|| জগদ্ধাত্রী পূজা পরিক্রমা'২২ | পর্ব-০৮ ||

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার বন্ধুরা। আজকে আমি আবারও জগধাত্রী পুজোর একটি পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অষ্টম পর্ব।

Screenshot_2022-11-27-11-55-40-074_photoeditor.layout.collagemaker.png

আজকে আমি সর্বপ্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব "ঘূর্ণি ভাই ভাই সংঘ" ক্লাবের পুজো। এবারে এই ক্লাবের থিম ছিল "মানি হাইয়েস্ট"। আপনারা যারা বিভিন্ন সিরিজ দেখতে খুবই ভালোবাসেন তাদের কাছে এই নামটি হয়তো খুবই সুপরিচিত। যারা জানেন না তাদের সম্পর্কে ছোট করে একটু ধারণা দিয়ে রাখি। মানি হাইয়েস্ট হলো হলিউডের একটি সুবিখ্যাত সিরিজ,যার নির্মাতা আলেক্স পিনা। এটি প্রথম ২০১৭ সালে বেরোয়। এরপর আরো কয়েকটি সিরিজ বেরিয়েছে, এর মোট পাঁচটি সিরিজ এখনো অবধি রিলিজ হয়েছে। এই সিরিজের মূল আকর্ষণ হল বিশ্ব বিখ্যাত একটি চুরির ঘটনা। একজন ক্যারেক্টার 'দ্যা প্রফেসর' ৮ জন এমন ব্যক্তিকে একসাথে করেন যাদের চুরি করার ক্ষেত্রে সর্বোচ্চ রকমের অভিজ্ঞতা আছে।কেও ডাটা হ্যাক করতে ওস্তাদ, কেউ খোদাই করতে ওস্তাদ, কারোর ছোট থেকে বিভিন্ন রকমের চুরি করে অভিজ্ঞতা অনেক বেশী- এরকম বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন মোট আটজনকে তিনি তার দলে রাখেন যাদের জীবনের হারানোর কিছু নেই।এদের সবাইকে নিয়ে পরিকল্পনা করেন যে রেকর্ড করা ইতিহাসের সব থেকে বড় চুরি তারা করবেন। তাদের মধ্যে একটা উদ্দেশ্য ছিল 'স্পেনের রয়ালমিন্টে' এবং আরেকটি 'ব্যাঙ্ক অফ স্পেন'। এই টিভি সিরিজের ক্যারেক্টার গুলো সহ ব্যাঙ্ক অফ স্পেনের বিল্ডিংটিও খুবই পরিচিতি পায়। যেই বিল্ডিংটি ছিল এই পূজোর থিম। চলুন এই পূজার কিছু ফটো আমরা দেখেনিই।

IMG-20221122-WA0085.jpg

IMG_1669533756098.jpg

IMG-20221122-WA0082.jpg

IMG-20221122-WA0083.jpg

🔽 ঘূর্ণি ভাই-ভাই সংঘের প্রতিমা 🔽

IMG-20221122-WA0084.jpg

◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆

এবার আমি আপনাদের সাথে শেয়ার করব "ঘুর্নি আনন্দনগর বারোয়ারী" পুজো। এই পুজোর এবারের থিম ছিল বদ্রিনাথ মন্দির।
বদ্রিনাথ মন্দির ভারতের উত্তরাখন্ডে অবস্থিত।ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা বদ্রীনাথ মন্দির ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি চারটি পবিত্র স্থান বা চর ধামের মধ্যে রয়েছে, যা হিন্দুদের কাছে অনেক সম্মানিত। ভক্তরা এই পবিত্র মন্দিরে পৌঁছানোর জন্য কঠিন হিমালয় পর্বতের মধ্য দিয়ে একটি কঠোর যাত্রা করে।

IMG-20221118-WA0002.jpg

IMG-20221118-WA0004.jpg

🔽 ঘূর্ণি আনন্দনগর বারোয়ারীর প্রতিমা 🔽

IMG-20221118-WA0005.jpg

IMG-20221118-WA0003.jpg

◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆

এখন শেয়ার করবো ঘূর্ণিরই আরেকটি বারোয়ারীর পুজো যার নাম "নবারুণ সংঘ"। এইবার বারের থিম ছিল "ইন্ডিয়া গেট"। ইন্ডিয়া গেট নিয়ে আশা করি আপনাদের কাছে আলাদা করে আর কিছু বর্ণনা দিতে হবে না। হবে অল্প বাজেটে খুবই সুন্দর ভাবে তারা তাদের পূজা সম্পন্ন করেছিল। এই পুজো প্যান্ডেলটিও খুব সুন্দর ভাবে তারা সাজিয়েছিল যা রাতের বেলা লাইটিং আরো ভালো লাগছিল।

IMG-20221122-WA0088.jpg

IMG_1669533767225.jpg

🔽 ঘূর্ণি নবারুণ সংঘের প্রতিমা 🔽

IMG-20221122-WA0086.jpg

IMG-20221122-WA0087.jpg

◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆

আজকের শেষ যে পুজো মন্ডপের ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মন্ডপটির নাম আমার মনে পড়ছে না😅। কিন্তু এটিও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আসলে সারা কৃষ্ণনগরে এতগুলি পুজো হয় প্রত্যেকটি বারোয়ারির নাম-থিম মনে রাখা খুবই কঠিন একটা ব্যাপার।তাও যেকটা সম্ভাবন আমি মনে রেখে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই পুজোটাও খুব ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

IMG-20221122-WA0089.jpg

IMG-20221122-WA0091.jpg

IMG-20221122-WA0090.jpg

IMG-20221122-WA0093.jpg

IMG-20221122-WA0092.jpg

◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆

@samratsaha

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!