নমস্কার ,শুভ সকাল সকলকে। আজকে আমি আমার জগতে পুজোর সপ্তম পর্ব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
আজকে সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব "ক্লাব প্রতিভার" ফটো। এই ক্লাব প্রত্যেক বছরই স্বল্প বাজেটের মধ্যে পুজো সম্পন্ন করে। কোন বার আলোকসজ্জা কোনবার প্যান্ডেল এইসব এর উপরে জোর দেয় বেশি। তবে এইবার এর এক অদ্ভুত জিনিস করেছিল। এবারে এদের মূল আকর্ষণ ছিল ৫১ ফুটের এক বিশাল জগদ্ধাত্রী প্রতিমা। হ্যাঁ, আপনার ঠিকই পড়েছেন একান্ন ফুটের। আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন এত বিশাল প্রতিমাকে সামনে থেকে দেখলে কতটা বড় লাগতে পারে। আমি নিচে আপনাদের সাথে যে ফটোগুলি শেয়ার করব সেখানে আপনারা সামনের দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখলে বুঝতে পারবেন তাদের কত ক্ষুদ্র লাগছিল।
এরপর আমি আপনাদের সঙ্গে যে বারোয়ারীর ফটো শেয়ার করতে চলেছি তার নাম "রাধানগর শিব মন্দির বারোয়ারী"। এই বারোয়ারীও প্রত্যেক বছরই স্বল্প বাজেটের মধ্যে স্বল্প পরিসরে পুজো করে। কিন্তু খুবই সুন্দরভাবে এরা সম্পূর্ণ সুযোগ সম্পন্ন করে। এইবারে এদের থিম ছিল "পরীর দেশ"। দুঃখের বিষয় আমি এই বারোয়ারীর ভিতরে খুব বেশি ফটো তুলতে পারিনি, তবে বাইরের কিছু ফটো আছে এবং প্রতিমার ফটো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি।
এখন আমি আপনাদের সাথে যে বারোয়ারির ফটো শেয়ার করব তার নাম "আমিনবাজার বারোয়ারী"। এইবারই ছিল এই বছর কৃষ্ণনগর শহরের পুজোর অন্যতম একটি বিশেষ আকর্ষণ। তার কারণ এই বারোয়ারী তে এবার লাইট অ্যান্ড সাউন্ড এর শো ছিল। এদের থিম ছিল পুনের "স্বামীনারায়ণ মন্দির"। অর্থাৎ স্বামী নারায়ণ মন্দিরের আদলে তাদের প্যান্ডেলটি হয়েছিল এবং তার সাথে ছিল সেখানে লাইট এবং সাউন্ডের খেলা। খুবই সুন্দর হয়েছিল তাদের এই শুটিং শহরবাসী প্রত্যেকেই প্রশংসা করেছে। আমি আপনাদের সাথে এই বারোয়ারীর লাইট অ্যান্ড সাউন্ড শো এর একটি ভিডিও শেয়ার করে নিচ্ছি, যাতে আপনারাও সমান আনন্দ উপভোগ করতে পারেন। তবে এই বারোয়ার ই প্রতিমা ও যথেষ্ট সুন্দর করে। গহনা পড়ানোর পরে প্রতিমার মুখ এতটাই মিষ্টি লাগে,তাই বারোয়ারীর প্রতিমা শহরবাসীর কাছে "মিষ্টি মা" নামে খ্যাত।
চলুন কিছু ফটো ও ভিডিও দেখে নেওয়া যাক।
এত বিশাল মায়ের মূর্তির কথা শুনে এবং দেখে চোখ তো কপালে উঠে গেল ভাই। সামনাসামনি দেখলে আরো কেমন মনে হতো সেটাই ভাবছি! অসাধারণ লেগেছে সবগুলো প্যান্ডেল। আর সবশেষে ভিডিওটা যোগ করে দারুন একটা কাজ করেছো। লাইটিং টা দুর্দান্ত লাগছে দেখতে। এত দূর থেকে অল্প করে হলেও পুজোর একটা ফিল নিয়ে নিলাম 😊।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামনাসামনি দেখলে নিঃসন্দেহে আরও বেশি ভালো লাগলো।তোমারা যারা দূরে থাকো, তাঁরা যাতে আমার শহরের পুজোর সাথে একাত্ম হয়ে সম্পূর্ণ মজা উপভোগ করতে পারো,সেই জন্যে যতটুকু সম্ভব হয়,ভালো করার চেষ্টা করি।এই ভিডিও টা না দিলে অসম্পূর্ণ রয়ে যেত,তাই দিয়েদিয়েছি 😁।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit