সকলকে নমস্কার জানিয়ে আমি আমার লেখা শুরু করছি।
গতকাল অর্থাৎ সোমবার কলেজে পরীক্ষা থাকায় বিগত দুদিন পোস্ট করতে পারিনি,তার জন্যে প্রথমেই ক্ষমা প্রার্থী।আর আজকে বলবো গতকালরেই বিকেলের কথা।আমাদের পরীক্ষা ছিল দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা পর্যন্ত।এখন আমাদের কলেজের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।গতকাল আমাদের ছিল একটি বিষয়ের ল্যাব এক্সাম।আর আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হবে সব বিষয়ের লিখিত পরীক্ষা গুলি,যা চলবে তার পরের সপ্তাহ পর্যন্ত।
যাইহোক,কালকে আমাদের সবারই পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা আগেই পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায়।তারপর আমরা কলেজ থেকে বেড়িয়ে আগামী দিনের পরীক্ষার বিষয় নিয়েই কথা বলছিলাম ২-৩ জন বন্ধু মিলে।তখনই আরও ৪-৫ জন বন্ধু আমাদের দেখে আমাদের দিকেই আসলো,তারপর তাঁরাও আলোচনা করতে লাগলো।এদিকে বেলা পড়ে যাওয়ায় তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে।এই বছর আমাদের এদিকে শীতটা একটু দেরিতেই পড়ছে।তো সেইসময় আলোচনা করতে করতে হঠাৎ এক বন্ধু বললো চা খেতে খেলে মন্দ হয়না।
ঠান্ডা মোটামুটি সবারই লাগছিলো,তাই সবাই এক কথায় রাজি হয়ে গেলো।তো আমরা ঠিক করলাম কলেজ থেকে মিনিট পাঁচেকএর দূরত্বেই একটা ভালো চায়ের দোকান আছে সেখানেই যাবো।যাওয়ার পথে আরও ৫-৭ জন বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়ে গেলো।তাদেরকেও আমরা যেতে বলি আমাদের সাথে,তাঁদের মধ্যে থেকে ২-৩ জন যাবেনা বলছিলো।কিন্তু আমরা একপ্রকার জোর করেই তাদেরকে নিয়ে যাই।সবশেষে একটা বড় গ্রূপ মিলে আমরা চায়ের দোকানে যাই।
আসলে বন্ধুরা সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগে।অনেকের সাথে অনেক রকম আলোচনা হয়,আনন্দ হয়,সাথে পড়াশোনা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা তো হয়ই। মুহূর্ত গুলো আমার ভীষণ ভালো লাগে।আমি বরাবরই বন্ধুদের সাথে কাটানো সময় গুলো খুবই পছন্দ করি।তাই হঠাৎ হঠাৎ এইরকম সুযোগ পেলে ছাড়তে ইচ্ছে করেনা।আমাদের হাতে আর মাত্র কয়েকটা মাস আছে,তারপর চাকরি সূত্রে সবাই আলাদা হয়ে যাবে।এখনকার মতো এতো সময় থাকবে না একসাথে দেখা করার,যোগাযোগ যেটুকু থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।অনেকে তো সেটুকুও রাখতে পারবে না,যে যার নিজের কাজ নিয়ে,নিজের জীবন নিয়ে,নিজের ভবিষ্যতে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।তখন হাজার চাইলেও এই সময় গুলোকে ফিরে পাওয়া যাবে না।হয়তো অল্প কিছু বন্ধুদের সাথে বছরে এক-আধ বার দেখা হবে ঠিকই,কিন্তু সবাই মিলে একসাথে হওয়ার আনন্দ টা আর পাওয়া যাবে না।
গতকাল আমরা অনেক অল্প সময় কাটিয়েছি,কিন্তু যেটুকু সময় একসাথে থেকেছি খুব ভালো লেগেছে প্রত্যেকর।
দেখেই বোঝা যাচ্ছে বন্ধুদের সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পরে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। সত্যি বলতে পরীক্ষা শেষ হওয়ার পরে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সকলেরই অনেক বেশি ভালো লাগে আর সেই সময় কাটানোর মুহূর্তে যদি এক কাপ চা হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই অনেক মজার একটি মুহূর্ত কাটিয়েছেন বোঝা যাচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার কারণে মনে হয় এই সুযোগটি পেয়েছেন।আর বেশ আনন্দ করে চা ও খেয়েছেন দেখলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে আমরা বান্ধবীরা ও যখন পরীক্ষা শেষ হত এরকম আড্ডা দিতাম। এনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আপনার এই পোস্টটি দেখে। যদিও এখন সংসারের চাপে আর সেই সুযোগগুলো আসে না। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে ভাই পরীক্ষা তারপর পোস্ট। পোস্ট এর চিন্তায় পরীক্ষা খারাপ করা যাবেনা। যাক পরীক্ষা শেষে বন্ধুদের সাথে অনেক ভালো একটি সময় কাটিয়েছেন। বন্ধুদের সাথে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। আমিও বিষয়টা খুব উপভোগ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ৷ আসলে বন্ধু গুলোর সাথে সময় কাটানোর সময়টা বেশ মজার হয় ৷আর সাথে চায়ের আড্ডা থাকলে আরো ভালো জমে সেই সময়টা ৷ যাই হোক অনেক ভালো লাগলো আপনার সুন্দর মুহূর্তে গল্পটা পড়ে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে পরীক্ষা শেষ করে আপনি বন্ধুদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। সত্যি বন্ধুদের সাথে অনেক স্মৃতি জুড়ে থাকে। যা কখনো কখনো অনেক মনে পড়ে। ধন্যবাদ আপনাকে ভাইয়া বন্ধুদের সাথে কাটানোর এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit