একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.

in hive-129948 •  10 months ago 

সবাই কেমন আছেন,

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির @amarbanglablog সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলের দিনকাল ভালই যাচ্ছে। প্রতিনিয়ত ভালো থাকা আমাদের সবচেয়ে বেশি জরুরী। কারণ ইদানিং আবহাওয়া জনিত কারণে সবাই অসুস্থ হয়ে পড়তেছেন আবার। তবে আমিও আজকে সারাদিন অনেক বেশি বিজি ছিলাম একটু বের হয়ছিলাম। যেহেতু গরমের আগমন শুরু হয়ে গেছে। এখন আর ভালো থাকা এত বেশি সহজ হবে না। যাক তারপরও আমাদেরকে মানিয়ে নিতে হবে। সবকিছু হচ্ছে আমাদের পরিবেশ পরিস্থিতির উপর ছেড়ে দিতে হবে। আমরা সবাই চেষ্টা করব একটু ভালো থাকার। আজকে উপস্থিত হয়েছি একটি অনু কবিতার পোস্ট নিয়ে।

Add a heading.jpg

কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। প্রতিনিয়ত চেষ্টা করি অনু কবিতা গুলো লিখে আপনাদের সাথে শেয়ার করার। কারণ কমিউনিটির অনেক ইউজার আছেন খুব ভালো ভালো কবিতা লিখেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদা বড় দাদা @rme দাদা এবং ছোট দাদা @blacks দাদা সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন। বিশেষ করে আমাদের বড় দাদার কবিতা গুলো বেশ ভালই লাগে। দাদার অনু কবিতা গুলো অনেক বেশি ভালো লাগে। এছাড়াও ছোট দাদার লেখা বিভিন্ন আর্টিকেল নিয়ে লিখে কবিতা গুলো আমার খুব বেশি পছন্দের। সেই কবিতা গুলো পড়ে সব সময় অনুপ্রাণিত হয়। তাই সব সময় নিজেও চেষ্টা করি অনু কবিতা এবং বিভিন্ন টপিক্স নিয়ে লেখা কবিতা গুলো লিখতে। আজকে আমি পাঁচটি অনু কবিতা লিখেছি। এক একটি অনু কবিতার অনুভূতি একেক রকমের।

বিভিন্ন অনুভূতির কবিতা গুলো পড়তে আমার বেশ ভালই লাগে। তাছাড়া যদি লিখতে পারি তাও আর অনেক বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে আসি। আশা করি আপনাদের কাছে আমার শেয়ার করা প্রতিটি অনু কবিতা অনেক ভালোই লাগবে। শুরু করা যাক বন্ধুরা তাহলে—----


💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
আমি হারতে শিখিনি আমি হারতেই জানিনা
আমি ছিনিয়ে নিতে জানি সফলতার দ্বার
আমি খুঁজে নিতে জানি শত কষ্টের মাঝে নিজের সুখ টুকু
আমি হাসতে পারি শত কষ্টের মাঝেও মিথ্যের হাসি
আমি নারী আমি সবকিছুই পারি,
নারীতে আমার অহংকার।

(২)
আজ আকাশের মন বিষন্নতায় ভরা করেছে মেঘ
কষ্টরা করছে খেলা মনে আমার জমেছে শত আবেগ
শত আবেগ আমার মনে তোমার কারণে
তোমার অনুপস্থিতি আমাকে বড় বিষন্ন করেছে।

(৩)
চাওয়া পাওয়ার মাঝে বড় তারতম্যতা
জীবনের হিসাব মিলাতে গিয়ে বড্ড অমিল
হয়তো কখনো পাবোনা খুঁজে জীবনের সমাধান
জীবন মানে ভাঙ্গা গড়া নদীর স্রোতের মিল।

(৪)
আমি চঞ্চলময় আমি স্বাধীন প্রেমী
আমি আবেগি আমি বিহঙ্গিনী আমি শত রঞ্জিতা
আমি মমতাময়ী আমি ছলনার অন্তরালের ভালোবাসা
আমি সংগ্রামী আমি প্রতিবাদী
আমি শত দুঃখের মাঝে অশ্রু ঝরা হাসি।

(৫)
চলতি পথে হোঁচট খেলাম
হঠাৎ নিস্তব্ধ আমার এই পৃথিবী
পাশে কেউ নেই নিরাশ এই মন কেউ দেয় না সাহস
শত কষ্টের মাঝে উঠে দাঁড়ালাম ঘুরে ফিরে থাকালাম
শূন্য এই পৃথিবী হাহাকার এই মন তবুও চঞ্চল আমি।

(৬)
কাউকে অবহেলা করে পিছু ছুড়বেন না
হয়তো সময় ফুরিয়ে যাবে একদিন
আপনার সেই অহংকার মিথ্যে হবে
সেই দিন আপনার সেই পিছু ছুড়ে ফেলে দেওয়া
মানুষটা হয়তো আপনার পাশে রবে।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ আপু দারুন দারুন কিছু অনু কবিতা লিখেছেন। আপনার প্রতিটি অন কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম অণু কবিতাটি অনুপ্রেরণা মূলক। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে কবিতা গুলো পড়েছেন।

আসলেই আপু বর্তমানে গরমের জন্য ভালো থাকাটা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে তার পরেও আমাদের সব সময় ভালো থাকার চেষ্টা করে যেতে হবে। আজকে আপনার একগুচ্ছ প্রেমের অনু কবিতাগুলো পড়ে অনেক বেশি ভালো লাগলো। প্রতিটি অনু কবিতায় অনেক বেশি সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপনাকে অনু কবিতা গুলো সময় দিয়ে পড়লেন।

বড় দাদা এবং ছোট দাদার লেখা কবিতা গুলো পড়ে সত্যি খুবই অনুপ্রাণিত হয়ে থাকি। আর সেই অনুপ্রেরণা থেকেই এখন অনেকে কবিতা লিখছে তাও আবার বিভিন্ন টপিক নিয়ে। এত সুন্দর একটা অনু কবিতা লিখেছেন আপনি যেটা পড়েই তো খুব ভালো লেগেছে। ছয়টা অনু কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা অনু কবিতা ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা হয়েছে দেখে বেশি ভালো লেগেছে পড়তে। আমার কাছে চার নাম্বার কবিতাটা সব থেকে বেশি ভালো লেগেছে।

অনেক ভালো লেগেছে আপু আমার লেখা অনু কবিতা গুলো পড়লেন অনেক অনুপ্রাণিত হয়েছি।

আসলেই বর্তমানে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রায় সকলের ঠান্ডা জ্বর লেগে আছে। যাই হোক আজকে আপনার অনু কবিতা গুলো খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, আমার অনু কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে, কারণ অনু কবিতা গুলোকে অনেক ছন্দে মিল থাকে। আপনার প্রত্যেকটা কবিতা অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার শেয়ার করা কবিতা গুলো পড়লেন।

আজকের ছয়টি অনুকবিতায় ভিন্ন ভিন্ন ভাবার্থ ফুটিয়ে তুলেছেন আপু। আমার কাছে খুবই ভালো লেগেছে অনুকবিতাগুলো।

কাউকে অবহেলা করে পিছু ছুড়বেন না
হয়তো সময় ফুরিয়ে যাবে একদিন
আপনার সেই অহংকার মিথ্যে হবে
সেই দিন আপনার সেই পিছু ছুড়ে ফেলে দেওয়া
মানুষটা হয়তো আপনার পাশে রবে।

এটা একদম বাস্তব সত্য আপু। অবহেলা জিনিসটা বড্ড খারাপ। দিনশেষে কিন্তু ভালো থাকতে পারে না।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে কবিতা গুলো ভালো লাগার জন্য।

বড় দাদার লেখা কবিতা গুলো আমারও অসম্ভব ভালো লাগে ৷ দাদা বেশ চমৎকার কবিতা লেখেন ৷ তবে আপু আপনার আজকের এই অনু কবিতা গুলোও বেশ চমৎকার হয়েছে ৷ দারুণ লিখেছেন ৷ ভীষণ ভালো লাগলো ছোট ছোট অনুকবিতা গুলো পড়ে ৷ খুবই সুন্দর হয়েছে কবিতা গুলো এবং কবিতার প্রত্যেকটি লাইন ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

আমার বেশ ভালো লাগে ভাইয়া ছোট এই অনু কবিতা গুলো লিখতে।

চমৎকার কবিতা লিখেছেন আপু লাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে। সত্যি বলতে কবিতার লাইন গুলো বারবার পড়তে ইচ্ছে করছিল। আপনার কবিতা লেখার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া ভাল লাগলো শুনে।

অনু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে৷ সব সময় অনু কবিতা পড়ার চেষ্টা করি৷ আজকে আপনি যেভাবে এরকম সুন্দর সুন্দর কিছু প্রেমের অনু কবিতা শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লেগেছে৷ খুব সুন্দর ভাবে আপনি এখানে সবগুলো অনু কবিতা ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক অনু কবিতা যখন পড়ছিলাম তখন আমার অনেকটাই ভালো লাগছিল৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

আমার লেখা অনু কবিতা গুলো আপনি পড়েছেন এবং ভালো লাগার জন্য ধন্যবাদ।

অত্যন্ত চমৎকার অনু কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা ছয়টি অনু কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আপনার লেখা চার নাম্বার অণু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। স্বরচিত একগুচ্ছ চমৎকার অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

অনেক উৎসাহ দিলেন ভাইয়া আপনি আমার কবিতা গুলো পড়ে।

শুধু যে গরম তাই নয় আপু হঠাৎ করে থেকে থেকে ঠান্ডাও পরছে।যাইহোক অনু কবিতাগুলো খুবই সুন্দর হয়েছে। সবগুলোই পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক খুশি হয়েছি আপু আপনার যেহেতু পছন্দ হয়েছে আমার লেখা অনু কবিতা।