|| জগদ্ধাত্রী পূজা পরিক্রমা'২২ | পর্ব-০২ ||

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার বন্ধুরা।
গতকাল আমি আমার শহরের জগদ্ধাত্রী পূজা সম্পর্কে একটি পোস্ট করেছিলাম। আজকেও জগদ্ধাত্রী পুজো নিয়ে আরেকটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।

Screenshot_2022-11-15-23-03-51-978_photoeditor.layout.collagemaker.png

আমি আগেই বলেছিলাম যে আমরা পুরো শহরটা হেঁটে হেঁটে ঘোরার পরিকল্পনা করেছিলাম, কারন আমরা যখন বেরিয়ে ছিলাম তখন নো এন্ট্রি ছিল। তাই আমাদের বেশ সময় লাগছিল। বড় বড় যে কটা প্যান্ডেল হয় পুরো শহরে,সেগুলোর একটা রুট ম্যাপ করে বেরিয়েছিলাম আমরা। সেই মতোই আমরা এগোচ্ছিলাম। আমাদের সিলেক্টেড প্যান্ডেল ছাড়াও যাতায়াতের পথে বেশ কয়েকটি ছোট বড় বারোয়ারির পুজোও আমরা দেখেছি।
যাইহোক তাহলে চলুন আজকে আরো কয়েকটি পুজো মন্ডপ আপনাদের সাথে শেয়ার করে নিই।

আজকে প্রথমে আমি আপনাদের সঙ্গে যেই পুজো মণ্ডপটি ফটো শেয়ার করতে চলেছি সেই বারোয়ারিটির নাম হল "রেনবো"। এই রেনবো ক্লাবের এইবারের থিম ছিল "সিকিমের চারধাম"।
সিকিমের চারধাম হলো আসলে ভারতের একটি জনপ্রিয় তীর্থস্থান। এই চারধাম এর এর অর্থ হল, ভারতের মূল চারটি তীর্থস্থানের একটি সেট। হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে এই চারটি স্থান পরিদর্শন করলে মোক্ষ লাভ সম্ভব হয় ।আর এই চারটি ধাম হলো উত্তরে বদ্রীনাথ, পশ্চিমে দ্বারকা, পূর্বে জগন্নাথ পুরী এবং দক্ষিণে রামেশ্বরম ধাম।
এই সবগুলো নিয়ে সিকিমে একত্রে একটি মন্দির রয়েছে। সেই মন্দির ছিল এই ক্লাবের এইবারের থিম। প্যান্ডেলটি এক কথায় অসাধারণ হয়েছে, যেমন তার লাইটিং তেমন তার সাজসজ্জা। শহরের প্রত্যেক লোকই এই প্যান্ডেলটির গুণগান করেছেন। এবারে অনেক পুরস্কারও পেয়েছে এই বারোয়ারী।নিচে এই প্যান্ডেলের এবং প্রতিমার কিছু ফটো আপনাদের জন্য দিলাম।

PXL_20221101_175356594.jpg

PXL_20221101_175048071.jpg

IMG-20221114-WA0047.jpg

PXL_20221101_180019668.jpg

PXL_20221101_180027369.jpg

🔽 রেনবো ক্লাবের প্রতিমা 🔽

IMG-20221114-WA0046.jpg

IMG-20221115-WA0044.jpg

দিন-০১/১১/২২
সময়-০৫:৫৩ pm
স্থান-কৃষ্ণনগর
ক্যামেরা ডিভাইস-POCO M3

∆◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆∆

এরপর আমি আপনাদের সাথে যে পুজো মণ্ডপের ফটো শেয়ার করতে চলেছি সে ক্লাবের নাম হলো "রাজদূত"। এই ক্লাবের এবারের থিম ছিল "ভূতের রাজা"। ভূতের রাজা সম্পর্কে জানেন না এমন বাঙালি খুব কমই আছেন। তাই এই সম্পর্কে আলাদা করে কিছু বললাম না। এই ক্লাবটি খুবই স্বল্প জায়গার মধ্যে এবং স্বল্প বাজেটে সুন্দর ভাবে তাদের পুজোটি পরিচালনা করেছেন। অসাধারণ ছিল তাদের ভাবনা। মন্ডপের ভিতরে তারা ভূতের রাজার সেই সমস্ত গানগুলো চালিয়েছিলেন, সাথে বিভিন্ন রকমের ভৌতিক চরিত্র। এবং অবশ্যই গুপী গাইন এবং বাঘা বাইন এর একটি ছবিও ছিল ভেতরে। মণ্ডপের কিছু ফটো আমি নিজে দিলাম।

PXL_20221101_182840353.jpg

IMG-20221115-WA0052.jpg

উপরের ছবিটিতে আপনারা গুপী গাইন ও বাঘা বাইনের যে চরিত্র দুটি দেখছেন সেগুলি কিন্তু আসল মানুষ, কোন মূর্তি নয়।

Screenshot_2022-11-15-20-56-06-763_com.miui.gallery.png

Screenshot_2022-11-15-20-55-19-777_com.miui.gallery.png

PXL_20221101_183245637.jpg

PXL_20221101_183157745.jpg

🔽 রাজদূত ক্লাবের প্রতিমা 🔽

IMG-20221115-WA0051.jpg

দিন-০১/১১/২২
সময়-০৬:২৮ pm
স্থান-কৃষ্ণনগর
ক্যামেরা ডিভাইস-POCO M3

আজকে এখানেই আমি আমার পোস্ট শেষ করছি ।আগামী পর্বে আপনাদের সাথে আরো কিছু পুজো মণ্ডপ শেয়ার করব।

@samratsaha

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এত অসাধারণ পূজা প্যান্ডেল দেখে সত্যিই মুগ্ধ হলাম।"ভূতের রাজা"পুজোর থিম তৈরি করা হয়েছে এটা দেখে আরো ভালো লাগলো। তার সাথে গুপী গাইন ও বাঘা বাইনের যে চরিত্র দুটি দেখছি সেগুলি আসল মানুষ। এই বিষয়টি বুঝতে পারলাম না। দুইটা মানুষকে কি এই দুইটা চরিত্র হিসেবে সাজানো হয়েছে। আমার তো মনে হচ্ছে এরকম ভাবে সাজানো হয়েছে। এত সুন্দর আলোকসজ্জা দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। আরো পূজা মন্ডপ দেখার অপেক্ষায় রইলাম।

আসলে সাধারণত সব জায়গায় মাটির পুতুল বা কাঠের পুতুলের মাধ্যমে বিভিন্ন মূর্তি কার্টুন চরিত্র তৈরি করা হয়। তবে এইখানে সেসবের বদলে সত্তিকারের মানুষকেই তারা দাঁড় করিয়েছিল। দুজন দুই চরিত্রে সেজে ওরকম ভাবে দাঁড়িয়ে ছিল।