বলতে গেলে দ্বিগুন দাম বাড়িয়ে ফেলছে। যে জুতো একজোড়ো ৬-৭০০ টাকা দিয়ে কেনা হতো সেই জুতার দাম হচ্ছে যে ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা। ১০০০ টাকা কিংবা ৯০০ টাকার হয় যে ড্রেস, সেই ড্রেসের দাম হচ্ছে যে ২০০০ হাজার টাকা। বলতে গেলে আকাশ ছোঁয়া দাম। মেয়েদের জন্য দুইটা করে ড্রেস নিয়েছি। সব ড্রেস আমি সুতির মধ্যে কিনেছি গরমের দিনে সিল্ক পড়া যাবেনা।

dress5.jpeg

dress6.jpeg

এর পর জুতা কিনতে হবে। কেনাকাটা গুলো শেষ হয়ে গেলে এক পর্যায়ে স্বস্তি পায় কারণ বাচ্চাদের ড্রেসগুলো খুঁজতে অনেক বেশি সময় চলে যায়। হয়তো একই কালারের একই ডিজাইনের পাওয়া যায় না দুজনের জন্য আমার বেশ কষ্ট হয় জামা খুঁজতে। আর জামা খুঁজে পেলেও হয়তো সাইজে পাওয়া যায় না ভীষণ ঝামেলা হয়। ভিন্ন ভিন্ন নিলে ছোট মেয়ে কান্না করে বলে আপ্পির গুলো সুন্দর বেশি আমার টা কম সুন্দর। এরপরে জুতা কিনতে গিয়ে আরেক ঝামেলা হয়। ড্রেসের সাথে মিল রেখে দুইজনে সেইম কালারের জুতা কিনতে গিয়ে মিলাতে না পেরে অনেক সমস্যা হয়ে যায়। তবে শেষে একটা দোকানে গিয়ে একই কালার এবং সাইজ পেয়ে যায়।

dress7.jpeg

আরেকদিন যখন ছোট মেয়ে সুস্থ হয় তখন আমি বের হয় কেনাকাটা করার জন্য। প্রথমে বেশ কয়েকটা শোরুমে ঘোরাঘুরি করি। ড্রেস তেমন ভাল লাগেনি। তবে ভালো লাগলেও আমি নিয় নাই কারণ আমি চিন্তা করেছি কয়েকটা শোরুম ঘুরে দেখি কিরকম আপডেট আসছে দেখি। প্রথমে কক্সবাজার পান বাজার রোডে যায় পানবাজার রোডে গিয়ে অনেকগুলো শোরুমে খুঁজে দেখি ড্রেস। সেখানে আমার কিছু ড্রেস পছন্দ হয় তবে হলেও ভাবলাম আর একটু দেখি। সেই ভেবে চলে যায় কলাতলী রোডে INFINITY শোরুমে এবং SAILOR শোরুমে। INFINITY শোরুমে ড্রেসগুলো আমার একদম ভালো লাগেনি।

পাশাপাশি সেইলর শোরুম ছিল। সেইলর শো রুমে গিয়ে বরাবরের মত আমার অনেক ভালো লেগে যায় ড্রেসগুলো। তবে এতগুলো ড্রেসের মধ্যে আমি কোন ড্রেসটি নিবো সেটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে গেছিল। কারণ আমি যেহেতু একা গিয়েছিলাম বাচ্চাদের বাসায় রেখে গেছি এবং বাচ্চাদের বাবা ছিল অফিসে। অনেকক্ষণ দেখার পরে খোঁজাখুজি করার পরে 4600 টাকা দামের মধ্যে একটি ড্রেস পছন্দ হয় আমার। ড্রেসের কালার হচ্ছে হালকা নেভি ব্লু কালার। এর সাথে আরেকটি ওয়ান পিস পছন্দ করি সেটা হচ্ছে ২৭০০ টাকা। সাথে এক জোড়া জুতা পছন্দ হয় ৩৪০০ টাকা।

dress2.jpeg

dress9.jpeg

dress.jpeg

সবকিছু মিলিয়ে আমার দশ হাজার সামথিং চলে আসে। সবগুলো নিয়ে টাকা পেমেন্ট করি। তবে সেইলর শোরুমের একটা সুবিধা হচ্ছে যে ১০ হাজারের উপরে যদি কোন কিছু কেনাকাটা করা হয় তাহলে আজীবন তাদের জন্য ক্লাবের সদস্য হওয়া যায়। পরবর্তীতে কোন কিছু কেনাকাটা করলে তাদের থেকে দশ পার্সেন্টের একটি ডিসকাউন্ট পাওয়া যায় সব সময়। অবশেষে বাসায় চলে আসি। ওদের বাবার কেনাকাটা ও নিজে করেছে এবার আমি যাই নাই। কারণ বাচ্চারা যেহেতু অসুস্থ এত গরমের মধ্যে ঝামেলা করিনি। সব মিলিয়ে ভাল কেনাকাটা হলো ঝামেলা ছাড়া।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
লোকেশনকক্সবাজার, বাংলাদেশ
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিলাইফস্টাইল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

যাক অবশেষে আপনার ঈদের শপিং করা শেষ হয়েছে এবং গ্রামের বাড়িতে যাচ্ছেন দোয়া রইল গ্রামের বাড়ি গিয়ে সবার সাথে ঈদের আনন্দটা ভালোভাবে উপভোগ করবেন।অগ্রিম ঈদ মোবারক।

জি ভাইয়া গ্রামে না আসলে ঈদের আনন্দ উপভোগ করা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

ঈদের কেনাকাটা কমপ্লিট করে এখন গ্রামের উদ্দেশ্যে রওনা করলেন।বাচ্চাদের জন্য অনেক কেনাকাটা করলেন।ড্রেস এবং জুতা ভালো ছিল।আপনার জন্য শুভকামনা রইল।আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে সহযোগিতা করার জন্য।

আসলেই বর্তমান সময়ের সব কিছুর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যার কারণে কেনাকাটা করাটা অনেক বেশি কষ্টসাধ্য। আর ছোট বাচ্চাদের ড্রেস কিনতে গেলে মহাবিপদে পড়তে হয় তাদের ড্রেস মনের মত হওয়া টা অনেক বেশি কষ্টের। যাইহোক ভালো লাগলো যে নির্দিষ্ট অ্যামাউন্ট এর জিনিস নিলে পরবর্তীতে কিছুটা হলেও ডিসকাউন্ট পাওয়া যাবে। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনি ঠিক বলছেন ভাইয়া বাচ্চাদের জুতা এবং ড্রেস মিলাতে অনেক ঝামেলা পোহাতে হয়। ওদের গুলো হয়ে গেল মনে হয় কাজ শেষ হয়ে গেছে।

ঠিক বলেছেন আপু ছোট বাচ্চা নিয়ে অল্প অল্প করে শপিং করে খুব ভালো করেছেন। আমিও সেটাই করেছি। আসলে বাচ্চাদের নিয়ে এত ঘোরাফেরা করা সম্ভব হয়ে ওঠে না। আপনার প্রত্যেকটা কাপড়ই অনেক ভালো হয়েছে। আর বিশেষ করে ছোট বাবুর জুতাগুলো অনেক কিউট লাগছে।

আপু ছোট বাচ্চাদের সব জিনিস আমার অনেক ভাল লাগে। বিশেষ জুতা বেশি সুন্দর লাগে।