নমস্কার সকলকে।
আজকে আমি আবারও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে আপনাদের সাথে পোস্ট করতে চলেছি।বিগত দুটি পর্বেও আমি আমার শহরের জগদ্ধাত্রী পুজোর কিছু মণ্ডপ ও প্রতিমা নিয়ে পোস্ট করেছিলাম। আমি আগেই বলেছি ছোট বড় মিলিয়ে প্রায় ২৫০ এরও বেশি পুজো হয়। কিন্তু অত গুলো পুজোর পোস্ট করা তো সম্ভব, তাছাড়া অতগুলো ঠাকুর মাত্র দু-তিন দিনের মধ্যে দেখাও সম্ভব নয়। তাই ভালো ভালো কয়েকটি বাড়ল পুজো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব।
আজকে আমি প্রথমে যে বারোয়ারীর ফটো আপনাদের সাথে শেয়ার করছি তার নাম হলো 'বাগদী পাড়া বারোয়ারী"।এই বারোয়ারির এবারের থিম ছিল " স্মরণে নারায়ন দেবনাথ"। নারায়ন দেবনাথ কে আপনারা চিনেন না এমন হয়তো খুব কমই আছেন।তাও আমি একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি,যারা তাঁকে জানেননা তাদের জন্যে।
নারায়ণ দেবনাথ ছিলেন একজন ভারতীয় কমিক্স শিল্পী, লেখক এবং চিত্রকর। তিনি বাংলা কমিক চরিত্র হাঁদা-ভোঁদা (১৯৬২), বাঁটুল দ্য গ্রেট (১৯৬৫) এবং নন্টে ফোনে (১৯৬৯) তৈরি করেন। তিনি 'হাঁদা-ভোঁদা' কমিক্স সিরিজের জন্য একজন শিল্পী দ্বারা দীর্ঘতম চলমান কমিকসের রেকর্ডটি ধরে রেখেছেন যা তার একটানা ৫৩ বছর পূর্ণ করেছে। তিনি ভারতের প্রথম এবং একমাত্র কমিক্স শিল্পী যিনি 'ডি লিট' ডিগ্রি পেয়েছেন। নারায়ণ দেবনাথ ২০২১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মশ্রী'-তে ভূষিত হন। এছাড়াও তিনি 'বঙ্গবিভূষণ' ও পেয়েছেন।
দুঃখের বিষয় চলতি বছরে জানুয়ারি মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেহেতু শিশু তথা সর্বত্র বাঙালির কাছে তিনি একটি কালজয়ী ব্যক্তিত্ব, তাই তাকে কেন্দ্র করে এই মন্ডপ তাদের পুজোর থিম তৈরি করেন। নিচে আমি কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
দিন-০১/১১/২২
সময়-০৬:৪১ pm
স্থান-কৃষ্ণনগর
ক্যামেরা ডিভাইস-POCO M3
সত্যি বলতে নারায়ণ দেবনাথ আমাদের শৈশব কে পূর্ণতা দান করেছে। আমাদের বাঙালির গর্ব । এমন মহান একজন মানুষকে নিয়ে এত সুন্দর একটা আয়োজন দেখে মুগ্ধ হয়ে গেলাম পুরো। সামনে থেকে দেখলে না জানি আরো কত সুন্দর লাগতো!!! খুব ভালো লাগলো ভাই পোস্ট টা দেখে। আর মায়ের মুখ টা থেকে তো চোখ সরানো যাচ্ছে না 🙏।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছো দাদা নারায়ণ দেবনাথ এর জন্যেই আমাদের ছোটবেলাকে আমরা সম্পূর্ণ উপভোগ করতে পেরেছি। না জানতেই আমাদের জ্ঞানের ভান্ডারও বৃদ্ধি পেয়েছে।
এই পুজো বারোয়ারীও তার কীর্তিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit