জুমা মোবারক সবাইকে,
আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন পবিত্র জুমার দিনে। পুরো সপ্তাহ কাজ করে আজকের ছুটির দিন কাটাচ্ছেন সবাই। যেহেতু অনেক গরম একদিন ছুটির দিন মানেই অনেক ভালো লাগার একটি দিন। অনেক সুন্দর একটি দিন অনেক খুশির একটি দিন। আশা করি সবাই সুন্দরভাবে দিনটি অতিবাহিত করবেন। তবুও এই তীব্র গরমে আমরা বাইরে না যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু তারপরও কাজের তাগিদে বের হতে হয়। যারা বের হবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ একজন কর্মজীবী মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন তখন পুরো পরিবারের উপর প্রভাবটা পড়ে যায়। তাই সুস্থ থাকা খুবই জরুরী বিশেষ করে যারা পরিবারের প্রধান রয়েছেন। আর যারা ছোট জনরা রয়েছেন তাদেরকে তো অবশ্যই দেখা শোনা করতে হবে। সবকিছু মিলিয়েই যাচ্ছে জীবন থেমে নেই। আবার উপস্থিত হয়েছি নতুন একটি টপিক্স নিয়ে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কবিতা পোস্ট। আপনারা তো অবশ্যই জানেন প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখতে চেষ্টা করি। তাছাড়া ও আমার লেখা কবিতা আপনারা পড়েই থাকেন। অনেক অনুপ্রাণিত করেন সব সময় বেশ ভালো লাগে সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে। এখন আমরা সবাই সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি বিশেষ করে কমিউনিটির সকল ইউজারেরা। বিশেষ করে বেশ কয়েকজন ইউজার ছাড়া ম্যাক্সিমান ইউজার এখন সুন্দর সুন্দর কবিতা লিখেন। আমিও চেষ্টা করি এবিবি ফানের উদ্যোগে অনু কবিতাগুলো লেখার। তাছাড়াও আমাদের শ্রদ্ধা দাদারা এবং এডমিন মডারেটরদের অনুপ্রেরণায় সুন্দর সুন্দর কবিতা লিখতে এখন অভ্যস্ত। মাঝে মধ্যে অনু কবিতা লেখার চেষ্টা করি আবার মাঝে মধ্যে একক কবিতা গুলো লেখার চেষ্টা করি। আজকে আমি যে কবিতাটি লিখবো তা হচ্ছে “কর্মই জীবন”। একটি মানুষের জীবনে সারাটা জীবন কর্মব্যস্ততার মধ্যে চলে যাই। যদিও ছোটকাল এবং বৃদ্ধ বয়স এই বয়স টুকু ছাড়া সবটুকুই পরিশ্রমের মধ্যে চলে যায়।
আমি মনে করি কর্মব্যস্ততাই মানুষের জীবনে সফলতা আনতে পারে। যে জীবন কর্মব্যস্ত নয় যে জীবনে পরিশ্রম নেই সেই জীবনে কখনো সফলতা আনতে পারেনা। যদিও আমরা সবাই পরিশ্রম করতে পছন্দ করি। কিন্তু অনেকেই দেখবেন যথাযথভাবে পরিশ্রম করতে পারেনা যার কারণেই সফলতা আনতে পারে না। আমাদেরকে চেষ্টা করতে হবে কৌশল অবলম্বন করতে হবে কিভাবে পরিশ্রম করলে আমরা সফলতা অর্জন করতে পারি। কারণ আমি যে পরিশ্রমগুলো করবো সেগুলো যদি যথাযথ পরিশ্রম না করি তাহলে জীবনে পরিশ্রম করে কোন লাভ হবে না। কৌশল অবলম্বন না করলেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবো না কখনো আমরা। সেই উদ্দেশ্যে আমি আজকে কবিতাটি লিখতে শুরু করেছি। আশা করি বন্ধুরা আমার লেখা কবিতাটি আপনাদের ভালোই লাগবে। তাহলে শুরু করা যাক আমার আজকের লেখা কবিতাটি পড়ে আসি—--
জীবন মানে কাজ, কাজে নেই কোন লাজ
কাজই মোদের জীবন, কাজই মোদের সব
যে জন করে কাজের হেলা তার হবে অবহেলা
কাজকে করে নাও আপন, করো না কখনো পর।
কৃষক ভাই কাজে যাই লাঙ্গল কাঁদে নিয়ে
করে পরিশ্রম রাত দিন সারা বেলা গভীর মনোযোগ নিয়ে
ক্লান্ত শরীরে ঘরে ফিরে দিনের শেষ বেলায়
একদিন সোনালী শস্যের উজ্জ্বলতায় হাসে তাদের মন।
পরিশ্রমে বৃথা নেই সফলতা অনিবার্য
যদি করো পরিশ্রম যথাযত হবে না কখনো অবক্ষয়,
জীবনে যতই সফল হয়েছে, অনেকবার হয়েছে তার ব্যর্থ
তাই বলে বসে থাকেনি করেছে অক্লান্ত পরিশ্রম
তবেই তো তাদের জীবন এখন সার্থক।
যে জন করে কাজে অবহেলা
নেই কোন সম্মান জীবনে তার, থাকেনা কোন সার্থকতা
সে জন ব্যক্তি অবহেলায় জর্জরিত
বেঁচে থেকেও তার মৃত্যু অবধারিত।
কাজেই মনোনিবেশ যে মন
আনন্দে আহ্লাদে থাকে সারাক্ষণ
কাজ মানুষের মনে দেয় আনন্দ দেয় সম্মান
কাজকে করো না অবহেলা কাজ হচ্ছে জীবনের
সর্ব সুখের মূল।
যে জাতি যতই পরিশ্রমী সেই জাতি ততই অগ্রগামী
কাজ এনে দেবে সফলতা, কাজ এনে দেবে শান্তি
তবেই তো এই জীবনে পাবে অফুরন্ত শান্তি
পাবে ভালোবাসা আর শ্রদ্ধা ভরা ভক্তি।
জীবনের প্রতিটি স্তরের মানুষ সফলতা চাই
জীবনের প্রতিটি পরিশ্রম সার্থকতা চাই
চাই সবাই জীবনের শেষ মুহূর্তে সফলতার হাসি
সবাই চাই সফলতার শান্তিতে একটু বাঁচি।
একজন কৃষকের হাসি তার সোনার ফসলের ঝলকানিতে
একজন মায়ের হাসি তার সন্তানের সফলতায়,
একজন পরিশ্রমী মানুষের সফলতা তার পরিবারের হাসিতে
একজন রাজার হাসি তার প্রজাদের শান্তিতে
এভাবে যুগে যুগে সফলতা জয় হোক।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://twitter.com/nahar_hera/status/1783772766094999554?t=mUJP-5HP7ZuSw1y4zuFyVA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই গরমে বাহিরে গেলে অবস্থা একেবারে খারাপ হয়ে যায় আপু। তাই সবাই ঘরে থাকার চেষ্টা করছে। আপু আপনি যেমন ভালো গান করেন তেমনি ভালো কবিতা লিখেন। কবিতা পড়ে ভালো লাগলো। আমি কবিতা লিখতে পারিনা। তবে আপনার লেখা কবিতা ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা কর্মই জীবন শিরোনামের কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনার লেখা কবিতাটির মাঝে সঠিকভাবে কাজ করে তার সফলতা অর্জনের বিষয়টি দারুন ভাবে ফুটে উঠেছে। একই সাথে আপনার কবিতার ভাষাগুলো অত্যন্ত সহজ হয়েছে। চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। আপনার কবিতা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে । আজকের কবিতাটির ও প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কর্মহীন জীবন কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না।আর কর্মহীন মানুষ কে সমাজের মধ্যে কেউ শ্রদ্ধা করে না। আসলে কর্মের মাধ্যমেই জীবন কে গড়ে তুলতে হয়। আপনি আজকে কর্মের জীবন নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি কবিতার লাইন গুলো সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কর্ম মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। যে যত বেশি কর্ম সে তত বেশি উন্নত। হোক সেটা মানুষের জন্য অথবা কোন দেশের জন্য। যাই হোক আপনি আজকে কর্মই জীবন নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু যারা বাহিরে কাজ করে তাদের সাবধানতা অবলম্বন করে বাহিরে যাওয়া উচিত! গরম যেন প্রতিনিয়ত বাড়ছে। যাইহোক, আজকের কবিতার মূলভাব আমার কাছে ভালো লেগেছে। আসলে পরিশ্রম যারা করে জীবনে তারাই সফলতার দেখা যায়। এজন্য জীবনে সফল হতে হলে সৎভাবে পরিশ্রম করে যেতে হবে। দিনশেষে কর্মই আমাদের জীবন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটা পড়ে আমার ভালো লেগেছে আপু। অসাধারণ ছিল আপনার লেখায় আজকের এই কবিতা। আশা করবো এমন সুন্দর সুন্দর কবিতা লিখে আপনি আমাদের মাঝে প্রত্যেক সপ্তাহে শেয়ার করে দেখাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা টা পড়ে একটা কথা মনে পড়ে গেল। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সত্যি যে মানুষ বা যে মস্তিষ্ক কোন কাজে নিয়োজিত না সেই মস্তিষ্কে সবসময় খারাপ চিন্তা আসে। কাজ মানুষের মূল ধর্ম। মানুষ কে এগিয়ে যেতে হলে তার নিজের কাজকে ভালোবাসতেই হবে। দারুণ লিখেছেন কবিতা টা আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit