শুভ সন্ধ্যা সবাইকে,
প্রিয় কমিউনিটির শ্রদ্ধেয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আপনারা তো জানেন অনেক ব্যস্ত থাকি সকাল টাইমে। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে আসা। তাছাড়াও রান্না বান্না সবকিছু নিজের হাতে করতে হয়। তাই সকাল বেলা তেমন একটা পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না। এটাওঠা করতে করতে বিকাল টাইম হয়ে যায়। আর অতিরিক্ত গরমের কারণে কি কাজ করব কিছু বুঝে উঠতে পারি না। এতই খারাপ লাগে এত গরমের তীব্রতা জীবন একদম অতিষ্ঠ করে দিয়েছে। অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একটু হলে অনেক ভালো হতো। যাক সেই দিকে আর যাচ্ছি না প্রকৃতি প্রকৃতির নিয়মে চলতে থাকবে আমরা যতই হা হুতাস করি না কেন কিছুই হবে না। আপনারা অবশ্যই আমার হেডলাইন থেকে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
হ্যাঁ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনানী ভ্রমণের আরো একটি পর্ব। এমন কিছু কিছু জায়গা আছে যতবার যায় না কেন কিন্তু সেই জায়গাগুলোর প্রতি অনীহা চলে আসে না। আমার চোখের দেখা আমার নিজের আইডিয়া থেকে এমন একটি জায়গা হচ্ছে ইনানী। এত ভালো লাগে আমার কাছে যদিও আমি কক্সবাজারের মেয়ে সেজন্য বলছি না। কিন্তু যতবার যাই ততবার আমার কেমন জানি সেখানে বারবার যেতে ইচ্ছে করে। প্রথম যখন গিয়েছিলাম তখন থেকে বারবার যেতে মন চাই কারণ এক দেখাতে মন ভরেনা। বিশেষ করে নিরিবিলি জায়গা গুলো আমার বেশ পছন্দের। যদিও খুব এক্সপেন্সিভ একটি জায়গা তার জন্য অতিরিক্ত মানুষের ভিড় সেখানে থাকে না। তবে যাদের যাওয়ার ইচ্ছা থাকে শুধু তারা চলে যায়। অনেক ভালো লাগছিল হঠাৎ করে যখন সেদিন ইনানী ঘুরতে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে।
যদিও আমরা রাতে গেছিলাম অন্ধকার হয়ে গেছিল। বাচ্চারা যাওয়ার পরে রাত আটটার মধ্যেই সুইমিং পুলে গোসল করেছিলেন। তো সেইখান থেকে আসার পরেই রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পরি। যদিও পুরো রাত আমার তেমন ঘুম হয়নি যেহেতু জায়গা বদল হলে একটু ঘুমের সমস্যা হয়। কোন রকম রাতটা পার করে সকাল হয়ে যায়। সকাল হলে আমরা ফ্রেশ হয়ে খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যাই। আপনারা তো বুঝতেই পারছেন ব্যুফে মানে বিশাল খাবারের আয়োজন। যেটা মন চায় সেটা শুধু নিয়ে খাওয়া আর খাওয়া হি হি হি। বিশেষ করে সকালে শুরু করেছিলাম খিচুড়ি এবং চিকেন ফ্রাই দিয়ে। বেশ ভালো লাগছিল খাবারগুলো খেতে। সেখানে একটি কর্ণারে ডিম ফ্রাই করে দিয়েছিল দুইটা ডিম ফ্রাই করে দেওয়ার জন্য বলছিলাম। খিচুড়ি হালকা করে খাওয়ার পরে অন্যান্য ডেজার্ট আইটেমগুলো খেয়েছিলাম।
যদিও খাচ্ছিলাম কিন্তু ফটোগ্রাফি গুলো তেমন একটা নিতে পারি নাই। কারণ এত মানুষের ভিড়ে ফটোগ্রাফি নিতে কেমন জানি লাগছিল। তারপরও এমন সুন্দর সুযোগ মিস করা যায় না। খাবার শেষে কয়েকটি ফটোগ্রাফি নিয়েছিলাম যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। যদিও রেস্টুরেন্টের চারপাশের দৃশ্যগুলো ফটোগ্রাফি করতে মিস করেছিলাম এখন বুঝতে পারছি। এত সুন্দর একটি এরিয়া সত্যি আমার বারবার যেতে মন চাই সেখানে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল সেখানে আবার যাব হঠাৎ করে সেই ইচ্ছাটা আবার পূরণ হয়ে গেল। কিন্তু বাচ্চাদের ওয়াটার পার্কে নামাতে পারি নাই সেজন্য আবার যেতে হবে।
আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আবারো বাচ্চাদেরকে নিয়ে সুইমিংপুলে চলে যায়। সেখানে বাচ্চারা ঘন্টাখানেক গোসল করে। যদিও তাদেরকে ওঠে আসতে বলছিলাম কিন্তু কোনো বারণ মানে না। তবুও যখন তাদেরকে উঠায় নিলাম জোর করে। এরপরে আমরা উঠে আবারো ফ্রেশ হয়ে নিলাম ততক্ষণেই লাঞ্চের সময় হয়ে যায়। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে নিলাম যেহেতু আমরা চলে আসবো তাই। লাঞ্চ শেষ একটু বের হয়েছিলাম আমরা সবাই। যেহেতু দুপুর বারোটা একটার দিকে প্রচুর গরম ছিল বাচ্চাদেরকে গোসল করাতে যেয়ে আমার প্রচুর মাথা ব্যাথা শুরু হয়।
তাই আর এদিক সেদিক ঘুরে দেখাতে পারি নাই। সে জন্য লাঞ্চ শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম। হোটেল রয়েল টিউলিপের এরিয়া টা আমার খুব পছন্দের। চারদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর ফুলের বাগান গুলো দেখতে খুবই ভালো লাগে। সেখান থেকে আমি বেশ কিছু ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। ফুলের ফটোগ্রাফি গুলো নেওয়া শেষ হলে আমার হাজব্যন্ডের ট্রেনিং শেষ হয়ে যায় তাদেরকে ছুটি দিয়ে দেয়। অবশেষে আমরা অফিসের গাড়ি নিয়ে কক্সবাজারে চলে আসি।
আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগ পড়ে আপনাদের ভালো লাগবে। সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | কক্সবাজার |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ট্রাভেলিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
খুব সুন্দর একটি জায়গা ভ্রমণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার আজকের এই পোস্টের বর্ণনার মধ্য দিয়ে অচেনা একটি জায়গা সম্পর্কে বেশ অবগত হতে পারলাম। স্থানটা দারুণ। মাঝেমধ্যে এমন পরিবেশে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে আপু আমার ট্রাভলিং পোস্ট আপনি সময় দিয়ে ভিজিট করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/nahar_hera/status/1843997757381693817?t=mQw1ZXeK0nZ1I7qhyThcMQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন আপু কিছু কিছু জায়গার বারবার গেলেও যেতে ইচ্ছে করে। আসলে আপু সবাই থাকলে সব সময় ফটোগ্রাফি করা সম্ভব হয় না। যাইহোক আপনারা বেশ ভালো একটি সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জায়গাটি এত মনমুগ্ধকর আপু একদম নিরিবিলি আমার তো ভীষণ ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি অনেক সুন্দর একটি স্থানে ঘুরতে গেছিলেন। এই স্থানটার নাম প্রথম শুনলাম। আপনার মাধ্যমে স্থানটা দেখার ও সুযোগ পেলাম। ঘোরাঘুরির পাশাপাশি খাওয়া-দাওয়া মুহূর্তটা বেশি দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া এই জায়গাটি আমার অনেক প্রিয় তাই আমি বারবার ঘুরতে যাই সেখানে। ধন্যবাদ আপনাকে সময় দিয়ে পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগছে। এখানে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং এখানকার খুব সুন্দর কিছু বিষয়কে আপনি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়েছে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি যেহেতু সময় দিয়ে পড়েছো পোস্টের মাধ্যমে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit